একটা ভিন্ন রকম অভিজ্ঞতা!

in hive-129948 •  3 days ago 

হ্যালো! আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমার পোস্টে আপনাকে স্বাগতম। হাজির হলাম চেম্বার কথনের আরেকটা পোস্ট নিয়ে। আজকে আমরা শুনবো একটা ভিন্ন রকম অভিজ্ঞতার গল্প। বেশ মজার। জীবনে প্রথমবার ঘটা একটা ঘটনা!

কিডনীতে পাথর আছে এমন রুগী হরহামেশাই আসে আমার কাছ। সাধারণত তারা তীব্র ব্যথা এবং প্রশ্রাবে সমস্যা নিয়ে আসে। চিকিৎসা দেই। রুগী যায়, রুগী আসে! পাথরের সাইজ ছোট হলে অনেক ক্ষেত্রেই পাথর এমনি এমনি প্রশ্রাবের সাথে বের হয় যায়। অনেক রুগী এসে বলে যে প্রশ্রাবের সময় পাথর বের হতে দেখেছে নিজ চক্ষে। অনেকে আবার মোবাইলে ছবি তুলে নিয়ে আসে দেখানোর জন্যে।

কয়েকদিন আগে আমার চেম্বারে এক রুগীর আগমন। কিডনী পাথরের রুগী। বেশ কয়েক বছর ধরেই নাকি পাথর আছে উনার। ঐ দিন সকাল থেকেই নাকি প্রশ্রাবে সমস্যা হচ্ছিল। এক পর্যায়ে উনি উনার পুরুষাঙ্গে ব্যথা অনুভব করেন। প্রশ্রাব ঠিক মত বের হচ্ছিল না। উনি বুঝতে পারছিলেন শক্ত কিছু উনার পুরুষাঙ্গের নালীতে আছে। উনি নিজে নিজেই চাপ দিয়ে সেটা বের করা চেষ্টা করেন। কিছুক্ষণ পর উনি একটা কাল পাথর উনার পুরুষাঙ্গের নালীর মাথায় দেখতে পান। সেটা পুরুষাঙ্গের ঠিক মাথায় এসে আটকে যায়, আর বের করতে পারছিলেন না।

আমি দেখলাম। ঠিকই, একটা বেশ বড় পাথর পেনিসের নালীতে আটকে আছে। আমিও প্রথমবার এরকম অবস্থানে একটা পাথর দেখতে পেলাম। কি করা যায়, কি করা যায়। একবার ভাবলাম ফরসেপ্স দিয়ে টান দিয়ে বের করি। তার আগে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বের করা যায় কিনা দেখতে চাইলাম। একটু জোরে চাপ দিতেই বেশ বড় একটা পাথর বের হয়ে আসলো। ছবিতে দেখুন পাথরটি! রুগীর জন্যেও প্রথম অভিজ্ঞতা, ডাক্তারের জন্যেও প্রথম। রুগীও হাসে, ডাক্তারও হাসে! সৌভাগ্যবশত চাপ দিয়ে বের করার পরও পুরুষাঙ্গের মাথা থেকে কোন ব্লিডিং হয় নাই। বাচা গেল, আলহামদুলিল্লাহ!

আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকে লেখাটি তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাল থাকুন সবাই।

ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
Discord: hafiz34#3722
ওমান
১২ই নভেম্বর, ২০২৪

Posted using SteemMobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কিডনি স্টোন আজকাল অনেকেরই হয় আমার দাদারও বেশ কয়েকবার হয়েছে। তবে বেশিরভাগ সময়েই নিজেই বেরিয়ে গেছে। তবে আপনি যে অভিজ্ঞতার কথা আজকে শেয়ার করলেন তা আগে কখনো শুনিনি। স্টোন যদি আরো একটু বড় হত তাহলে কি মারাত্মক কান্ড হত একবার ভেবে দেখুন!

হুম। আমার জন্যেও এটা প্রথম ঘটনা । আরেকটু বড় হলে আর এভাবে বের হতো না, অপারেশন এ যাওয়া লাগত।

ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টের জন্যে।

আপনার যে ট্রন এড্রেসে $PUSS জমা আছে সে এড্রেটি দ্রুত লিংকআপ করে নিন, না হলে কিউরেশন বন্ধ থাকবে। লিংকআপ করার নিয়মটি নিচে দেয়া হলো-

https://steemit.com/hive-129948/@moh.arif/tron-address-link-up

জ্বী ভাই। লিংক আপ করেছি। ধন্যবাদ।

জ্বী অনেক ধন্যবাদ।

এত বড় স্টোন,আমিতো অবাক হয়ে গেলাম। তবে এটা কিন্তু খুবই সেনসেটিভ একটি বিষয়। আর এই রোগটা বর্তমান সময়ে অহরহ লক্ষ্য করা যাচ্ছে। এত বড় একটি পাথর বের হয়েছিল তবু ব্লিডিং হয়নি এটা কিন্তু ভালো দিক ছিল। যাইহোক আপনার কাছ থেকে নতুন একটি বিষয় সম্পর্কে ধারণা পেলাম ভালো লাগলো ,ধন্যবাদ।