উনি একজন রাজমিস্ত্রী। বিগত দিন পাচেক আগে কাজের সময় তাবুকের (ওমানে ইট কে তাবুক বলে। একেক টা ইটের ওজন নাকি আনুমানিক চল্লিশ কেজি) চাপা লাগে ডান হাতের বুড়া আঙ্গুলে। এর পরই আঙ্গুলটা কিছুটা ফুলে যায় এবং ব্যথা শুরু হয়। ভাঙ্গে নাই এই আশা করেই ডাক্তারের কাছে যান নাই, এক্সরেও করেন নাই। ব্যথার ওষুধ পত্র খেয়েছেন।
পাচ দিনের মধ্যেও ব্যথা এবং ফোলা না কমায়, আজকে আমার কাছে এসেছেন একটা এক্সরে করে দেখার জন্যে যে কোন হাড্ডি ভাঙ্গা আছে কিনা। জিজ্ঞেস করলাম এই পাচ দিন ডান হাত দিয়ে কাজ করেছেন কিনা। বললেন যে কোন কাজ করেন নাই। রেস্টেই আছেন। ভাল করেছেন উনি!
এক্সরে এর রিপোর্ট আসল। দুর্ভাগ্য উনার। বুড়ো আগুলের একটা হাড় ভেঙ্গে গেছে। শুধু হালকা দাগই পড়ে নাই, বেশ খারাপ ভাবেই ভেঙ্গেছে হাড়টা! ওনেক ক্ষেত্রে অর্থোপেডিক ডাক্তার নেইল (orthopedic nail) দিয়ে ভাঙ্গা অংশগুলোকে একসাথে ফিক্স করে দেয়, যেটা একটা ছোট খাট সার্জারীর পর্যায়েই পড়ে। যেহেতু আমার ক্লিনিকে হাড়ের বিশেষজ্ঞ ডাক্তার ছিল না, তাই বিষয়টা উনাকে ব্যখ্যা করলাম। বেশ সচেতন মনে হলো উনাকে। হাড়ের ডাক্তার দেখাতে রাজি হলে। ওমানে না হলে হয়ত দেশেই চলে যেতে পারেন। আপাতত একটা ফিঙ্গার স্প্লিন্ট (Finger Splint) লাগিয়ে দিলাম, বুড়া আঙ্গুলটাকে রেস্ট দেয়ার জন্যে।
আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকে লেখাটি তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাল থাকুন সবাই।
ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
Discord: hafiz34#3722
ওমান
০৭ই নভেম্বর, ২০২৪