হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন। আমি হা হা হা আমি আমার মতো আছি, ভালো থাকার চেষ্টা করছি, সমস্যাগুলোকে মানিয়ে নেয়ার সমাঝোতা করছি আর আর আর ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। আর কিছু কি বাকি আছে? আছে অবশ্যই আছে কিন্তু জানেন তো সবকিছু শেয়ার করা যায় না, সব কিছু বলা যায় না কারন বাস্তবতা অনেক বেশী কঠিন হয়ে গেছে। আমরা অনেক বেশী মুখোশের আড়ালে চলে যাচ্ছি। মানুষগুলোর ব্যবহার এবং প্রতিনিয়ত পরিবর্তন বড্ড বেশী অবাক করে আমায়। সবচেয়ে বেশী খারাপ লাগে যখন কেউ মিথ্যা অপবাদ দেয়, কেমনে পারে মানুষ এমন করতে? তাদের বিবেক বলতে কি কিছু আছে? আমি জানি না, জানি না তাদের মনের ভেতরের খবর, তবে হ্যা, চারপাশের পরিস্থিতি দেখে একটা বিষয়ে নিশ্চিত হয়েছি, এসকল মানুষগুলো কখনো ভালো থাকতে পারে না।
যাইহোক, এ বিষয়ে আর কিছু বলতে চাই না। কারন আজকাল কারো সমস্যা আমাদের কাছে সমস্যাই মনে হয় না, কারো যন্ত্রনাদায়ক অনুভূতি আমাদের হৃদয়কে প্রভাবিত করে না, বরং যা হচ্ছে হোক, যা চলছে চলুক কিন্তু নিজের স্বার্থটা যেন ঠিক থাকে। আফসুস, আমরা বাস্তবতা কিংবা ভেতরের বিষয়টি না বুঝেই অযথা অন্যকে দোষারোপ করার প্রয়াস চালাই, যেন তেন ভাবে অন্যদের দোষারোপ করার চেষ্টা করি। সত্যি আমরা এবং আমাদের বোধশক্তি কোথায় গিয়ে যে দাঁড়াচ্ছে সেটা একমাত্র উপর ওয়ালাই ভালো বলতে পারবেন। আর একটা বিষয় আমরা যখন নিজের অবস্থান হতে কিছু করতে ব্যর্থ হই, বা করার সুযোগ থাকা সত্বেও সেটাকে ঢেকে রাখার চেষ্টা করি, প্রকৃতির নিয়মে সেই ভুলটার প্রায়শ্চিত্ত কিন্তু তাকে ঠিকই করতে হয় একটা সময়, এটা চিরন্তন সত্য।
আমার বাস্তব জীবনে এই রকম বহু ঘটনার স্বাক্ষী আমি, যারা আমার সাথে অন্যায় করেছে কিন্তু আমি মুখ বুঝে সেটা সহ্য করেছি, তারপর প্রকৃতির নিয়মে সেটার প্রায়শ্চিত করার পর ঠিক আমার কাছে সেটার ভুল স্বীকারও করেছেন। হ্যা, কষ্ট হয় কিন্তু তবুও মানিয়ে নেয়ার চেষ্টা করি, হাসির আড়ালে সবটা লুকিয়ে রাখার প্রয়াস চালাই, নকল হাসিতে সেটা কাউকে বুঝতে দেই না। যখন আর পারি না, তখন সব কিছুর হতে নিজেকে বিচ্ছিন্ন করে একটু নিরবে থাকার চেষ্টা করি।
সত্যি বলতে বাস্তবতা দিন দিন আমাদের আরো বেশী নিষ্ঠুর করে তুলছে এবং নিজ কেন্দ্রিক মনোভাব তৈরী করে দিচ্ছে। আমরা দিন দিন ভালো কিছু করার আগ্রহ হারিয়ে ফেলছি। সভ্যতা, সত্যি আমাদের যতটুকু দিয়েছে তার চেয়ে বেশী আমাদের নিকট হতে কেড়ে নিয়েছে। কিন্তু আমরা ভোগ বিলাশের প্রশান্তিতে সব কিছু ভুলে থাকার নিদারুণ চেষ্টায় মত্ত রয়েছি, মিথ্যে অভিনয়ে নিজেদের সুখি রাখার চেষ্টা করে যাচ্ছি। যাইহোক, কথা প্রসঙ্গে কোথা হতে কোথায় চলে গিয়েছিলাম, মনে করে আমার ফিরে আসলাম আজকের মূল প্রসঙ্গে। আজ আপনাদের সাথে স্বাদের এবং আমার পছন্দের একটা রেসিপি ভাগ করে নিবো। সেটা হলো বরবটি আর আলুর সঙ্গে শিং মাছের কম্বিনেশন। চলুন তাহলে রেসিপিটি দেখি-
প্রয়োজনীয় উপকরণঃ
- শিং মাছ
- আলু
- বরবটি
- টমেটো
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- ধনিয়া পাতা
- হলুদ গুড়া
- মরিচ গুড়া
- ধনিয়া গুড়া
- তেল
- লবন।
- আদা রসুন পেষ্ট
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে শিং মাছগুলো পরিস্কার করে সেগুলোকে হলুদ মরিচ ও লবন দিয়ে মাখিয়ে নিয়েছি।
তারপর একটা প্যান চুলায় বসিয়ে তেল দিয়ে গরম করেছি এবং মাছগুলোকে ভেজে নিয়েছি।
তারপর একটা কড়াই চুলায় বসিয়ে তেল গরম করেছি এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি।
তারপর সব মসলা, আদা রসুন পেষ্ট এবং হালকা পানি দিয়ে কষা করার চেষ্টা করেছি।
মসলাগুলো কষানো হয়ে যাওয়ার পর টমেটো স্লাইস দিয়ে দিবো সেগুলোর সাথে।
এরপর টমেটো দিয়ে পুনরায় মসলাগুলোকে কষা করে নিয়েছি।
তারপর মসলাগুলোর সাথে আলু স্লাইস এবং বরবটি স্লাইস দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি।
এরপর দ্রুত সিদ্ধ হয়ে আসার জন্য ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি।
এরপর পরিমান মতো পানি দিয়ে বেশ কিছুটা সময় এভাবে রান্না করেছি।
এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে আরো কিছুটা সময় রান্না করেছি, তারপর কাঁচা মরিচ দিয়েছি।
তারপর ধনিয়া পাতা কুচি করে উপরে দিয়েছি এবং কিছুটা সময় পর নামিয়ে নিয়েছি।
হয়ে গেলো আজকের ভিন্ন রকম সবজি, আলু বরবটি দিয়ে শিং মাছের রেসিপি। আসলে একাধিক সবজি দিয়ে মাছ রান্না করলে সেটা খেতে বেশ স্বাদের হয়ে থাকে।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
মানুষ এবং মুখোশ এই শব্দ দুটির মাঝে আজকাল আমি খুবই মিল খুঁজে পাই। এই শব্দ দুটো দেখলেই আমার কাছে এক মনে হয়। বাস্তবিক চলার পথে কত মানুষ কত রূপে নিজেকে উপস্থাপন করে। কিন্তু মুখোশের আড়ালে যে চেহারা লুকিয়ে রাখে তা আমরা বুঝতেই পারি না। কি আর করার সব কিছুকে মেনে নিয়েই চলতে হবে। ভাইয়া আজকে শেয়ার করা রেসিপি দারুন ছিল। বরবটি আমার খুবই প্রিয়। শিং মাছের রেসিপি আমার কাছে ভালো লেগেছে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরবটি আলু দিয়ে শিং মাছের রেসিপি পোস্টটি বেশ ভালোই লাগলো। শিং মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। আপনার পোস্টটি দেখে একটি রেসিপি শিখে গেলাম ভাই। ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে স্বার্থের কাছে সবাই পরিবর্তনশীল। স্বার্থের টানে কেউ কাছে আসে আবার স্বার্থ ফুরিয়ে গেলে আর তাকে খুঁজে পাওয়া মুশকিল। প্রয়োজন ফুরিয়ে গেলে অপবাদ দিতেও দ্বিধাবোধ করে না এটাই এখন বর্তমান সমাজের বাস্তব রূপ।
