হ্যালো বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছো এবং সময়গুলোর সঠিক ব্যবহার করে জীবনকে উপভোগ্য রাখার চেষ্টা করছো। আসলে আমরা সবাই জীবনকে উপভোগ্য রাখার চেষ্টা করি কিন্তু সবাই এই ক্ষেত্রে সফলতা মুখ দেখতে পারি না। কারন ঐ যে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি না। আর সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারার ফলাফল হয় অন্ধকারে ডুবে থাকার মতো। সময়ে চলে যাওয়ার পর আপনি যতই চেষ্টা করুন, সেটার কোন দাম পাবেন না এবং সেই চেষ্টার কোন মূল্যায়ন হবে না। এটাই বাস্তবতা আর এই বাস্তবতাটাকে স্বীকার করেই আমাদের উচিত সময়ের সঠিক ব্যবহার করা এবং সেটা অবশ্যই সঠিকভাবে নিশ্চিত করা।
কারনটা একটু অন্যভাবে বুঝানোর চেষ্টা করছি। কারন সঠিক ব্যবহারটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সেটার সঠিক ফলাফল আসবে না। ফলাফল ঠিকই আসবে কিন্তু সেটার কার্যকারিতা খুশি হওয়ার মতো কিছু তৈরী করতে পারবে না। দেখুন পরীক্ষার হলে আপনাকে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয় এবং সেই সময়ের সঠিক ব্যবহার করে আপনাকে পরীক্ষা দিতে হয়। কিন্তু আপনি সময়গুলোর ব্যবহার করলেন কিংন্তু সেটা সঠিক উপায়ে করলেন না, তাহলে কি হবে? আরো একটু খুলে বলছি, পরীক্ষার জন্য আপনাকে দুই ঘন্টা সময় দেয়া হলো, আপনি খাতা-কলম-প্রশ্ন পত্র নিলেন কিন্তু সেখানে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলেন না, অথবা প্রশ্নের উত্তর না লিখে নিজের মতো করে কিছু একটা ড্রয়িং করে সময় নষ্ট করলেন।
এখন আপনিই বলুন সময়ের ব্যবহার করেছেন ঠিকই কিন্তু সেটা কি সঠিকভাবে করেছেন? মোটেও না। দেখুন এখানে সময়ের ব্যবহার হয়েছে সত্য কিন্তু সেই সময়ের ব্যবহারটা সঠিকভাবে সম্পন্ন না হওয়ার কারনে ফলাফলটা আপনাকে খুশি করতে পারবে না বরং ফলাফলটা আপনাকে অখুশি করবে নিশ্চিতভাবে। এখন বাস্তবতায় ফিরে আসুন, আমরা সময়ের ব্যবহার করছি ঠিকই সেই পরীক্ষার হলের মতো, কিন্তু যেভাবে সেটার সঠিক ব্যবহার নিশ্চিত করার কথা ছিলো সেটা করতে পারছি না। আর করতে পারবো কিভাবে? পরীক্ষা হলে যাওয়ার আগে যে প্রস্তুতি আমাদের নেয়ার দরকার ছিলো সেটাও আমরা কাংখিতভাবে সম্পন্ন করতে পারি নাই। যার কারনে আমরা সময় নষ্ট করেছি, পরীক্ষার হলেও গিয়েছি, কলমের কালি কিংবা পরীক্ষার খাতার পৃষ্ঠাগুলোও নষ্ট করেছি এবং সর্বোপরি নষ্ট করেছি আমাদের মানসিকতা।
যার কারনে আমাদের বর্তমান অবস্থা এতো নাজুক। আমরা জীবনকে উপভোগ্য করতে পারছি না বরং দিন দিন নিজেদের অন্ধকারে লুকানোর চেষ্টা করছি। আমার বাংলা ব্লগ তার ইউজারদের সঠিক পথে নিয়ে আসার জন্য, তাদেরকে সঠিকভাবে সকল প্রয়োজনীয় বিষয় শিক্ষা দেয়ার জন্য এবিবি স্কুল নামে নতুন একটা প্রজেক্ট গ্রহণ করে। তবে সেটা শুধু গ্রহণ করেই থেমে থাকে নাই বরং সময়ে সময়ে সেটার আপডেট করে কার্যকরিতা আরো বৃদ্ধি করার চেষ্টা করেছে। বিষয়বস্তুগুলোকে শ্রেণীবিন্যাস করার মাধ্যমে সেগুলোকে আরো সহজ ও বোধগম্য করার চেষ্টা করেছে। কিন্তু আপনারা কি করছেন? সময়গুলোকে নষ্ট করছেন, ক্লাসে উপস্থিত হয়ে অন্য কিছুতো মনোযোগ দিয়েছেন, আমাদের লেকচারগুলো যথাযথভাবে শুনেন নাই, আমরা যে বিষয়ে প্রাকটিক্যাল ক্লাস করিয়েছি সেগুলো দেখেন নাই এবং দেখলেও কোন কিছু নোট করেন নাই। তারপর পরীক্ষার দিতে আসার পূর্বে নিজেদের কাংখিত প্রস্তুতিও নিচ্ছেন না এবং পরীক্ষার সময় প্রশ্নগুলোর কাংখিত উত্তরও দিতে পারছেন না। আপনার এবং আমাদের সময়গুলোকে অপ্রত্যাশিতভাবে নষ্ট করছেন।
এটা আমাদেরকে দারুণভাবে ব্যথিত করছে, কারন আপনি শুধু আপনার সময়গুলো নষ্ট করেন নাই বরং তার সাথে আমাদের প্রচেষ্টগুলোকেও ব্যর্থ করার চেষ্টা করেছেন এবং আমাদেরকে হতাশ করেছেন। আপনি হয়তো ভালো কিছু প্রত্যাশা করছেন না, আপনার হয়তো বিষয়গুলোর প্রতি যথেষ্ট আগ্রহ নেই কিন্তু তাই বলে আমাদেরকে এভাবে হতাশার মুখে ঠেলে দেয়ার অধিকারওতো আপনার নেই, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আপনি চাইছেন না ভালো কথা, আমরা তো আপনাকে শেখার জন্য জোর করছি না, আপনাকে চাপ প্রয়োগ করার মাধ্যমে ক্লাসে নিয়ে আসছি না, তাহলে? নিজের সাথে, আমাদের সাথে কেন এই রকম দ্বিচারণ?
আমরা চেষ্টা করছি একটা ভালো উদ্দেশ্য নিয়ে, আপনার ভালোর চিন্তা করে। কিন্তু আপনি কি করছেন? সময়গুলোকে কিভাবে নষ্ট করছেন, নিজের কাংখিত মান উন্নয়নের সুযোগটি কিভাবে হারাচ্ছেন? এসব বিষয় কি আপনাকে ব্যথিত করে? আমাদের করে, যার কারনে আমরা বার বার বিষয়গুলোকে ভিন্ন ভিন্ন ভাবে সম্মুখে আনার চেষ্টা করছি এবং আপনার বিবেককে খোঁচা দেয়ার চেষ্টা করছি, যদি তাতে ফলাফলটা একটু ভিন্ন রকম হয়, যদি তাতে আপনি নিজের অবস্থান পরিবর্তন করার ব্যাপারে একটু সতেচন হন। এবিবি স্কুল লেভেল-৩ এর ব্যাপারে আমরা কিছুটা পরিবর্তন করার চিন্তা করেছি। কারন আমরা সময় ব্যয় করে, আপনাদের শেখানোর চেষ্টা করেও আশানুরূপ ফলাফল পাচ্ছি না। পরীক্ষায় পাশ করে যাচ্ছে কিন্তু তারপর মার্কডাউনগুলোর কাংখিত ব্যবহার দেখতে পাচ্ছি না। তাই এখন হতে আমরা প্রথম ক্লাস এবং পরীক্ষার দিনের মাঝে একটা গ্যাপ দেয়ার চেষ্টা করবো, তারপর আপনাদের পোষ্টের মার্কডাউনগুলোর দেখার চেষ্টা করবো।
কারন আমরা দেখেছি, বিষয়গুলো সবাই ঠিক ঠাক বলতে পারলেও পোষ্টের মাঝে তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারছে না। এটা হতে পারে শুধু পরীক্ষা পাশের জন্য মুখস্ত বিদ্যা, এটা হতে পারে শুধুমাত্র পরীক্ষা উতরে যাওয়ার নিছক প্রচেষ্টা, প্রকৃত শিক্ষা এবং তার কাংখিত ব্যবহারের প্রতি অনিচ্ছ। আমরা এই অবস্থা হতে বের হয়ে আসতে চাই এবং আমাদের সময়গুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে চাই। যার জন্য আমাদের পরিকল্পনার পরিবর্তন করতে হচ্ছে। দেখা যাক এই যাত্রায় আমরা কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং আপনাদের চিন্তার মাঝে কতটুকু আঘাত করতে পারি। অবশ্য সময় সব বলে দিবে, কারন আপনারা যতটা পিছনে দিকে চিন্তা করবেন, আমরা ঠিক ততোটাই ভিন্নভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করবো। আর বিজয়ী সর্বদা তারাই হয় যারা সঠিক অবস্থানে থাকতে পারে।
এখন হতে লেভেল-৩ এর ক্লাশ হবে সোমবার এবং ভাইভা পরীক্ষা নেয়া হবে শনিবার। ক্লাশের পরের ৫দিন আপনাদের পোষ্টের মার্কডাউনগুলো চেক করা হবে, যারা পোষ্টসমূহে যথাযথভাবে মার্কডাউন এর ব্যবহার নিশ্চিত করতে পারবেন, ফলাফলের ক্ষেত্রে তাদের একটু বেশী সুুবিধা দেয়া হবে। এবিবি স্কুলের অন্যান্য লেভেল সমূহের ক্লাস অপরিবর্তিত থাকবে পূর্বের ন্যায়।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
হুম ভাইয়া সঠিক কিছু কথা বলেছেন ৷আমরা জীবনে সবাই সাফল্য চাই কিন্তু সাফল্য পেতে হলে আমাদের যেটা করতে হবে সেটা আমার করছি ৷কিন্তু কাঙ্খিত করতে পারছি না ৷আর যার জন্য আমার সাফল্য হতে বঞ্চিত হই ৷যেটা আপনি পরীক্ষার বিষয় উদাহরন দিয়েছেন ৷
যথার্থই বলেছেন যে পরিক্ষা দিলাম অথচ যেটা কি বিষয় সবকিছুর নিয়ম না যেনে যেটা পরীক্ষায় চাইছে সেটা না দিয়ে অন্য কিছু দিলাম ৷তাহলে কী হবে ৷আমরা সময় দিচ্ছি অথচ সময় টাকে সঠিক কাজে লাগতে পারছি না ৷
আপনি লেভেল তিন এর নতুন নিয়ম করেছেন খুবই ভালো ৷যাতে ইউজাররা আরও ভালো করে সজাক থাকে ৷
পোষ্টটি অনেক কিছু বুঝিয়েছে ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় এখানে এবিবি স্কুলের দায়িত্ব প্রাপ্তরা যে ভাবে কাজ করেছেন, প্রতিটা লেভেল, প্রতিটা লেকচার শীট এত সুন্দর ভাবে গুছিয়ে সাজানো তা আর অন্য কোন কমিউনিটি তে আছে। তাই তো আমার বাংলা ব্লগ সেরার সেরা।তবে দায়িত্ব প্রাপ্ত অ্যাডমিন, মডারেটররা যে ভাবে কাজ করেছেন, সাধারণ মেম্বাররাও যদি একই ভাবে নিজের গরজে কাজ করেন তবেই সাফল্য।যথাযথ লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে চেষ্টাটা যদি এক পক্ষীয় হয় তাহলে সেটা সফলতার মুখ দেখে না, আমাদের সমস্যা এখানেই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যথার্থ বলেছেন ভাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে শিখানোর জন্য কিন্তু তাদের মধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করছে না। আমরা তো জোর করে এখানে কাউকে ক্লাস করাচ্ছি না। তবে আমার মতামত যাদের এরকম সমস্যা আছে তাদের রেফারেল দের একটু জিজ্ঞাসাবাদ করা দরকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম তবে তাতে কোন কাজ হবে বলে মনে হয় না। কিন্তু তবুও আমাদের সেটা করে দেখা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি একটা অবস্থা।নিজের ভাল পাগল ও বোঝে। ইনারা নিজেদের ক্ষতি টাও বুঝতে পারছে না।এখন ফাকি দিয়ে পরে অথৈ সাগরে পড়বে।সবাই জানে আপনারা কতটা পরিশ্রম করেন শুধু আমাদের শেখানোর জন্য।কিন্তু কেউ শিখতে না চাইলে তো জোর করা যায়না।আশা করা যায় এখনকার কঠোর নিয়ম তাদের মনোযোগী হতে বাধ্য করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই আমরা বাঙালি জাতি আমরা ফ্রি কোন জিনিস ঠিক ভাবে গ্রহন করে নিতে পারি না। যদি এই ক্লাসটা টাকার বিনিময় করানো হতো তাহলে ঠিকই আমাদের আগ্রহ থাকতে। আজ আমরা ফ্রি ফ্রি ভাবে আপনাদের কাছে শিখতে পারছি। তাই হয়তো আমারা সঠিকভাবে মূল্য দিচ্ছি না, এত কঠোর পরিশ্রম করে আপনারা ক্লাশে শিক্ষা দিয়েছেন, সেটি অতুলনীয় এরকম শিক্ষা স্টিম জগতে আর কোথাও নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগের এবিবি স্কুল কর্তৃপক্ষের নিকট আমরা চির কৃতজ্ঞ। কঠোর পরিশ্রম ও দক্ষতার সাথে একজন পাকাপোক্ত ব্লগার তৈরিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবিবি স্কুল। কিন্তু এখানে আমাদের সকলের একটু গাফিলতা রয়েছে। আমরা সঠিক মার্কগ্রাউন্ড গুলি ব্যবহার করছি না। এর মধ্যে আমিও হয়ত পারবো। সকলের উচিত মার্ক ডাউন গুলোর যথাযথ প্রয়োগ করা। আমিও চেষ্টা করব তার প্রতিফলন ঘটানোর। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে পরীক্ষার হলে গেলে তো সময়ের আগে আমার লেখা শেষ হয়ে যায়,তখন ভাবি কেন যে এত সময় দিল😝😝।আবার মাঝে মাঝে মনে হয় কাল যদি আরেকটু পড়তাম তাহলে সব গুলো উওর দিতে পারতাম😉।যাই হোক সত্যি কথা বলতে কি সবকিছু তেই আগ্রহ এবং চেষ্টা লাগে,আমরা এই ক্লাসের মাধ্যম অনেক কিছু খুব সল্প সময়ে শিখতে পেরেছি।আমার তো মাঝে মাঝে মনে হয় আমি আবার মার্কডাউনের ক্লাস করি।তাহলে হয়ত আরো ভালো করে পোস্ট সাজাতে পারবো।সব সময়ই তো মেয়েদের মেকাপ মেকাপ করেন,কিন্তু পোস্টের আসল মেকাপ তো মার্কডাউন।শুধু মেয়েরা না,পোস্ট ও কিন্তু মেকাপ দেয়😉😉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যথার্থই বলেছেন ভাইয়া। আমরা দীর্ঘ সময় নিয়ে একটি পোস্ট লিখতে পারছি অথচ পোস্ট লেখার সময় মার্কডাউন এর ব্যবহারটা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছি। এটা সত্যি আমাদের জন্য একটা বড় অপরাধ। আমাদের সকলের উচিত আমাদের লেখাগুলোকে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য মার্কডাউনের যথাযথ ব্যবহার করা। সময়োপযোগী এবং বাস্তবধর্মী একটি পোস্ট উপহার দেয়ার জন্য রোমান্টিক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি এবার অন্ততপক্ষে সবার বোধদয় হবে।তার কারণ,প্রতিটা দিন একই কথা একই ভাবে বলতে বলতে আর ভালোও লাগেনা।নিজেদের ই খারাপ লাগে।কিন্তু কাদের জন্যে করছি!নিজেদের জন্যে তো নয়!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই রে ভাই কি আর বলবো দূ:খের কথা, আমি নিজে আপনার ক্লাসে বেশ কয়েকদিন উপস্থিত ছিলাম। কিন্ত দূ:খের বিষয় হচ্ছে দীর্ঘ সময় লেকচার দেওয়া আর বুঝানোর পরে ইউজাররা বলে উল্লাপাল্টা । মানে সারারাত সাপ সাপ ,সকাল বেলা উঠে বলে দড়ি ।
তারপরেও বলবো যারা শিখছে প্রতিনিয়ত, তাদের জন্য শুভকামনা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখা যাক ভাই আমরা কতটা পারি আর তারা কতটা ফাঁকি দিতে পারে, হা হা হা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা যদি নিজেরা নিজেদের চেষ্টায় পোস্টের মান উন্নয়ন না করি তাহলে সব চেষ্টাই বৃথা। এবিবি স্কুলের প্রত্যেকটি ক্লাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে লেভেল 3 ক্লাসটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসটির মাধ্যমে আমরা সকলেই অনেক কিছু শিখেছি। তবে যতটুকু শিখেছি সেগুলো প্রয়োগ করার চেষ্টা করি। আশা করছি নতুন সদস্যরাও নিজের কাজের প্রতি সচেতন হবে এবং সঠিক মার্কডাউন ব্যবহার করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগের এবিবি স্কুলের মাধ্যমে আমরা কতটা উপকৃত হয়েছি শুধু আমরাই জানি। প্রথমে যখন এই প্লাটফর্মে আসি তখন নিজে নিজেই সবকিছু শেখার চেষ্টা করেছি। অনেক ভুল ত্রুটি ছিল নিজের পোস্টের মাঝে। এরপর ক্লাসগুলো করার মাধ্যমে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পেয়েছি। এরপরেও যারা এই সুযোগ কাজে লাগাচ্ছে না তারা সত্যি বোকা। বিনা পয়সায় এখানে সঠিকভাবে কাজ করা শিখছে অথচ কাজে লাগাচ্ছে না এটা সত্যি অনেক কষ্টের। কারণ এবিবি স্কুলের প্রফেসররা ব্যস্ততার মাঝেও নিজেদের সময় বের করে ক্লাসগুলো নেন এবং সবাইকে শেখানোর চেষ্টা করেন। তারপরেও যদি ইউজাররা সঠিক মার্ক ডাউন ব্যবহার না করে তাহলে সবারই অনেক কষ্ট লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ও শিক্ষা নিশ্চিত করার মত একটি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের ফলে কেউ চাইলেও মুখস্থ বিদ্যা দিয়ে লেবেল-৩ পরীক্ষাটি পাস করা সম্ভব হবে না। শিখতে তার হবেই। এরকম একটি যথাযথ ও কার্যকরী উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনারা যে নতুনদের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিষয়টি আসলে খুবই প্রশংসার দাবিদার। সত্যি বলতে আপনারা যেভাবে নতুনদেরকে তাদের পথ চলাতে সহযোগিতা করছেন আমার জানা মত আমি কোথাও দেখিনি। আর যেই সিদ্ধান্তটা নিয়েছেন আমি মনে করি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ক্লাসের প্রথম দিক থেকে যদি এই শিক্ষাটা দেওয়া হয় তাহলে আমারও বিশ্বাস যারা নতুন আসছে তারাও মার্কাডাউনের ব্যাপারে খুব সচেতন হবে এবং শুধু পরীক্ষায় পাশের জন্য নয় নিজেদেরকে বা নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য তারা সামনের দিকে এগিয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যাপারটা কিছুটা পরীক্ষায় পাশ করার জন্য এক রাতে পড়ার মতো হয়ে গেছে, সঠিক ব্যাবহার না বুঝে শুধুমাত্র প্রশ্নের উত্তর দেয়ার জন্য মুখস্থ করে যাচ্ছে তাই পরবর্তীতে ভুলে যায়, আশাকরি আপনার নতুন উদ্যোগ বেশ পরিবর্তন নিয়ে আসবে এবং আরো সৃজনশীলতা বৃদ্ধি করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। সময়ের কাজ সময়ে না করলে সফলতা আসে না। আমি প্রথমে এবিবি স্কুলের বিষয়ে রাজি ছিলাম না। কিন্তুু ক্লাস করে এমন তথ্য জানতে পারলাম যা অমূল্য। যে তথ্য গুলো জানা আমাদের খূব জরুরী। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার লেখার প্রত্যেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ ছিলো। আসলেই আমরা লেভেল-৩ তে যদি মার্কডাউন সম্পর্কে ভালভাবে শিখতে না পারি পোস্টের মধ্যে মার্কডাউন এর ব্যবহার সঠিক ও যথার্থ হবেনা তাই আপনারা/কমিউনিটি সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। ধন্যবাদ সুন্দর ও মূল্যবান পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit