সঠিক সময় সঠিক চিকিৎসা করানো জরুরী (২টা ছোট গল্প)

in hive-129948 •  3 months ago 

হ্যালো! আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমার পোস্টে আপনাকে স্বাগতম। হাজির হলাম চেম্বার কথনের আরেকটা পোস্ট নিয়ে। আজকে আমরা ছোট দুইটা গল্পের মাধ্যমে নিজেদের এটাই স্মরণ করিয়ে দেয়ার চেস্টা করব যে সঠিক সময় সঠিক চিকিৎসা করাটা জরুরী। অবহেলা করলে ভোগান্তি বাড়তে পারে! চলুন ছোট গল্প দুইটা শুনে ফেলি প্রথমে!

steem.jpg

গল্প ০১
৬-৭ বছরের একটা বাচ্ছা মাথা কেটে নিয়ে এসেছে। বাবা ছেলেকে নিয়ে এসেছেন। বেশ স্মার্ট ফ্যামিলির বাচ্চা মনে হলো। পরীক্ষা করে জানালাম যে সেলাই দেয়া লাগবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রুগী বা রুগীর লোক সেলাই করতে চায় না। কিন্তু এই কেইস টা ভিন্ন। সাথে সাথেই রাজী হয়ে গেল সেলাই করতে। এটার পেছনেও আছে একটা ইতিহাস যেটা বাবা জানালো আমাকে। মাথা কেটে যাওয়া এবারই প্রথম ছিল না ঐ বাচ্চার। এর আগেও কেটেছে একবার, প্রথম বার। সেলাই দেয়া জরুরী ছিল সেই সময় কিন্তু তারা রাজী হয় নাই তখন। ক্ষত শুকিয়েছে। কিন্তু একটা বড় দাগ রয়ে গেছে। এবং ঐ দাগ বরাবর আর চুল গজায় নাই। এখন আশপাশের চুলে দিয়ে ঢেকে রাখে সেই জায়গাটা কিন্তু আসলে সেখানে কোন চুল নাই। গজনীর আমির খানের মত অনেকটা! সঠিক সময়ে (কাটার ৬ ঘন্টার মধ্যে) সঠিক চিকিৎসা (সেলাই দেয়া) করানো হয় নাই!

গল্প ০২
একজন মধ্যবয়স্ক লোক। আনুমানিক ২০ দিন আগে উনার ডান পায়ে গোড়ালীর উপর কেটে যায়। উনার ভাষ্যমতে পাশের এক ডাক্তার দেখিয়েছিলেন ঐ দিনই। সেলাই নাকি লাগে নাই। ওষুধ দিয়েছিল এবং নিয়মিত ড্রেসিং করতে (আক্রান্ত জায়গা বেটাডিন দিয়ে পরিষ্কার করা) বলেছিল। রুগী আর যায় নাই ডাক্তারের কাছে। ড্রেসিং ও করে নাই বাসায়। ফলশ্রুতিতে ঘা শুকায় নাই। বরং এখন পুজ জমেছে আক্রান্ত জায়গায়। আমি আক্তান্ত জায়গা পরিষ্কার করে দিলাম। প্রতিদিন না হলেও অন্তত একদিন পর পর ড্রেসিং করতে বললাম। একটা ব্রড এক্সপেক্ট্রাম এন্টিবায়োটিক লিখে দিলাম। সঠিক সময় (কাটার পর প্রথম এক সপ্তাহ) সঠিক চিকিৎসা (আক্রান্ত জায়গা এন্টিসেপ্টিক দিয়ে নিয়মিত পরিষ্কার করা) করানো হয় নাই।

আজকে এ পর্যন্তই। আশা করি এই গল্প দুইটার মাধ্যমে সঠিক সময় সঠিক চিকিৎসার গুরুত্ব আমরা বুঝতে পারলাম। আমাদেরকে এটা স্মরণে রাখতে হবে! কেমন লাগলো আজকে লেখাটি তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাল থাকুন সবাই।

ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
ওমান
১১ই অক্টোবর,, ২০২৪

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা সত্য যে সময়ের অভাবে আপনার পোস্টে কমেন্ট করা হয় না, তবে প্রতিটা পোস্ট ই কিন্তু পড়ি আমি । তাছাড়া আপনার পোস্ট পড়ার পেছনে কারণ আছে, অনেকটা পূর্বের প্রফেশন জীবনের কিছুটা হলেও স্বাদ পাই। ভালোবাসা রইল ভাই।

শুনে ভাল লাগল ভাই। ব্যস্ততার কারণে নিয়মিত লেখা হয় না। চেষ্টা করি অন্তত সপ্তাহে দুইটা পোষ্ট করতে।

আপনি চেম্বার করেন না আর?

চার বছর হচ্ছে, ছেড়ে দিছি ভাই। এখন লেখালেখি নিয়েই বেঁচে আছি।

তাই? স্টিমিটের ইনকাম দিয়েই সংসার চলছে?

দারুন ব্যাপার! কিন্তু আমি কখনই এমন সাহস করতে পারতাম না!

জীবন যেখানে যেমন। আমি অল্পতেই সন্তুষ্ট ভাই।
ভালোবাসা নিরন্তর।

এটা ভালো লাগলো ভাই। অল্পে সন্তুষ্ট লোকদের কষ্ট পাওয়ার প্রবণতা কম। ❤️

আরও একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় লেখা পেলাম আপনার থেকে ডাক্তার সাব। আপনার মূল্যবান পোস্ট চালিয়ে যাবেন, এই অনুরোধ রইল।