বেল আলু দিয়ে রুই মাছ রেসিপি || Bengali Recipe by @hafizullah

in hive-129948 •  3 years ago 

বেল আলূ রেসিপি.jpg

হ্যালো বন্ধুরা,

রেসিপির ব্যাপারে মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা হয়ে গেছে আমার এটা চোখ বুঝে বলা যায়। কিন্তু সমস্যা তৈরী হচ্ছে অন্য জায়গায়। আপনাদের ভাবি বলেন যে সকল পুরুষ রান্নার ব্যাপারে একটু বেশী অভিজ্ঞ, তাদের জন্য রান্না করে আমাদের শান্তি নেই, রান্নায় অতিরিক্ত ভুল ধরে। এই বার বুঝেন ঠেলা কারে কয়? হে হে হে হে। খরবদার তরকারিতে নুন কম হলেও কখনো সেটা প্রকাশ করতে যাবেন না, তাহলে কিন্তু সেদিনের জন্য আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, হি হি হি।

হ্যা, এটা কিন্তু সত্য ব্যাপার। রান্নার বিষয়টি যদি আপনি ভালো বুঝেন তাহলে খুব সহজেই বলে দিতে পারবেন, তরকারিতে কোনটা বেশী কিংবা কোনটা কম হয়েছে। খেতে বসে তরকারি মুখে দিলেই আপনি বলে দিতে পারবেন, আজ নুন কিংবা হলুদ অথবা মরিচ একটু বেশী কিংবা কম হয়েছে। কিন্তু আপনি যদি এ ব্যাপারে অভিজ্ঞ না হন, তাহলে এটা কখনোই বুঝতে পারবেন না। তবে এটা অনুমান করতে পারবেন যে, কিছু একটার ঘাটতি রয়েছে তরকারিতে।

আসলে যতদিন অবিবাহিত ছিলাম, কিছু একটার কমতি হলে আম্মুকে বড় গলায় কিংবা জোর দিয়ে সেটা বলতে পারছি, ভুল হলে সেটা সাথে সাথে খাবার টেবিলে বলে দিয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটা এখন করা যায় না, আর করতে গেলেই বিপদ মানে বারোটা বেজে যায় সেদিনের জন্য, হি হি হি হি। বুঝেন না ক্যান বউ বলে কথা, এতো কথা কেন কইবেন, দুই ঠোটে চেইন লাগান জলদি।

যাইহোক, কথায় বলে সত্য কথা বেশী প্রকাশ করতে নেই, তাহলে সমস্যা দ্বিগুনের চেয়েও বেশী হয়ে যায়। তাই আজ আর এই দিকে গেলাম না আর। মূল বিষয়ে ফিরে আসি, আজ বেল আলুর রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। যদিও রেসিপিটি অনেক আগেই তৈরী করা হয়েছিলো কিন্তু পেছনে পরে গেছে, তাই আজ শেয়ার করলাম।

বেল আলু (1).jpg

উপকরণ সমূহঃ

  • বেল আলু
  • রুই মাছ
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • আদা রসুন পেষ্ট
  • লবন
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

বেল আলু (20).jpg

প্রথমে বেল আলু পরিস্কার করে ছোট ছোট স্লাইস করে নিবো, তবে বলে রাখি খুব বেশী ছোট করা যাবে না, তাহলে কিন্তু আলু গলে ভর্তা হয়ে যাবে।

বেল আলু (2).jpgবেল আলু (3).jpg

এখন মাছগুলোকে পরিস্কার করে হলুদ ও মরিচ গুড়া দিয়ে মাখিয়ে নিবো।

বেল আলু (4).jpgবেল আলু (5).jpg

একটি প্যান চুলায় দিয়ে কিছু তেল ঢালবো, তেল গরম হলে মাছগুলো ভেজে নামিয়ে রাখবো।

বেল আলু (6).jpgবেল আলু (8).jpg

এরপর একটি পাতিল বসাবো চুলায়, কিছু তেল দিয়ে গরম করবো এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো।

বেল আলু (9).jpgবেল আলু (10).jpg

এরপর আদা-রসুন পেষ্টসহ মসলাগুলো দিয়ে দিবো এবং কিছুটা পানি দিয়ে কষা করার চেষ্টা করবো।

বেল আলু (11).jpgবেল আলু (12).jpg

কষা হয়ে গেলে স্লাইস করে রাখা বেল আলু দিয়ে দিবো এবং মসলাগুলোর সাথে মিক্স করার চেষ্টা করবো।

বেল আলু (14).jpgবেল আলু (15).jpg

এরপর ভেজে রাখা মাছগুলো দিবো এবং প্রয়োজন মতো পানি ঢালবো। পানির বিষয়টি নির্ভর করবে আপনি কতটা ঝোল পছন্দ করেন তার উপর।

বেল আলু (16).jpgবেল আলু (17).jpg

ঝোলের পরিমান কমে আসলে, তরকারি একটু চেক করে নিন তারপর ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ দিয়ে দিন।

বেল আলু (19).jpg

দেখুন হয়ে গেলো আমাদের আজকের স্পেশাল বেল আলু রুই মাছের তরকারি। বেল আলুর তরকারি আমার বেশ পছন্দ, তাই বাজারে দেখলেই কিনে নিয়ে আসি। দাঁড়ান কি রকম হলো একটু চেক করে আসি, হে হে হে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

New Benner ABB.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

বেল আলু দিয়ে রুই মাছের খুব লোভনীয় একটি রেসিপি আপনি তৈরি করেছেন। দেখেই জিভে জল চলে আসল। মনে হচ্ছে খেতে ও অনেক সুস্বাদু হবে।
ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।

জ্বী আমার কাছে অনেক ভালো লাগে বেল আলু, তবে উপরের যেটা হয় পেস্তা আলু সেটা পুড়ে খেতেও ভালো লাগে। ধন্যবাদ

ভাইয়া ভাবি একদম ঠিকই বলেছে যেসব পুরুষ রান্না করতে পারে তারা বউদের রান্নার ভুল বেশি ধরে। তারা মনে করে এর চেয়ে আমি বেশী ভালো রান্না করতে পারি। এটা অনেক বড় একটি সমস্যা। এমন পরিস্থিতি দাঁড়ায় পুরুষরা রান্না করতে পারলেও সমস্যা না পারলেও সমস্যা। যখন একজন পুরুষ রান্না করতে পারে না তখন তার বউয়ের কাছে কথা শুনতে হয় যে বিপদের সময় একটু রান্না করে রাখোনি কেন। আবার যদি ভালো রান্না করতে পারে তখন যদি বউ এর রান্নার ভুল ধরে তাহলে বলে তুমি রান্না পারো এটাই হচ্ছে বড় সমস্যা। সবদিকেই সমস্যা আর সমস্যা। তবে যাই হোক আপনি রান্নায় অনের বেশি পারদর্শী এটা আমরা বুঝতেই পেরেছি। রুই মাছ দিয়ে বেল আলু খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি অনেক সুন্দর করে এই রেসিপি তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

এটা একদম সত্য বলেছেন আপু, আমাদের হয়েছে মহা বিপদ, এদিকে গেলেও দোষ আবার ওদিকে গেলেও দোষ, পুরাই ফাইস্যা গেছি, হে হে হে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

  ·  3 years ago (edited)

বেল আলু দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে রুই মাছ রান্নার রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক চমৎকার চমৎকার রেসিপি উপস্থাপন করে থাকেন ।আপনার উপস্থাপনা আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে ,আপনি অনেক গুছিয়ে আমাদের মাঝে আপনার রেসিপি টা শেয়ার করেছেন ,যেটা দেখে সত্যিই আমার অনেক ভালো লেগেছে ।প্রতিটি উপকরণ আপনি সঠিক সময়ে ব্যবহার করেছেন যার কারণে আপনার রেসিপির রং টা অনেক সুন্দর ভাবে এসেছে। এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।আপনার কাছ থেকে এরকম মজাদার রেসিপি আমরা বরাবরই আশা করব, শুভকামনা রইল আপনার জন্য।

ভাই বেগুন না এটা বলে আলু, মাটির নিচে হয় খেতে বেশ ভালো লাগে।

জি ভাইয়া টাইপিং মিসটেক হয়েছে ধন্যবাদ আপনাকে

বেল আলু দিয়ে রুই মাছের রেসিপি খেয়েছি,এই রেসিপি অনেক মজাদার হয়। তবে আমাদের এলাকায় বেল আলু কে পাটাআলু বলা হয়। রেসিপি দেখে খুব লোভনীয় লাগছে। সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

জ্বী ভাই সত্যি স্বাদটা বেশ ভালো লাগে, তরকারিগুলোও অনেক স্বাদের হয়। আচ্ছা আমরা বেল আলু বলি, অঞ্চলভেদে নামও পরিবর্তন হয়ে যায়। ধন্যবাদ

ভাইয়া আপনার প্রতিটি রান্নার পোস্ট এর পূর্বে আপনি যে বিষয় গুলো আমাদের সামনে তুলে ধরেন মজা করেন সত্যি খুব ভালো লাগে। কিন্তু বেল আলু দিয়ে রেসিপি এখানে আমি বেল বলতে বেল বুঝেছি যেটা আমরা খাই। 😅 আমি ভাবছি বেল দিয়ে আবার কিভাবে তু রেসিপি করে দেখিতো।😆 কিন্তু পরে দেখলাম আলুর নামে বেল যায় প্রথম আমি শুনলাম হয়তো আমাদের এলাকায় অন্য নামে ডাকা হয় এসব আলু । আপনি সবসময় ইউনিক রেসিপি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন যা বেশ ভালো লাগে এবং আমার জন্যও বেশ উপকারী কেননা ভবিষ্যতে কাউকে রান্না করে খাওয়াতে পারব নতুন নতুন রেসিপি আর তার সম্পূর্ণ ক্রেডিট দিব আপনাকে না সরি ভাবিকে। 😉 ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত আমাদের সাথে এত সুন্দর সুন্দর ছবি তুলে ধরার জন্য।

ভাইয়া আপনার কথায় বুঝতে পারলাম আপনি ভাবীকে অনেক ভয় পান। ভাবিকে এতটা ভয় পান যে রান্না খারাপ হলে চোখ তুলে বলতে পারেন না। 😁যাক আপনার কাছে একটি ভালো কথা শিখলাম। বউ রান্না খারাপ করলেও কখনো বলা যাবে না। ভালো হলেও প্রশংসা করতে হবে খারাপ হলেও প্রশংসা করতে হবে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। রুই মাছ দিয়ে বেল আলু অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। এই মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

এই বেল আলুটিকে আমরা মেটে আলু বলি। এই আলু দিয়ে যেকোনো মাছের তরকারি খেতে খুব সুস্বাদু হয়। আর রুই মাছ দিয়ে তো কথাই নেই, স্বাদের ক্ষেত্রে একদম জমে ক্ষীর। বুঝতে পারছি খেয়ে বেশ চনমনে আছেন আজকে😁। দারুন রেসিপি।

ভাইয়া বেল আলু নামটি শুনে প্রথমে বুঝতে পারি নি। তারপর বুঝলাম ভাইয়া। আসলে এই আলু টি আমাদের এইদিকে গোল আলু বলে পরিচিত।
আর রেসিপির কথা কি বলবো!
দুপুর বেলা এরকম একটা রেসিপি দেখলে কার না একটু গরম ভাতের সাথে খেতে ইচ্ছা করবে!!!!
দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। না জানি কতটা টেস্ট হয়েছে এই রেসিপিটি।

পোস্টটা পড়ে অনেক হাসি পেলো। অনেক সুন্দর রেসিপি। আমরা আসলে খাবারের তেমন ভুল না ধরে যদি বলি আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো হয়েছে। তাহলেই সব ঠিকঠাক থাকবে। যাইহোক, ধন্যবাদ আপনাকে

বেল আলু দিয়ে রুই মাছের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আমি এই বেল আলু দিয়ে রুই মাছের রেসিপি কখনো তৈরি করিনি। তবে আপনাদের রেসিপিটা দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আমি পরবর্তীতে আপনার রেসিপির উপস্থাপন দেখে তৈরি করব। আপনার জন্য রইল শুভকামনা।

তাই আজ আর এই দিকে গেলাম না আর।

ঠিক আছে গেলাম না, কোনো একদিন ভাবীর সাথে কথা হলে যাবো ওই দিকে।😂😂

সে যাই হোক,রুই মাছ আমার অনেক প্রিয়। রেসিপিটা ভালো হয়েছে খুব।

আপনাদের ভাবি বলেন যে সকল পুরুষ রান্নার ব্যাপারে একটু বেশী অভিজ্ঞ, তাদের জন্য রান্না করে আমাদের শান্তি নেই,
🤣😂

আসলে ভাইয়া আপনি আমাদের কমিউনিটির সবচেয়ে মজাদার ব্যক্তি। কেননা পড়তে আসলাম রেসিপি পোস্ট কিন্তু পেলাম দারুন কিছু ইন্টারটেইনমেন্ট। বেল আলু দিয়ে রুই মাছ এর রেসিপি টা অনেকদিন খাইনি। বেল আলু ঝোল এবং এর সাথে যেই তরকারি হোক না কেন এটি খেতে আমার দারুন লাগে। আপনি বেল আলুর সাথে রুই মাছ মিক্স করায় ব্যাপারটি বেশ জমেছে। ভাইয়া অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন মনে হচ্ছে। আসলেই রেসিপি সম্পর্কে আপনার অনেক ভালো অভিজ্ঞতা হয়ে গেছে , ধন্যবাদ ভাইয়া এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হা হা হা ভাই মজা ছাড়া কিছু কি জমে? একদমই না।
হ্যা, এটা সত্য বেল আলু দিয়ে রুই মাছ বেশ স্বাদের হয়, আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ

বেল আলু দিয়ে রুই মাছ বেশ স্বাদের হয়েছে মনে হয় ভাই 😋 রুই মাছ আমার খুব প্রিয় একটি মাছ এটি যেকোন তরকারির সাথেই খুব স্বাদ লাগে 😋। আপনার উপস্থাপনা এবং পরিবেশন বেশ সুন্দর ছিল ♥️

বেলে আলু আমি কখনো খাই নাই। তবে রেসিপি দেখে খুব ভালো লাগলো।ভাইয়া এটাকি মাটির নিচেয়েই হয় নাকি?

সত্যিই সহাধরণ হয়েছে রান্নাটি দেখেই খেতে ইচ্ছে করছে।
যেমন সুন্দর রান্না ঠিক তেমন সুন্দর হয়েছে রান্নার রং ।

ভাবি আসলে ঠিকই বলেছে ভাইয়া। আমাদের মত অনেক পুরুষরাই কিন্তু রান্না করতে পারে যে কারণে মহিলারা ভাল রান্না করে ও তাদের মন যোগাতে পারে না। আর আপনার রান্নাটা অনেক মজার হয়েছে যা দেখেই বোঝা যায়। বেল আলু দিয়ে রুই মাছের রান্নাটা খুবই মজার হবে এবং খুবই লোভনীয় লাগছে।

বেল আলুর স্বাদই আলাদা। এই আলুর রেসিপি আমার কাছে অনেক ভালো লাগে। আর ভাইয়া আপনি যেভাবে রান্না করেছেন দেখেই বুঝাযাচ্ছে কতোটা স্বাদের।

ভাইয়া আপনার রেসিপিটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। বেল আলু দিয়ে রুই মাছের রেসিপিটি পড়ে মনে হচ্ছে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়েছিল। আমি যতটুকু জানি বেল আলুর সাথে রুই মাছ রান্না করলে সেতো আর কার এটা অত্যন্ত জমজমাট হয়। খেতে অনেক সুস্বাদু লাগে।

এই বেলে আলু এটা অনেক মজার একটা সবজি। সব ধরনের বড় মাছ দিয়েই এই আলু মজা লাগে৷ আমার কাছে পাঙ্গাস মাছ দিয়ে অনেক মজা লাগছে। রুই মাছ দিয়ে ট্রাই করি নাই, আপনার রেসিপি দেখে মনে হচ্ছে রুই মাছ দিয়ে আরো বেশী মজা লাগবে। আমি অবশ্যই ট্রাই করবো।

বেল আলু দিয়ে রুই মাছের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়। বেল আলু রুই মাছ দিয়ে রান্না করলে তরকারির স্বাদ অনেকগুণ বেড়ে যায়। বেল আলু আমার খুবই পছন্দের একটি খাবার। রেসিপিটি দেখে জিভে পানি চলে আসলো। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। বেল আলু দিয়ে রুই মাছের রেসিপি সুস্বাদু হবে তা ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে। উপস্থাপনা টিও অসাধারণ ছিল। খুব সুন্দর একটি রেসিপি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার জন্য ভাই।

এই বেল আলু খেতে অনেক মজার হয়,কিছুটা নরম নরম রান্নার পর। খেতে অনেক ভালো লাগে। আর রুই মাছও অনেক স্বাদের একটি মাছ,এই মাছ দিয়ে বেল আলু রান্না করে তো জিবে পানি নিয়ে আসলেন ভাইয়া৷ আর ভাবির রান্নায় ভুল ধরিয়ে লাভ নাই মনে হয়, খেতে তো হবেই তাই একটু কিছু কম হলে সেটার কমতি বলবেন না কিন্তু,আমিও কিন্তু ভাবীর পক্ষে আছি,হিহিহি। 🥰

ভাই কি বলেন ভুল যদি খাবার টেবিলে বলেন এখন বারোটা না একেবারে আপনার চব্বিশটা বেজে যাবে। ভুলেও এই কাজ করতে যাবেন না। চুপচাপ খেয়ে নেবেন না হলে চুপচাপ এড়িয়ে যাবেন। বরাবরের মতই আপনার রেসিপির উপস্থাপনাটা অনন্য অসাধারণ। ধন্যবাদ।