নমস্কার
xx চিহ্ন দিয়ে প্রেমিক টুনা-টুনির প্রতিচ্ছবি অঙ্কন:
অনেক দিন ধরেই মিষ্টি মুহূর্তের কোনো আর্ট করা হয় না।প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি সম্পূর্ণ নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ করলাম xx চিহ্ন দিয়ে প্রেমিক টুনা-টুনির প্রতিচ্ছবি অঙ্কন।এই আর্টগুলি করতে কিন্তু বেশ ভালো লাগে আমার,আর দেখলেও বেশ প্রশান্তি মেলে মনে।তাইতো মাঝে মাঝেই সুন্দর এমন মিষ্টি দৃশ্যের আর্ট ফুটিয়ে তোলার চেষ্টা করি।যাইহোক এটি অঙ্কনের পর সুন্দর লাগছিল দেখতে পাখিগুলোকে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---
উপকরণ:
2.পেন্সিল
3.রঙিন পেন(লাল,হলুদ ও সবুজ)
4.রবার ও
5.কালো বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে দুটি xx একে নিলাম একটু দূরত্বে।
ধাপঃ 2
এরপর এক একটি x থেকে দুটি ডানা একে নিয়ে ডানার লাগোয়া করে নিচের দিকে ঝুলন্ত লেজ একে নিলাম।
ধাপঃ 3
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।
ধাপঃ 4
এখন পাখির মাথার দৃশ্য একে নিলাম ।
ধাপঃ 5
এরপর পাখিদের মাথায় ঝুঁটি ,ঠোঁট ও একটি গাছের ডাল একে নিলাম।
ধাপঃ 6
এবারে পাখির ডানা ও লেজের উপর শিরার দাগ টেনে নিলাম এবং উপরে ছোট্ট লাভ চিহ্ন একে নিলাম।
ধাপঃ 7
এখন পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে দাগ টেনে নিলাম।তারপর রবারের সাহায্যে পেন্সিল দাগগুলো মুছে দিলাম।
ধাপঃ 8
এরপর লাল ,হলুদ এবং সবুজ রঙের পেন দিয়ে পাখির ঠোঁট,ঝুঁটি,ডানায়,গাছের ডালে এবং লাভ চিহ্নে কালার করে একে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "xx চিহ্ন দিয়ে প্রেমিক টুনা-টুনির প্রতিচ্ছবি"। এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর পথ অবলম্বন করে এরকম সুন্দর আর্ট তৈরি করা যায় এটি আমার কখনো জানা ছিল না। আপনি xx ব্যবহার করে খুব সুন্দর একটি আর্ট তৈরি করেছেন যা একেবারে অসাধারণ হয়েছে৷ এর মধ্যে খুব সুন্দর কিছু বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং এর মধ্যে আপনি যে ডিজাইনগুলো দিয়েছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এই টুনা টুনির আর্ট যখন একসাথে এখানে আপনি ফুটিয়ে তুলেছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন জেনে গেলেন, আপনার এত সুন্দর মতামত উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনি ডাবল x ব্যবহার করে চমৎকার দুটো টোনা টুনি পাখি এঁকে শেয়ার করলেন।কালার করাতে আরো বেশী ভালো লেগেছে। এমন সহজ পদ্ধতি অবলম্বন করে পাখি আঁকা কাজটি সম্পন্ন করে দেখিয়েছেন,যা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছে আমার চিত্র অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ আর্ট।xxচিহ্ন দিয়ে প্রেমিক টুনাটুনির প্রতিচ্ছবি অংকনটি দারুন হয়েছে। আপনার অংকন গুলো বরাবরই সুন্দর হয়।দারুন ভাবে অংকনের ধাপগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। অংকনের কালার কম্বিনেশন টাও সুন্দর ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটা অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এত সুন্দর মতামত পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি আইডিয়া পেয়ে গেলাম। এই বিষয়ে তেমন কোন আমার একটা ধারণা ছিল না। তবে নতুন একটা ধারণা পেয়ে খুবই খুশি হলাম। হয়তো এমনটা ট্রাই করলে আমিও পারবো। বেশি দেখার মত ছিল পাখিদের দৃশ্য অংকন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই ভাইয়া, চেষ্টা করলে আপনিও পারবেন।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে কোন আর্ট করতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো।xx চিহ্ন দিয়ে প্রেমিক টুনা-টুনির প্রতিচ্ছবি অঙ্কন করেছে ও আমাদের সাথে শেয়ার করেছেন ভীষণ ভালো লাগছে।ছোট বেলায় ঠাকুমাদের গল্প ছিলো টোনাটুনির গল্প।খুব ভালো লাগতো টোনাটুনির গল্প শুনতে।আপনি সেই টোনাটুনির অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছে আমার অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঝটপট টোনাটুনির প্রতি ছবি অংকন করে তুলে ধরেছেন আর খুব সহজে এমন নিখুত সৌন্দর্য আর্ট এর মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি টুনা টুনির ছবি আর্ট করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আসলে আপনার টুনা টুনির ছবি আর্ট দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। বেশ কয়েক বছর আগে আমরা মোবাইল ফোনের মধ্যে টুনা টুনির গল্প শুনতাম। আজকে আমি আপনার পোস্টের মাধ্যমে টুনা টুনির ছবি দেখতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় আমরা সবাই কমবেশি টুনা-টুনির গল্প শুনতাম ঠিক বলেছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
XX চিহ্ন দিয়ে টোনা টুনির খুবই রোমান্টিক একটি মুহূর্ত অঙ্কন করেছেন আপনি। এরকম অংকন গুলো দেখলে আমার বেশ ভালো লাগে। আসলেই প্রতিটি অঙ্কনের মধ্যে কোনো না কোনো নির্দিষ্ট দিক থাকে। আপনার আর্ট করা টোনাটুনির সুন্দর মুহূর্তের দৃশ্যটি অনেক সুন্দর হয়েছে আপু। আর আর্ট প্রসেসগুলো দারুণভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এরকম সুন্দর একটি আর্ট উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিষয়বস্তু ছাড়া কোনোকিছুই সম্ভব নয়,আসলেই ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ চমৎকার খুবই সুন্দর। আর্টটা বেশ ক্রিয়েটিভ ছিল। দারুণ তৈরি করেছেন টুনাটুনির আর্ট টা। আর সবচাইতে ভালো লাগল X থেকে শুরু হয়েছিল অংকনটা। অর্থাৎ আপনি একটা ধারাবাহিকতা রেখে এগিয়ে গিয়েছেন। বেশ সুন্দর ছিল আর্টটা। ধন্যবাদ আমাদের সাথে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করলাম ইউনিকভাবে তৈরি করার জন্য, ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুনা-টুনির প্রতিচ্ছবি অঙ্কন করেছেন দেখে খুব ভালো লাগলো। বাহ অসাধারণ আর্ট টুনা-টুনির প্রতিচ্ছবি অঙ্কন খুবই দুর্দান্ত হয়েছে। চিত্র অংকন প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রশংসাভরা মতামতের জন্য, ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ অসাধারণ আর্ট ৷ এই মাঝ রাতে প্রেমিক টুনা-টুনির প্রতিচ্ছবি অঙ্কন দেখে মনটা ভরে গেলো ৷আপনার আর্ট অঙ্কন সবসময় দারুন হয় ৷ ঠিক যেমন আজকের টুনা-টুনির প্রতিচ্ছিব একদম ইউনিক অঙ্কন ৷ ধন্যবাদ দিদি এভাবেই যেনো নিত্য নতুন আর্ট দেখতে পারি এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷ শুভকামনা রইল অবিরাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই চেষ্টা করবো দাদা,ইউনিক আর্ট শেয়ার করার জন্য।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রেমিক টুনা-টুনির আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। দুজন কে দেখতে অনেক কিউট লাগতেছে দিদি। অনেক সুন্দর এবং ইউনিক আর্ট তুলে ধরেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। হালকা রং করাতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। সব মিলিয়ে ভালো ছিলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া, হালকা রং করার চেষ্টা করেছি।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit