আবেগের কবিতা || তুমি নেই বলে || Original Poetry by @hafizullah

in hive-129948 •  3 years ago 

sunset-g1431d1716_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। আসলে ভালো থাকার বিষয়টি সম্পর্ণূরূপে আমাদের নিজেদের উপর নির্ভর করে, পারিপার্শ্বিক পরিস্থিতিতে আপনি যদি আপনার মানসিকতার পরিবর্তন ঘটাতে ব্যর্থ হন তাহলে ভালো পরিবেশেও আপনি নিজেকে ভালো রাখতে পারবেন না, এটা নিশ্চিতভাবে বলা যায়। দেখুন সব কিছুই পরিবর্তনশীল, পরিবর্তনটা যথা নিয়মে হতে থাকবে। আপনি চাইলেও হবে আবার না চাইলেও হবে, এটাই নিয়ম। কিন্তু আপনি যেটা প্রত্যাশা করলেন সেটা যদি না হয় এবং আপনি পরিবর্তিত ফলাফলটি যদি মেনে নিতে না পারেন তাহলে এটা হবে আপনার বোকামি ছাড়া আর কিছুই না। তাই মানসিকতার পরিবর্তন জরুরী, পরিবর্তিত পরিস্থিতি মেনে নিয়ে নিজেকে নতুনভাবে তৈরীর চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ, এটা যদি করতে পারেন তাহলে যে কোন পরিস্থিতিতে নিজেকে ভালো রাখতে পারবেন।

হ্যা, এটা সত্যি যে আমরা যা চাই বা প্রত্যাশা করি সেটা যদি না ঘটে তাহলে তার একটা বিরূপ প্রভাব আমাদের মানসিকতার উপর পড়ে, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমিতো আপনাকে সেটা অস্বীকার করার কথা বলছি না, বরং নিজেকে এভাবে প্রস্তুত রাখা বা চেষ্টা করা উচিত যে, যদি ফলাফলটি আমার প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে আমাকে কি করতে হবে? সে বিষয়টি ভাবতে বলছি। এই রকম একটা প্রশ্ন নিজের মাঝে তৈরী করুন এবং নিজে নিজের মনের কাছে উত্থাপন করুন, তাহলে দেখবেন অনেক কিছুই সহজ হয়ে যাচ্ছে এবং জীবনের গতি স্বাভাবিক থাকছে। আসলে আমরা এই বিষয়টি বুঝেও না বুঝার ভান করি এবং মাঝে মাঝে খুব বেশী হতাশা প্রকাশ করার চেষ্টা করি। এটা শুধু বোকামি না বরং নিজের মানসিকতার দারুণ ক্ষতি করার নামান্তর।

যাইহোক, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সবাই ঠিক থাকতে পারি সেই প্রত্যাশা করি আমি সব সময়। আজকে একটু ভিন্ন দিকে যাবো এখন। কারণ কয়েকদিন পূর্বে কথা প্রসঙ্গে আমার বাংলা ব্লগের মডারেটর @alsarzilsiam ভ্রমণে আছেন এটা জানার পর দুষ্টমির ছলে কবিতা লেখার একটা ভাব চলে আসে এবং আমি মজা করতে করতে তার উদ্দেশ্যে একটা কবিতা লিখে ফেলি। আসলে অনুকাব্য যাকে বলে, কিন্তু পরবর্তীতে সেটাকে একটু ঘষা মাজা করে একটা পূর্ণ কবিতায় রূপান্তরিত করার চেষ্টা করি। আজকে আপনাদের সাথে সেই কবিতাটি শেয়ার করবো। তবে আবারও বলে দিচ্ছি এই কবিতাটি @alsarzilsiam ভাইয়ের জন্য উৎসর্গীকৃত। চলুন তাহলে কবিতাটি পড়ি-

mountains-g932872ee7_1280.jpg


আজ তুমি নেই বলে সাগর পাড়ে আমি একা
আজ তুমি নেই বলে হৃদয়টা বড্ড বেশী ফাঁকা।
আজ তুমি নেই বলে আকাশটা অন্ধকারে ঢাকা
আজ তুমি নেই বলে আবেগগুলো ছন্ন ছাড়া।

আজ তুমি নেই বলে হৃদয়ে চঞ্চলতা আসে না
আজ তুমি নেই বলে অনুভুতিগুলো হাসে না।
আজ তুমি নেই বলে হৃদয়ে ঝড় উঠে না
আজ তুমি নেই বলে কবিতায় ছন্দ আসে না।

আজ তুমি নেই বলে গানগুলোয় সূর উঠে না
আজ তুমি নেই বলে আকাশে মেঘ ভাসে না।
আজ তুমি নেই বলে চাঁদ আলোকহীন
আজ তুমি নেই বলে তারাগুলো দীপ্তহীন ।

আজ তুমি নেই বলে বৃষ্টিতে ভিজে না হৃদয়
আজ তুমি নেই বলে তৃষ্ণার্ত থাকে হৃদয়।
আজ তুমি নেই বলে রংধনু ভাসে না আকাশে
আজ তুমি নেই বলে কবিতাগুলো ফ্যাকাশে।

আজ তুমি নেই বলে উপভোগ্য হয় না সময়
আজ তুমি নেই বলে শীতল হয় না হৃদয়।
আজ তুমি নেই বলে জীবন আলোকহীন মনে হয়
আজ তুমি নেই বলে ভ্রমণটা অন্ধকারাছন্নময়।

আজ তুমি নেই বলে একা একা হাঁটি
আজ তুমি নেই বলে বিষন্ন মনে সমুদ্র দেখি।
আজও সমুদ্রের পাড়ে একা একা বসে থাকি
আজও সমুদ্রে অবসন্ন হৃদয় নিয়ে স্নান করি ।

হৃদয়ের ঝড়ের সাথে সমুদ্রের অনেক মিল
সমুদ্রের জলের মতো যন্ত্রণাগুলো নীল।
কেন তুমি আজ নেই পাশে?
কেন তুমি আজ বহু দূরে?


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যা, এটা সত্যি যে আমরা যা চাই বা প্রত্যাশা করি সেটা যদি না ঘটে তাহলে তার একটা বিরূপ প্রভাব আমাদের মানসিকতার উপর পড়ে, এটা হওয়াটাই স্বাভাবিক

ঠিক বলেছেন ভাই, কিন্তু সবাই আমরা মানুষ। মানুষ মাত্র ভুল হবে এটা স্বাভাবিক বিষয়। আমি মানসিকভাবে এতটাই ভেঙ্গে পরেছিলাম যারর কারনে আমাকে আবহাওয়া পরিবতর্ন করতে হয়েছে। যাই হোক আমাকে নিয়ে যে কবিতাটি লিখেছেন সত্যি বলতে আমার অনেক ভালো লেগেছে। কবিতাটা পড়ার সময় সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। তবে আমি একটি বিষয় দেখেছি, যে কোন বিষয় নিয়ে মুহূর্তেই আপনি কবিতা লিখতে পারেন। এটি কিন্তু অমুল্য সম্পদ ভাই।

হৃদয়ের ঝড়ের সাথে সমুদ্রের অনেক মিল
সমুদ্রের জলের মতো যন্ত্রণাগুলো নীল।
কেন তুমি আজ নেই পাশে?
কেন তুমি আজ বহু দূরে?

"কেন" দিয়ে কবিতা টি শেষ করেছেন, আমি কি "কেন" দিয়েই একটি কবিতা লিখবো?

হ্যা, অবশ্যই লিখতে পারেন, তাহলে আমরাও কেন সম্পর্কে কিছু জানতে পারবো।

ওকে ভাই, চেস্টা করবো আজ, তবে কবিতায় ঝাল বেশি দেওয়ার চেস্টা করবো। হাহাহা।

হুম, সমস্যা নেই আমরা পড়ার সময় চিনি খেয়ে নিবো একটু।

ভাই একদম ঠিক বলেছেন যে ভাবে পরিবর্তন হচ্ছে সেভাবে আমাদের মন-মানসিকতা টাও পরিবর্তন করতে হবে তা না হলে টিকে থাকা একেবারেই মুশকিল হবে। আপনার পোষ্ট পড়লে সব সময় অনেক অনুপ্রেরণা পেয়ে থাকি। সব সময় আপনার পোস্টে অনুপ্রেরণামূলক বেশকিছু সুন্দর গঠনমূলক মতামত থাকে যা আমাদেরকে খুবই উজ্জীবিত করে। পরিশেষে বলব চমৎকার একটি কবিতা লিখেছেন আমাদের সিয়াম ভাই কে উৎসর্গ করে বেশ ভালো লেগেছে। বরাবরই আপনার কবিতাগুলো অনেক চমৎকার হয়ে থাকে।

ধন্যবাদ ভাই সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য, সত্যি বলতে বাস্তবতা বড়ই কঠিন, আমরা যতক্ষন বাস্তবতা হতে কিছু শিখতে পারবো ততক্ষন সেটা আমাদের নিকট সহজ থাকবে।

পরিবর্তিত পরিস্থিতি মেনে নিয়ে নিজেকে নতুনভাবে তৈরীর চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ, এটা যদি করতে পারেন তাহলে যে কোন পরিস্থিতিতে নিজেকে ভালো রাখতে পারবেন।

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আসলে আপনার লেখাগুলো পড়ে সবসময় অনুপ্রেরণা পাই। তবে যাই হোক আপনি আজকে আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইকে উৎসর্গ করে একটি সুন্দর কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। কবিতার লাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। অনেক সুন্দর ভাবে এই কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️

ধন্যবাদ ভাই, আপনাদের সুন্দর মন্তব্যগুলো আমাকে দারুণভাবে উ্জ্জীবিত রাখে। চেষ্টা করি ভালো লেখার।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

আমাদের অবশ্যই সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে হবে।পৃথিবীতে কোনো কিছুই অপরিবর্তনশীল নয়। প্রতিনিয়ত পৃথিবীতে সব যেহারে পরিবর্তন হচ্ছে সেই সাথে আমরা হা হুতাস না করে আমাদের ও পরিবর্তন হওয়ার মনমানসিকতা তৈরি করতে হবে।প্রত্যাশার সাথে পরিশ্রমের মিল রাখতে হবে না হলে শুধু হতাশা বেড়েই যাবে।যাইহোক ইদানিং ভালোই আবেগ দেখা যাচ্ছে আপনার। আজকাল সাগর পাড়ে একা একা চলে যাচ্ছে আর আপনার এই বোন টা কোনোদিন সাগর পাড়ে গেলো না সেইদিকে খেয়াল আছে আপনার??
আপনি কিন্তু দারুন কবিতা লেখেন ভাইয়া।আমার বেশ ভালোই লাগে।আরো কবিতা দেখতে চাই।

কবিতার প্রশংসার জন্য ধন্যবাদ সাথে লবন ফ্রিতে দিলাম হি হি হি। আসলেই সব কিছু পরিবর্তনশীল, তাই আমাদের মানসিকতাকেও সেভাবে প্রস্তুত রাখা উচিত।

সব তার দোষ। সে নেই বলেই আপনার এত কষ্ট।সে নেই বলেই আপনে আবেগাচ্ছন্ন হয়ে গেছেন।সে থাকলেই তো সবকিছু গোছালো হতো।আর আপনি সিয়াম ভাইয়ের সাথে দুষ্টামি করে এই কবিতাটি লিখলেন । আপনার কষ্ট বুঝতে পারতেছি ভাইয়া। একটু মজা করলাম আরকি,হাহাহা।

যাইহোক ভাইয়া এ সপ্তাহে আপনার আরেকটি আবেগাপ্লুত কবিতা পেলাম।শুধু একটা কথাই বলবো কবিতাটি আমার খুব ভালো লেগেছে ভাইয়া। চমৎকার এবং নিখুঁতভাবে আপনি প্রত্যেকটা লাইন লিখেছেন। প্রত্যেকটা লাইন আমার মনে ধরে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য।

হা হা হা একদমই খাঁটি কথা বলছেন, পুলিশ পাঠিয়ে তাকে ধরে আনার ব্যবস্থা করা হোক, তাহলেই সব ঝামেলা চুকে যাবে।

আসলে ভাই আমাদের জীবনে পরিবর্তন আসবেই। জীবন পরিবর্তনশীল। আপনি ঠিকই বলেছেন, আর সিয়াম ভাইকে কেন্দ্র করে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো এবং কবিতার প্রতিটা লাইন ছন্দের মিল রয়েছে। যার কারণে কবিতাটি পড়তে অনেক ভালো লেগেছে আমার। শুভকামনা রইল আপনার জন্য।

সব কিছুই পরিবর্তনশীল, প্রকৃতির নিয়মে সব কিছুতেই পরিবর্তন আসে তাই এটা আমাদের মেনে নিতে হবে।

ভালো তো সায়েম ভাইয়ের জন্য সুন্দর একটি কবিতা লিখেছেন। কবে যে আমাদেরকে নিয়ে লিখবেন,😉😉।বেশ ভালো হয়েছে কবিতাটি।।

আজ তুমি নেই বলে একা একা হাঁটি
আজ তুমি নেই বলে বিষন্ন মনে সমুদ্র দেখি।
আজও সমুদ্রের পাড়ে একা একা বসে থাকি
আজও সমুদ্রে অবসন্ন হৃদয় নিয়ে স্নান করি ।

লাইনগুলো বেশ চমৎকার। ধন্যবাদ

এই রে মারছে, ঘটনাতো প্যাচ খেয়ে গেলো এবার, মনে হচ্ছে দৌড় দিতে হবে একটা হা হা হা।

চারিদিকের পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করে নেওয়া সত্যি বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে আপনি জিদ ধরে বসে থাকলে ভুল করবেন। এবার আসি আপনার কবিতার কথায়।

আজ তুমি নেই বলে সাগর পাড়ে আমি একা
আজ তুমি নেই বলে হৃদয়টা বড্ড বেশী ফাঁকা।
আজ তুমি নেই বলে আকাশটা অন্ধকারে ঢাকা
আজ তুমি নেই বলে আবেগগুলো ছন্ন ছাড়া।

অসাধারণ হয়েছে ভাই কবিতা টা। মনে হচ্ছে সিয়াম ভাইয়ের সব ভাব এই কবিতার মধ্যে দিয়ে ব‍্যক্ত হয়েছে। কী ছন্দ কী ভাব এবং কী ভাষা সব মিলেমিশে একাকার। দারুণ লিখেছেন কবিতা টা ভাই।

হা হা হা সিয়াম ভাই আপনার রিপ্লাই দেখে মারতে আসলে আমার কোন দোষ নাই।

ওটা আমি সামলে নেব হি হি।

জি ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের জীবনে পরিবর্তন আসবেই। চাইলেও আসবে না চাইলেও আসবে। সত্যিই ভাই আপনার উক্তিটি খুবই সুন্দর হয়েছে আমার কাছে বেশ ভালই লেগেছে আপনার কথাগুলো। এবং আপনার কবিতাটাও অসম্ভব হয়েছে ধন্যবাদ।

এটাই বাস্তবতা ভাই, তবে যারা পরিবর্তনকে স্বীকার করে নিতে পারে, তাদের সমস্যা খুবই কম হয় জীবনে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

আপনি চমৎকার একটা কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভালোবাসার মানুষ টা না থাকলে সব যে বিবর্ণ লাগে। প্রকৃতির সব কিছুই যে নিরস লাগে । তার প্রতিচ্ছবি আপনার কবিতার লাইনে লাইনে । খুব ভালো ছন্দ ছিল। আর ছিল সেই ভালোবাসার মানুষের প্রতি আপনার গাঢ় ভালোবাসা। সুন্দর লিখেছেন আমার মিষ্টি দাদা।

কেন তুমি আজ নেই পাশে?
কেন তুমি আজ বহু দূরে?

এই লাইনের উত্তরে আমি বলতে চাই,

যা হওয়ার হয়েছে ভালোই,
দূরে গিয়েই সব করেছে আলো!

সত্যি বললাম তো ভাইয়া?

হৃদয়ের ঝড়ের সাথে সমুদ্রের অনেক মিল
সমুদ্রের জলের মতো যন্ত্রণাগুলো নীল।
কেন তুমি আজ নেই পাশে?
কেন তুমি আজ বহু দূরে?

হঠাৎ সমসাময়িক বিষয়ের উপর আবেগ দিয়া কবিতা লেখা এবং প্রশ্ন প্রশ্ন জর্জরিত কবিতায়, সামরিক বিরহ উপস্থাপন করা হয়েছে।
পংক্তিগুলো সাজানো হয়েছে দেখার মত করে।
লেখা ইচ্ছার প্রতিফলন ঘটানো হয়েছে।

তুমি নেই বলে কবিতাটি অসাধারণ ভাবে লিখেছেন। আসলেই কবিতার মাধ্যমে কোনো একজনের অনুপস্থিতি কে বোঝানো হয়েছে ।তার অনুপস্থিতিতে সবকিছুই নিঃসঙ্গতা মতন লাগে। তবে বিশেষ করে নিচের লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

আজ তুমি নেই বলে গানগুলোয় সূর উঠে না
আজ তুমি নেই বলে আকাশে মেঘ ভাসে না।
আজ তুমি নেই বলে চাঁদ আলোকহীন
আজ তুমি নেই বলে তারাগুলো দীপ্তহীন ।

মডারেটর @alsarzilsiam ভাইয়া কে উৎসর্গ করে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাটি দুষ্টামির ছলে লেখা হলেও কবিতাটি বেশ পরিপাটি এবং খুবই সুন্দর একটি কবিতা।

আজ তুমি নেই বলে বৃষ্টিতে ভিজে না হৃদয়
আজ তুমি নেই বলে তৃষ্ণার্ত থাকে হৃদয়।
আজ তুমি নেই বলে রংধনু ভাসে না আকাশে
আজ তুমি নেই বলে কবিতাগুলো ফ্যাকাশে।

কবিতার প্রতিটা লাইনই ভীষণ সুন্দর বিশেষ করে কবিতার এই লাইন গুলো অসাধারণ হয়েছে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

বাহ,সিয়াম ভাইয়াকে নিয়ে দারুণ অনুভূতি প্রকাশ করেছেন কবিতার মধ্যে ভাইয়া।ছন্দের মিল খুঁজে পেলাম কবিতার প্রতিটা লাইনে ,বেশ ভালো লাগলো।চমৎকার হয়েছে কবিতাটি👌.আসলে চেনা কেউ দূরে গেলে মন খারাপ হয়ে যায় এমনিতেই।ধন্যবাদ ভাইয়া।