হার্ট এটাক-এ (heart attack) আক্রান্ত এক রুগীর গল্প যিনি জানেনই না যে উনার হার্ট এটাক হয়েছে!

in hive-129948 •  2 months ago 
হ্যালো! আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমার পোস্টে আপনাকে স্বাগতম। হাজির হলাম চেম্বার কথনের আরেকটা পোস্ট নিয়ে। আজকে আমরা শুনব হার্ট এটাক বা এম আই (MI or heart attack) এ আক্রান্ত এক রুগীর গল্প যিনি বুঝতেই পারেন নাই যে উনার এত বড় একটা সমস্যা হয়েছে। চলুন শুনে ফেলি গল্প টা।

steem.jpg

বয়স ৬০ এর উপর। আমার কাছে আসার দুইদিন আগ থেকে উনি একটু বুকে অস্বস্তিবোধ করছিলেন। হালকা জ্বর এবং কাশি ছিল। সাথে ছিল কিছুটা শ্বাসকষ্টের ভাব। একটু হাটলে বা সিড়ি দিয়ে উপরে উঠলেই হাপিয়ে উঠছিলেন। রাতে বিছানায় শুইলে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল। ইতিহাস নিয়ে জানতে পারলাম উনি উচ্চ রক্তচাপ (HTN) এবং ডায়াবেটিসেরও (DM) রুগী।

শারিরীক পরীক্ষা করতে গিয়ে পেলাম অনেক বেশী প্রেশার (high blood pressure)। বুকে স্টেথসকোপ লাগিয়ে পেলাম এবনরমাল শব্দ যেটা নিউমোনিয়াতেও হতে পারে আবার হার্ট ফেইল করলেও হতে পারে। আমি বুকের একটা এক্সরে (X-ray) এবং হার্টের ইসিজি (ECG) করার পরামর্শ দিলাম, সাথে রক্তের একটা সাধারন পরীক্ষা। ইসিজিতে কিছুটা অস্বাভাবিকতা পাওয়া গেল কিন্তু হার্ট এটাক হয়েই গেছে এমন নিশ্চিত হওয়া গেল না। কিন্তু ইসিজির ঐ রিপোর্টের ভিত্তিতে তাকে হার্টের এনজাইমের (Trop T) আরেকটা পরীক্ষা করতে দিলাম জরুরী ভিত্তিতে।

আমার সন্দেহই সত্যি হলো। এনজাইম স্বাভাবিকের তুলনায় অনেক বেশী। মানে হচ্ছে উনার হার্ট এটাক হয়েছে, মেডিকেলের ভাষায় যেটাকে বলে একিউ মায়োকার্ডিয়াল ইনফার্কশান (Acute Myocardial infarction)। ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে অনেক সময় এমনটা পাওয়া যায়। ডায়াবেটিসের রুগীরা হার্ট এটাকের তীব্র ব্যথা অনুভব করতে পারে না, বিধায় শুরুতে ধরা পড়ে না। অনেকে ক্ষেত্রেই ডায়াগনোসিস মিস হয়ে রুগী মারা যায়। এটাকে বলে সাইলেন্ট হার্ট এটাক (Silent heart attack)। আমার আজকের গল্পের রুগীও তেমনি সাইলেন্ট হার্ট এটাকে ভুগছিলেন।

এখানকার নিয়ম অনুযায়ী, জরুরী কিছু ওষুধ খাইয়ে দিয়ে উনাকে বড় সরকারী হাসপাতালে রেফার করে দিলাম। আমরা নিজেরাই রুগীকে নিয়ে গিয়ে বড় হাসপাতালের ডাক্তারের হাতে হস্তান্তর করে আসলাম।

আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকে লেখাটি তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাল থাকুন সবাই।

ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
Discord: hafiz34#3722
X: @hafiz2k21
ওমান
৪ঠা ডিসেম্বর, ২০২৪

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রমানঃ

X:

x.jpg


CMC

cmc.jpg


DEX

dex.jpg