একজন অভাগা শ্বাসকষ্টের রুগীর গল্প

in hive-129948 •  3 months ago 

হ্যালো! আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমার পোস্টে আপনাকে স্বাগতম। হাজির হলাম চেম্বার কথনের আরেকটা পোস্ট নিয়ে। আজকে আমরা শুনবো একজন অভাগা রুগীর গল্প যিনি খুবই শ্বাস কষ্টে ভুগছেন!

উনার বয়স ৫০ এর উপর। আগে থেকেই শ্বাস কষ্টের রুগী। সি ও পি ডি (COPD) নামক রোগে ভুগছেন। এর আগেও আমার কাছে এসেছেন। একটা ইনহেলার এবং দুইটা ট্যাবলেট নিয়মিত ব্যবহার করছেন। কিন্তু বিগত সপ্তাহ খানেক ধরে উনার অবস্থা বেশ অবনতির দিকে। শ্বাস কষ্ট বেড়েছে বেশ। রাতে শুয়ে ঘুমাতে পারে না। সারা রাতই মোটামুটি বসে কাটাতে হয় উনাকে। সাথে মাথা ব্যথা এবং প্রচন্ড দুর্বলতা।

প্রথমেই পালস অক্সিমিটার (Puls Oximeter) লাগালাম উনার আঙ্গুলে। লাগাতে গিয়েই খেয়াল করলাম উনার আঙ্গুলের মাথাগুলো নীলচে হয়ে আছে, মেডিকেলের ভাষায় যেটাকে বলে সায়ানোসিস (Cyanosis)। রক্তে অক্সিজেন কমে গেলে এরকম হয়। পালস অক্সিমিটার লাগানোর পড়ে রিডিং আসল ৭৫% (স্বাভাবিক মানুষের থাকে ৯৬-৯৮%)। মানে হচ্ছে উনার রক্তে অক্সিজেন অনেক কম। বুকে স্টেথস্কোপ লাগালাম। সিভিয়ার স্পেজাম। উনি বুক ভরে শ্বাসই নিতে পারছেন না।

যদিও ঐ দিন বুকের এক্সরে করি নাই, তবে এটা পরিষ্কার যে উনার ফুসফুস অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। বাতাস থেকে অক্সিজেন রক্তে পাঠাতে পারছে না। রক্ত অক্সিজেন অনেক কম। শরীরের কোষগুলো অক্সিজেন পাচ্ছে না বিধায় ঠিক মত কাজ করতে পারছে না। এজন্যেই মাথা ব্যথা। এজন্যেই দুর্বলতা।

আমি নেবুলাইজেশান দিলাম। অক্সিজেন দিলাম। ইঞ্জেকশান দিলাম। অক্সিজেন চলা অবস্থায় স্যাটুরেশান স্বাভাবিক হয়ে যাচ্ছিল। আবার অক্সিজেন বন্ধ করার পর তা ৮০% এর নিচে নেমে যাচ্ছিল।

উনার যে অবস্থা, তাতে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেয়া জরুরী ছিল। কিন্তু এখানে হাসপাতালে ভর্তি হওয়া মানে হাত শুন্য হয়ে ব্যালেন্স নেগেটিভে চলে যাবে। উনার দরকার লম্বা সময় অক্সিজেন নেয়া। বাসায় এটার ব্যবস্থা করা। উনার দরকার পুরাপুরি রেস্ট নেয়া! হায়, এগুলো কোনটাই সম্ভব ছিল না উনার জন্যে।

আমি সাজেশান দিলাম দেশে চলে যাবার জন্যে। কিন্তু অনেক ঋন করে এসেছেন তা নাকি আজো শোধ হয় নাই। দেশে গেলে অর্থাভাবের কষ্ট, আর এখানে থাকলে শ্বাসকষ্ট! দেশে কোন এক সরকারী হাসপাতালের কোন এক কোনায় পড়ে থেকে অক্সিজেন নিতে পারলেও তিনি কিছুটা সুস্থ থাকতে পারেন। কিন্তু ওমানে থাকলে অবস্থা দিনকে দিন আরো খারাপই হবে।

শেষ পর্যন্ত ওষুধ পত্র এডজাস্ট করে বিদায় দিলাম!

আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকে লেখাটি তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাল থাকুন সবাই।

ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
ওমান
২৫ ই অক্টোবর,, ২০২৪

Posted using SteemMobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!