"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৮ || শেয়ার করো তোমার অনুভূতি - পছন্দের পারফিউম নিয়ে (Entry Closed)

in hive-129948 •  3 years ago  (edited)

Contest_New18.png


বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আবারও আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষ হতে নতুন এবং একটু ভিন্নধর্মী প্রতিযোগিতা নিয়ে হাজির হলাম। আমরা বরাবরই চেষ্টা করি আমাদের প্রতিযোগিতাগুলোকে একটু ভিন্নভাবে সাজাতে এবং তার সাথে আপনাদের অনুভূতিগুলোকে জাগ্রত করতে। কারন প্রতিটি প্রতিযোগিতার বিষয়ের সাথে আমাদের স্মৃতি কিংবা ভেতরে জমে থাকা অনেক অনুভূতি লুকিয়ে থাকে। আমরা আমার বাংলা ব্লগের প্রতিযোগিতার বিষয় নির্বাচনের ক্ষেত্রে সেই দিকে একটু বেশী মনোযোগী থাকার চেষ্টা করি। আমরা চেষ্টা করি প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের ভেতরে জমে থাকা সেই অনুভূতিগুলোকে কার্যকর করার এবং তার সাথে সাথে অন্যদেরকে সেগুলো জানার সুযোগ করে দেয়ার।

পারফিউম এর সাথে আমরা সবাই কম বেশী পরিচিত, কিন্তু পছন্দের পারফিউমের ব্যাপারে আমাদের অনুভূতি বা আমরা একটু ভিন্নভাবে পরিচিত হয়েছিলাম। কারন শুরু হতেই আমাদের নির্দিষ্ট কোন পারফিউম পরিচিত বা পছন্দের ছিলো না। ভালো পারফিউমের ব্যাপারে কারো হতে জেনেছি, অথবা কেউ উপহার হিসেবে দিয়েছে, অথবা কারো বাড়ী হতে নিজের মনে করে পকেটে লুকিয়ে নিয়ে এসেছি, এই রকম নানা কারন থাকতে পারে। আর আমরা আপনার পছন্দের পারফিউমের ব্যাপারে সেই অজানা বা অপ্রকাশিত কথাগুলো জানতে চাই। কোন একটা নির্দিষ্ট ব্রান্ডের পারফিউম কিভাবে আপনার পছন্দের তালিকায় আসলো, কেন আপনি সেটাকে পছন্দ করেন? সেই বিষয়টি উপস্থাপন করুন এবারের প্রতিযোগিতার মাধ্যমে।

সুতরাং আপনার পছন্দের পারফিউম নিয়ে অপ্রকাশিত সেই অনুভুতিগুলো আমাদের সাথে ভাগ করে নিন এবং দারুণ কিছু পুরস্কার জেতার সুযোগ তৈরী করুন। আপনার পছন্দের পারফিউমের পেছনের লুকায়িত সেই গল্পটি আমাদের সাথে, আমার বাংলা ব্লগের সাথে ভাগ করে নিন। আমরা আপনার গল্প কিংবা অপ্রকাশিত অনুভূতিগুলো জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে তার পূর্বে জেনে নিন প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলীঃ

নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার পছন্দের পারফিউমের অনুভূতি কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল করা হবে।
  • আপনার অনুূভূতিগুলো শুধুমাত্র পারফিউম সংক্রান্ত হতে হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কমপক্ষে ৩টি ফটোগ্রাফি সংযুক্ত করতে হবে, নিজের না হলে সোর্স উল্লেখ করতে হবে।
  • অংশগ্রহনের সময় সীমা ৯ জুন, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেয়া হবে না।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-18 এবং #perfume-contest এই দুটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে আংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১০ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১০ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ৫ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১০ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@winklesAdmin India RegionAll administrative works in India region
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৯ জুন, ২০২২ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে

ব্রেক.jpg

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ আপু, এন্ট্রি নং ০১

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া😊

ধন্যবাদ ভাই, এন্ট্রি নং ০২

আমার অংশগ্রহণ..
715JdwLdW7L.jpg
আমার পছন্দের ও প্রিয় পারফিউম।"ওপেন রোজার এন্ড গেলেট"("OPEN ROGER AND Gallet")

https://steemit.com/hive-129948/@nevlu123/o4y6x-or-or

ধন্যবাদ ভাই, এন্ট্রি নং ০৩

অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পারফিউম নিয়ে অনুভুতি, আমি মনে করি সবার জীবনেই আছে। অনেক প্রতিযোগী দেখা যাবে এই প্রতিযোগিতায়। ধন্যবাদ ভাই এতো সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবো। 😍

সেটাইতো ভাই, আপনার জীবনের অনুভূতিগুলো জানার অপেক্ষায় রইলাম।

চমৎকার কনটেস্ট প্রতিযোগিতা আয়োজন করেছেন ভাইয়া। পছন্দের পারফিউম নিয়ে। এবার চমৎকার চমৎকার পারফিউম নিয়ে পোস্ট দেখতে পারবো। অবশ্যই অংশগ্রহণ করবো। সবার জন্য শুভ কামনা রইলো 🤲

ধন্যবাদ ভাই, আশা করছি সবাই দারুণভাবে অংশগ্রহণ করবে প্রতিযোগিতায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

বাব্বাহ!বেশ ইউনিক প্রতিযোগিতা হবে কিন্তু এবার।এরকম প্রতিযোগিতা কোথাও হয়েছে বলে আমার মনে হয়না।

আমারও মনে হয় না এই ধরনের বিষয় নিয়ে কেউ প্রতিযোগিতা করেছে, আমার বাংলা ব্লগে সব সম্ভব হি হি হি।

পারফিউম নিয়ে প্রতিযোগিতা। ভালোই হয়েছে আমরা নতুন নতুন কিছু জানতে পারবো।চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।ধন্যবাদ

জ্বী, আপনি পারফিউম ব্যবহার করেন তো? কতগুলো ফ্রিতে গিফট পেয়েছেন এবার সব জেনে যাবো হি হি হি।

আমার বাংলা ব্লগ মানেই আনন্দের বিষয়। আসলে আমি খুব গর্বিত এমন একটি প্লাটফর্ম এ কাজ করতে পেরে যেখানে বস থেকে শুরু করেই সবাই উদারতা মনের মানুষ। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে পারফিউম নিয়ে গল্প বা গঠনা তুলে ধরতে পারবো সেই সুযোগটা করে দেওয়ার জন্য

একদমই ভাই, যত ভিন্ন ধরনের চিন্তা বা প্রতিযোগিতা সব ক্ষেত্রেই আমার বাংলা ব্লগ সেরা হি হি হি।

ও মাই গড ! কন্টেস্ট এর নাম শুনেই তো ভাল লাগছে । আবার হাসিও পাচ্ছে । ইউনিক ছিল কন্টেস্ট এর নামটি । খুব শীঘ্রই পছন্দের পারফিউম নিয়ে লিখব ।

হা হা হা, নাকি অন্য কোন ভয় ন্যাড়া দিলো হৃদয়ে, গোপন সব ফাঁস হয়ে যাবে এবার।

আমার বাংলা ব্লগ সবসময় দারুন দারুন প্রতিযোগিতার আয়োজন করে। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই তাদের পছন্দের পারফিউম নিয়ে অনুভূতি শেয়ার করবে। আশা করছি নতুন নতুন গল্প জানতে পারবো এবং অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবো। আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

প্রতিবারের চেয়ে এবার একটু আলাদা ভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অংশ গ্ৰহণ করার চেষ্টা করব।

পারফিউম নিয়ে প্রতিযোগিতা ওয়াও শুনে তো বেশ ভালই লাগছে। পারফিউম নিয়ে যে আবার প্রতিযোগিতার আয়োজন করা হয় সেটিইতো জানতাম না ।খুবই দারুণ একটি বিষয়ের দিয়েছেন ভাইয়া। বিষয়টি অনেক ভালো লেগেছে দেখি অংশগ্রহণ করতে পারি কিনা।

এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করায় আমার বাংলা ব্লগ কমিউনিটি কে অসংখ্য ধন্যবাদ জানাই । কারণ পারফিউম নিয়ে আমার একটি চমৎকার ঘটনা রয়েছে।

বেশ কিছুদিন পর আবারো একটি নতুন প্রতিযোগিতা আয়োজিত হল। আসলে এমন প্রতিযোগিতা না হলে পরিবেশ চাঙ্গা হয়ে ওঠে না। একটি নতুন প্রতিযোগিতা মানে সবার অংশগ্রহণ। সেইসঙ্গে টানটান উত্তেজনা। ধন্যবাদ আয়োজক কমিটির সকলকে।

আমার বাংলা ব্লগ কমিউনিটি আবারো একটি চমৎকার প্রতিযোগিতা নিয়ে হাজির হলো। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।ইনশাল্লাহ আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

নিঃসন্দেহে চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। আমি চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।

  ·  3 years ago (edited)

আমার অংশ গ্রহণ
প্রিয় ভাই আমি গত রাতেই আমার পোস্ট করেছি লিংক আপ ও করেছিলাম যেকোন কারণেই হোক সেটা সম্পুর্ণ হয়নি। অনুগ্রহ পূর্বক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ ভাই, এন্ট্রি-২৮

