আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার পোস্টে আপনাকে স্বাগতম। চলুন আমার একটা রুগীর গল্প শুনি যাকে গতপরশু (বৃহস্পতি বার; ৫ সেপ্টেম্বর ২০২৪) আমার চেম্বারে চিকিৎসা দিয়েছিলাম। সত্য গল্প!
উনি একজন ২৭ বছর বয়স্ক কন্সট্রাকশান কর্মী (সহজ কথায় রাজমিস্ত্রী যোগালী)। আগের রাত আনুমানিক ২ টা থেকে (বুধবার দিনগত রাত) উনার পেটে ব্যাথা শুরু হয়। খুব বেশী তীব্রও না আবার একেবারে কমও না। ব্যথা মুলত ছিল পূরো পেটেই; নাভীকে কেন্দ্র করে চারদিকে। একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছিলেন। উপকার না হওয়ার সকাল ৯টার পর আমার চেম্বারে আসেন উনার ফোরম্যানের সাথে।
প্রাথমিক ইতিহাস এবং শারীরিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেল না ব্যাথা কারণ কোনটা তা নির্নয়ের ক্ষেত্রে। উপরের পেটেও ব্যাথা অনুভব করছিলেন পরীক্ষার সময় যেটা গ্যাস্ট্রিকের পক্ষে যায়। আবার ডান পাশে নিচের দিকেও ব্যাথা অনুভব করছিলেন যেটা যায় এপেন্ডিসাইটিসের পক্ষ্যে। কোন জ্বর, বমি ভাব বা বমির ইতিহাস ছিল না উনার যা এপেন্ডিসাইটিসের বিপক্ষে যায়। ফাইনাল ডায়াগনোসিসের জন্যে রক্ত, প্রশ্রাব এবং আল্ট্রাসাউন্ড করার দরকার ছিল যা উনারা করতে চান নাই তখন। এপেন্ডিসাইটিসের সম্ভাবনা আছে সেটা উনাদের জানিয়েই কিছু ওষুধ দিয়ে বিদায় দিয়েছিলাম।
বিকাল ৫টার পর আবার উনারা এসে হাজির। সকালে পেইন কিলার ইঞ্জেকশান এবং মুখে খাওয়ার ওষুধ খেয়েও ব্যাথা কমে নাই। বরং সকালের তুলনায় ব্যথা বেড়েছে অনেক! আবার শারীরিক পরীক্ষা করলাম। উপরের পেটে কোন ব্যাথায় ছিল না। বিকালে উনার পুরো ব্যথাটাই ছিল পেটের ডান পাশে নিচের দিকে। হাত দিলেই ব্যাথায় লাফিয়ে উঠার মত অবস্থা। এপেন্ডিসাইটিস! কোন সন্দেহ নাই আর!
এপেন্ডিসাইটিসের সঠিক চিকিৎসা হচ্ছে ইমার্জেন্সি সার্জারী। দেরী করলে জটিলতা হতে পারে। কিন্তু বেশীর ভাগ স্বল্প বেতনের বাংগালীরাই ওমানে কোন অপারেশন করতে চায় না খরচের ভয়ে। এই রুগীও ক্ষেত্রেও ভিন্ন কিছু ছিল না। তাই পাশের হাসপাতাল সার্জারী ডাক্তার থাকে সত্ত্বেও তারা জরুরী ভিত্তিতে দেশে চলে যাওয়ার চিন্তা-ভাবনাই করছিল বলে প্রতিয়মান হল আমার কাছে। সকালের ওষুধের সাথে নতুন কয়েকটা ওষুধ লিখে দিলাম। চলে গেলেন উনারা। আশা করি ফোরম্যান রুগীকে সঠিক চিকিৎসা করাতে সহায়তা করবেন।
আজকে এ পর্যন্তই। কেমন লাগলো লেখাটি? জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে।
ধন্যবাদ।
ডা হাফিজ
ওমান
৭ই সেপ্টেম্বর, ২০২৪
এরকম অসুস্থ অবস্থায় লোকটি শেষ পর্যায়ে কি করেছিল সেটাই ভেবে পাচ্ছি না ভাইয়া। একজন বিপদগ্রস্ত মানুষের কথা ভাবতেই খারাপ লাগছে। আপনি ডাক্তারীর মত মহৎ পেশার সাথে যুক্ত আছেন জেনে ভালো লাগলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি তারা সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছে।
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একজন ডাক্তার আগে জানতাম না ভাইয়া। আজকে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। তবে এরকম সিরিয়াস অবস্থাতে এভাবে চলে যাওয়া উনাদের ঠিক হয়নি। বিপদ কখনো বলে আসে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যস্ততার জন্য পরবর্তীতে উনারা কি করেছেন তা আর জানা হয় নাই। উনারাও আর ফিরে আসেন নাই চেম্বারে।
ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমিউনিটির পরিবর্তিত নিয়ম অনুযায়ী $PUSS টোকেন ক্রয় করতে হবে এবং সেগুলো হোল্ড করতে হবে। এই বিষয়ে একাধিক এনাউন্সমেন্ট রয়েছে সাথে গাইডলাইনসহ, সেগুলো চেক করতে অনুরোধ করা হলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ১০,০০০ $PUSS কিনেছি ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই আমিও আজকে 40 হাজার $PUSS কিনেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
৪০ হাজার! অনেক বেশি!
শুভকামনা রইল ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit