প্রাথমিক শিক্ষা একজন বাচ্চার বেইজটা গড়ে দেয়, যার উপর ভিত্তি করেই তার পরবর্তী শিক্ষা কার্যক্রম চলতে থাকে। সুতরাং, ইয়েস, প্রাথমিক শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে কোনই সন্দেহ নাই।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটা বিষয় নিয়ে সচেতনতা মুলক পোস্ট করার জন্যে।
ক্ষুদে স্বাস্থ্যবার্তা
ডায়াবেটিস আক্রান্ত একজন রুগীর বিভিন্ন রকম জটিলতা হওয়ার ঝুকি ডায়াবেটিস নাই এরকম এক ব্যক্তির তুলনায় অনেকগুন বেশী। কি রকমের ঝুকির মধ্যে আছেন একজন ডায়াবেটিস রুগী? আসুন জেনে নেইঃ
স্বাভাবিক একজন মানুষের তুলনায় একজন ডায়াবেটিস আক্রান্ত রুগীর-
⚠️অন্ধ হওয়ার ঝুকি ২৫ গুন বেশী
⚠️পা কেটে ফেলার ঝুকি ২০ গুন বেশী
⚠️ব্রেন স্ট্রোকের ঝুকি ৬ গুন বেশী
⚠️কিডনি বিকল হওয়ার ঝুকি ৫ গুন বেশী
⚠️হার্ট এটাকের ঝুকি ২-৩ গুন বেশী
✔️এই সব মারাত্মক ঝুকি থেকে বাঁচতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ছাড়া কোন উপায় নাই!!