চ্যাপা শুটকি ভুনা রেসিপি || Bengali Recipe by @hafizullah

in hive-129948 •  3 years ago 

Shutki.jpg

শুভেচ্ছা রইল সকলের প্রতি,

আজকের দিনটি খুবই ব্যস্ততা এবং টেনশনের মধ্য দিয়ে গিয়েছে আমার, সত্যি বলতে মাঝে মাঝে আমরা অনেক ছোট খাটো বিষয় নিয়েও অনেক বেশী টেনশন করে থাকি। আসলে বিষয়টি যখন পরিবারের কোন ছোট্ট শোনামনিকে নিয়ে হয়, তখন তার মাত্রাটা অধিক হয়ে যায় এমনিতেই। তাছাড়া গত তিনদিন ধরে বেশ চিন্তিত ছিলাম মেয়েকে নিয়ে। মাত্র আঠারো মাস পূর্ণ হলো, যার কারনে তার অনেক সমস্যাই সে বলতে বা বুঝাতে পারে না। যার কারনে আমাদের টেনশনটা বেশী ছিলো।

তবে আজকের রিপোর্ট এবং ডাক্তারের সাথে পরামর্শ, তারপর কিছুটা চিন্তা হ্রাস পেয়েছে, কিন্তু তবুও সারাদিন বেশ ভালো ধকল গেছে, শুধু আমার উপর দিয়ে না বরং পরিবারের সকলের উপর দিয়ে। বিশেষ করে আজকের দিনটায়, খাওয়া কিংবা গোসল কোনটাই নিয়মিত ছিলো না। এই মাত্র যখন পোষ্টটি লিখছি কিছুটা ফ্রি হলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং দিনটি সুন্দরভাবে অতিবাহিত হয়েছে।

আজ আপনাদের সাথে স্বাদের একটি রেসিপি ভাগ করে নেব। ঐতিহ্যগতভাবেই আমি শুটকি মাছ একটু বেশী পছন্দ করি। আর ঐতিহ্য শব্দটি এই জন্য যোগ করলাম, কারন আমি জন্মগতভাবে যে অঞ্চলে বড় হওয়ার সুযোগ পেয়েছি, সে অঞ্চলের মানুষ তুলনামূলকভাবে একটু বেশী মাছ এবং শুটকি পছন্দ করে থাকেন। যার কারনে মাছ কিংবা শুটকি দুটোর প্রতিই আমার আকর্ষনের মাত্রাটা বেশী। তবে আজ আমি আপনাদের বেশীর ভাগ মানুষের কাছে প্রিয় একটি শুটকির ভুনা রেসিপি উপস্থাপন করবো। আর সেই শুটকিটির নাম হলো চ্যাপা শুটকি।

IMG20210810231907.jpg

উপকরণঃ

  • চ্যাপা শুটকি (বাটা)
  • পেঁয়াজ
  • রসুন
  • লবন
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ


IMG20210810223218.jpg

রেসিপিটি তৈরীর পূর্বে প্রথমে আমাদের চ্যাপা শুটকির ভর্তা তৈরী করতে হবে। এই জন্য আমাদের লাগবে আস্তা চ্যাপা শুটকি, পেঁয়াজ, রসুন এবং শুকটা মরিচ।

IMG20210810225225.jpgIMG20210810230438.jpg

প্রথমে আমরা চ্যাপা শুটকিগুলোকে গরম পানিতে ভালোভাবে পরিস্কার করে নেব এবং তারপর পেঁয়াজ, রসুন ও শুকটা মরিচ দিয়ে ভালোভাবে পেষ্ট করে নেব শুটকিগুলোকে। এই জন্য অবশ্য আমি শীলপাটা ব্যবহার করেছি। এগুলো একটি পাত্রে উঠিয়ে রাখবো।

IMG20210810232010.jpgIMG20210810232055.jpg

এখন একটি প্যান বা কড়াই চুলায় দিয়ে কিছুটা তেল নিবো এবং পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে গরম করবো।

IMG20210810232603.jpgIMG20210810232623.jpg

পেঁয়াজ রসুনগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে এগুলোর সাথে লবন, হলুদ গুড়া ও মরিচ গুড়া মেশাবো।

IMG20210810232733.jpg

এগুলোকে বেশ কিছুটা সময় কষা করবো যাতে মসলাগুলোর ভালো মিশ্রণ ঘটে।

IMG20210810232753.jpgIMG20210810232834.jpg

এখন কষাগুলোর সাথে পূর্বে চ্যাপা শুটকির ভর্তাগুলোকে মিক্স করবো এবং কিছুটা পানি যোগ করবো।

IMG20210810234917.jpg

পানিগুলো হ্রাস পাওয়ার আগ পর্যন্ত আমাদের কিছু সময় রান্না করতে হবে। উপরের দৃশ্যটি দেখুন কি সুন্দর হয়েছে এখন। কিন্তু না ভুলেও এগুলোতে হাত দেয়া যাবে না, তাহলে হাতে গরম ছ্যাঁকা লাগবে, হি হি হি।

IMG20210810235917.jpg

হয়ে গেলো আমাদের স্বাদের চ্যাপা শুটকি ভুনা। সাধারণত আমরা শুটকির ভর্তা খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটি কিছুটা ভিন্ন তাই এর স্বাদটাও একটু বেশী পাওয়া যায়। আসুন গরম ভাতের সাথে স্বাদটা চেক করে দেখি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার মেয়ের জন্য দোয়া করি ভাই। আল্লাহ যেন আপনার মেয়েকে সুস্থতা দান করে। আপনার পরিবারের একটু ব্যস্ততা ও চিন্তার মধ্যে দিন পার করছে।আশাকরি আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। অনেক ব্যস্ততার মধ্যে সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন দেখছি। শুটকি মাছ আমাদের দিকে তেমন একটা খাওয়ার প্রচলন নেই। আমি কক্সবাজার ঘুরতে গিয়ে হোটেল খেয়ে ছিলাম খুবই ভালো লেগেছে আমার কাছে অনেক সুস্বাদু। আপনার ব্যস্ততার মধ্যে একটু ভালো সময় কাটিয়েছেন শুনে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

অনেক ধন্যবাদ ভাই, সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

❤️❤️❤️

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by @blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

চ্যাপা শুটকি ভুনা রেসিপি অনেক সুন্দর ভাবে রান্না করেছেন। অনেক ভাল লাগছে। শুভকামনা রইল

ধন্যবাদ আপনাকে মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

বাহ্ সুটকি ভুনা। অসাধারন একটি রে সি পি।
দেখে লোভ সামলানো কঠিন ব্যাপার। চমৎকার হয়ছে ভাইয়া আপনার চ্যাপা সুটকি ভুনা রেসিপি♥

হুম, আপু আমাদের বাড়ীতে শুটকি মাছ বেশী খাওয়া হয়।

অনেক সুন্দর মাছের রেসিপি তৈরি করেছেন। তবে ইনভাইট না করে এই যদি একা একাই খান তাহলে পেটের সমস্যা হতে পারে

ইনভাইট এর অপেক্ষায় রইলাম

আরে ভাইয়ের বাসায় আসবেন আবার ইনভাইটেশন কিসের? চলে আসুন যে কোন দিন।

ভাইয়া আপনার চ্যাপা শুটকি রেসিপি টি খুবই সুন্দর হয়েছে ।দেখেই খেতে মন চাইছে। কালার টা খুবই চমৎকার হয়েছে ।আপনি খুব সুন্দর ধাপে ধাপে বর্ণনা করেছেন ।খুব সহজে রান্নার ধাপগুলো বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

শুটকি আমার অনেক বেশি প্রিয়। বিশেষ করে এই রান্নাটা তো আমার অনেক বেশিই ফেভারিট। আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসলো ভাইয়া। তবে কি আর করার, খাওয়াবেন তো নাহ! 😜
আপনার মেয়ের সুস্থতা কামনা করছি ভাইয়া।

না, আপনার কিন্তু খাবার দাবার কিছুটা নিয়ন্ত্রন করা উচিত, নইলে ফ্যাট বেড়ে যাবে, হি হি হি
ধন্যবাদ আপু আপনার শুভ কামনার জন্য।

ভাইয়া সত্যি বলতে কি এই সময়টা খুব খারাপ যাচ্ছে আমিও মাত্র ফ্রি হয়ে আপনার পোস্টে কমেন্ট করতে আসলাম ।আমার ভাগিনা হঠাৎ করে এত অসুস্থ হয়ে যায় ওকে সাথে সাথে নিয়ে যায় শিশু হসপিটাল এমার্জেন্সি তে এখন একটু স্বাভাবিক আমি মাত্র বাসায় এসে সবাইকে কমেন্ট করলাম আর নিজেও একটা পোস্ট করলাম। রেসিপি টা শিখে নিলাম কারণ শীতের সময় চিতল পিঠা দিয়ে এই শুটকি ভর্তা টা খুব ভালো লাগে খেতে

হুম বর্তমান পরিবেশটা ভালো না, প্রায় বাড়ীতে কেউ না কেউ অসুস্থ্য, সাবধানে থাকবেন। ধন্যবাদ

অনেক মজাদার রেসিপি বানিয়েছেন ভাইয়া, সমস্যা হচ্ছে বাটা লাগবে, এটাই তো সবচেয়ে বড় কষ্ট। তারপরও রি-স্টিম করে রাখলাম একদিন বানাবো।

হুম সত্যি রেসিপিটি বেশ স্বাদের, প্রায় তৈরী করা হয় আমাদের বাড়ীতে। আসলে শীলপাটায় বাটা হলে একটু বেশী মশৃণ হয়। চেষ্টা করে দেইখেন সুযোগ হলে। ধন্যবাদ

হুম। এই মাছ আমি অনেক খেয়েছি, খেতে খুবই সুস্বাদু ভুনা মতো করে । যদিও আপনাদের ঐদিকে তুলনামূলক বেশি পাওয়া যায় শুটকি মাছ , কিন্তু আমাদের এদিকে আসে কিন্তু চোখে পড়ে না বেশি এইরকম অবস্থা হা হা। যখন আসে তখন না নিয়ে ছাড়ি না।

এটা ভালো লক্ষণ, ছেড়ে না দিয়ে হুমড়ি খেয়ে হলেও সেটা নিয়ে নেয়া, স্বাদের বিষয় বলে কথা, হা হা হা।

ভাইয়া আপনার লেখা পড়ে যেটুকু জানলাম ,আপনি আপনার মেয়েকে নিয়ে ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছেন।আপনার মেয়ের যাই হোক না কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়িই যেন সবকিছু ঠিক হয়ে যায়।আপনার এলাকায় শুঁটকি মাছ বেশি খায়,রেসিপিটি সুন্দর ছিল ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপু আপনার শুভ কামনার জন্য। হ্যা, শুটকি মাছের রেসিপিটি বেশ স্বাদের হয়েছিলো।

খুব সুন্দর ও সুস্বাদু রেসিপি।দেখতে যেমন লাগছে খেতে আরো বেশি মজা লাগছে মনে হচ্ছে।উপস্থাপনা এবং খাবারের পরিবেশনা আমাকে সত্যিই আকৃষ্ট করেছে।ধাপে ধাপে সাঝিয়ে গুছিয়ে সুন্দর ভাবে বর্ণনা করেছেন।অনেক ধন্যবাদ ভাই আপনার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।ভালোবাসা ও শুভ কামনা রইলো ভাই।

শুটকি আমার সবসময়ই প্রিয় একটি খাবার। আমি শুটকি মাছ খেতে খুবই পছন্দ করি। আপনার শুটকি মাছ ভুনা রেসিপি দেখে জিভে জল এসে গেল। আপনি খুব সুন্দর ভাবে আপনার এই রেসিপিটি তৈরি করেছেন। ভাইয়া দেখে মনে হচ্ছে এই খাবারটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার মন চাচ্ছে এখনই এই রেসিপিটি তৈরি করে খাই। ধন্যবাদ ভাইয়া।

আমার অনেক অনেক ভালো লাগে চেপা শুটকির ভর্তা।ভর্তার ছবি গুলো দেখেই লোভ সামলাতে পারছি না 😋😋।
আসলেই হয়তো অনেক মজাদার হয়েছে।
ভাইয়া অনেক ধন্যবাদ

ভাইয়া আপনার মেয়েকে যেন সুস্থ করে দেয় আল্লাহ দুআ করি।

  ·  3 years ago (edited)

প্রথমে আপনার মেয়ের জন্য অনেক আদর ও দোয়া রইলো।
চ্যাপা শুঁটকি কখনো খাইনি আপনার রান্নাটা দেখে খুবই খেতে মন চাইছে।রংটা যা হইছে না ভাইয়া।এক কথায় অপূর্ব।খুবই সুন্দর রান্না করেছেন ভাইয়া।অনেক ধন্যবাদ এমন লোভনীয় একটা খাবার আমাদের সাথে শেয়ার করার জন্য।

আশা করি আমাদের সোনামণি টা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।ইনশাআল্লাহ
ভাইয়া চ্যাপা শুটকি খুবই সুস্বাদু একটি শুটকি। আমাদের এলাকার মানুষ খুবই পছন্দ করে আর আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেছে।
আমি সচরাচর চ্যাপা শুঁটকির ভর্তা খেয়েছে।এরকম ভাবে চ্যাপা শুটকি ভূনা কখনো খাইনি। তবে আপনার এই রেসিপিটি দেখে নতুন রেসিপি শিখেছি আমি অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে দেখব।

নিজে অসুস্থ হলে খারাপ লাগে না বরং পরিবারের ছোট সদস্যদের মধ্যে কেউ অসুস্থ হবে বিশেষ করে আমার মেয়ে অসুস্থ হলে খুব খারাপ লাগে। মনে হয় যে ভাবে পারি যত চেষ্টা করে হোক তাকে সুস্থ করার জন্য চেষ্টা করি।
আপনার ছেলে এবং মেয়ে দুজনের জন্য শুভ কামনা রইল। তারা সুস্থ থাকুক এবং আপনারা ভালো থাকেন।

শুটকি আমার পরিবারের অন্তত অতন্ত সাধারণ একটি রেসিপি এবং প্রায়ই আমরা শুঁটকি খেয়ে থাকি। আপনার উপস্থাপনা টা অসাধারন ছিল।

অনেক সুন্দর মাছের রেসিপি তৈরি করেছেন,শুভকামনা রইল

  ·  3 years ago (edited)

আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।আল্লাহ দ্রুত মামনিকে সুস্থতা দান করুন আমিন।
আসোলে বাসার ছোট সদস্যগুলো অসুস্থ হলে বাসার কেউ ই ভালো থাকেনা কারন এরাই তো বাসার জান।

আর আপনার সুটকি ভুনাটাও কিন্তু বেশ লোভোনীয় হয়েছে মাশআল্লাহ।
সুটকি ভুনা এবং ভর্তা দুটোই আমারো বেশ পছন্দের।