আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা || "পাঁচমিশালি মাছের চপ রেসিপি"

in hive-129948 •  2 years ago 

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আর যেকোনো প্রতিযোগিতা মানেই আলাদা অনুভূতির কিছু।আমি যেহেতু রেসিপি তৈরি করতে খুবই ভালোবাসি তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে থাকতে পারলাম না।তাই আবারো আমি চলে আসলাম বরাবরের মতোই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভিন্ন রেসিপি সঙ্গে নিয়ে।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় @rme দাদাকে।কারন তিনি ছাড়া এইসব কিছুই কল্পনাও করা যেত না।এছাড়া অনেক ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দাদা ও দিদিদেরকে এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

পাঁচমিশালি মাছের চপ রেসিপি:

IMG_20230531_120545.jpg

IMG_20230531_120811.jpg

মাছে-ভাতে বাঙালি,এই কথাটি চিরন্তন সত্য।আর এটি আবহমান কাল ধরে চলে আসছে।বাঙালিদের ঘরে একদিন মাছ ছাড়া চলেই না।আপনারা অনেকেই জানেন হয়তো,আমি ও আমার বাবা-মা ডিম-মাংস খাইনা। কিন্তু বাড়িতে প্রতিনিয়ত নানান রকমের মাছ খাওয়া চলেই।আর আমি মাছ খেতে অনেক পছন্দ করি।তাই এইবারের প্রতিযোগিতার বিষয়টি আমার জন্য একটু বেশিই স্পেশাল।তাই খুব সুন্দর একটি ইউনিক রেসিপি তৈরি করার চেষ্টা করলাম।আর এই জন্য আমাদের পরিবারের সবাই অনেক খুশি।এবারের প্রতিযোগিতায় আমি পাঁচমিশালি মাছের চপ তৈরি করলাম।তার মধ্যে দেশি মাছসহ সামুদ্রিক মাছও রয়েছে।যেমন- দেশি পুঁটি মাছ, ঝিঙা মাছ,চিংড়ি মাছ,পাঙ্গাস মাছ এবং সামুদ্রিক মৌরলা মাছ।তাই আমি হাত দিয়ে এই মাছগুলি শীল-পাটায় বেঁটে নিয়েছি মিহি করে।ফলে অনেকটা সময় লেগে গেছে আমার।এই মাছগুলি চোখ ও শরীরের জন্য যেমন উপকারী তেমনি খেতে অনেক বেশি মজার ও সুস্বাদু।

ছোট ছোট দেশি মাছগুলি এখন অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে।যদিও আমাদের এখানে কম-বেশি পাওয়া যায় তবুও কিনতে গেলে খুবই দাম।আমার বাবা সকালে পুকুর থেকে পুঁটি মাছ ও ঝিঙা মাছ ধরেছিল।এছাড়া দাদা বাজার থেকে বিভিন্ন পদের মাছ কিনে এনেছিল।তাই ভাবলাম সব মাছের সমন্বয়ে চপ রেসিপি তৈরি করবো।এমনি সময় আমি পুঁটি মাছ খাই না কাটার জন্য কিন্তু চপ তৈরি করে খাওয়ার পর বোঝায় যায়নি।যেন মুখে মিলিয়ে যাচ্ছিল,খেতে দারুণ টেস্টি হয়েছিল।আশা করি আপনাদের কাছেও আমার রেসিপিটি ভালো লাগবে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-----

IMG_20230529_105517.jpg

IMG_20230531_115829.jpg

উপকরণসমূহ:

IMG_20230529_103835.jpg

IMG_20230529_103928.jpg

উপকরণপরিমাণ
দেশি পুঁটি মাছ100 গ্রাম
দেশি ঝিঙা মাছ50 গ্রাম
পাঙ্গাস মাছ1 পিচ
সামুদ্রিক মৌরলা মাছ5 টি
চিংড়ি মাছ4 টি
আলু1 টি
পেঁয়াজ কুচি2 টি
কাঁচা মরিচ কুচি5 টি
লবণ2 টেবিল চামচ
হলুদ1.5 টেবিল চামচ
রসুন বাটা1 টেবিল চামচ
আদা বাটা1 টেবিল চামচ
পাঁচফোড়ন1/3 টেবিল চামচ
গরম মসলা গুঁড়া1/3 টেবিল চামচ
জিরে গুঁড়া1 টেবিল চামচ
শুকনো মরিচ গুঁড়া1 টেবিল চামচ
ময়দা1/2 কাপ
বিস্কুট গুঁড়া1 কাপ
কনফ্লাওয়ার2 টেবিল চামচ
সরিষার তেল3 টেবিল চামচ
সাদা তেল150 গ্রাম
টমেটো সস
শসা1 টি
জল

প্রস্তুত-প্রণালি:

ধাপঃ 1

IMG_20230529_103716.jpg
প্রথমে আমি দেশি মাছগুলো জল থেকে তুলে নিয়ে ভালোভাবে আশ ছাড়িয়ে কেটে নেব বটির সাহায্যে।একইভাবে সব মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেব।

ধাপঃ 2

IMG_20230529_103637.jpg
এখন একটি শীল পাটার সাহায্যে হাত দিয়ে ছোট মাছগুলি বেঁটে নেব।ছোট মাছে যেহেতু খুবই কাটা থাকে তাই মিহি করে বেঁটে নেব।

ধাপঃ 3

GridArt_20230529_104159607.jpg
এখানে আমি সামুদ্রিক মৌরলা,পুঁটি মাছ,চিংড়ি মাছ এবং ছোট ঝিঙা মাছগুলি বেঁটে নেব।মিহি করে বেঁটে নেওয়ার পর একটা পাত্রে তুলে নেব।

ধাপঃ 4

IMG_20230529_103853.jpg
এরপর আমি ঝাল,পেঁয়াজ কুচি করে কেটে নেব বটির সাহায্যে,তারপর জল দিয়ে ধুয়ে নেব।এছাড়া আলুর খোসা ছাড়িয়ে নেব।

ধাপঃ 5

IMG_20230529_103606.jpg
এবারে খোসা ছাড়ানো আদা ও রসুন শীল পাটার সাহায্যে বেঁটে নিলাম।

ধাপঃ 6

GridArt_20230529_093458461.jpg
এরপর একটি পরিষ্কার কড়াই মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিলাম।তারমধ্যে পরিমাণ মতো জল দিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।এখন পাঙ্গাস মাছের পিচ ও আলু কড়াইতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলাম।

ধাপঃ 7

IMG_20230529_104440.jpg
এবারে সেদ্ধ করা মাছটি একটি পাত্রে তুলে নিয়ে হাত দিয়ে কাটা ছাড়িয়ে বেছে নিলাম।

ধাপঃ 8

IMG_20230529_104600.jpg
একইভাবে সেদ্ধ আলু কড়াই থেকে তুলে নিয়ে হাত দিয়ে গলিয়ে নিলাম মিহি করে।

ধাপঃ 9

IMG_20230529_104654.jpg
এরপর আমি বেঁটে নেওয়া ছোট মাছগুলি ও সেদ্ধ করে নেওয়া মাছ একত্রে নিয়ে নিলাম পাত্রে।

ধাপঃ 10

GridArt_20230529_093714839.jpg
এখন কড়াইটি পুনরায় চুলায় বসিয়ে তেল দিয়ে হালকা গরম করে নিলাম।তারপর কুচানো পেঁয়াজ ,পাঁচফোড়ন ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।এরপর হালকা ভেঁজে নেড়েচেড়ে নিয়ে রসুন ও আদা বাটা দিয়ে সমস্ত গুঁড়া মসলা দিয়ে দেব।

ধাপঃ 11

IMG_20230529_104710.jpg
এখন সমস্ত উপকরণ একত্রে নেড়েচেড়ে ভেঁজে নিলাম হালকা করে তারপর টমেটোর সস দিয়ে দিলাম অল্প করে।

ধাপঃ 12

IMG_20230529_104732.jpg
সমস্ত মসলা নেড়েচেড়ে নিয়ে বেটে নেওয়া মাছ ও সেদ্ধ মাছ দিয়ে দিলাম কড়াইতে।

ধাপঃ 13

IMG_20230529_104747.jpg
একইভাবে গলানো আলু দিয়ে দেব কড়াইতে।

ধাপঃ 14

IMG_20230529_104811.jpg
এরপর মসলার সঙ্গে আলু ও মাছগুলি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব।এভাবে কয়েক মিনিট ধরে ভেঁজে নেব মাছের পুরটি।

ধাপঃ 15

IMG_20230529_104906.jpg
তো আমার মাছের পুরটি তৈরি করা হয়ে গেছে।এখন একটি পাত্রে নামিয়ে নিলাম ভেঁজে নেওয়া মাছের পুর।মাছটি ভেঁজে নেওয়ার পর অনেক সুন্দর কালার এসেছে এবং গন্ধটাও সুন্দর বের হচ্ছিল।

ধাপঃ 16

IMG_20230529_104937.jpg
এরপর হাত দিয়ে অল্প অল্প মাছের পুর নিয়ে গোল করে নেব।

ধাপঃ 17

IMG_20230529_104951.jpg
এবারে নিজের মন মতো আমি চপের একটি সেপ দিয়ে নেব।আমি চপগুলি পাতার ডিজাইন করে তৈরি করে নিয়েছি।

ধাপঃ 18

IMG_20230529_105106.jpg
তো সবগুলো চপ আমি একইভাবে তৈরি করে প্লেটে সাজিয়ে নিয়েছি।

ধাপঃ 19

IMG_20230529_104242.jpg
আমি এখানে একটি পাত্রে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি।

ধাপঃ 20

IMG_20230529_103700.jpg
এখন একটি বাটিতে অল্প জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিলাম একটি চামচের সাহায্যে।

ধাপঃ 21

IMG_20230529_103621.jpg
এরপর কিছু গোটা বিস্কুট নিয়ে শীল -পাটায় বেঁটে গুঁড়ো করে একটি পাত্রে তুলে নিলাম।

ধাপঃ 22

IMG_20230529_103733.jpg
এবারে একটি করে চপ নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ময়দার মধ্যে কোট করে নেব।আমি এখানে চপগুলি ডবল কোট করে নেব।

ধাপঃ 23

IMG_20230529_103756.jpg
এরপর ময়দায় কোট করে নেওয়ার পর আবারো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নেব।

ধাপঃ 24

IMG_20230529_105153.jpg
এবারে চপটি পুনরায় বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নেব ভালোভাবে।

ধাপঃ 25

IMG_20230529_105206.jpg
এভাবে প্রত্যেকটি চপ ডবল কোট করে নিলাম।

ধাপঃ 26

IMG_20230529_105224.jpg
এখন একটি পাত্রে কোট করে নেওয়া চপগুলো তুলে নিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের মতো।

ধাপঃ 27

IMG_20230529_105315.jpg
এবারে কড়াইতে সাদা তেল দিয়ে হালকা গরম করে নেব।তারপর চপগুলি আস্তে আস্তে ছেড়ে দেব তেলের মধ্যে।

ধাপঃ 28

IMG_20230529_105334.jpg
এভাবে চপগুলি উল্টেপাল্টে বাদামি রঙের করে ভেঁজে নেব।এরপর চপগুলো একটি পাত্রে তুলে নেব।

ধাপঃ 29

IMG_20230529_105352.jpg
এখন চপগুলি টিস্যু পেপারের উপর তুলে নিলাম যাতে তেল শুষে নেয়।

শেষ ধাপঃ

IMG_20230531_120633.jpg
তো আমার তৈরি করা হয়ে গেল"পাঁচমিশালি মাছের চপ রেসিপি"।তারপর পেঁয়াজ,শসা কেটে ও টমেটোর সস দিয়ে চপের প্লেটটি ডেকোরেশন করে নেব সুন্দরভাবে।

পরিবেশন:

IMG_20230531_115855.jpg

IMG_20230531_120059.jpg

IMG_20230531_120853.jpg

এবারে এটি গরম গরম শসা কিংবা টমেটোর সস দিয়ে পরিবেশন করতে হবে।রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল খেতে।এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমারও খুবই ভালো লেগেছে।আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপিটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

পোষ্ট বিবরণ:

বিষয়পাঁচমিশালি মাছের চপ রেসিপি
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আপনি খুবই সুন্দর করে মাছের চপ রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে খুবই ভালো লেগেছে। দেখে বোঝায় যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। সুন্দর একটি মাছের চপ রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া, ধৈর্য্যসহকারে রেসিপিটি দেখার জন্য।

ইউনিক একটি রিসিপি শেয়ার করেছেন আপনি। পাঁচমিশালী মাছের চপ চপ নাম শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। আলাদা আলাদা মাছের চপ তৈরি করে খাওয়া হয়েছে। তবে কয়েক রকম মাছ দিয়ে এভাবে চপ তৈরি করে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছে। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। এত সুস্বাদু ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

এটা খুবই স্বাদের খেতে হয়েছিল আপু,অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন।ধন্যবাদ আপু।

পাঁচমিশালি মাছের চপ রেসিপি সত্যি বেশ ইউনিক হয়েছে ‌। রেসিপিটি খুবই দুর্দান্ত হয়েছে ‌‌‌। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার উপস্থাপন সত্যি খুব অসাধারণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ‌‌ ।

চেষ্টা করলাম ইউনিক কিছু করার জন্য ভাইয়া।ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার রেসিপিটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে আপু। ছোট মাছের চচ্চড়ি অনেক খেয়েছি। তবে ছোট মাছ দিয়ে চপ তৈরি করা যায় সেটা জানা ছিলো না। চপগুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

আসলে ছোট মাছে কাটা থাকে বলে অনেকে খেতেই চায় না ভাইয়া, কিন্তু এভাবে করলে স্বাদের সঙ্গে খাওয়াও যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রথমত প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে ডিম আর মাংস খাও না এটা আমি আজকে প্রথমবার জানলাম। যাই হোক তোমার রেসিপিটা অনেক বেশি ইউনিক মনে হচ্ছে আমার কাছে। যেহেতু অনেকগুলো মাছ এর টেস্ট একসাথে পাওয়া যাবে তাই ব্যাপারটা আসলে বেশি ইউনিক লাগছে, আর ডেকোরেশনটাও বেশ ভালো লাগলো আমার কাছে।

দাদা তোমার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।আর অনেক প্রকার মাছের সমন্বয়ে বানানো চপটি খেতে আসলেই বেশ টেস্টি হয়েছিল।ধন্যবাদ তোমাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার রেসিপিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। রেসিপিটা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রিসিপির কালারটাও খুব সুন্দর এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার প্রশংসামূলক মতামতের জন্য, ধন্যবাদ আপু।

আপু আপনার পাঁচমিশালি মাছের চপটি খেতে অনেক ভালো লাগবে কারণ বিভিন্ন ধরনের মাছ যেহেতু মিক্স আছে। আপনি পাঠায় বেটে অনেক কষ্ট করে মাছের চপ তৈরি করলেন রেসিপিটি দুর্দান্ত হয়েছে দেখতে। এই ধরনের পাঁচমিশালি মাছের চপ কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে একদিন তৈরি করে খেয়ে দেখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে মজার একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপু।অনেক প্রকার মাছের সমন্বয়ে বানানো চপটি খেতে আসলেই বেশ টেস্টি হয়েছিল।ধন্যবাদ

পাঁচমিশালি মাছের চপ রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আপনাকে ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে আজ আপনি এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে আমার ভাল লেগেছে। পাশাপাশি আরো বেশি ভালো লেগেছে আপনি খুব সুন্দর ভাবে মাছের চাপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই মাছের চপ।

আপনার সাবলীল মতামত তুলে ধরার জন্য,ধন্যবাদ ভাইয়া।