আমার বাংলা কবিতা : বাঁচাও পৃথিবী

in hive-129948 •  3 years ago 

IMG_20210508_174506.jpg

ওরে নদী তুই থামরে খানিক বয়েছিস কোন পথে?

আকাশও তো আজ হারিয়েছে নীল সময়ও চলেছে সাথে

ওরে তারা তুই মিটমিট করে জ্বলে থাক সারারাত,

জোস্না ও আজ পালিয়েছে দূরে ফ্যাকাশে হয়েছে চাঁদ।

বর্ষা তুই নেমে আয় আজ ভেজাতে আমার শহর,

বনবৃক্ষও ভালো নেই তাই পাঠিয়েছে তার খবর।

ওরে ঝড় তুই এগোস না আর বলি একটু থাম,

কত জীবন যে ধ্বংস করলি মিটিয়ে মনস্কাম।

ওরে আলো তুই যাস না আজ, আয় রে সঙ্গী হতে,

প্রকৃতি আজ কলুষিত এই বিপুল জনস্রোতে।

ওরে দুঃখ মুছে যা আজ রাখিস না পিছু টান

এসো সকলেই আজ বিশুদ্ধ করি এই পৃথিবীর প্রাণ ।

কবি : @greenphotoman

Powered by @greenphotoman

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ হয়েছে আপনার কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

অনেক সুন্দর বর্তমান পৃথিবীর কঠিন বাস্তব তুলে ধরেছেন। অনেক শুভেচ্ছা।

ভাই অনেক ধন্যবাদ।

খুব সুন্দর হয়েছে আপনার কবিতা ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য

ভাই ।অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। কবিতা টি পড়ার জন্য।

অসাধারণ কবিতা ।ধন্যবাদ দাদা।

অনেক ধন্যবাদ আপু।

খুবই বাস্তবিক কবিতা ভাইয়া। ধন্যবাদ শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

আপনি একটি ভেরিফিকেশন পোস্ট করুন আগে , না হলে আপনার ফিউচার পোস্টগুলি curation জন্য উপেক্ষা করা হবে ।

দাদা আমি একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে পোস্ট করেছিলাম এই কমুনিটিতে ।
https://steemit.com/hive-129948/@greenphotoman/3lxyos

এতে হবে না, ভেরিফিকেশন পোস্টে ID লেখা ডেট সহ সেলফি দিতে হবে সাথে সংক্ষিপ্ত বর্ণনা :)