কুষ্টিয়ার মাছ বাজার সম্পর্কে কিছুটা আইডিয়া আছে। সকাল সকাল গেলে পাইকারি বিক্রি দেখা যায়।
চুয়াডাঙ্গার বাজারের মাছ বিক্রির চিত্র আমাদের কাছে তুলে ধরার জন্যে আপনাকে ধন্যবাদ।
তবে হাইওয়েতে মাছ বিক্রির কথা যেটা বললেন, সেটা বেশ বিপদজনক মনে হচ্ছে। কর্তপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত বড় কোন দুর্ঘটনা ঘটার আগেই!
ক্ষুদে স্বাস্থ্যবার্তা
যখন কেউ স্ট্রেস এ থাকে (stressful conditions) তখন অনেক সময়, আগে থেকে ডায়াবেটিস না থাকলেও, সাময়িক ভাবে কিছু সময়ের জন্য, তার রক্তের সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় বেশী হয়ে যেতে পারে। যখন এক ব্যক্তি কোন স্ট্রেসে থাকে তখন তার শরীর বিভিন্ন ভাবে তার প্রতিক্রিয়া দেখায়। যেমন তার শরীরে কিছু স্ট্রেস হরমোনের (কর্টিসল, গ্রোথ হরমোন, ক্যাটেকোলামিন ইত্যাদি) পরিমান বেড়ে যায় । এই বর্ধিত স্ট্রেস হরমোন গুলো ইনসুলিনের কাজে ব্যাঘাত ঘটায় বা ইনসুলিনের কাজের বিপরীত কাজ করে। ইনসুলিন যেখানে রক্তের সুগারকে স্বাভাবিক মাত্রার মধ্যে রাখে, এই স্ট্রেস হরমোন গুলোর অধিক মাত্রার উপস্থিতিতে রক্তের সুগার স্বাভাবিক মাত্রার চেয়ে বেশী হয় যেতে পারে। এই অবস্থায় রক্তের সুগার পরিমাপ করে বেশী পাওয়া গেলে এটাকে স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া (stress hyperglycemia) বলে। স্ট্রেস কেটে গেলে রক্তের সুগার আবার স্বাভাবিকে নেমে আসে।
রাস্তার দুই সাইট দিয়ে কোন কিছু বেচাকেনা আমি মোটেও পছন্দ করি না। কারণ এগুলো যে কোন মুহূর্তে দুর্ঘটনা বয়ে আনতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit