সবুজ প্রকৃতি ও আড়ালে থাকা বাস্তবতা || Original Photography by @hafizullah

in hive-129948 •  6 months ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। ভালোর সাথে সাথে চঞ্চল থাকার চেষ্টা করছি, যদিও সমস্যাগুলোর সাথে চাপের মাত্রাটাও আগের মতো আছে। আসলে এটা সর্বদা গতিশীল থাকবে, এটাই হয়তো জীবন। কখনো উচ্চচাপ আবার কখনো নিন্মচাপ, এর মাঝেই আমাদের গতিশীল থাকার চেষ্টা করতে হবে এবং কাংখিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কখনো হয়তো হাসবো আবার কখনো হয়তো কাঁদবো, উভয়ের সাথে সমাঝোতা করে এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে হবে, এখানে থেমে যাওয়ার কোন সুযোগ নেই। হয়তো মাঝে মাঝে চাহিদার সীমানা ছোট করে আনতে হবে আবার মাঝে মাঝে স্বপ্নের কালার পরিবর্তন করতে হবে।

এটা হলো ছাড় দেয়ার মানসিকতা, পরিস্থিতি বিবেচনায় কিংবা আপদকালীন সমস্যায় কিছু কিছু বিষয় বাদ দিয়ে চাহিদাকে ছোট করে আনা, আবার সময়ের সাথে সাথে অবস্থা বুঝে কাংখিত বিষয়গুলোর প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করা, এটাই জীবনের জোয়ার ভাটা, সময়ের সাথে সাথে যার গতি বাড়ে আবার হ্রাস পায়। সুতরাং জীবনের গতিকে ঠিক রাখতে হলে সময়ের এই বিশেষ প্রয়োজনের প্রতি আমাদের যত্নশীল হতে হবে এবং কাংখিত পদক্ষেপ নেয়ার মাধ্যমে নিজেকে ধরে রাখতে হবে। যদি না পারি? তাহলে আর কিছুই করার থাকবে না, হতাশার অন্ধকারাচ্ছন্নময় সীমানায় হারিয়ে যেতে হবে সেখানে আলোর কোন শিখা নেই, নেই নিজেকে ফিরে পাওয়ার কোন সম্ভাবনা!

IMG_20240405_104713.jpg

যাইহোক, পরিস্থিতি হয়তো মাঝে মাঝে আমাদের অনেক কিছু শেখায়, নতুন অভিজ্ঞতায় নিজেকে পরিবর্তন করার সুযোগ করে দেয়। যারা পরিবর্তন হতে পারে তারা ঠিক এগিয়ে যায় আর যারা কিছু শেখে না তারা আগের মতোই অন্ধকারে আলো খুঁজে যায়। আজকে অবশ্য প্রকৃতির কিছৃ দৃশ্য শেয়ার করবো, সবুজ সতেজতার স্নিগ্ধতায় হৃদয় সজীব করে নেয়ার চেষ্টা করবো। এখানে আমাদের অনেক কিছু শেখার আছে, প্রকৃতির উদারতা, ভালোবাসা এবং ধরিত্রী রক্ষায় আত্মত্যাগের মহিমা। যদিও এসব আমাদের মাথায় ঢুকে না কখনো।

IMG_20240405_104405.jpg

IMG_20240405_104408.jpg

সবুজ সুন্দর বিস্তৃত ফসলের হাসি এখন খুব একটা আগের মতো নেই, কারন আমাদের মাঝে এবং সমাজের কৃষকদের মাঝে এক ধরনের হতাশা কাজ করতে শুরু করে দিয়েছে, তাই কৃষক আগের মতো ফসলের প্রতি আর আগ্রহ খুঁজে পাচ্ছেন না। কৃষক এবং সাধারণ ভোক্তাদের মাঝে একটা নতুন শ্রেণী তৈরী হয়ে গিয়েছে, যাদের দৌরাত্ম্যে কৃষক যেমন ন্যায্য দাম পাচ্ছে না ফসলের ঠিক তেমনি সাধারণ ভোক্তাগণও অধীক দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন।

IMG_20240405_104643.jpg

IMG_20240405_104801.jpg

দেখুন যেখানে দুই বছর আগেও আমাদের দেশের আলু এগারোটি দেশে রপ্তানী হয়েছে, সেখানে আজ বিদেশ হতে আলু কিনে দেশের চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। যেখানে দুই বছর আগেও আলুর দাম চল্লিশ টাকার উপরে উঠতো না সেখানে এখন সত্তর টাকার নিচে নামছে না। এক বিচিত্র অনুভূতির গল্প হতে পারে এটা আমাদের জন্য এবং কৃষকদের জন্য। যেখানে সবাই এগিয়ে যায় সেখানে আমরা দিন দিন পিছিয়ে যাই। প্রকৃতির মতো আমাদের সজীবতাও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু কৃষক কৃষিতে আগ্রহ ধরে রাখতে পারছে না সেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো বাধ্য হয়েই আমদানি করতে হচ্ছে। মাঝে থাকা এই সিন্ডিকেট যতদিন ভাঙ্গা যাবে না ততোদিন এই সমস্যার সমাধান হবে না।

IMG_20240405_104653.jpg

IMG_20240405_104815.jpg

তারিখঃ এপ্রিল ০৫, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া তার মাঝে ভেতরে লেখাগুলো অপূর্ব ভাবে তুলে ধরেছেন। আমি পড় মুগ্ধ হয়ে গেছি। ভাইয়া প্রকৃতির সাথে আমাদের সবাইকে মানিয়ে চলতে হবে। কখনো হাসবো কখনো কাঁদবো এখানে যে প্রকৃতির আড়ালে থাকা বাস্তবতা সকল বিষয়ের সাথে মেনে নিয়ে যেতে পারবে সেই গেইনার। ঠিক বলেছেন কৃষকরাও এখন তাদের ন্যায্য মূল্য না পেয়ে আগের মতো চাষের প্রতি আগ্রহ আগ্রহ হারিয়ে ফেলেছি। সেই প্রভাব আমাদের বাজারগুলোতেও পড়েছে।

আসলে বিভিন্ন রকম চাপ আমাদের মাঝে তো সব সময় থাকবেই। আর ভিন্ন ভিন্ন রকম পরিস্থিতিতে আমরা অন্যরকম হয়ে যাই। পরিস্থিতি কিন্তু আমাদেরকে অনেক কিছুই শেখায়। আর আমরা যদি শিখতে পারি তাহলে ভালো কিছু অবশ্যই করতে পারবো। শিখতে না পারলে কখনো কিছু করতে পারবো না। এ কথাগুলো কিন্তু একেবারে সত্য। সবকিছুর মাঝে আপনি বাস্তবতা কে সুন্দর করে তুলে ধরেছেন, দেখে অনেক ভালো লেগেছে ভাইয়া। যে কৃষকদের জন্য আমরা সবকিছু পাচ্ছি, তারা কিন্তু নিজেদের ন্যায্য মূল্যটা এখনো পাচ্ছে না। ভালো লাগলো আপনার সবগুলো লেখা।

সত্যি কিন্তু এখন অনেক কৃষক তাদের ফসলের সঠিক দাম না পেয়ে কৃষি কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এক সময় শুনতাম যে আমদের দেশ হলো সুজলা সুফলা আর শস্য শ্যামলা। যার অনেক কিছুই বিদেশে রপ্তানি করা হতো । আর এখন তো দেখছি অনেক কিছুই বিদেশ থেকে আমদানি করা হয়। সুন্দর লিখেছেন ভাইয়া।

সমস্যা যেখানে সমাধান সেখানে। সুন্দর সুন্দর সমস্যা তৈরি হবে এবং সুন্দর সুন্দর সমাধান খুঁজে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবকিছুর পাশাপাশি আমাদেরকে ভারস্যমতা বজায় রেখে চলতে হবে এই তো জীবন। জীবন যেখানে সমস্যাও সেখানে হতাশ হয়না মানিয়ে নিই হা হা হা। আমাদের কৃষি বাজে অবস্থায় এখন। কারণ যেখানে এক কেজি আলু্র দাম 70 টাকা করে। বাহ! এই নাকি কৃষির মূল্যায়ন দেশের। দিন দিন চাষ করার চাহিদা ও হারিয়ে ফেলতেছে কৃষকরা। এমন পরিস্থিতি দেখলে অনেক খারাপ লাগে দেশের। ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি পড়ে। আপনার সাথে সব সময় সহমত পোষণ করি আমি।

কৃষকেরা ন্যায্যমূল্য পায় না একমাত্র সিন্ডিকেট এর কারণে। তাইতো বেশিরভাগ কৃষকেরা অন্য কোনো পেশার সাথে জড়িয়ে গিয়েছে। কৃষিপ্রধান দেশ হয়েও আমরা এখন বাহিরের দেশ থেকে আলু পেঁয়াজ আমদানি করি,যা ভাবলে আসলেই অবাক লাগে। যাইহোক প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছি ভাই। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।