ABB Contest-34 ||"অ্যালোভেরা,জামরুল,তরমুজ ও ইসবগুলের ফ্লেবারে মজাদার শরবত রেসিপি"

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।তাই আজ চলে আসলাম নতুন প্রতিযোগিতা-৩৪ এ অংশগ্রহণ করতে বরাবরের মতোই।আমি সবসময় বিশ্বাস করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মুখ্য বিষয়, তাই চলে আসলাম ইউনিক শরবত রেসিপি শেয়ার করতে। এইজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় @rme দাদাকে এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দাদা ও দিদিদেরকে এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।এই শরবত রেসিপি প্রতিযোগিতার আইডিয়া আমাদের প্রিয় বড় দাদা দিয়েছেন জেনে খুবই ভালো লেগেছে আমার।আসলে পুরো রমজান মাস জুড়ে আমাদের সকল মুসলিম ভাই-বোনেরা খুবই কষ্ট করে থাকেন।দিনশেষে এক গ্লাস ঠান্ডা শরবত তাদের শরীর ও মনকে প্রশান্তি দিতে পারে।এছাড়া গরমে বিভিন্ন শরবত আমাদের তৃপ্তি মেটায়।আমি শরবত রেসিপিটি বিভিন্ন ধরনের ফল ও ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি করেছি।

অ্যালোভেরা,জামরুল,তরমুজ ও ইসবগুলের ফ্লেবারে মজাদার শরবত রেসিপি:

IMG_20230412_144838.jpg

IMG_20230412_144643.jpg

IMG_20230412_144946.jpg

IMG_20230412_144907.jpg

IMG_20230412_144527.jpg

ইসবগুলের ভুসি আমি প্রথম চিনতে শিখেছিলাম আমার বাবার কাছ থেকেই।ছোটবেলায় দেখতাম,, ইসবগুলের ভুসি ও কথিলা ভিজিয়ে বাবা খেতেন আমাকেও দিতেন।যাইহোক এটি শরীরের জন্য খুবই উপকারী ও মজার খেতে।শরীরের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে দারুণ কাজ করে এটি।এছাড়া আমি শরবতে অ্যালোভেরা ব্যবহার করেছি।যেটা মানুষের দেহের কোলেস্টরলের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে। যার ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে। অ্যালোভেরা জুস যে কোন প্রকার ইনফেকশন থেকে নিরাময় করতেও সাহায্য করে।গরমের দিনে তরমুজ ও জামরুল দারুণ উপকারী ফল।এগুলো খেলে শরীরে জলের ঘাটতিও অনেকখানি দূর হয়।এই সবকিছুর মিশ্রনে শরবত রেসিপিটি একটা আলাদা স্বাদের হয়েছিল খেতে।যেহেতু মিল্কশেক এই কনটেস্টের আওতার বাইরে থাকবে তাই আমি এখানে দুধ জাতীয় কিছুই ব্যবহার করিনি।এছাড়া আমি ফলের রস ব্যতীত আলাদা নরমাল জলও ব্যবহার করিনি।যাইহোক তো কথা না বাড়িয়ে চলুন শরবত রেসিপিটি শুরু করা যাক---

উপকরণসমূহ:

IMG_20230412_124824.jpg

1.অ্যালোভেরা- 2 ডগা
2.জামরুল-8 টি
3.তরমুজ-পরিমাণ মতো
4.ইসবগুলের ভুসি- 3 টেবিল চামচ
5.চিনি- 4 টেবিল চামচ
6.কাঠবাদাম- 5 টি
7.লেবুর রস-1 টেবিল চামচ

এছাড়া গ্রেটার,ছাকনি,কাঁচের গ্লাস ও চামচসহ ইত্যাদি প্রয়োজনীয় উপকরণ লেগেছে।

প্রস্তুত-প্রণালি:

ধাপঃ 1

IMG_20230412_142935.jpg
প্রথমে আমি একটা গোটা তরমুজ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব।