রেসিপিটি খুব সুন্দর ভাবে প্রস্তুত করেছেন দেখেই লাভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটা লোভ পাচ্ছে ।মানুষের প্রতি ভালোবাসার এবং টান সে বিষয়টি দূরত্বের সৃষ্টি হচ্ছে । যাইহোক, বরবটি আলু দিয়ে শিং মাছের দারুন রেসিপি তৈরি করেছেন । যেটা খুবই মজাদার খাবার অনেক ভালো লাগলো আপনার রেসিপি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে উপরের কথাগুলো একদম ঠিক বলেছেন। আজ সত্যিই সবথেকে বেশি খারাপ লাগে যখন মিথ্যা অপবাদ দেয়। এখনকার পরিস্থিতি গুলোই এরকম হয়ে গেছে। যাই হোক আপনার আজকের রেসিপিটা অনেক দুর্দান্ত লেগেছে। সবজিগুলো দিয়ে শিং মাছ রান্না বেশ ভালো লাগলো। উপস্থাপনাটা বেশ ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার রেসিপির চাইতে বরাবরই আমার কাছে আপনার লেখাগুলো বেশি আকর্ষণীয় লাগে। আসলে সবসময় সবকিছু সহ্য করা যেমন যায় না তেমনি সহ্য করা উচিতও নয় বলে আমি মনে করি। কিছু কিছু জায়গায় প্রতিবাদ করাটা অনেকটা ফরজ হয়ে দাঁড়ায়। যাই হোক নতুন জায়গায় আপনার দিনকাল কেমন যাচ্ছে জানতে ইচ্ছে করছে। আর রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের জীবনে কমবেশি সমস্যা আসবে আর সেগুলোকে অতিবাহিত করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর এক্ষেত্রে মজার মজার খাবার ভোজন করার ব্যতিক্রম কোন অপশন নেই। শিং মাছের সাইজগুলো বেশ বড় ছিল আর আলু আর বরবটির সমন্বয়ে শিং মাছের রেসিপি তৈরি করা দেখতে বেশ লোভনীয় লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিং মাছ খেতে খুবই সুস্বাদু হয় ।এই মাছে অন্যরকম একটা টেস্ট থাকে। আমিও কিছুদিন আগে শিং মাছের রেসিপি শেয়ার করেছিলাম ।।বরবটি ও আলু দিয়ে শিং মাছের রেসিপিটি খুবই জমেছে। এ ধরনের খাবার প্রায় সবাই পছন্দ করে।। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় যত পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে মানুষের বিবেক ও মনুষত্ব বদলে যাচ্ছে। তাই একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতেও তারা কিছু মনে করে না। আসলে এই ক্ষুদ্র জীবনে অনেক মানুষকে দেখেছি যারা অন্যের উপর দোষারোপ করতে ব্যস্ত। আর আমরা তাদের অন্যায় আবদার গুলো মেনে নিতে মিথ্যা অভিনয় করে যাচ্ছি এবং সেই সাথে কখন যে আমাদের নিজের বিবেক বদলে গেছে সেটা বুঝতেই পারিনি। যাইহোক ভাইয়া বরবটি, আলু ও শিং মাছ দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা আশা এবং বিশ্বাস দুইজনেই হয়তো ভালো আছে 🤭🤭 । আসলে মিথ্যে অপবাদ দেয়া আসলে খুব কষ্টের বিষয় এটা । মিথ্যে অপবাদ দিয়ে মানুষ জন্য আসলে কি শান্তি পায় আমি বুঝিনা ভাইয়া । শুধু শুধু একজন মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে সুখ নেই । যাই হোক আপনার শিং মাছ দিয়ে বরবটি রান্নার রেসিপিটি দেখে লোভ লেগে গেল । ধনিয়া পাতা দেওয়াতে মনে হয় খাবারের স্বাদ আরো বেড়ে গেছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি কথাগুলো একদম ঠিক বলেছেন। আমরা সকলেই কেমন জানি মুখোশ পরিহিত মানুষ হয়ে যাচ্ছি। ভিতরে এক বাইরে আরেক। আমার সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমি তাদের কিছু বলিনি। চুপ করে সবকিছু সহ্য করে নিয়েছি। কারণ বাস্তবতা অনেক কঠিন। লড়াই করে টিকে থাকতে হয়।
যাইহোক আলু, বরবটি এবং টমেটো দিয়ে শিং মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। বিশেষ করে তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। এত সুন্দর এবং পুষ্টিকর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে বরবটি ও আলু দিয়ে শিং মাছের রেসিপি রান্না করে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন আসলে শিং মাছের রেসিপি আমি আগে কখনো খাইনি আপনার রেসিপি তৈরি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের স্বার্থের জন্যে আজকাল আমরা সব ই করতে পারছি।সেটা হোক অন্যকে ছোট করা বা যা ইচ্ছা হয় তাই করা।কিন্তু পৃথিবীতে ভালো মানুষ আছে এখনো কিছু।কিন্তু আমি আপনার একটি কথার সাথে একমত হতে পারলাম না।সবসময় চুপ থেকে খারাপ কে প্রশ্রয় দেওয়া অন্যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাফিজ ভাই আমার তো এখন মনে হয় আমরা প্রতিটা মানুষ মুখোশ পরে সবসময় অভিনয় করে চলেছি। মুখোশের আড়ালে ঠিক যেন ভিন্ন একটা রূপ। এসব কথা আর নাইবা বলি। শিং মাছ খেতে ভীষণ মজার। যদি দেশি শিং মাছ হয় তাহলে তো কথাই নেই। গত সপ্তাহে বোনের বাড়িতে কচুর মুখ দিয়ে শিং মাছ খেয়েছিলাম। বেশ ভালই লেগেছিল। আজকে বরবটি দিয়ে নতুন ধরনের রান্না দেখলাম। এটাও নিঃসন্দেহে অনেক মজার হবে খেতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া আজকাল কারো সমস্যা আমাদের কাছে সমস্যা মনে হয় না। সবাই সব সময় নিজের দিকটাই ভাবে। যাইহোক, বরবটি আলু দিয়ে আপনি অনেক মজাদার শিং মাছের রেসিপি তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কার এত সাহস মিথ্যা অপবাদ দেয়,🤪আমারে খালি বলেন।🤪🤪 হি হি।আসলে আশে পাশে এই রকম মানুষ না থাকলে ভালো সময় গুলো উপভোগ করা যেত না।
যাই হোক বেশ মজা হয়েছে মনে হচ্ছে বরবটি আলু দিয়ে শিং মাছের রেসিপি।আগে বরবটিকে বডবডি বলতাম🤪।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরবটি আলু দিয়ে শিং মাছের রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হবে। মাছের কালারটি এবং প্রস্তুত প্রনালী দেখে মনে হচ্ছে বেশ লোভনীয় হয়েছে। অসম্ভব সুন্দরভাবে আপনার রেসিপিটির প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরবটি আলু দিয়ে শিং মাছের রেসিপি রান্না করেছেন দেখে তো খেতে ইচ্ছা করছে। আমার কাছে শিং মাছ আর বরবটি দুটো অনেক পছন্দ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিটি ধাপ সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল 🤲🤲
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান পৃথিবী এমন হয়েছে যে মানুষ মানুষকে দোষারোপ করতে পারলে যেন তারা জীবনের সার্থকতা খুঁজে পাই। মূর্খ মানুষেরা ভাবে অন্যের উপর অন্যায় ভাবে দোষারোপ করলেই হয়তো কাজ সাধিত হবে কিন্তু অন্যের ক্ষতি চেয়ে কখনো যে নিজের ভালো হয় না তা মূর্খ মানুষেরা বোঝেনা। তবে যাই হোক ভাইয়া আজকের রেসিপিটি কিন্তু অসাধারণ হয়েছে। বরবটি আমার খুবই পছন্দের একটি সবজি। বরবটি আলু ও শিং মাছের আপনি খুবই সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমরা সবাই ভালো থাকার অভিনয় করছি। এই বিষয়টা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যখন মিথ্যা অপবাদ দেয়। অন্যের ভালো দেখতে না পেরে কিংবা অন্যের সাথে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা একটা কিছু রটিয়ে দেয়।দেশের যে অবস্থা অতিরিক্ত কিছু বলে ফেললে তথ্য অধিকার আইনের আওতায় পড়ে যেতে হবে। ্।ভাই আপনার ঝুলে রান্না তরকারিটি দেখে কিন্তু জিও ভাই একেবারে পানি এসে গেল সত্যি করে বলছি অনেক সুস্বাদু হয়েছে তরকারিটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যাপারটা হচ্ছে আমরা যদি কাউকে তার অন্যায়ের জন্য ক্ষমা করেও দেই প্রকৃতি তার বদলা ঠিক নিয়ে নেয়।
তবে ভীষণ কষ্ট লাগে যখন আপন মানুষগুলো শুধুমাত্র নিজের ভোগবিলাসের জন্য মুখোশের আড়ালে চলে যায় আর তাদের স্বার্থ হাসিল করতে থাকে। এ এক তিক্ত অনুভূতি যা প্রকাশ করা বেশ কঠিন। ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করতে হয় পারিপার্শ্বিক বিভিন্ন কারণে 😕
জীবন একটাই কিন্তু কেন এতো ছলনার আশ্রয় আর কেনইবা স্বার্থের এই খেলা।
স্বার্থপর মানুষগুলো বোঝেনা সবকিছু একদিন মাটি হয়ে যাবে। কেন স্বার্থের গন্ডি পেরিয়ে ভালোবাসার অনুভূতি নিয়ে আমাদের একটু ভালো রাখতে পারেনা ? এই প্রশ্ন আমি মাঝে মাঝেই ছুঁড়ে দেই বিধাতার কাছে।।।।।।
বরবটি আলু দিয়ে শিং মাছের রেসিপি দারুন ছিল ভাই। নিঃসন্দেহে এটা সুস্বাদু হয়েছে। আমার মেয়ে ঈলমা বেশ পছন্দ করে, মাঝে মাঝেই চেষ্টা করি কিনে আনার। কিন্তু সবসময়ই আর পারিনা 😕।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা সবাই খুব ভালো অভিনেতা। মনের ভেতর সাইক্লোন চলে গেলেও মুখ ভর্তি হাসি নিয়ে বলতে পারি ভালো আছি। আর সমস্যাগুলোকে মানিয়ে নিয়েই জীবনে এড়িয়ে যাই। তানাহলে যে জীবন যুদ্ধে পরাজিত সৈনিক হয়েই বেঁচে থাকতে হবে।
যাইহোক বরবটি ভর্তা ছাড়া অন্যভাবে খেতে পারিনা আমি। মাঝে মাঝে ভাজিটাও খাই তবে সেটাও খুব একটা ভালো লাগে না। আর বরবটির ঝোল তো কখনোই খাইনি। তাই বরবটি আলু দিয়ে শিং মাছের এই তরকারি টি কেমন হবে বুঝতে পারছি না। তবে দেখতে তো ভালোই লোভনীয় লাগছে। ট্রাই করে দেখবো একবার।
ধন্যবাদ ভাইয়া রেসিপিটি গুছিয়ে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিং মাছ এমনিতে খেতে আমি অনেক পছন্দ করি। বরবটি এবং আলু দিয়ে রান্না করা শিং মাছ দেখে সত্যিই জিভে জল চলে এলো। শিং মাছ রান্নার প্রক্রিয়াগুলো অতি চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন। বরবটি এবং আলু দিয়ে শিং মাছ রান্নার শেষ পর্যায়ে ধনিয়া পাতা দেওয়ার বিষয়টি আমার কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। অতি লোভনীয় একটি রেসিপ পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit