চেম্বার কথন: পেশাব এবং তলপেটের ব্যথা নিয়ে আসা এক রুগীর গল্প [এবং এর থেকে শিক্ষা ]steemCreated with Sketch.

in hive-129948 •  4 months ago 

আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। অনেক লম্বা একটা বিরতির পর নতুন পোস্ট নিয়ে আসলাম আপনাদের সামনে। এটা আমার একটা রুগীর গল্প। ছোট এই গল্পের পর এর আলোকে কিছু শিক্ষনীয় পয়েন্টও উল্লেখ করেছি। আমার সংক্ষিপ্ত পরিচয় এই পোস্টের শেষের দিকে পাবেন।

03-29-06.27.44.jpg
এই ছবিটি তৈরি করা হয়েছে adtext android app দিয়ে। ব্যাকগ্রাউন্ডের ছবি গুলো নিজের তোলা। Steem Logo টা Wikidata থেকে নেয়া


মর্নিং শিফট ডিউটি শেষ হতে আর মাত্র আধা ঘন্টা বাকি। এমন সময় একজন মধ্যবয়সী রুগী এলেন আমার চেম্বারে। দেখেই মনে হলো খুবই অস্থিরতার মধ্যে আছেন। প্রথমে আমার কাছে মনে হলো শ্বাস কষ্টের রুগী। পরক্ষণেই ইতিহাস শুনে জানা গেল উনার পেশাবের সমস্যা। বিগত দুই ঘন্টা ধরে উনার পেশাব হচ্ছিল না। বার বার টয়লেট যান কিন্তু পেশাব বের হয় না। তার সাথে ছিল তলপেটে ব্যথা। উপরন্ত উনার হাপানীও ছিল (সেটাই প্রথম দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছিল). ব্যথার তীব্রতায় শ্বাসকষ্টও একটু বেড়ে গেছে!

পেশাব আটকে গেছে! তলপেটে ব্যথা! শ্বাসকষ্ট!!

দ্রুত তাকে শারিরীক পরীক্ষা করলাম। অক্সিজেন লেভেল, রক্ত চাপ, হার্ট রেট ভাল ছিল। ফুসফুসে পাওয়া গেল হাপানীর নমুনা। পেট পরীক্ষা করতে গিয়ে পেলাম তলপেটে ব্যথা, এটা পেশাবের থলি বরাবর ছিল, ডানপাশে না (যেটা এপেন্ডিসাইটিস এ হতে পারে)। আমি ভেবেছিলাম যে উনার পেশাবের থলি ভরা থাকবে, যেহেতু পেশাব করতে পারছেন না। কিন্তু পেশাবের থলি খালিই লাগলো আমার কাছে।

এরই মধ্যে উনার আবার টয়লেটে যাবার দাগিদ হলো। তাড়াতাড়ি নার্সকে ডেকে পেশাব কালেকশানের একটা কৌটা দিতে বললাম। কয়েক মিনিট পর বের হলেন। একটু পেশাব হয়েছে যেটা দিয়ে টেস্ট করা যাবে। সুতরাং স্যাম্পল টা ল্যাবে পাঠিয়ে দিলাম।

অল্প হলেও পেশাব যেহেতু হল, তাই পেশাবের রাস্তা ব্লক হয়েছে এই ডায়াগনোসিস বাতিল হয়ে গেলো। এরই মধ্যে পরীক্ষার রিপোর্ট আসার আগে তার ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন দিলাম। রিপোর্ট আসলে দেখা গেল যে উনার পেশাবে ইনফেকশন এবং কিডনিতে পাথরের লক্ষণ।

প্রকৃতপক্ষে পানি কম খাওয়ার জন্যে উনার পেশাবই তৈরী হচ্ছিল না। তার সাথে ইনফেকশন যোগ হওয়ায় উনার সমস্যা তীব্র আকার ধারণ করে। ইঞ্জেকশন এর পর উনার ব্যথা কমে যায়। বেশী করে পানি খাওয়ার পরামর্শ এবং কিছু মেডিসিন দিয়ে তাকে বিদায় করি।


গল্পের আলোকে মনে রাখার বিষয়গুলো :

  • পর্যাপ্ত পানি পান না করা এবং পেশাবের সমস্যা - এ দুইটার সম্পর্ক খুবই নিবিড়।

  • হঠাৎ পেশাব হচ্ছে না কিন্তু তলপেটও টনটনে ফুলা না। তাহলে তার পেশাবই তৈরী হচ্ছে না। হয়ত পানি খুবই কম খাচ্ছে। নয়তো কিডনি ফেইল করেছে।

  • তলপেটে ব্যথার অনেকগুলো কারন আছে। ব্যথার পাশাপাশি পেশাবের সমস্যা থাকলে আগে পেশাবের ইনফেকশন কিংবা পাথরের সমস্যা মাথায় রাখতে হবে।

  • তলপেটে ব্যথা কিন্তু মাঝ বরাবর না হয়ে ডানদিকে নিচের দিকে বেশি ব্যথা। সাথে একটু জ্বর ভাব কিংবা বমি ভাব আছে। এপেন্ডিসাইটিস মাথায় রাখতে হবে।


ওকে। আজকে এ পর্যন্তই। আশা করি কিছু নতুন তথ্য পেয়েছেন আমার পোস্ট থেকে। কোন পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। ভাল থাকুন।

আল্লাহ হাফেজ

ডা. হাফিজ
ওমান



আমি ডা. হাফিজ। ঢাকার একটা মেডিকেল থেকে ডাক্তারী পাশ করেছি। ২০১৪ সাল থেকেই দেশের বাইরে আছি। শুরুতে ২ দুই বছর ছিলাম মালদ্বীপে। তারপর থেকে ওমানে আছি গত ৭ বছর ধরে। এখানে একটা পলিক্লিনিক এ জি.পি. ডাক্তার হিসাবে কর্মরত আছি বর্তমানে।

My Discord ID: hafiz34#3722

অনেক আগে "আমার বাংলা ব্লগ" এ প্রকাশিত আমার পরিচিতি মুলক পোস্ট

Posted using SteemPro

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!