"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || যেমন খুশি তেমন সাজো: "সাপের সাজ"

in hive-129948 •  11 months ago 

নমস্কার
////////////////////////////

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।এইবারের প্রতিযোগিতাটি যেহেতু সাজ সংক্রান্ত তার উপরে আবার শৈশবের ফেলে আসা স্মৃতিকে কেন্দ্র করে। তাই আবারো চলে আসলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।ইউনিক কোনো কিছু করতে আমার খুবই ভালো লাগে।তাই সেই ভালো লাগা থেকেই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলাম।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @kingporos দাদাসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দাদা ও দিদিদেরকে।

যেমন খুশি তেমন সাজো: "সাপের সাজ"

IMG_20231228_004055.jpg

আমার বাংলা ব্লগ মানেই নতুনের ছন্দ।তাই এইবারের প্রতিযোগিতার বিষয়টিও খুবই ইউনিক।যেটা আমাদের সেই স্কুল জীবনের শৈশবকে আরো একবার ফিরিয়ে দেয়।যদিও স্কুল জীবনে আমার খেলাধুলায় অংশগ্রহণ ছাড়া অন্য কিছুতে অংশ নেওয়া হতো না।তাই সত্যি বলতে যখনই এই প্রতিযোগিতার বিষয়টি দেখেছিলাম তখনই মনে আলাদা একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল।ভাবছিলাম সেই আশা না হয় ভার্চুয়াল জগতেই পূরণ করি!তাই মন স্থির করলাম জোকার সাজবো, কিন্তু সাদা রং কোথায় পাবো বা আর কি সাজবো?মনে সেই প্রশ্নে কেটে গেছে আমার ছয়টা দিন।তারপর দেখলাম সেই চরিত্র একজনের অলরেডী সাজা শেষ তাই পরিবর্তন করলাম সাজ।মজার বিষয় হচ্ছে, সাজতে গিয়ে আমি সাদা রং পেয়ে গেলাম আমার মেকআপের কনসিলার প্যালেটে।কনসিলার খুব একটা ব্যবহার করা হয়না তাই ঘেঁটে দেখাও হয়না তেমন।

(মেকআপ করা একটি আর্ট বা শিল্প।যদিও ছোটবেলা থেকেই আমি অতিরিক্ত সাজগোজ পছন্দ করি না।সিম্পল লুক আমার বেশি পছন্দ,তাছাড়া নিজেও খুব একটা সাজা হয় না।তাই সাজগোজ বিষয়টিতে আমি মোটেও পারদর্শী নই।তবুও প্রবল ইচ্ছে নিয়ে নিজেই নেমে পড়লাম অদক্ষ হাতে সাপের সাজ ফুটিয়ে তুলতে মুখে।জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি তবুও মন থেকে চেষ্টা করেছি আমার সাজগোজের অপরিপক্ক/কাঁচা হাতে।)আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।আসলে এটা একা করা ভীষণই কঠিন ছিল তাই ছবি তোলার ক্ষেত্রে আমি আমার দাদার সাহায্য নিয়েছি।এটা সাজার পর আমি নিজেকে চিনতেই পারছিলাম না।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20231228_003855.jpg

IMG_20231228_003629.jpg

◆◆উপকরনসমূহ:

1.পন্ডস মশ্চারাইজার ক্রিম
2.প্রাইমার
3.কনসিলার প্যালেট
4.কাজল
5.পেন্সিল কাজল
6.ব্রাশ
7.জাল

IMG_20231228_002904.jpg

IMG_20231228_002918.jpg

◆◆প্রস্তুতপ্রণালী:

ধাপঃ 1

IMG_20231228_002945.jpg
প্রথমত আমি,পন্ডস মশ্চারাইজার ক্রিম ও প্রাইমার নিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20231228_003000.jpg
এরপর এই দুটি ক্রিম মুখে ভালোভাবে মেখে নেব আলতো আঙুলের সাহায্যে।

ধাপঃ 3

IMG_20231228_003027.jpg
এবারে একটি কনসিলারের প্যালেট নিয়ে তা থেকে ব্রাশ দিয়ে সাদা রঙের কনসিলার নিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20231228_003043.jpg
এবারে সারা মুখে সাদা রঙের কনসিলার ব্রাশ দিয়ে এপ্লাই করে নেব।

ধাপঃ 5

IMG_20231228_003109.jpg
তো সাদা রঙের কাজ আমার মুখে সম্পন্ন করে নিলাম।

ধাপঃ 6

IMG_20231228_003136.jpg
এখন আমি একটু হালকা ব্রাউন কালার নিয়ে মুখের নিচের দিকে এপ্লাই করে নেব ব্রাশের সাহায্যে।

ধাপঃ 7

IMG_20231228_003201.jpg
এরপর আমি একটি পেন্সিল কাজল নিয়ে কপালে সাপের মতো একে নিলাম।

ধাপঃ 8

IMG_20231228_003217.jpg
তো পেন্সিল কাজল দিয়ে কপাল,ঠোঁট ও দাঁড়িতে কিছুটা আর্ট করে নিলাম।

ধাপঃ 9

IMG_20231228_003234.jpg
এরপর আমি হালকা নীল রঙের কনসিলার নিয়ে নেব।

ধাপঃ 10

IMG_20231228_003255.jpg
হালকা নীল রঙের কনসিলার আমি অঙ্কনের মাঝে কিছু জায়গায় এপ্লাই করে নেব আলাদা ব্রাশের সাহায্যে।

ধাপঃ 11

IMG_20231228_003310.jpg
এখন কালো কাজল আরেকটি ব্রাশের মাধ্যমে নিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20231228_003328.jpg
আমার চোখে সার্কেল করে একে নিলাম কালো রঙের
গাড় কাজল দিয়ে।

ধাপঃ 13

IMG_20231228_003340.jpg
এরপর ভ্রু,চোখের উপর-নীচে এবং নাকের উপর কাজল দিয়ে ভরাট করে একে নিলাম ব্রাশের সাহায্যে।

ধাপঃ 14

IMG_20231228_003353.jpg
এখন একটি জাল নিয়ে নিলাম মুখের দুইপাশে সাপের দৃশ্য ফুটিয়ে তোলার জন্য।এটা খুবই কঠিন ছিল একার পক্ষে।

ধাপঃ 15

IMG_20231228_003407.jpg
তো আমি হালকা ব্রাউন ও নীল রঙের কনসিলার দিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে জালের উপর দিয়ে লাগিয়ে নিলাম।হালকা নীল রঙের কনসিলার নাকের দুপাশে চোখের ধারে ভালোভাবে লাগিয়ে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20231228_003507.jpg
সবশেষে মুখের দুইপাশে পেন্সিল কাজল দিয়ে আবারো দাগ কেটে একে নিলাম।তারপর ইচ্ছে মতো ঠোঁট বন্ধ করে ছবি উঠলাম কয়েকটি সাপের দৃশ্যে।

◆◆ছবি উপস্থাপন:

IMG_20231228_003610.jpg

IMG_20231228_003442.jpg

IMG_20231228_004728.jpg

IMG_20231228_010750.jpg

IMG_20231228_010805.jpg

IMG_20231228_010831.jpg
তো তৈরি হয়ে গেলাম আমি "সাপের সাজে"।আপনাদের কাছে আমার সাজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আশা করি আমার আজকের সাপের সাজটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়যেমন খুশি তেমন সাজো: "সাপের সাজ"
শ্রেণীআর্ট/diy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Thank you.

প্রথমে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। বেশ সুন্দরভাবে আপনি সেজেছেন সাপের আকৃতিতে। আর তাই আপনার সাজগোজটা বেশ সুন্দর হয়েছে।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

প্রথমে আপনাকে অনেক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য৷ আজকে আপনি সাপের সাজ দিয়ে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো৷ খুবই সুন্দর ভাবে আপনি সাপের সাজ ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ।

আপনার কাছে আমার সাজটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে ভাইয়া।

সাপের সাজে আপনাকে কিন্তু দারুণ লাগছে।চমৎকার ভাবে নিজেকে সাপের সাজে ফুটিয়ে তুলেছেন। আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই আপু।

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। অনেকেই তাদের সন্তান অথবা প্রতিবেশীর সন্তানকে সাজিয়েছেন তবে আপনি নিজে নিজেই প্রতিযোগিতায় সেজেছেন। দিদি এক কথায় অসাধারণ লাগছে তবে ছোট ছেলেমেয়ে দেখলে ভয় পাবে হা হা হা।

Posted using SteemPro Mobile

ভাইয়া, এটা বড়দের কমিউনিটি।সুতরাং ছোট ছেলেমেয়ে দেখার চান্স নেই,ধন্যবাদ আপনাকে।

শুভ কামনা রইলো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।আপনি দেখছি খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন সাপের প্রতিচ্ছবি আপনার মাঝে।সত্যি খুব সুন্দর লাগছে। সত্যিকারের নাগ রাণীর মতোই লাগছে।

নাগ রাণী, হাসি পেল।যাইহোক এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে যদিও জোকার সাজার কথা ভেবেছিলেন, তবে সাদা রংটা না থাকার কারণে আর সাজতে পারেননি। পরে দেখছি পেয়েছিলেন। তবে একজন জোকার সেজে ফেলেছিল বলে আর সাজতে পারেননি। তবে পরবর্তীতে সাপ সেজেছেন এটা কিন্তু অনেক দারুন হয়েছে। আর আপনার দাদার সাহায্য নিয়ে এটা করেছিলেন। সব মিলিয়ে দিদি সম্পূর্ণটা অসম্ভব সুন্দর ছিল। আর সাপের প্রতিচ্ছবি দেখে তো ভয় পেলাম।

আপু,ভয় পাওয়ার কিছু নেই।আর আমার দাদা শুধুমাত্র ছবি তুলতে সাহায্য করেছে, ধন্যবাদ আপনাকে।

সাপের সাজ অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। একেবারে ভিন্ন ধরনের একটি সাজ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আপনার কাছে আমার সাজটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে সাপের সাজে আপনাকে অনেক সুন্দর লাগছিল। বেশ দারুণ ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন
সাপের সাজ। আপনার সাজ আমার কাছে অনেক ইউনিক লেগেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

হ্যাঁ আপু,ইউনিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।ধন্যবাদ আপনাকে।

প্রথম দেখাতেই ভয় পেয়ে গিয়েছিলাম দিদি। সাপের সাজে আপনাকে দেখতে কিন্তু সত্যি অনেক ভয়ঙ্কর লাগতেছে। আপনার এত সুন্দর সাজ দেখে সত্যি আমি অনেক বেশি মুগ্ধ হলাম। এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর, সেই সাথে ভয়ঙ্করও ছিল। মেকাপের কনসিলার প্যালেটে সাদা কালার টা পেয়েছিলেন দেখেই ভালো লেগেছে। আপনি আপনার দাদার সাহায্য নিয়েছেন এই সাজ করতে, এটা দেখে তো আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

ভয় পাওয়ার কিছু নেই ভাইয়া, এই সাপ কামড়ে দেয় না।আর দাদা শুধুমাত্র ছবি তুলতে সাহায্য করেছে, ধন্যবাদ আপনাকে।