অনুভূতির গল্প- হৃদয়ের টানে কলকাতা, পর্ব-২২ (ইন্ডিয়ান মিউজিয়ামের শেষ পর্ব)

in hive-129948 •  last year 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন। পরিস্থিতি হয়তো সব সময় আমাদের অনুকূলে থাকবে না, কখনো যেমন অতি বৃষ্টিপাত হতে পারে ঠিক তেমন কখনো আবার অতি গরমও পড়তে পারে। সুতরাং পরিবেশের ভিন্ন আচরণের সাথে আমাদের প্রতিনিয়ত মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। কারন আমরা পরিবেশের যতটা ক্ষতি করেছি এবং পরিবেশের ভারসাম্য যেভাবে নষ্ট করেছি। তাতে এই রকম আচরণ খুবই স্বাভাবিক হওয়া উচিত আমাদের নিকট। আমরা যতটা অবিচার প্রকৃতির প্রতি করবো, প্রকৃতি ঠিক ততোটা অভিচার আমাদের উপর করবে সেটাই সহজ সমীকরণ।

তাই প্রকৃতির ভিন্ন ও আগ্রাসী আচরণে হতাশার কিছুই নেই। হয়তো কখনো কখনো এই আগ্রাসী আচরণের স্বীকার আপনি হবেন, আবার কখনো কখনো আমি হবো। এই জন্য আপনি যখন স্বীকার হবেন তখন আমার খুশি হওয়ার যেমন কিছু নেই ঠিক তেমনি আমি আক্রান্ত হলে আপনারও খুশি হওয়ার কিছুই নেই। প্রকৃতি তার নিজস্ব নিয়মে সকলের উপরই প্রতিশোধ নিবেন। একটা কথা আছে না, কাগজের তৈরী নোটগুলোর কাছে নিজের অজান্তেই মানুষগুলো বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক তেমনি তাদের মূল্যবোধও দিন দিন হ্রাস পাচ্ছে লোভের নিকট। কারন লোভই মানুষকে কাগুজে নোটের নিকট বিক্রি হতে বাধ্য করে।

IMG_20230326_164612.jpg

IMG_20230326_164552.jpg

আর এই অতি লোভই মানুষকে প্রবুদ্ধ করে প্রকৃতির ক্ষতিসাধন করার এবং প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট করার। দেখুন আমরা যত রকমের অন্যায় করে থাকি, তার সবগুলোর পেছনে মূল ভূমিকা পালন করে এই লোভ। লোভী মানসিকতা মানুষকে দিয়ে যে কোন ধরনের অন্যায় কাজ করাতে পারে এবং এই জন্য সে নূন্যতম চিন্তা করে করে না। যাইহোক, মানুষের মানসিকতা পরিবর্তনশীল, নানাভাবে নানা ক্ষেত্রে এটা পরিবর্তন হতে থাকবে। আজকে আমি কলকাতা ভ্রমণের আরো কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্য এটাই ইন্ডিয়ান মিউজিয়ামের শেষ পর্বের ফটোগ্রাফি। আমি শুধুমাত্র বেছে বেছে কিছু ভালো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি, বাকি অনেক ফটোগ্রাফিই আমার আর্কাইভে রয়ে গেছে। কখনো সুযোগ হলে সেগুলো আবার শেয়ার করার চেষ্টা করবো।

IMG_20230326_164836.jpg

IMG_20230326_164840.jpg

IMG_20230326_164910.jpg

দেখুন আমরা এখন যে কাজগুলো করছি পরক্ষনেই সেটা আমাদের নিকট ভালো নাও লাগতে পারে। আপনার কাছে এখন যে দৃশ্যগুলো খুবই আকর্ষনীয় কিছু মনে হচ্ছে পরক্ষনেই সেটাকে বিশ্রী কিছু মনে হতে পারে। কারন আপনার মানসিকতা প্রতিটি জিনিষকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন উপভোগ করে থাকে। তাই সবগুলো দৃশ্য ফটোগ্রাফির সময় আমার কাছে ভালো লেগেছিলো কিন্তু শেয়ার করার সময় আমার কাছে সবগুলো দৃশ্য শেয়ার করার মতো উপযুক্ত মনে হয় নাই। তার জন্য বেছে বেছে কিছু দৃশ্য শেয়ার করেছি।

IMG_20230326_164921.jpg

IMG_20230326_164945.jpg

IMG_20230326_164951.jpg

জিওলজিক্যাল গ্যালারী হতে আমরা বের হয়ে সোজা চলে যাই অমেরুদণ্ডী জীবাশ্ম গ্যালারীতে কিন্তু সেখানে ডুকেই আমরা অবাক হয়ে যাই বিশাল সাইজের একটা হরিণে কংকাল দেখে। সত্যি এই গ্যালারীটিতে বিশাল আকৃতির ছিলো এবং অসংখ্যা টেবিল ছিলো যাদের উপরের অংশটি ছিলো কাঁচে আবৃত। আমরা অবশ্য এখানে খুব বেশী সময় ব্যয় না করে সর্বশেষ গ্যালারীটিতে প্রবেশ করি। এটা ছিলো আর্ট গ্যালারী, দারুণ ডেকোরেশন করা এবং চমৎকার সকল দৃশ্য সেখানে সাঁটানো ছিলো। আমরা খুব দ্রুত বের হওয়ার জন্য দৃশ্যগুলো তাড়াতাড়ি দেখি এবং কিছু ফটোগ্রাফি করি। তবে পরের বার কলকাতা গেলে আরো অধীক সময় নিয়ে এটা আবার ভিজিট করার ইচ্ছা পোষণ করছি।

IMG_20230326_165101.jpg

তারিখঃ মার্চ ২৬, ২০২৩ইং।
লোকেশনঃ ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

কলকাতা মিউজিয়ামের আজ শেষ পর্বটি উপস্থাপন করলেন ভাইয়া।খুব ভালো লাগলো অনেক কিছুই জানলাম।আর ফটোগ্রাফিগুলো ও ভীষণ ভালো লাগলো। অমেরুদণ্ডী জীবাশ্ম গ্যালারিতে হরিণের কঙ্কাল,দারুন তো।গ্যালারিটা ভীষণ বড়।এরপর আর্ট গ্যালারিতে গেলেন।ফটোগ্রাফি গুলো খুব ভাল লাগলো। কোথাও গেলে আসলে ফটোগ্রাফিতেই সময় লাগে বেশি।আপনি সময় নিয়ে তুলেছেন তাইতো দেখতে পেলাম।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

লোভ জিনিসটা মানুষের মধ্যে একবার নিপতিত হলে একসময় এই লোভী তার জীবনের নিঃশেষ হওয়ার মূল কারণ হবে। আমাদের দেশে প্রতিনিয়ত এরকম অনেক ঘটনা ঘটে চলেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের বিভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো। আপনাদের ঘুরাঘুরির মাধ্যমে আমাদেরও দেখা হয়ে গেল।

Posted using SteemPro Mobile

ভালই তো লাগছিল ভাইয়া কলকাতা মিউজিয়াম থেকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছিলেন। শেষ করে দিলেন ফটোগ্রাফি গুলো? আজ তো দেখি মোট ৯টি ফটোগ্রাফি শেয়ার করলেন আমাদের সাথে। আমার কিন্তু মনে হয় বাংলাদেশের মিউজিয়ামগুলো থেকে।ইন্ডিয়ার মিউজিয়াম অনেক বেশি বড় এবং অনেক ইউনিক জিনিস রাখা আছে সেখানে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এভাবে কলকাতা মিউজিয়াম আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

ভাইয়া ইন্ডিয়ান মিউজিয়ামের ফটোগ্রাফির ফাঁকে ফাঁকে এমন কিছু কথা শেয়ার করেছেন যে গুলো সত্যিই খুব দামি। পৃথিবীতে মানুষ লোভে পড়েই অন্যের ক্ষতি করে থাকে। মানুষ লোভে পড়ে নিষ্ঠুর হয়ে যায়। যতদিন লোভকে নিয়ন্ত্রন করতে না পারবো ততদিন আমাদের ধ্বংস কেউ আটকাতে পারবে না । ধন্যবাদ।