নমস্কার
রঙিন কাগজ দিয়ে পুতুলের ওয়ালমেট তৈরি:
Diy মানেই সৌন্দর্য্যের আরেক নাম।আর এই diy তৈরি করার মাঝে আলাদা একটা ভালোলাগা কাজ করে।এই প্রতিযোগিতায় অনেকেই সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন যেগুলো দেখে চোখ ধাঁধিয়ে যায়।তবে বেশিরভাগ ফুল কিংবা প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তাতে, তাই আমি একটু ভিন্নধর্মী ওয়ালমেট তৈরি করলাম।যেকোনো diy-ই আমাদের ঘরের সুন্দরতা বৃদ্ধি করতে পারে।আসলেই বাজার থেকে কিনে এনে ঘর সাজানোর থেকে নিজের হাতে কোনো কিছু তৈরি করার মাঝে আলাদা একটা আনন্দের সঙ্গে সঙ্গে মনে তৃপ্তিও পাওয়া যায়।তো আজ আমি তৈরি করেছি "রঙিন কাগজ দিয়ে পুতুলের ওয়ালমেট"। মজার বিষয় হচ্ছে পুতুলটি তৈরি করার পর এতটাই ভালো লাগছিল যে আমি শুধুমাত্র পুতুলের অনেক ছবি তুলেছি।কিন্তু প্রতিযোগিতার বিষয় যেহেতু ওয়ালমেট সংক্রান্ত তাই পরে ওয়ালমেটও যুক্ত করেছি।এটি খুবই কিউট ও আকর্ষণীয় দেখতে লাগছিল তৈরির পর।আশা করি আপনাদের কাছেও আমার তৈরি ওয়ালমেটটি অনেক ভালো লাগবে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
উপকরণসমূহ:
●কার্ডবোর্ড
●স্কেল
●আঠা
●রঙিন পেন(লাল,কালো)
●এক টুকরো সাদা সুতা
●কেচি
পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি আকাশি নীল রঙের কাগজ নিয়ে স্কেল দিয়ে মেপে (21cm × 14cm)এর দুটি কাগজ কেটে নেব।অর্থাৎ লম্বায় 21 cm ও চওড়ায় 14 cm এর মাপে কাগজ কেটে নিলাম।
ধাপঃ 2
এরপর গাড় নীল রঙের কাগজ নিয়ে তার উপরে (21cm × 1 cm)অর্থাৎ 21 cm লম্বা ও 1 cm চওড়া রেখে কালো রঙের বলপেন দিয়ে দাগ টেনে নিলাম।
ধাপঃ 3
এখন কালো দাগের উপর দিয়ে কেচির সাহায্যে কাগজগুলো কেটে নিলাম,এখানে আমি মোট 16 টি একই মাপের কাগজ কেটে নিয়েছি।
ধাপঃ 4
এখন আকাশি নীল রঙের কাগজের উপর আঠা লাগিয়ে নিলাম।
ধাপঃ 5
এরপর আঠার উপর দিয়ে গাড় নীল রঙের কাগজ আটকে নিলাম পরপর 3 টি।একইভাবে আকাশি নীল রঙের কাগজের মাঝে কিছুটা ফাঁকা রেখে নীচে 5 টি গাড় নীল রঙের কাগজ আটকে নিলাম।
ধাপঃ 6
তো এভাবে কাগজগুলি আঠা দিয়ে আটকে নিয়ে মাঝবরাবর ভাঁজ দিয়ে নেব।তারপর মাঝের ভাঁজের উপর কাগজ রেখে ভাঁজ করে করে সমানভাবে ভাঁজ করে নেব।
ধাপঃ 7
এখন সবশেষের ছোট্ট ভাঁজটি রেখে আবার উল্টো ভাঁজ দিয়ে আবার সোজা ভাঁজ আবার উল্টো ভাঁজ এভাবে পুরো কাগজটি ভাঁজ করে নেব।
ধাপঃ 8
ভাঁজ দেওয়ার পর কাগজটি এভাবে ভেজে নেব।
ধাপঃ 9
একইভাবে অপর আকাশি নীল রঙের কাগজের উপর গাড় নীল রঙের কাগজ আটকে নিয়ে ভাঁজ করে নিলাম।
ধাপঃ 10
এরপর আঠার সাহায্যে দুটি কাগজ একত্রে আটকে নিয়ে ভাঁজ করে নেওয়া স্বল্প অংশও দুইপাশে আটকে নিলাম।
ধাপঃ 11
এখন একটি কালো রঙের বলপেন দিয়ে পুতুলের মুখ একে নিলাম।
ধাপঃ 12
এবারে পুতুলের চোখ,নাক ও ঠোঁট একে নিয়ে চুল একে নিলাম।
ধাপঃ 13
এরপর লাল রঙের পেন দিয়ে চুলের উপর ফিতা অংকন করে নেব।তো একে নিলাম পুতুলের মুখমন্ডলটি।
ধাপঃ 14
এখন মুখমন্ডলটি আঠা দিয়ে আটকে নিলাম কুচানো কাগজের উপর।
ধাপঃ 15
এবারে একটি কার্ডবোর্ড নিয়ে সমান করে কেটে নেব কেচি দিয়ে।
ধাপঃ 16
এরপর হলুদ রঙের কাগজ নিয়ে কার্ডবোর্ড এর গায়ে আঠা দিয়ে আটকে নিলাম।তারপর কার্ডবোর্ড এর পিছনে এক টুকরো সাদা রঙের সুতা দিয়ে আটকে নিয়ে ওয়ালমেট তৈরি করে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে কাগজের পুতুলটি ওয়ালমেটের গায়ে আটকে নিলাম আঠার সাহায্যে।তো আমার তৈরি করা হয়ে গেল
"রঙিন কাগজ দিয়ে পুতুলের ওয়ালমেট"।
ছবি উপস্থাপন:
আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের তৈরি করা diy টি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
পোষ্ট বিবরণ:
বিষয় | "রঙিন কাগজ দিয়ে পুতুলের ওয়ালমেট তৈরি" |
---|---|
শ্রেণী | diy |
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
অনেকে মাথা ব্যাথা যন্ত্রণার পরেও আপনি যে আজকে সুন্দর একটি ডাই পরিবেশন করেছেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাকে প্রথমে অভিনন্দন জানায়।আপনি আসলেই সম্পূর্ণ একটা ইউনিক ডাই তৈরি করার চেষ্টা করেছেন। এটি খুবই ভালো লাগলো । ডাই মানেই সুন্দর্য এবং নিজের ভিতর ইউনিক কিছু পরিবর্তন করতে হয়।কালার কম্বিনেশন এবং পুতুলটি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে যা দেখে আমি রীতিমতো মুগ্ধ আপনার জন্য শুভেচ্ছা রইল এবং এই প্রতিযোগিতার জন্য ভালো অবস্থান আশা করতেছেন। জি আপু এগুলা আমাদের ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি করে এবং আপনি নিজের মেধা খাটিয়ে রঙিন কাগজ দিয়ে পুতুলের ওয়ালমেটটি তৈরি করেছেন এবং প্রয়োজনীয় উপকরণ গুলি তুলে ধরেছেন এটা কিভাবে তৈরি করতে হয় এবং প্রতিটি ধাপ ছিল অনেক সূক্ষ্ম ছিল।যা আমরা ইচ্ছা করলে বাসায় বানিয়ে নিতে পারব এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।বেশ ভালো ছিল আজকের ওয়ালমেটটি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া,প্রতিযোগিতার জন্য ভালো অবস্থান আশা না করলেও আমি আমার সর্বোচ্চ দিয়ে অংশ নেওয়ার চেষ্টা করেছি।আপনাদের কাছে ভালো লেগেছে এতেই আমার ভিন্ন কাজের সার্থকতা, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপু। রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা পুতুল এর ওয়ালমেট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। পুতুলের মুখটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে পুতুলের ওয়ালমেট তৈরি করেছেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে পুতুলটা তৈরি করা হয়েছে এবং ওয়ালমেট তৈরি করেছেন। এটা যদি ঘরের দেয়ালে লাগিয়ে রাখা হয়, তখন দেখতে অনেক ভালো লাগবে। পুতুলটা কিন্তু অনেক বেশি কিউট লাগছে, এটা বলা লাগে শেষ পর্যন্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু,দেওয়ালে লাগিয়ে রাখলে সুন্দর লাগবে পুতুলটি দেখতে।অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে পুতুলের ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লাগছে আমার। এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হঠাৎ করে মাথাব্যথা করলে কোনোকিছুই করতে ভালো লাগে না। সকালে ভালো ফিল করেছেন আর তাই আমরাও একটি চমৎকার ওয়ালমেট দেখতে পেলাম। পুতুলের ডিজাইনটাও সুন্দর লাগছে। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন দিদি ☘️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অনেক ধন্যবাদ আপু আপনাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে বেশ ভালই লাগে। যেহেতু সবার মাধ্যমে কিছু দেখতে পারি। সেই সাথেই অনেক ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করি আমরা সকলেই মিলে। আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে আপু। বেশ ভালই লাগলো আপনি ধাপ গুলো শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক ইউনিক ডাই পোস্ট গুলো দেখতে পেলাম। আপনার ডাইপোস্টটি আমার অনেক ভালো লেগেছে। ডাই পোস্ট এর শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু,উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit