আসসালামু আলাইকুম
আশা করি আমার বাংলা ব্লগের সকল এডমিন, মডারেটর ও ব্লগের সাথে সম্পৃক্ত সকল সদস্য সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
প্রথমেই আমি আমার বাংলা ব্লগের সম্মানিত এডমিন প্যানেল কে ধন্যবাদ জানাই, যিনি অসংখ্য বাঙ্গালীর চাহিদা অনুভব করে এমন একটি ব্লগ সকলের জন্য উম্মুক্ত করেছেন। যার কারনে আজ আমি এখানে আমার পরিচয় আমার মায়ের ভাষাতেই তুলে ধরতে পারছি।
আজ আমি প্রথম এই ব্লগে আমার পরিচিতি তুলে ধরছি। তাই স্বাভাবিক ভাবেই একটু উৎকন্ঠাতেই আছি।
আমি মোঃ হাবিবুর রহমমান। পরিবার, বন্ধু মহল, এবং পরিচিত সকলেই আমাকে রিপন বলে ডাকে। পৈতৃক সূত্রে আমার গ্রামের বাড়ী বিখ্যাত বিক্রমপুর এর রামপাল এলাকায়। গ্রামের বাড়ী বিক্রমপুর হলেও আমরা পরিবারের সকলেই ঢাকাতেই বসবাস করি। আর আমার জন্ম ঢাকা শহরে ।
আমি ঢাকার খিলঁগাও উচ্চ বালক বিদ্যালয় হতে এস.এস.সি, সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ হতে এইচ এস সি এবং সরকারী কবি নজরুল কলেজ হতে বি. কম পাশ করি।
পেশাগত জীবনে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজ করি। আমার ছোট খাটো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠান আছে। যেখানে আমি নিজেই সকল প্রকার ডেকোরেশন এর আয়োজন করে থাকি। এই জন্য আমাকে প্রায় দেশের সকল জেলায় ঘুরে বেড়াতে হয় এবং মানুষের মন কে ছুয়ে দেওয়া কিছু কাজও উপহার দিতে হয়।
ব্যাক্তিগত জীবনে আমি একজন বন্ধু প্রিয় মানুষ। অবসরের বেশীর ভাগ সময়ই আমার কাটে বন্ধুদের সাথে আড্ডা আর ঘুরাঘুরি করে। তাই সময় পেলেই চলে যাই প্রকৃতির কাছে।
আমার বন্ধু সুলভ স্বভাবের জন্যই আমি এলাকার ছোট বড় সকলের কাছেই অনেক জনপ্রিয়। তাইতো এলাকার সকলেই আমাকে অত্যান্ত ভালবাসে।
পারিবারিক ভাবে আমি ভাই বোন সকলের ছোট। আর তাইতো পরিবারের সকলেই আমাকে অনেক আদর করেন।
আমার বাবা একজন সকরকারী চাকুরী জীবি ছিলেন। তিনি অনেক সহজ সরল মানুষ ছিলেন। বাবা ছিলেন আমার বন্ধুর মত। তাইতো জীবনের অনেক টা সময় বাবার সাথে গল্প করে সময় কাটিয়ে ছি। আমার মা তিনি ছিলেন একজন সফল গৃহিনী। তিনিও নেই । মনে আছে আমি বন্ধুদের সাথে আড্ডা বাজি করে যত রাতেই বাড়ী ফিরি না কেন । মা আমাকে রেখে রাতের খাবার খেতেন না। তাই মাকে আজ অনেক মনে পড়ে।
যেভাবে আমার বাংলা ব্লগে আসি-
আমার প্রাতিষ্ঠানিক কাজের জন্য আমাকে প্রতিদিনই ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কাজ করতে হয়। তাই সেই সকল সামাজিক মিডিয়াতেই আমি আমার বাংলা ব্লগ বিষয়ে জানতে পারি। কমিউনিটির বিভিন্ন বিষয় সর্ম্পকে জানতে পারি।
আমি যেহেতু আর্থিকভাবে ততটা স্বচ্ছলও নয়। তাই নিজের কিছুটা আর্থিক সঙ্গতি বৃদ্ধির জন্য আমি অনেক দিন যাবৎ ই চেষ্টা করে যাচ্ছি। আমি সামাজিক মাধ্যমে কিছু করে আট দশটা ছেলে মেয়ের মত নিজেকে আরও স্বাবলম্বী করে তুলতে চাই।.এছাড়াও আমি বিশ্বাস করি ব্যক্তি ও আর্থিক স্বাধীনতা।
ফটোগ্রাফি, ঘুরে বেড়ানো, সামাজিক মাধ্যমে লেখালেখি করা আমার পছন্দনীয় একটি কাজ।
তাই আমার বাংলা ব্লগে যদি আমি নিজেকে সম্পুক্ত করতে পারি। এই কমিউনিটিকে কিছু ভালো জিনিস উপহার দিতে আমি সচেষ্ট থাকবো।
আমি মনে করি আমার বাংলা ব্লগ শুধু একটি কমিউনিটিই নয়। এটা প্রায় সাত থেকে আটশত মানুষের একটি ভরসার স্থল। যার জন্ম হয় আজ থেকে প্রায় এক বছর আগে। আর এটি এমন একটি কমিউনিটি যেখানে আমি আমার মায়ের ভাষায় আমার মনের আবেগ, অনুভূতি ও আমার মনের সকল ভাল লাগা ও ভালবাসা শেয়ার করতে পারবো।
আশা করি আমার সামান্য (প্রায় শুন্য) যোগ্যতা নিয়েও এখানে কিছু ভালো সময় কাটাতে পারবো ইনশাল্লাহ। তাই যদি সম্মানিত এডমিন প্যানেল আমাকে সুযোগ প্রদান করে, আমি অবশ্যই সততা ও আমার দক্ষতা দিয়ে এই কমিউনিটি তে কাজ চালিয়ে যাবো। আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি।
পরিশেষে সকল কে ধন্যবাদ জানিয়ে শেষ করছে।
আল্লাহ হাফেজ সকলেই ভাল থাকবেন।
মো: হাবিবুর রহমান রিপন
ঢাকা, বাংলাদেশ
steem ID-@habibur1981
Discourt ID-@repon#0590
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি ভাইয়া। আপনার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পরিচয় আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনাকে। দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে কাজ করতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি #abb-intro ট্যাগ ব্যবহার করে পোস্ট করেছি। একটা পরিষ্কার কাগজে আমার বাংলা ব্লগ, আমার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজ দিয়ে ছবি তুললাম। 3400 টিরও বেশি শব্দের চারটির বেশি ছবি এবং স্ব-পরিচয়মূলক পোস্ট। আমি নিজের সম্পর্কে আরও তথ্য লিখেছি যেমন আমার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকার সমস্ত তথ্য।
আমাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করতে সাহায্য করুন এবং আমাকে সমর্থন করুন
Link : https://steemit.com/hive-129948/@loveblog/6dttw1
steem ID : @loveblog
Discord ID : @shereef#0079
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। খুবই সুন্দর ভাবে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন। আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো,
তবে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার ছাড়া আমরা অন্য কোন মেম্বার দের রেফার বা রেফার ছাড়া মেম্বার আমরা গ্রহণ করি না।
সে ক্ষেত্রে আপনাকে জানানো যাচ্ছে যে, আপনার বিষয়টি বিবেচনা করে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
সে পর্যন্ত একটিভ থাকুন আমাদের Discord server এ
👇
Discord link : https://discord.gg/zc39YY2C
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সম্মানিত মডারেটর আপু আমি সামাজিক মাধ্যম হতে যেনে আসলেও আমার মনে হয় আমাকে মনোনয়ন দিলে আমি আপনাদের যোগ্য একজন সদস্য হতে পারব। তাই আপনাদের কাছে অনুরোধ আমার বিষয়টি অধিকতর বিবেচনায় দেখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি #abb-intro ট্যাগ ব্যবহার করে পোস্ট করেছি। একটা পরিষ্কার কাগজে আমার বাংলা ব্লগ, আমার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজ দিয়ে ছবি তুললাম। 3400 টিরও বেশি শব্দের চারটির বেশি ছবি এবং স্ব-পরিচয়মূলক পোস্ট। আমি নিজের সম্পর্কে আরও তথ্য লিখেছি যেমন আমার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকার সমস্ত তথ্য।
আমাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করতে সাহায্য করুন এবং আমাকে সমর্থন করুন
Link : https://steemit.com/hive-129948/@loveblog/6dttw1
steem ID : @loveblog
Discord ID : @shereef#0079
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
'আমার বাংলা ব্লগ' পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনার পরিচিতি মূলক পর্বটি আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যার মাধ্যমে আপনার সম্পর্কে অনেককিছু জানতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ । দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে কাজ করতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইইয়া আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো ।আশা করি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করবেন। এ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগে আপনি আপনার পরিচয় খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার সম্পর্কে জেনে খুব ভালো লাগলো আপনাকে এ কমিউনিটিতে স্বাগতম আশা করি আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন
এডমিন ও মডারেটর ভাইদের কথা শুনে কমিউনিটি নিয়ম কানুন মেনে পোস্ট করুন আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে জানাই আমার বাংলা ব্লগে স্বাগত। আপনার পরিচয় মূলক পোস্ট পড়ে আমার অনেক ভালো লেগেছে। আশা করি আপনি আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে কাজ করবেন আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@habibur1981
কমিউনিটির এডমিন ও মডারেটসদের বিবেচনার মাধ্যমে আপনাকে সুযোগ দেয়া হয়েছে। আমার বাংলা ব্লগে ব্লগিং করতে চাইলে
এখনি discord এ জয়েন করুন।
Discord link: point_down https://discord.gg/5aYe6e6nMW
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনাদের সবাই কে । আমি ইতোমধ্যে ডিসকডে জয়েন করেছি। Discourt ID-@repon#0590
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ ইউনিটিতে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি অনেক সুন্দর ভাবে আপনার পরিচিতি পোস্ট তুলে ধরেছেন এবং সেই সাথে সুন্দর ভাবে উপস্থাপনও করেছেন। দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য। নিয়ম মেনে চললে আশা করি ভালো কিছু করবেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লক কমিউনিটিতে পোস্ট করার জন্য আপনাকে জানাই স্বাগতম। আপনি খুব সুন্দর ভাবে আপনার পরিচয় পত্র তুলে ধরেছেন সুন্দর একটা পোস্টার এর মধ্য দিয়ে। উপস্থাপনা বেশ দারুন ছিল। খুবই ভালো লেগেছে আপনার সাথে পরিচিত হতে পেরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This is a one-time notice from SCHOOL OF MINNOWS, a free value added service on steem.
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://plu.sh/altlan/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit