আবেগের কবিতা || আসবে কি এগিয়ে তুমি? || Original Poetry by @hafizullah

in hive-129948 •  3 days ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং চঞ্চল আছি, যদিও পারিবারিক অবস্থা নিয়ে বেশ ব্যস্ত আছি। এই মাস পুরোটাই আমার দৌড়ের উপর থাকতে হবে, কারন সব আয়োজন এই এক মাস ঘিরেই হয়ে থাকে আমার। সুতরাং পুরো বছরের মাঝে এই একটা মাস আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আরে ভাই বিশেষ গুরুত্ব না দিয়ে উপায় আছে, পরে না আবার বাড়িতে ঢোকাই নিষেধ হয়ে যায় হা হা হা হা। দিন পাল্টাইছে না, শুধু পাল্টায় নাই বরং ক্ষমতার লড়াইও বেড়েছে হি হি হি।

বাস্তবতা, সত্যি আমাদের প্রতিনিয়ত নতুন কিছুর সম্মুখীন করে এবং নতুনভাবে সব কিছুকে উপলব্ধি করতে শেখায়। আর এখানেই আমরা প্রতিনিয়ত নিজেদের পরিবর্তন করি। হ্যা, কখনো কখনো আমরা স্বার্থের জন্য এমনটা করি আবার কখনো কখনো আমরা সম্পর্কের তাগিদে সেটা করে থাকি। যাইহোক, আজকে একটা কবিতা শেয়ার করবো। কিছুটা আবেগ, কিছুটা ভালোবাসা এবং কিছুটা আকাংখা নিয়ে কবিতাটি লেখা। যদিও আমার কবিতাগুলো একটু ভিন্ন অর্থাৎ আমার মতোই হয়ে থাকে। কখনো ভালো হয় আবার কখনো মন্দ হয়, কিন্তু তবুও লেখার চেষ্টা করে যাই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

match-1899824_1280.jpg

আলোর মিছিলে আলোর সন্ধানে
আমি নতুন পথযাত্রী,
সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে খুঁজি
আমি নতুন অভিযাত্রী।

আলোর ছিটা-হৃদয়ের মমতা নিয়ে
আসবে কি এগিয়ে তুমি?
ভালোবাসার পরশে-হৃদয়ের শীতলতায়
আলোর সন্ধান দিবে কি তুমি?

অন্ধকারাচ্ছন্ন নির্জন পথে একাকী
আমি নতুন মুসাফির,
সীমানাহীন নিশ্চল মহাশূন্যে
আমি শঙ্কিত পথিক।

পথের দিশা-হৃদয়ের স্নেহতা নিয়ে
আসবে কি এগিয়ে তুমি?
ভালোবাসার উষ্ণতা- হৃদয়ের কোমলতায়
মানবতার সন্ধান দিবে কি তুমি?

অস্থির হৃদয়ে আমি সন্ত্রস্ত
কলঙ্কিত চারপাশের দৃশ্যাবলী,
নিরাশায় ভগ্নহৃদয়ে আমি বিষন্ন
বিকৃত মানবতায় বিব্রত প্রকৃতি।

তোমার মমতা-তোমার ভালোবাসা
পারবে কি জাগাতে দ্রোহিতা?
উষ্ণতার আলিঙ্গনে হৃদয়ের স্ফুলিঙ্গ
পারবে কি জ্বালাতে সকল কালিমা?

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করছেন। তার মধ্যেও ব্যস্ততা কাটিয়ে যেন সুন্দর এই কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

হুম, জীবন গতিশীল আর সেই গতিশীলতার জন্যই আমাদের অনেক প্রচেষ্টায় শামিল হতে হয়। ধন্যবাদ ভাই

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

বাঃ! খুব ভালো লাগলো আপনার কবিতাটি। সত্যিই আমরা প্রতিনিয়ত নিজেদের পরিবর্তন করে চলেছি। পরিবর্তনই তো জীবন।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, ভালো লেগেছে শুনে খুশি হলাম।

আমাদের জীবনটাই তো এরকম। আসলে আমরা অনেক কিছু নিজের স্বার্থের জন্য করি, আবার অনেক কিছু সম্পর্কের জন্য করি। যাইহোক অনেক সুন্দর কিছু অনুভূতি নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। অনেক কিছু আপনি এই কবিতার লাইন গুলোর মধ্যে তুলে ধরেছেন। অনেক ভালো লেগেছে আমার কাছে আপনার লেখা পুরো কবিতাটা।

একদমই, আমাদের জীবনটাই এমন। কিন্তু তবুও আমরা সম্পর্ককে ভালোবাসি। ধন্যবাদ

এই মাস পুরোটাই আমার দৌড়ের উপর থাকতে হবে, কারন সব আয়োজন এই এক মাস ঘিরেই হয়ে থাকে আমার।

ভাই দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলে একটু রেস্ট নিয়ে নিবেন হা হা হা। যাইহোক বুঝাই যাচ্ছে আপনি সবমিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন কিছুদিন ধরে। তবে এতো ব্যস্ততার মাঝেও চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার কবিতা গুলো পড়তে বরাবরই আমার খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

নাই রে ভাই বিবাহিত জীবনে সেই সুযোগটা একদমই নেই, এটাই পুরুষের জীবনের নির্মম বাস্তবতা। ধন্যবাদ

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



এত ব্যস্ততার মধ্যেও আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন। আবেগময় এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলেই আবেগময় কবিতা পড়তেও অনেক ভালো লাগে হৃদয়ের মধ্যে যেন অন্য রকম অনুভূতি কাজ করে।

আবেগ আছে বলেই আমাদের জীবন গতিশীল, না হলে সত্যি নিরস হয়ে যেতো জীবন। অনেক ধন্যবাদ

জীবন মানেই তো এক প্রকারের দৌড় প্রতিযোগিতা। শুধু দৌড়াতেই হয় ভাইয়া। ভাইয়া আপনি চমৎকার কবিতা লিখেছেন। কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। মুগ্ধ হয়েছি কবিতার লাইন গুলো পড়ে। অসাধারণ হয়েছে ভাইয়া।

হুম, আমি আপনি সবাই সেই দৌড়ে প্রতিযোগি, যেখানে থামার কোন সুযোগ নেই। ধন্যবাদ ভাই

অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা সুন্দর একটি আবেগের কবিতা দেখে। কবিতার লাইনগুলো বেশ চমৎকার ছিল ভাইয়া। আপনারা লেখা কবিতা আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে। যখনই আপনার কবিতাগুলো সামনে আসে আমি একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করে থাকি যারা নিজের মধ্যেও ভালো কোন কবিতা লেখার অনুভূতি তৈরি করতে পারি। কারণ একে অন্যের দ্বারা প্রভাবিত হয়। সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

সত্যিই বাস্তবতা আমাদের কে অনেক কিছু শেখায়। কখনো ভাঙ্গা কখনো গড়ার জন্য সবকিছু করা। এত ব্যস্ততার মাঝেও দারুন একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। আপনার আবেগের কবিতাগুলো বরাবরই ভালো হয়।অনেক ধন্যবাদ ভাই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আজ আপনি আমাদের মাঝে অসাধারণ একটা কবিতা শেয়ার করেছেন। আসলে মাঝে মাঝে মনে হয় যে আপনি একজন প্রফেশনাল কবি। কেননা আপনার কবিতার লাইনগুলো পড়লে মনে হয় আমি কোন প্রফেশনাল কবির কবিতা পড়ছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।