প্রতিযোগিতা - ৫২|| "ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাশফুলে মোড়ানো কার্ড তৈরি"

in hive-129948 •  9 months ago 

নমস্কার

সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন'স ডে এর অনেক অনেক শুভেচ্ছা💐💐

IMG_20240214_140850.jpg

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আর ভালোবাসা দিবসের দিনে ভালো না থাকলে কি চলে আপনারাই বলুন!এই প্রতিযোগিতাটি যেহেতু diy সংক্রান্ত তার উপরে আবার প্রিয় মানুষের প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে।তাই আমি @green015 প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই ফেললাম,আমার সামান্য দক্ষতা দিয়ে।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @tangera আপুসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর ভাইয়া ও আপুদেরকে।

"ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাশফুলে মোড়ানো কার্ড তৈরি":

IMG_20240214_141556.jpg

IMG_20240214_160619.jpg

ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার।তাই এই মাসে সকলের মনেই আলাদা একটা উত্তেজনার সৃষ্টি হয়।বর্তমানে আমার পরিবারের সবাই-ই আমার কাছে অত্যন্ত ভালোবাসার মানুষ এবং অনেক প্রিয়।তাই আলাদাভাবে যেকোনো একজনের নাম নেওয়াটা বোধহয় ঠিক হবে না, তাই x. লিখে দিলাম।সেই ভালোবাসা থেকেই সম্পূর্ণ ইউনিক একটি কার্ড তৈরি করার চেষ্টা করলাম।ভালোবাসার মানুষের জন্য প্রত্যেকটি দিনই বিশেষ।তবুও সকলেই তার প্রিয় মানুষকে নিয়ে বিশেষ একটি দিনকে কেন্দ্র করে নিজের মতো করে সময় কাটাতে চায়,সারাবছরের জমানো অনুভূতি মন খুলে প্রকাশ করতে চায় ,কখনো বা সুন্দর কোনো উপহার দেওয়ারও মনোবাসনা পূরণ করে এই বিশেষ দিনে। যদিও আমার জীবনে সেই স্থানটি এখনো শুন্য রয়েছে।তাই আমার সব ভালোবাসা আমার পরিবারকে ঘিরেই।আর এই কার্ডটিও তাদের জন্যই তৈরি করা।চেষ্টা করেছি নিজের হাতে কাশফুল দিয়ে কার্ডটি সাজানোর।এখানে কার্ডের মধ্যে ভালোবাসায় পরিপূর্ণ দুটি পাখির দৃশ্যও ফুটিয়ে তুলেছি।যেখানে একটি মেয়ে ও একটি ছেলে পাখি রয়েছে।আর এটি তৈরি করতে পেরে আমি অনেক আনন্দিত।তো আজ আমি তৈরি করেছি "ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাশফুলে মোড়ানো কার্ড তৈরি"।

IMG_20240214_160548.jpg

IMG_20240214_160639.jpg

বন্ধুরা,সবসময় তো গোলাপ ফুলে মোড়ানো ভালোবাসা নিবেদন করা হয়।এইজন্য আমি চেষ্টা করেছি সাদা ধবধবে কাশফুলে মোড়ানো ভালোবাসা নিবেদন করার।পাখি দুটি তৈরি করতেই আমার বেশ সময় লেগে গিয়েছে, তবে এটি তৈরির পর খুবই কিউট ও আকর্ষণীয় দেখতে লাগছিল।আশা করি আপনাদের কাছেও আমার তৈরি কার্ডটি অনেক ভালো লাগবে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

●কাশফুল
●রঙিন কাগজ(গাড় নীল ও আকাশি নীল)
●কার্ডবোর্ড
●খাতার কভার
●স্কেল
●আঠা
●রঙিন পেন(লাল,গোলাপি,সবুজ ও কালো)
●সবুজ মার্কার পেন
●কেচি

IMG_20240214_135835.jpg

পদ্ধতিসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20240214_135848.jpg
প্রথমে আমি একটি খাতার কভার দুইপাশ দিয়ে স্কেলের মাধ্যমে কেটে বাদ দিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20240214_135904.jpg
এখন খাতার কেটে নেওয়া কভারের মাপে আকাশি নীল রঙের কাগজ কেটে নিলাম।

ধাপঃ 3

IMG_20240214_135921.jpg
এখন কাগজটি আঠার সাহায্যে আটকে নিলাম খাতার কভারের দুইপাশে।

