নমস্কার
"ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাশফুলে মোড়ানো কার্ড তৈরি":
ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার।তাই এই মাসে সকলের মনেই আলাদা একটা উত্তেজনার সৃষ্টি হয়।বর্তমানে আমার পরিবারের সবাই-ই আমার কাছে অত্যন্ত ভালোবাসার মানুষ এবং অনেক প্রিয়।তাই আলাদাভাবে যেকোনো একজনের নাম নেওয়াটা বোধহয় ঠিক হবে না, তাই x. লিখে দিলাম।সেই ভালোবাসা থেকেই সম্পূর্ণ ইউনিক একটি কার্ড তৈরি করার চেষ্টা করলাম।ভালোবাসার মানুষের জন্য প্রত্যেকটি দিনই বিশেষ।তবুও সকলেই তার প্রিয় মানুষকে নিয়ে বিশেষ একটি দিনকে কেন্দ্র করে নিজের মতো করে সময় কাটাতে চায়,সারাবছরের জমানো অনুভূতি মন খুলে প্রকাশ করতে চায় ,কখনো বা সুন্দর কোনো উপহার দেওয়ারও মনোবাসনা পূরণ করে এই বিশেষ দিনে। যদিও আমার জীবনে সেই স্থানটি এখনো শুন্য রয়েছে।তাই আমার সব ভালোবাসা আমার পরিবারকে ঘিরেই।আর এই কার্ডটিও তাদের জন্যই তৈরি করা।চেষ্টা করেছি নিজের হাতে কাশফুল দিয়ে কার্ডটি সাজানোর।এখানে কার্ডের মধ্যে ভালোবাসায় পরিপূর্ণ দুটি পাখির দৃশ্যও ফুটিয়ে তুলেছি।যেখানে একটি মেয়ে ও একটি ছেলে পাখি রয়েছে।আর এটি তৈরি করতে পেরে আমি অনেক আনন্দিত।তো আজ আমি তৈরি করেছি "ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাশফুলে মোড়ানো কার্ড তৈরি"।
বন্ধুরা,সবসময় তো গোলাপ ফুলে মোড়ানো ভালোবাসা নিবেদন করা হয়।এইজন্য আমি চেষ্টা করেছি সাদা ধবধবে কাশফুলে মোড়ানো ভালোবাসা নিবেদন করার।পাখি দুটি তৈরি করতেই আমার বেশ সময় লেগে গিয়েছে, তবে এটি তৈরির পর খুবই কিউট ও আকর্ষণীয় দেখতে লাগছিল।আশা করি আপনাদের কাছেও আমার তৈরি কার্ডটি অনেক ভালো লাগবে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
উপকরণসমূহ:
●রঙিন কাগজ(গাড় নীল ও আকাশি নীল)
●কার্ডবোর্ড
●খাতার কভার
●স্কেল
●আঠা
●রঙিন পেন(লাল,গোলাপি,সবুজ ও কালো)
●সবুজ মার্কার পেন
●কেচি
পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি খাতার কভার দুইপাশ দিয়ে স্কেলের মাধ্যমে কেটে বাদ দিয়ে নেব।
ধাপঃ 2
এখন খাতার কেটে নেওয়া কভারের মাপে আকাশি নীল রঙের কাগজ কেটে নিলাম।
ধাপঃ 3
এখন কাগজটি আঠার সাহায্যে আটকে নিলাম খাতার কভারের দুইপাশে।
ধাপঃ 4
তো আমার কার্ডটি তৈরি করা হয়ে গেছে।এখন ভিতরের কারুকাজ করার পালা।
ধাপঃ 5
এরপর আমি একটা কার্ডবোর্ডের দুটি অংশ নিয়ে নিলাম।তারপর পেন্সিলের সাহায্যে লাভ চিহ্ন একে নিয়ে কেচি দিয়ে কেটে নিলাম।
ধাপঃ 6
এবারে গাড় নীল রঙের কাগজগুলো সরু মাপের সাইজে স্কেল দিয়ে কেটে নিলাম।এরপর কেটে নেওয়া লাভ চিহ্নের গায়ে পেঁচিয়ে নিয়ে আঠা দিয়ে আটকে নিলাম।
ধাপঃ 7
একইভাবে দুটি লাভ চিহ্ন তৈরি করে নিয়ে কার্ডের ভিতরে নিচের অংশে আটকে নিলাম।
ধাপঃ 8
এরপর একটি পেন্সিল দিয়ে দুইটি পাখি একে নিলাম লাভ চিহ্নের মধ্যে।তারপর সবুজ রঙের পেন দিয়ে একে নিলাম।
ধাপঃ 9
এখন কাশফুলের মাথার দিকের কিছু পাপড়ি ভেঙে নিয়ে নিলাম।
ধাপঃ 10
এবারে আঠার সাহায্যে অঙ্কনের উপর মেয়ে পাখির গায়ে খুবই সাবধানে ধীরে ধীরে আটকে নেব কাশফুলের ছোট ছোট পাপড়িগুলো।
ধাপঃ 11
তো এইভাবে আমি পাখির বডির পালক ও লেজ তৈরি করে নিলাম।
ধাপঃ 12
এখন পাখির মাথা ও ঠোঁট বানিয়ে নিলাম কাশফুলের ডাটি দিয়ে।পাখির চোখ একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।
ধাপঃ 13
একইভাবে অপর একটি ছেলে পাখি লাগোয়া করে কাশফুল দিয়ে তৈরি করে নিলাম।
ধাপঃ 14
এখন গোলাপি রঙের পেন দিয়ে গাছের ডাল একে নিলাম।তারপর সবুজ মার্কার পেন দিয়ে গাছের পাতা, পাখিদের লেজ ও পালক একে নিলাম।
ধাপঃ 15
এবারে একটি লাল রঙের পেন দিয়ে উপরে লাভ চিহ্ন একে নিলাম ছোট্ট করে।তারপর কাশফুলের ছোট ছোট পাপড়ি গুচ্ছ আকারে কার্ডের চারপাশে আঠা দিয়ে আটকে নিলাম।
ধাপঃ 16
এরপর কার্ডের উপরে লাল রঙের পেন দিয়ে happy valentine's day লিখে নিয়ে তার পাশে কালো ও লাল রঙের পেন দিয়ে ছোট্ট লাভ চিহ্ন একে নিলাম।
ধাপঃ 17
এখন happy valentine's day লেখার দুইপাশে কাশফুলের ছোট ছোট পাপড়ি গুচ্ছ আকারে কার্ডের একটু উপর-নীচে করে আঠা দিয়ে আটকে নিলাম।তারপর সবুজ রঙের পেন দিয়ে আবারো লেখাটি ডাবল করে লিখে নিলাম এবং নীচের দিকে To x. লিখে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে কার্ডের ভিতরে বাম পাশে কাশফুলের পাপড়ির বর্ডার তৈরি করে ছোট ছোট পাপড়ি একগুচ্ছ কার্ডের উপর আটকে নিলাম আঠা দিয়ে।তো আমার তৈরি করা হয়ে গেল "ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাশফুলে মোড়ানো কার্ড"।
ছবি উপস্থাপন:
কার্ডটি তৈরির পর খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।
পোষ্ট বিবরণ:
বিষয় | "ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাশফুলে মোড়ানো কার্ড তৈরি" |
---|---|
শ্রেণী | diy |
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন এই প্রতিযোগিতায় অংশগ্রহ করার জন্য। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দারুন একটি কার্ড বানিয়েছেন আপু খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর ও সাবলীল মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে ভালোবাসা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এই প্রতিযোগিতায় আপনি খুবই দক্ষতার সাথে ভালোবাসার কার্ড তৈরি করলেন, দেখে খুবই ভালো লেগেছে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার উৎসাহমূলক মতামত জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাশফুলে মোড়ানো অনেক সুন্দর একটি কার্ড তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এ কার্ড তৈরিতে কার্ডে হার্টের ভিতরের অংশে পাখির চিত্র অঙ্কন করে সেই চিত্র অংকনের উপর কাশফুলের পাপড়ি লাগিয়ে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ,ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও দিদি আপনার এরকম ইউনিট একটা আইডিয়া দেখেই তো আমি অনেক মুগ্ধ হলাম। কাশফুল ব্যবহার করে আপনি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সুন্দর একটা কার্ড তৈরি করেছেন। কাশফুল দিয়ে পাখিগুলো তৈরি করার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। দুইটা পাখিকেই খুবই কিউট লাগতেছে। এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ টা দেখে সত্যি খুব ভালো লাগলো। এরকম ইউনিক আইডিয়া থেকে যদি কোন কিছু তৈরি করা হয় তাহলে দেখতে সুন্দর লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি ইউনিকভাবে কিছু করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপু উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। কাশফুল দিয়ে ভালোবাসা দিবসের চমৎকার কার্ড তৈরি করেছেন আপু। পাখি দুটো দেখতে ভীষণ ভালো লাগছে। এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই পাখি দুটি তৈরির পর কিউট লাগছিলো দেখতে, ধন্যবাদ আপনাকে ও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার আইডিয়ার প্রশংসা কি করব, দেখেই তো আমি মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। কাশফুল দিয়ে যে এরকম সুন্দর কিছু তৈরি করা যায় এটা তো মাথায় আসেনি একেবারে। একেবারে ইউনিক একটা কার্ড তৈরি করেছেন আপনি শুধুমাত্র কাশফুল ব্যবহার করে। দুইটা কিউট পাখি তৈরি করেছেন। আপনার হাতের পুরো কাজটা সত্যি মুগ্ধ করেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে মুগ্ধতা দিতে পেরে আমিও অনেক খুশি।ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেশ ইউনিক একটি কার্ড আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কার্ডটি আমার কাছে অনেক ব্যতিক্রম লেগেছে।কাশফুল দিয়ে পাখি দুটো দেখতে অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার তৈরি কার্ডটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ দিদি আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি চমৎকার একটি কার্ড নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।আমার কাছে খুব ভালো লেগেছে।আপনি সময় নিয়ে সুন্দর একটি কার্ড শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সার্থকতা, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জীবনে নির্দিষ্ট মানুষের ভালোবাসা নেই জন্য এক্স নাম দিয়ে ভালোবাসার কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো। তাছাড়া কাশফুল দিয়ে কার্ড তৈরির আইডিয়াটি কিন্তু চমৎকার ছিল। ভিতরে পাখি দুটি তৈরি করা বেশ কঠিন মনে হয়েছে। তারপরও খুব সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি যার জন্য কার্ডটি এত ইউনিক লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু,পাখি দুটি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে।ধন্যবাদ আপনাকে ও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাশফুল দিয়ে খুবই সুন্দর একটি ভ্যালেন্টাইন্স ডে কার্ড তৈরি করেছেন আপনি। কাশফুল দিয়ে পাখি দুটো তৈরি করেছেন দেখতে সত্যিই অনেক বেশি ইউনিক আর সুন্দর লাগছে। আপনার কাশফুল দিয়ে পাখি তৈরি করার আইডিয়াটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভ্যালেন্টাইনস ডে কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছে আমার diy টি ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit