সবুজ প্রকৃতি ও নির্মল অনুভূতি || Original Photography by @hafizullah

in hive-129948 •  8 months ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর মানসিকতা নিয়ে পরিবারের সকলের সাথে সুন্দর সময় উপভোগ করার চেষ্টা করছি। যদিও মাঝে মাঝে ভুল মানসিকতার কারনে সুন্দর সময়গুলোও আমাদের অসুন্দর হয়ে যায় এবং সম্পর্কগুলোর বন্ধন হালকা হয়ে যায়। তাই সকল ক্ষেত্রে মানসিক অবস্থা ধরে রাখাটা যেমন জরুরী ঠিক তেমনি সম্পর্কগুলোর সুন্দর অবস্থাও ধরে রাখা জরুরী। কারন জীবনের সময়গুলো ততোক্ষণ পর্যন্ত সুন্দর ও রঙিন থাকবে যতক্ষণ পর্যন্ত সম্পর্কগুলোর সংযোগ সুন্দর থাকবে।

বাস্তবতা হলো আমরা যেখানে যেমন থাকা উচিত সেখানে তেমন থাকতে পারি না বরং যেখানে নরম থাকা উচিত সেখানে আমরা গরম হয়ে যাই আবার যেখানে গরম থাকা উচিত সেখানে নরম হয়ে যাই, ভুল মানসিকতার কারনেই এমনটা হয়ে থাকে। সুন্দর মানসিকতা যেমন জীবনের সুন্দর অবস্থা নিশ্চিত করতে পারে ঠিক তেমনি সুস্থ সম্পর্ক নিশ্চিত করতে পারে। যাইহোক, আজকে অবশ্য সম্পর্ক নিয়ে খুব বেশী কথা বলতে চাই না বরং প্রকৃতি ও গ্রামীণ পরিবেশ নিয়ে কিছু অনুভূতি শেয়ার করতে চাই এবং তার সাথে সাথে সুন্দর প্রকৃতির কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চাই। যদিও গ্রামীণ প্রকৃতি নিয়ে আমি ধারাবাহিক নিজের অনুভূতি শেয়ার করছি।

IMG_20240405_113522.jpg

IMG_20240405_113505.jpg

এই দৃশ্যগুলো দারুণ মুগ্ধকর একটা পরিবেশে ক্যাপচার করা হয়েছিলো, সেটা বেশ কিছু দিন আগের ঘটনা। হঠাৎ এক জরুরী প্রয়োজনে শ্বশুড়বাড়িতে যাওয়ার দরকার পড়ে, আর যেহেতু সেদিন ছুটির দিন ছিলো সেহেতু আমি আর সুযোগটি নষ্ট করতে রাজি ছিলাম না। সুতরাং সকলের সাথে আমিও রাজি হয়ে গেলাম এবং দারুণ কিছু মুগ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ পেয়ে গেলাম।

IMG_20240405_113511.jpg

IMG_20240405_113720.jpg

গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো প্রায় এমনই থাকে, দুই পাশে কৃষি জমি, সবুজের সাথে সবুজের মুগ্ধকর সন্ধি, সম্পর্কগুলোর চঞ্চল অনুভূতি গল্প, আমি বেশ কিছুটা সময় বিমোহিত নয়নে দৃশ্যগুলো উপভোগ করেছি। তারপর ফেরার সময় বেশ কিছুটা সময় এখানে অপেক্ষা করেছি, দুই পাশের সবুজ প্রকৃতির মাঝ দিয়ে অনেকটা পথ হেঁটে পাড়ি দিয়েছি। এটা ছিলো ভালো লাগার অন্যতম একটা অনুভূতি, চোখে যে দিকেই দেখি শুধু সবুজ আর সবুজ প্রকৃতি।

IMG_20240405_113841.jpg

IMG_20240405_113904.jpg

ভালো লাগার মুহুর্তগুলো দ্রুত চলে যায় এটা আমি বহু পার অনুভব করেছি, বিশেষ করে প্রকৃতির সবুজ সান্নিধ্য যখন থাকি তখন মনে হয় সময় খুব দ্রুত চলে যাচ্ছে, সময়ের সাথে সাথে অনুভূতিগুলোও যেন দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে প্রকৃতির এটাই অন্যতম একটা ম্যাজিক, যতটা সময় প্রকৃতির সান্নিধ্যে থাকি দারুণ সজেত ও চঞ্চলতা জাগ্রত থাকে হৃদয়ে কিন্তু যখনই প্রকৃতির সান্নিধ্য হতে ফিরে তখনই যেন হৃদয়ের অনুভূতিগুলো পাল্টে যেতে শুরু করে।

IMG_20240405_113600.jpg

তারিখঃ এপ্রিল ০৫, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া মাঝে মাঝে ভুল চিন্তাধারা কিংবা ভুল মানসিকতা অনেক সুন্দর সময় নষ্ট করে ফেলে। ভাইয়া আপনার লেখাগুলো যখনই পড়ি তখনই নতুন ভাবে উৎসাহ পাই। আর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি। অসাধারণ লিখেছেন আপনি। অনেক ভালো লেগেছে আপনার লেখাগুলো পড়ে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনাকে আমি ভোট দিলাম আশা করি পাশে থাকবেন।

আপনাদের ভালো লাগাই আমার লেখার প্রেরণা, আসলে বাস্তব বিষয়গুলো কম বেশী আমাদের সকলের জীবনের সাথে মিলে যায়। ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

সত্যিই প্রকৃতির সুন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। প্রকৃতি ও গ্রামীণ পরিবেশ নিয়ে বেশ দারুন অনুভূতি প্রকাশ করেছেন। আসলেই গ্রামীন পরিবেশ গুলো মুগ্ধকর যেদিকে তাকাই সবুজ আর সবুজের সতেজতা।খুব দারুণভাবে ছবিগুলো ক্যাপচার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা প্রকৃতির সজীবতা দিন দিন ধ্বংস করে ফেলছি এবং আমাদের পৃথিবীকে আরো বেশী অনিরাপদ করে ফেলছি। ধন্যবাদ

আপনাকে আমি ভোট দিলাম আশা করি পাশে থাকবেন।

আসলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। মনটা যতই খারাপ থাকুক না কেনো, প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে মনটা আনন্দে ভরে যায়। কিন্তু আমরা দিনদিন প্রকৃতিকে যেভাবে ধ্বংস করছি, এতে করে সামনের দিকে সবুজ প্রকৃতির দেখা পাওয়াটা মুশকিল হয়ে যাবে। যাইহোক শ্বশুর বাড়ির এলাকায় গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সবুজ প্রকৃতি আমাদের হৃদয়ের স্পন্দন।এই প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার ও খুব ভালো লাগে।আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। যা দেখে মনটা ভরে গেলো।সময় সুযোগ পেলেই আমাদের সবুজের মাঝে ছুটে যাওয়া উচিত।ধন্যবাদ ভাইয়া চমৎকার লেখনীর মাঝে দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরার জন্য।

যথার্থই বলেছেন আপনি সুন্দর মন মানসিকতা আমাদেরকে যেমন সুস্থ রাখে। আবার তেমনি দেখবেন যে সুন্দর মন মানসিকতা সম্পর্ক খুব সুন্দর করে টিকিয়ে রাখতে সহযোগিতা করে। তবে সেটা কয়জনেই বা বুঝে ভাইয়া। আমাদের আশে পাশে কিছু নেগেটিভ মাইন্ডের মানুষ আছে যাদের কারণে পরিবেশ যেমন নষ্ট হয় তেমনি সম্পর্ক গুলো নষ্ট হয়। খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি গ্রামীণ পরিবেশের দেখে খুবই ভালো লেগেছে।

যতই দিন যাচ্ছে ততই মানুষের মানসিকতা নিম্নমানের হয়ে যাচ্ছে।সবুজ প্রকৃতি দেখতে আমারও খুব ভালো লাগে।আর আপনার শ্বশুড়বাড়ির গ্রামীন দৃশ্য দেখে ভালো লাগলো ভাইয়া।ভালো সময়গুলো খুব তাড়াতাড়িই ফুরিয়ে যায়, ধন্যবাদ ভাইয়া।

আসলেই সব গ্রামীণ দৃশ্য গুলোই যেন একই রকমের হয়। প্রসারিত সবুজের সমারোহ আর চোখ জুড়ানো শান্তি! প্রকৃতির কাছাকাছি থাকলে সবসময় ই মন ও সতেজ হয়েই যায়! দারুণ লাগলো ছবিগুলো।