ধাপঃ 4

IMG_20240214_135946.jpg
তো আমার কার্ডটি তৈরি করা হয়ে গেছে।এখন ভিতরের কারুকাজ করার পালা।

ধাপঃ 5

IMG_20240214_140006.jpg
এরপর আমি একটা কার্ডবোর্ডের দুটি অংশ নিয়ে নিলাম।তারপর পেন্সিলের সাহায্যে লাভ চিহ্ন একে নিয়ে কেচি দিয়ে কেটে নিলাম।

ধাপঃ 6

IMG_20240214_140025.jpg
এবারে গাড় নীল রঙের কাগজগুলো সরু মাপের সাইজে স্কেল দিয়ে কেটে নিলাম।এরপর কেটে নেওয়া লাভ চিহ্নের গায়ে পেঁচিয়ে নিয়ে আঠা দিয়ে আটকে নিলাম।

ধাপঃ 7

IMG_20240214_140051.jpg
একইভাবে দুটি লাভ চিহ্ন তৈরি করে নিয়ে কার্ডের ভিতরে নিচের অংশে আটকে নিলাম।

ধাপঃ 8

IMG_20240214_140407.jpg
এরপর একটি পেন্সিল দিয়ে দুইটি পাখি একে নিলাম লাভ চিহ্নের মধ্যে।তারপর সবুজ রঙের পেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 9

IMG_20240214_140349.jpg
এখন কাশফুলের মাথার দিকের কিছু পাপড়ি ভেঙে নিয়ে নিলাম।

ধাপঃ 10

IMG_20240214_140420.jpg
এবারে আঠার সাহায্যে অঙ্কনের উপর মেয়ে পাখির গায়ে খুবই সাবধানে ধীরে ধীরে আটকে নেব কাশফুলের ছোট ছোট পাপড়িগুলো।

ধাপঃ 11

IMG_20240214_141004.jpg
তো এইভাবে আমি পাখির বডির পালক ও লেজ তৈরি করে নিলাম।

ধাপঃ 12

IMG_20240214_141017.jpg
এখন পাখির মাথা ও ঠোঁট বানিয়ে নিলাম কাশফুলের ডাটি দিয়ে।পাখির চোখ একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 13

IMG_20240214_141033.jpg
একইভাবে অপর একটি ছেলে পাখি লাগোয়া করে কাশফুল দিয়ে তৈরি করে নিলাম।

ধাপঃ 14

IMG_20240214_141049.jpg
এখন গোলাপি রঙের পেন দিয়ে গাছের ডাল একে নিলাম।তারপর সবুজ মার্কার পেন দিয়ে গাছের পাতা, পাখিদের লেজ ও পালক একে নিলাম।

ধাপঃ 15

IMG_20240214_141155.jpg
এবারে একটি লাল রঙের পেন দিয়ে উপরে লাভ চিহ্ন একে নিলাম ছোট্ট করে।তারপর কাশফুলের ছোট ছোট পাপড়ি গুচ্ছ আকারে কার্ডের চারপাশে আঠা দিয়ে আটকে নিলাম।

ধাপঃ 16

IMG_20240214_141223.jpg
এরপর কার্ডের উপরে লাল রঙের পেন দিয়ে happy valentine's day লিখে নিয়ে তার পাশে কালো ও লাল রঙের পেন দিয়ে ছোট্ট লাভ চিহ্ন একে নিলাম।

ধাপঃ 17

IMG_20240214_141254.jpg
এখন happy valentine's day লেখার দুইপাশে কাশফুলের ছোট ছোট পাপড়ি গুচ্ছ আকারে কার্ডের একটু উপর-নীচে করে আঠা দিয়ে আটকে নিলাম।তারপর সবুজ রঙের পেন দিয়ে আবারো লেখাটি ডাবল করে লিখে নিলাম এবং নীচের দিকে To x. লিখে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240214_141451.jpg
সবশেষে কার্ডের ভিতরে বাম পাশে কাশফুলের পাপড়ির বর্ডার তৈরি করে ছোট ছোট পাপড়ি একগুচ্ছ কার্ডের উপর আটকে নিলাম আঠা দিয়ে।তো আমার তৈরি করা হয়ে গেল "ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাশফুলে মোড়ানো কার্ড"

ছবি উপস্থাপন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20240214_141556.jpg

IMG_20240214_160619.jpg

IMG_20240214_160705.jpg

IMG_20240214_160548.jpg

IMG_20240214_160639.jpg
কার্ডটি তৈরির পর খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।

আশা করি আমার আজকের diyটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়"ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাশফুলে মোড়ানো কার্ড তৈরি"
শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন এই প্রতিযোগিতায় অংশগ্রহ করার জন্য। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দারুন একটি কার্ড বানিয়েছেন আপু খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

আপনার সুন্দর ও সাবলীল মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে ভালোবাসা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এই প্রতিযোগিতায় আপনি খুবই দক্ষতার সাথে ভালোবাসার কার্ড তৈরি করলেন, দেখে খুবই ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

আপনার উৎসাহমূলক মতামত জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

কাশফুলে মোড়ানো অনেক সুন্দর একটি কার্ড তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এ কার্ড তৈরিতে কার্ডে হার্টের ভিতরের অংশে পাখির চিত্র অঙ্কন করে সেই চিত্র অংকনের উপর কাশফুলের পাপড়ি লাগিয়ে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ,ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

ওয়াও দিদি আপনার এরকম ইউনিট একটা আইডিয়া দেখেই তো আমি অনেক মুগ্ধ হলাম। কাশফুল ব্যবহার করে আপনি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সুন্দর একটা কার্ড তৈরি করেছেন। কাশফুল দিয়ে পাখিগুলো তৈরি করার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। দুইটা পাখিকেই খুবই কিউট লাগতেছে। এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ টা দেখে সত্যি খুব ভালো লাগলো। এরকম ইউনিক আইডিয়া থেকে যদি কোন কিছু তৈরি করা হয় তাহলে দেখতে সুন্দর লাগে।

চেষ্টা করেছি ইউনিকভাবে কিছু করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপু উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। কাশফুল দিয়ে ভালোবাসা দিবসের চমৎকার কার্ড তৈরি করেছেন আপু। পাখি দুটো দেখতে ভীষণ ভালো লাগছে। এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আসলেই পাখি দুটি তৈরির পর কিউট লাগছিলো দেখতে, ধন্যবাদ আপনাকে ও।

Posted using SteemPro Mobile

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার আইডিয়ার প্রশংসা কি করব, দেখেই তো আমি মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। কাশফুল দিয়ে যে এরকম সুন্দর কিছু তৈরি করা যায় এটা তো মাথায় আসেনি একেবারে। একেবারে ইউনিক একটা কার্ড তৈরি করেছেন আপনি শুধুমাত্র কাশফুল ব্যবহার করে। দুইটা কিউট পাখি তৈরি করেছেন। আপনার হাতের পুরো কাজটা সত্যি মুগ্ধ করেছে।

আপনাকে মুগ্ধতা দিতে পেরে আমিও অনেক খুশি।ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেশ ইউনিক একটি কার্ড আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কার্ডটি আমার কাছে অনেক ব্যতিক্রম লেগেছে।কাশফুল দিয়ে পাখি দুটো দেখতে অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার তৈরি কার্ডটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ দিদি আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি চমৎকার একটি কার্ড নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।আমার কাছে খুব ভালো লেগেছে।আপনি সময় নিয়ে সুন্দর একটি কার্ড শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সার্থকতা, ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

আপনার জীবনে নির্দিষ্ট মানুষের ভালোবাসা নেই জন্য এক্স নাম দিয়ে ভালোবাসার কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো। তাছাড়া কাশফুল দিয়ে কার্ড তৈরির আইডিয়াটি কিন্তু চমৎকার ছিল। ভিতরে পাখি দুটি তৈরি করা বেশ কঠিন মনে হয়েছে। তারপরও খুব সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি যার জন্য কার্ডটি এত ইউনিক লাগছে দেখতে।

ঠিক বলেছেন আপু,পাখি দুটি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে।ধন্যবাদ আপনাকে ও।

Posted using SteemPro Mobile

কাশফুল দিয়ে খুবই সুন্দর একটি ভ্যালেন্টাইন্স ডে কার্ড তৈরি করেছেন আপনি। কাশফুল দিয়ে পাখি দুটো তৈরি করেছেন দেখতে সত্যিই অনেক বেশি ইউনিক আর সুন্দর লাগছে। আপনার কাশফুল দিয়ে পাখি তৈরি করার আইডিয়াটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভ্যালেন্টাইনস ডে কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার কাছে আমার diy টি ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile