চমৎকার একটা বিষয় নিয়ে পোষ্ট করেছেন। আমরা অনেকেই দেশ দেশ বলে প্রকাশ্যে গলাবাজি করি, অনেক নেতারাই মাইক হাতে পেলে দেশকে আসমানে তুলে ফেলে, কিন্তু বাস্তবে তারাই, আমরাই দেশের বারোটা বাজিয়ে ফেলছি ক্রমাগত। আমাদের এই দেশের জন্যে নাই আসলে ভালবাসা বা প্রেম। সবই লোকে দেখানো!
অন্যান্য দেশ থেকে শিক্ষা নেয়ে যেমন জরুরী, তেমন এই দুর্নীতি বাজ নেতাদের আচ্ছা রকম শায়েস্তা করাও জরুরী।
ভাল থাকুন!
ক্ষুদে স্বাস্থ্যবার্তা
টেক নেক সিন্ড্রোম (Tech Neck Syndrome) একটা নতুন এবং আধুনিক রোগ। এটাকে টেক্সট নেক সিন্ড্রোমও (Text Neck Syndrome) বলা হয়। কেউ কেউ এটাকে নতুন মহামারী বলেও উল্লেখ করছেন। গুগলে Tech Neck Syndrome লিখে সার্চ দিলে অনেক আর্টিকেল পাওয়া যাবে।
যেকোন ধরনের ঘাড় ব্যথা, ঘাড় ধরা বা অস্বস্থি ভাব, উপরের পিঠে ব্যথা, সোল্ডার জয়েন্টে ব্যথা ইত্যাদি যদি লম্বা সময় মোবাইল দেখা বা কম্পিউটার ব্যবহারের কারণে হয় বলে প্রমাণিত হয় তাহলেই এটাকে টেক নেক সিন্ড্রোম হিসাবে আখ্যায়িত করা যেতে পারে। মাথা সোজা রাখার পরিবর্ত যদি ৪৫ ডিগ্রি কোণে সামনে ঝুকিয়ে রেখে লম্বা সময় মোবাইল টিপাটিপি করা বা কম্পিউটার ব্যবহার করা হয় তাহলে এটা হতে পারে।
বর্তমান জেনারেশনের অনেকেই এই সিন্ড্রোমে আক্রান্ত!