SuperWalk: গত ৭ দিনের ইনকাম | আমার অভিজ্ঞতা | জুতা মেরামত করতে গিয়েই ইনকাম প্রায় শেষ!!

in hive-129948 •  18 days ago 
হ্যালো! সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। SuperWalk app টি নিয়ে আরেকটা পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের নিয়ে। গত ৭ দিনের ইনকামের পাশাপাশি আমি নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। চলুন শুরু করা যাক!

Blockchains.gif

সুপার ওয়াক দিয়ে হাটাহাটি করি ক্রিপ্টো ইনকাম করতে হলে অবশ্যই প্রো ইউজার হতে হবে। প্রো ইউজার হতে গেলে এনএফটি জুতা কেনা লাগবে। আগের পোস্টে উল্লেখ করছি যে আমার দুইটা এন এফ টি জুতা আছেঃ

  • WALKER
  • ALL-ROUNDER

হাটার শুরুতে যেকোন একটা জুতা সিলেক্ট করা লাগে। যখন হাটা চলতে থাকে তখন কয়েকটা বিষয় ঘটেঃ

  • আমরা পয়েন্ট পেতে থাকি যেটা পরবর্তীতে $WALK টোকেন এ কনভার্ট হয়ে Spending Wallet এ যোগ হয়
  • Durability কমতে থাকে
  • Energy কমতে থাকে

একটা জুতাতে ৩ টা Energy থাকে। প্রতি energy দিয়ে ৫ মিনিট হাটা যায়। মানে হচ্ছে, একটা জুতা দিয়ে সর্বোচ্চ ১৫ মিনিটে হাটা যায়। ভাল দিক হচ্ছে, প্রতি ৬ ঘন্টায় ২৫% energy রিফিল হয় অটোমেটিকেলি। একবার ১৫ মিনিট হাটার ২৪ ঘন্টা পর আবার ১৫ মিনিট হাটা যায়।

কিন্তু Durability বিষয়টা ভিন্ন। হাটার সময় Durability কমতে থাকে। সহজ বাংলায় বললে বলা যায় জুতা ক্ষয় হতে থাকে বা ছিড়তে থাকে। এটা energy এর মত এমনি এমনি রিফিল হয় না। এই Durability বা ক্ষয় মেরামত (Repair) করা লাগে। আর এটা মেরামত করতে গেলে WALK টোকেন ব্যবহার করা লাগে! কোন জুতার Durability যত কম, পয়েন্ট তথা WALK ইনকামের হার তত কম।

তো চলুন জেনে নেয়া যাক, জুতা সারাতে কেমন খরচ হয়। আমার ALL-ROUNDER জুতার Durability আছে ১০০ এর মধ্যে ৫৩.৬৪! এটা শতভাগ মেরামত করতে লাগবে ২৪.৮০ WALK । আর WALKER জুতার Durability আছে ১০০ এর মধ্যে ৮১.১৭! এটা শতভাগ মেরামত করতে লাগবে ৭.৩৮ WALK । এ পর্যন্ত হাটাহাটি করে পেয়েছি ৮৬.২১ WALK । দুই জুতা মেরামত করতেই চলে যাবে ৩২ WALK এর মত! তাহলে থাকলো আর কত? ভাবছিলাম ছেড়া জুতাই বিক্রি করে দেই। কিন্তু DUrability ১০০ ভাগ না করে বিক্রি করাই যাবে না!! কত জ্বালা!


অনেক কথা হলো। চলুন গত ৭ দিনে ইনকামের স্ক্রিনশট গুলো দেখে ফেলিঃ

ডিসেম্বর ০১। ২০২৫

01.jpg


ডিসেম্বর ০২। ২০২৫

02.png


ডিসেম্বর ০৩। ২০২৫

03.jpg


ডিসেম্বর ০৪। ২০২৫

04.png


ডিসেম্বর ০৫। ২০২৫

05.jpg


ডিসেম্বর ০৬। ২০২৫

06.jpg


ডিসেম্বর ০৭। ২০২৫

07.jpg


আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকে লেখাটি তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাল থাকুন সবাই।

ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
Discord: hafiz34#3722
X: @hafiz2k21
ওমান
৭ই জানুয়ারী, ২০২৪

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার গত সপ্তাহের সাত দিনের হাঁটাহাঁটির এক্টিভিটি দেখে বেশ ভালো লাগলো। আপনি প্রতিদিন মোটামুটি হাঁটাহাঁটি করেছেন। আসলে নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকবে মন ও ভালো। ধন্যবাদ ভাইয়া

জ্বি, ভাই। চেষ্টা চলছে।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কমেন্ট করার জন্যে।

সুপার ওয়াক অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করতে বেশ ভালোই মজা লাগে আমার কাছে। হাঁটাহাঁটি করার পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে পয়েন্ট অর্জন হয়, এটা বেশ ভালো একটি দিক। আমিও আপনার মতো প্রতিনিয়ত এই প্রজেক্টের মধ্যে কাজ করার চেষ্টা করছি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্য এবং সুন্দর একটা কমেন্ট করার জন্যে।

আবার আসবেন।

কাজের প্রমাণঃ

CMC

cmc.png

DEX

dex.png

X

x.png

SuperWalk

superwalk.jpg

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.