হ্যালো! আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমার পোস্টে আপনাকে স্বাগতম। হাজির হলাম চেম্বার কথনের আরেকটা পোস্ট নিয়ে। বাংলাদেশী প্রবাসীদের ভোগান্তির গল্প বিভিন্ন সময় শেয়ার করেছি পূর্বে। আজকে সেরকমই একটা গল্প। আগের মতই মুল গল্পটা ছোট্ট একটুখানি।
যখন কোন রুগী আমাদের ক্লিনিকে আসে, তখন রিসিপশান কাউন্টার থেকে ঐ রুগীর নাম লেখাতে হয়। স্বাধারণত ওমানের আইডি কার্ড (পতাকা) অথবা পাসপোর্ট লাগে প্রথম বার নাম লেখানোর সময়। সাথে লাগে একটা মোবাইল নাম্বার। পরবর্তী ভিজিটে শুধু মোবাইল নাম্বার বললেই হয়।
তো আমার চেম্বারের কম্পিউটারে একটা নতুন রুগীর নাম এন্ট্রি দেখলাম। রুগী চেম্বারে ঢোকার আগেই আমি আগের ভিজিট গুলোর হিস্ট্রি চেক করলাম। পুরাতন এবং পরিচিত রুগী। অনেক বার এসেছেন আমার কাছে। এমনকি উনার ফেসও আমার পরিচিত ছিল।
কিন্তু যখন রুগী আমার চেম্বারে ঢুকলেন, দেখা গেল যে দুই ব্যক্তি। পরিচিত রুগীও আছেন, সাথে একজন অপরিচিত রুগী। আসলে ঐ দিনের রুগী ছিলেন ঐ অপরিচিত ব্যক্তিটিই। যার নাম লেখানো হয়েছে উনি ঐদিনকার রুগী নন। কি জন্যে আসলে রুগীর নাম না লিখে সাথে আসা ব্যক্তির নাম লিখেছেন?
কারণ হচ্ছে আসল রুগীর পাসপোর্ট এবং পতাকা দুইটা উনার আরবাবের (স্পন্সর) কাছে। ঐ আরবাব কোন এক ঝামেলা হওয়ায় পাসপোর্ট এবং পতাকা দুইটাই জব্দ করেছে। আর উনাকে ফেরত দেন নাই। সে জন্যে রুগীর কোন ভ্যালিড ডকুমেন্ট না থাকায় সাথে আসা লোকের নামে ফাইল খুলেছে আমাদের ক্লিনিকে। যদিও এভাবে নাম লেখানো ঠিক নয়, তারপরও মাঝে মধ্যে এরকম রুগী পাই আমরা এবং চিকিৎসাও দেই। পরবর্তীতে বুঝার জন্যে কম্পিউটারে ছোট করে রুগীর নাম লিখে রাখি। আজকের রুগীকেও চিকিৎসা দিয়ে বিদায় দিলাম।
যতদিন ঐ রুগী পুলিশের কাছে ধরা না পড়ছে ততদিন ওমানে কাজ করতে পারবে। এর মধ্যে দেশেও যেতে পারবে না পাসপোর্ট না থাকায়। মুলত উনি ওমান নামক দেশে বন্দী। বৈধ উপায়ে ওমানের বাইরে যেতে পারবে না। দেশ যেতে চাইলে ধরা দিতে হবে। কিছুদিন আসল জেলে বন্দী রাখবে। তারপর দেশে পাঠিয়ে দিবে সরকার! বৈধ ডকুমেন্ট বিহিন এরকম প্রবাসীর সংখ্যাও একেবারে নগন্য না!
আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকে লেখাটি তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাল থাকুন সবাই।
ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
ওমান
১৪ই অক্টোবর,, ২০২৪
এমন ঘটনা অনেক শুনেছি। কাগজের অভাবে লুকিয়ে কাজ করতেছে। অনেকের খুরুজ না হুরুজ মারা, এমনটাও শুনেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক জানি না। তবে এমন অনেকেই আছে যারা কাজ করছে কিন্তু বৈধ কোন কাগজ পত্র নাই।
ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit