আবেগের কবিতা || তোমার সঙ্গতায় আমি || Original Poetry by @hafizullah

in hive-129948 •  8 days ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার মতোই আছি এবং চঞ্চলতা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আসলে কারো সাথে নিজেকে তুলনা করতে চাই না, কেউ যদি সেটা করতে চায় তাকেও সেটা করতে দেই না। কারন আমি আমার মতো, আমার অবস্থানও আমার যোগ্যতার উপর, সুতরাং অন্যের সাথে তুলনা করে হতাশাকে কেন আমন্ত্রণ জানাবো? তার চেয়ে ভালো নয় কি যেমন আছি-যেভাবেই আছি সেটাকে আলিঙ্গন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করা? যতটুকু প্রাপ্তি ঘটেছে সেটা নিজের অবস্থানের জন্য ভালো মেনে নিয়েই গ্রহণ করা উচিত। কিংবা যতটুকু অপ্রাপ্তি আছে সেটাও নিজের অবস্থানের জন্য ভালো ছিলো না বলেই অপ্রাপ্তি ঘটেছে স্বীকার করে নেয়া। এটাও ঠিক যে সব কিছু আমাদের মন মতো কিংবা চাহিদা মতো হবে না।

আসলে আমরা যা পাই নিজের যোগ্যতায় পাই সেটাকে ঠিক স্বীকার করে নেই কিন্তু যা না পাই সেটা নিজের অযোগ্যতার জন্য পাইনি সেটাকে কখনো স্বীকার করতে পারি না, একটা সংশয় এবং একটা ভয় আমাদের হৃদয়ে নিদারুণভাবে কাজ করে। যাইহোক, পাওয়া-না পাওয়ার বিষয়টিকে প্রাধান্য না দিয়ে যা আছে বা যা পেয়েছি সেটাকে নিয়ে গতিশীল থাকার চেষ্টা করাই হয়তো বুদ্ধিমত্তার পরিচয় হবে। বাদ দিন এসব কথা, তারচেয়ে বরং একটা কবিতা পড়ি। একটু ভিন্নভাবে এবং ভিন্ন অনুভূতি নিয়ে লিখেছি আজকের কবিতাটি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

fantasy-man-8753956_1280.jpg

চলতে চলতে হঠাৎ যদি
তোমার সাথে হয়ে যায় দেখা,
হাসির যাদুতে কি তুমি
নিঃশেষ করে দিবে হৃদয়ের ব্যথা?

বলতে বলতে হঠাৎ যদি
থেমে যায় আমার মুখের কথা,
স্পর্শের ছোঁয়াতে কি তুমি
চঞ্চল করে দিবে স্পন্দনের মাত্রা?

তুমি ছাড়া আমি বড্ড বেশী নিস্তেজ
চঞ্চলতা হারিয়েছি অন্ধকারের গভীরে,
তুমি ছাড়া আমি বড্ড বেশী নির্জীব
ব্যাকুলতা হারিয়েছি হতাশার অভিমুখে।

হাসতে হাসতে হঠাৎ যদি
ভুল করে জড়িয়ে ধরি তোমায়,
আবেগের মমতায় কি তুমি
আগলে নেবে তোমার বুকে আমায়?

হৃদয়ে হৃদয়ে হঠাৎ যদি
ঝড় উঠে আকুলতার বিমল জোয়ারে
ভালোবাসার কোমলতায় কি তুমি
ভাসিয়ে নেবে মুগ্ধতার শেষ কিনারে?

তোমার সঙ্গতায় আমি চঞ্চল বিদ্রোহী
নিস্তেজতা হারিয়ে হই উল্লাসী,
তোমার মুগ্ধতায় আমি বিমল বিলাসী
অন্ধকার মারিয়ে হই বিজয়ী।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

সত্যি ভাইয়া মুগ্ধ হয়ে গেলাম আজকে আপনার আবেগের কবিতাটি পড়ে। আপনার এই কবিতার প্রত্যেকটি লাইনে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি এক অসাধারণ আবেগ দারুন ভাবে ফুটে উঠেছে। সত্যি ভালোবাসার প্রিয় মানুষের সঙ্গতায় সমস্ত কঠিন বাঁধাকেও অতিক্রম করা সম্ভব।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য। ভালোবাসা এবং ভালোবাসার মানুষগুলোর অনুভূতি এমনই থাকে সর্বদা।

আপনার লেখা ভাবনার গভীরতা ও মাধুর্যতায় একটি বিশেষ টান রয়েছে। এর মধ্যে প্রেম, আবেগ, এবং সম্পর্কের এক ভিন্ন দিক ফুটে উঠেছে, যা সত্যিই হৃদয়স্পর্শী। বিশেষ করে "হাসির যাদুতে কি তুমি / নিঃশেষ করে দিবে হৃদয়ের ব্যথা?"—এই লাইনগুলো মনের দুঃখকে শিহরিত করে দেয়।কবিতার প্রত্যেকটা লাইনে যেন আবেগের স্পর্শ লেগে আছে।

সত্যি বলতে আমাদের আবেগের পুরোটাই জুড়ে থাকে ভালোবাসা এবং সম্পর্কের দিকগুলো। অনেক ধন্যবাদ

হৃদয়ে হৃদয়ে হঠাৎ যদি
ঝড় উঠে আকুলতার বিমল জোয়ারে
ভালোবাসার কোমলতায় কি তুমি
ভাসিয়ে নেবে মুগ্ধতার শেষ কিনারে?

এক কথায় অসাধারণ। আপনি কিন্তু সত্যি বেশ সুন্দর করে আবেগের কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেন। আপনার শেয়ার করা কবিতার প্রতিটি কথা মনের মধ্যে জায়গা করে নিয়েছে বেশ সহজেই। তবে উরের কথা গুলো যেন বেশ দারুন ছিল। ধন্যবাদ আপনার এমন দারুন একটি কবিতার জন্য।

আপনার আবেগের কবিতা তোমার সঙ্গতায় আমি এত অসাধারণ লিখেছেন ভাই পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন ভাবনার গভীরতা এবং সম্পর্ক এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যা হৃদয় স্পর্শ করার মতোই। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলে কারো সাথে নিজেকে তুলনা করা মোটেই উচিত নয়। আমি মনে করি যার যার জায়গা থেকে সবাই সেরা। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অন্যের পরিস্থিতি বুঝতে পারি না কিংবা বুঝতে চাই না। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

নিজের যোগ্যতা দিয়ে যতটুকু পাওয়া যায় ততোটুকুই প্রাপ্তি।আর যা না পাওয়া যায় তা অপ্রাপ্তি। এটা মেনে নিতেই হয়।কিন্তু আমরা অনেকেই তা মানতে পারিনা।পাওয়া না পাওয়া বিষয় গুলো নিয়ে আমরা চলতে থাকি।যাই হোক ভাইয়া আপনার কবিতাটি কিন্তু দারুন লাগলো আবৃত্তি করে।প্রিয় মানুষটিকে নিয়ে খুব সুন্দর অনুভূতি নিয়ে কবিতাটি লিখলেন।এটা সত্যি প্রিয় মানুষটিকে যখন হঠাৎ করে পথে দেখা যাবে সেটা নিয়ে খুব সুন্দর কিছু মনের অভিব্যক্তি আপনি তুলে ধরেছেন কবিতার মাঝে। ধন্যবাদ চমৎকার এই কবিতাটি আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

এখন আর যতদূর যাই তার সাথে দেখা না হওয়াই ভালো। সে কী করবে জানি না তবে আমি চোখ তুলে তাকাব না। দারুণ লিখেছেন ভাই কবিতা টা। অসাধারণ লাগল পড়ে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।