ভাইয়া বেশ কিছুদিন পর অনেক মজার একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতার বিষয়টি দেখে আমি বেশ এক্সাইটেড। আবারো মনে হচ্ছে অনেকের কাছ থেকে না বলা কিছু কথা নিয়ে চমকপ্রদক গল্প দেখতে পারবো। সবার মত আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব। মজার মজার কিছু গল্প নিয়ে জাঁকজমকপূর্ণ কনটেন্ট দেখার অপেক্ষায় থাকলাম। ইউনিক প্রতিযোগিতাটি আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

বাহ! খুবিই ভালো একটি প্রতিযোগিতার আয়োজন করছেন। এই প্রতিযোগিতা একটু ভিন্ন রকমের হলো এটা খুবই ভালো লাগল।জানতে পারব অনেক পারফিউমের নাম।ইনশাআল্লাহ আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহন করব।

খুবই সিন্দর একটা প্রতিযোগিতার আয়োজন কর। হয়েছে।এত সুন্দর প্রতিযোগিতা আয়োজনকারীদের সাধুবাদ জানাই। আশা করছি সবাই অংশগ্রহণের মধ্যে নিয়ে প্রতিযোগিতা তাঁর সাফল্যরূপ লাভ করবে।

ভাই পারফিউম এর প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ভিতরে লুকিয়ে থাকা বিভিন্ন ধরনের অনুভূতি গুলো জানা যাবে কথাটি যথার্থই বলেছেন। কারণ আমাদের পারফিউমের সাথে অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে। শুভকামনা রইল আপনার জন্য।

বাহ ভাইয়া এই প্রতিযোগিতার বিষয়টি বেশ মজার হয়েছে। পারফিউম ব্যবহার করে না এমন কোনো মানুষ হয়তো নেই, তাই আমি আশা করি এই প্রতিযোগিতায় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। আর আমিও খুব শীঘ্রই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পোস্টটি সাবমিট করব। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

খুব সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন। সকলেই খুব উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করবে আশা করি। সকলের প্রিয় পারফিউম নিয়ে খুব সুন্দর অনুভূতি দেখতে পাবো। এতো অসাধারণ প্রতিযোগিতার আয়োজন করায় সকলকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

খুব সুন্দর প্রতিযোগিতার বিষয় ভাইয়া।আমি এইরকম কিছু আশা করেছিলাম।যদিও আমি চাইছিলাম বাড়িতে তৈরি করার কিছু কনটেস্ট তবুও এই বিষয়টি মিলে গেছে কিছুটা হলেও জেনে খুবই ভালো লাগছে।ধন্যবাদ ভাইয়া, অংশগ্রহণ করার চেষ্টা করবো।

খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আসলে এই প্রতিযোগিতাটি একটি ভিন্ন ধর্ম হয়েছে। তবে প্রতিযোগিতাটি আমরা অনেক আনন্দ এবং উৎসাহের সাথে অংশগ্রহণ করব। কারণ পারফিউম ব্যবহার করা এবং কিভাবে আমরা প্রথম ব্যবহার করলাম। এটা সত্যি অনেক মজার কিছু ঘটনা রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে। আশা করছি এই প্রতিযোগিতায় আমি অবশ্য অংশগ্রহণ করব।

জ্বী কিছু ভিন্ন ধরনের অনুভূতি খুঁজে পাওয়ার সম্ভব হবে এই প্রতিযোগিতার মাঝ হতে।

এবারের প্রতিযোগিতা টি একটু ভিন্ন মনে হয়েছে আমার কাছে। আশা করছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব।এবং সবার জন্য শুভকামনা।ধন্যবাদ হাফিজ ভাই,সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।🖤

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য, এন্ট্রি নং ০৪

ধন্যবাদ ভাই। ❤️

অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করছেন।পারফিউম প্রতিযোগিতা,এই প্রতিযোগিতায় দেখা যাবে কে কী রকম পারফিউম ব্যবহার করে ।কার পারফিউম সুগন্ধ বেশি।অবশ্যই আমিও কনটেস্ট অংশগ্রহন করবো।সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

হ্যা, নানা ধরনের পারফিউমের গন্ধ উপভোগ করার অপেক্ষায় রয়েছি আমি।

ধন্যবাদ ভাই, আপনার এন্ট্রি নং ০৫

ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহন করার জন্য, এন্ট্রি নং ০৬

আমার অংশগ্রহণ ↓

https://steemit.com/hive-129948/@sikakon/gaoun-or-or-or-or

PicsArt_05-31-01.46.01.jpg

এন্ট্রি নং ০৭, ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকে, এন্ট্রি নং ০৮

অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া আপনারা। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা পারফিউম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবো সেই সাথে সবার পারফিউমের অভিজ্ঞতা জানা যাবে ।আমাদের মাঝে অনেকেই আছি যারা ঠিকমতো পারফিউম সম্পর্কে জানি না বা কোন পারফিউম আমাদের সব থেকে বেশি শুট করে তা জানি না । এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা অনেক পারফিউমের বিষয় সম্পর্কে জানতে পারব দেখে ভালো লাগছে। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাদের ধন্যবাদ।

হুম অনেকের গোপন অনেক তথ্যও জানতে পারবো, কে কে কি ধরনের পারফিউম উপহার দিয়েছে হা হা হা।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ:

https://steemit.com/hive-129948/@shopon700/5jdnrh-or-or-or-or-10-shy-fox

এন্ট্রি নং ০৯, অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।

আপনার অংশগ্রহণ স্বাদরে গ্রহণ করা হলো ভাই, এন্ট্রি নং ১০।

wc

ধন্যবাদ আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, এন্ট্রি নং ১১

অনেক অনেক ধন্যবাদ আপু অংশগ্রহণের জন্য, এন্ট্রি নং ১২

ভাইয়া,আপনি তো খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রতিটা ইউজারের না বলা না জানা কথাগুলো এই প্রতিযোগিতার মাধ্যমে প্রকাশ পাবে বেশ দারুন হবে। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।।

হ্যা, সেই জন্যই এবারের ভিন্ন ধরনের প্রতিযোগিতা, সকলের অপ্রকাশিত অনুভূতিগুলোর জানার অপেক্ষায় রয়েছি।

সত্যি আমি অংশ গ্রহন করতে পেরে অনেক খুশি হয়েছি।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো কনটেস্টে এর আয়োজন করার জন্য।
https://steemit.com/hive-129948/@santa14/by1dt-shy-fox-10-beneficiary

অসংখ্য ধন্যবাদ আপু, এন্ট্রি নং ১৩

ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।

আমার অংশগ্রহণ পোস্ট

পারফিউম নিয়ে মজার গল্প.jpg

https://steemit.com/hive-129948/@emranhasan/5voijx-or-or

আপনার এন্ট্রি নং ১৪, ধন্যবাদ ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

https://steemit.com/hive-129948/@rahimakhatun/3h6yyv-or-or

প্রতিযোগিতা -১৮। পছন্দের পারফিউম নিয়ে অনুভূতি

GridArt_20220601_201427259.jpg

ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, এন্ট্রি নং ১৫

ধন্যবাদ ভাই, আপনার অংশগ্রহণ নিশ্চিত হলো, এন্ট্রি নং ১৬

♥️আমার অংশগ্রহণ:♥️

https://steemit.com/hive-129948/@monira999/4cwofk-or-or-10-shy-fox

আপনার অংশগ্রহণ এন্ট্রি নং ১৭, ধন্যবাদ

প্রতিযোগিতায় ১৮
আমার অংশ গ্রহণ
https://steemit.com/hive-129948/@rita135/2bzbtd-shy-fox-10-beneficiary

অনেক অনেক ধন্যবাদ, আপনার এন্ট্রি নং ১৮

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে 🥰

আমার অংশগ্রহণঃ

https://steemit.com/hive-129948/@haideremtiaz/wmqnx-or-or

আপনার অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি, এন্ট্রি নং ১৯।

আমার অংশগ্রহনঃ
https://steemit.com/hive-129948/@razuahmed/3859w6-or-or

ধন্যবাদ ভাই অংশগ্রহণের জন্য, আপনার অংশগ্রহণ নং ২০

জ্বী ভাই আপনাকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য, এন্ট্রি নং ২১

ভাইয়া পোস্ট করেছিলাম আগেই কিন্তু এখানে লিংক দিতে ভুলে গেছি। তাই একটু দেরি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমিও অনেক আগে পোস্ট করেছিলাম কিন্তু লিংক দিতে ভুলে গিয়েছিলাম দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার অংশগ্রহণ

ধন্যবাদ আপনাকে, অংশগ্রহণ সিরিয়াল ২২

ধন্যবাদ ভাই আপনাকে, এন্ট্রি নং ২৩

আমাকে তালিকাভুক্ত করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@ah-agim/3zpysj-or-or

আপনার এন্ট্রি নং ২৪, ধন্যবাদ।

আপনার অংশগ্রহণের ক্রমিক নং ২৫

আমার অংশগ্রহণ ভাই 🙏🙏

https://steemit.com/hive-129948/@roy.sajib/2uhvp5

অনেক অনেক ধন্যবাদ ভাই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য, এন্ট্রি নং ২৬

আপনাকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য, এন্ট্রি নং ২৭।

এই প্রতিযোগিতার আইডিয়াটা চমৎকার। পারফিউম
নিয়ে কত মজার অভিজ্ঞতা মানুষ শেয়ার করবে জানিনা তবে আমার বিভিন্ন রকম পারফিউম এর প্রতি দুর্বলতা আছে কখনো কখনো পারফিউম এর ঘ্রাণ শুকে বলতে পারতাম কে আসছে? ধন্যবাদ এই আয়োজন এর জন্য।