ধাপঃ 2

CollageMaker_20230412_142537614.jpg
এবারে তরমুজের বড়ো ফালি বের করে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবং কিছু তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।

ধাপঃ 3

IMG_20230412_142723.jpg
আমি তরমুজের এই একটি চাকা থেকে সব লাল রঙের তরমুজের অংশ বের করে নিয়েছি।

ধাপঃ 4

IMG_20230412_142846.jpg
এখন আমি তরমুজের খালি চাকার মধ্যে গ্রেট করা তরমুজ ছেঁকে নিলাম ছাকনি দিয়ে।

ধাপঃ 5

IMG_20230412_142905.jpg
তো আমি এখানে তরমুজের ফ্রেস রস বের করে নিলাম।

ধাপঃ 6

IMG_20230412_142817.jpg
এখন আমি গাছের থেকে কয়েকটি জামরুল পেড়ে নিলাম।

ধাপঃ 7

IMG_20230412_143116.jpg
জামরুলগুলি জল দিয়ে ধুয়ে নিয়ে গ্রেট করে নিলাম একইভাবে।

ধাপঃ 8

IMG_20230412_143149.jpg
এখন ছাকনি দিয়ে রস বের করে ছেঁকে নিলাম এই গ্লাসের মধ্যে।

ধাপঃ 9

IMG_20230412_142758.jpg
এখন আমি আমার দেশি অ্যালোভেরা গাছ থেকে দুটি ডগা কেটে নিলাম একটি ছুরির সাহায্যে।

ধাপঃ 10

IMG_20230412_145704.jpg
এখন আমি অ্যালোভেরার মুখ থেকে হলুদ রঙের রসটি ঝরিয়ে নেব কিছুক্ষণ ধরে।তারপর অ্যালোভেরার দুই কিনারা কেটে নিয়ে প্রথম পাতার স্তর তুলে নেব।

ধাপঃ 11

IMG_20230412_144247.jpg
এবারে একটি কাঁটা চামচের সাহায্যে অ্যালোভেরার রস বের করে নিলাম একটি পাত্রে।

ধাপঃ 12

IMG_20230412_144307.jpg
তো আমার অ্যালোভেরার দুটি ডগারই রস বের করে নেওয়া হয়ে গেছে।

ধাপঃ 13

IMG_20230412_143436.jpg
এখন কাঠবাদামগুলি ছোট ছোট টুকরো করে কেটে নেব।

ধাপঃ 14

IMG_20230412_143209.jpg
এরপর আমি ইসবগুলের ভুসি নিয়ে নেব পরিমাণ মতো।

ধাপঃ 15

CollageMaker_20230412_143350281.jpg
এবারে আমি তরমুজ রসের মধ্যে পরিমাণ মতো ইসবগুলের ভুসি,চিনি এবং লেবুর রস যুক্ত করে নিলাম।

ধাপঃ 16

IMG_20230412_143421.jpg
এখন একটি চামচের সাহায্যে উপকরণগুলি একত্রে মিশিয়ে নিলাম।

ধাপঃ 17

IMG_20230412_144334.jpg
এবারে আমি জামরুলের রস নিয়ে নিলাম।

ধাপঃ 18

IMG_20230412_144353.jpg
জামরুল রসের মধ্যে অ্যালোভেরার রস যুক্ত করে নিলাম।

ধাপঃ 19

IMG_20230412_144409.jpg
একটি চামচের সাহায্যে দুটি রসের মিশ্রন করে নিলাম ভালোভাবে।

ধাপঃ 20

IMG_20230412_144510.jpg
এখন আমি তরমুজ ও অন্যান্য উপকরণের মিশ্রণটি গ্লাসে ঢেলে দিলাম।এরপর গ্লাসের একপাশে গোল করে কেটে নেওয়া লেবুর পিচ ও তরমুজের পিচটি বসিয়ে দিলাম সৌন্দর্য্যের জন্য।

ধাপঃ 21

IMG_20230412_144626.jpg
সবশেষে মিশ্রনের ভিতরে তরমুজের টুকরো ও কাঠবাদামের টুকরো ছড়িয়ে দিলাম উপর থেকে।তো তৈরি করা হয়ে গেল আমার "অ্যালোভেরা,জামরুল,তরমুজ ও ইসবগুলের ফ্লেবারে মজাদার শরবত রেসিপি"।

পরিবেশন:

IMG_20230412_144803.jpg

IMG_20230412_144818.jpg

IMG_20230412_144927.jpg

IMG_20230412_145002.jpg

IMG_20230412_144527.jpg

IMG_20230412_144838.jpg

এখন মজাদার ঠান্ডা শরবতটি পরিবেশন করতে হবে।আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের শরবত রেসিপিটা অনেক ভালো লাগবে।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

পোষ্ট বিবরণ:

বিষয়অ্যালোভেরা,জামরুল,তরমুজ ও ইসবগুলের ফ্লেবারে মজাদার শরবত তৈরি
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনপালসিট
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvote and follow me also sis,

খুবই স্বাস্থ্যকর একটি শরবতের রেসিপি শেয়ার করেছেন।সারাদিন রক্কা রাখার পর এমন একটি শরবতই দরকার।ধন্যবাদ স্বাস্থ্যকর রেসিপিটি শেয়ার করার জন্য দিদি। শুভ কামনা রইল।

ধন্যবাদ দাদা,সুন্দর মন্তব্যের জন্য।

প্রথমেই আপনাকে এই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই আপু। উনি খুবই সুন্দর একটি শরবত রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। অ্যালোভেরা জামরুল তরমুজ ইসুবগুলের ফ্লেভারে খুবই সুন্দর একটি রেসিপি। একত্রে করে খুব সুন্দর ভাবে আপনি এই শরবত তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে আপনার তৈরি তো শরবত অনেক মজা হবে খেতে। ধন্যবাদ সুন্দর একটি শরবত রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সারাদিন রোজা রাখার পর এরকম স্বাস্থ্যসম্মত একটি শরবত সবার জন্য দরকার প্রাণটা যেন জুড়িয়ে যায় । এলোভেরা জামরুল তরমুজ ও ইসুবগুলের ভুষি সবগুলোই শরীরের জন্য অনেক ভালো। ধন্যবাদ আপু সুন্দর একটি শরবতের রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ট্রাই করে দেখতে পারেন এভাবে আপু,আশা করি ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।

আপু আপনার অ্যালোভেরা,জামরুল,তরমুজ ও ইসবগুলের ফ্লেবারে মজাদার শরবত রেসিপিটি ধারুন হয়েছে। জামরুল গুলো দেখে অনেক ভাল লেগেছে। সব কিছু একেবারে টাটকা জিনিষ। ধন্যবাদ আপু।

আমাদের গাছের জামরুল ভাইয়া, তাই টাটকা।ধন্যবাদ

মজাদার শরবত রেসিপি তৈরি করেছেন। রেসিপি পরিবেশন দেখেই সুস্বাদু মনে হচ্ছে এবং খুবই সুন্দরভাবে রেসিপিটি আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করলেন, অসাধারণ হয়েছে।

ধন্যবাদ ভাইয়া।

কয়েকটি ইউনিক উপাদান দিয়ে বেশ ইউনিক শরবত তৈরি করেছেন আপু। শরবতের কালারটি খুব সুন্দর হয়েছে। দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। সারাদিন রোজা রেখে এমন স্বাস্থ্যকর শরবত এক গ্লাস খেলে প্রাণ জুড়িয়ে যাবে। খুব ভালো লাগলো আপনার শরবত রেসিপিটা দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সত্যিই বেশ মজার হয়েছিল খেতে ভাইয়া, ধন্যবাদ আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।