"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১২ || শেয়ার করো তোমার লেখা সেরা - প্রেমের কবিতা (Entry Closed)

in hive-129948 •  3 years ago  (edited)

Contest-Cover Ann2.png


চলছে এখন ফেব্রুয়ারী মাস, আর ফেব্রুয়ারী মাস মানে ভিন্ন এক অনুভূতির মাস। আসলে আমরা সবাই জানি যতগুলো দিবস রয়েছে ফেব্রুয়ারী মাসে সবগুলোই কমবেশী ভালোবাসার অনুভূতির সাথে সম্পর্কিত। যার কারনে ফেব্রুয়ারী মাস আসলে আমাদের ভেতরের অনুভূতিগুলো কিছুটা বেশী জাগ্রত থাকে। আমি জানি না আপনাদের অবস্থা কি রকম, তবে আমার নিজেরটা তো বলতে পারি তাই না হা হা হা।

যাইহোক, প্রতিটি নতুন অনুভূতির পেছনে একটা কিন্তু কাজ করে, হয়তো কারো ক্ষেত্রে এই কিন্তুটা ফেব্রুয়ারী মাস, হয়তো কারো ক্ষেত্রে এই কিন্তুটা ফেব্রুয়ারী মাসের কোন নির্দিষ্ট তারিখ, হয়তো কারো কারো ক্ষেত্রে অন্য কিছু প্রভাবিত করে । তবে সে যাই থাকুক না কেন, আমরা অনুভূতিগুলোকে একটু ছন্দময় আকারে দেখতে চাই, একটু ভিন্নভাবে সেটাকে উপলব্ধি করতে চাই এবং সকলের সাথে সেটা ভাগ করে নিতে ইচ্ছুক।

আর এই লক্ষ্যকে সম্মুখে রেখেই আমার বাংলা ব্লগের পক্ষ হতে আমাদের এবারের প্রতিযোগিতা। ভালোবাসার মানুষটিকে শুভেচ্ছা কিংবা মনের অনুভূতির কথা জানানোর ছন্দময় লাইনগুলোও আমরা জানতে চাই এবং সবাইকে জানাতে চাই। হ্যা আপনাদের সকলের জন্যই এই সুযোগটি উন্মুক্ত। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা-১২ এ অংশগ্রহণের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন আপনার লেখা সেরা প্রেমের কবিতাটি। তাহলে আর দেরী কেন? আমাদের সাথে ভাগ করে নিন আপনার লেখা সেরা কবিতাটি আর সুযোগ নিন পুরস্কার হিসেবে স্টিম জেতার।

নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার আপনার লেখা সেরা প্রেমের কবিতায় কমপক্ষে ১৫০ শব্দ থাকতে হবে, সেটা যেন অনু কবিতা না হয়ে যায়।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।
  • আপনার কবিতাটির শুরুতে কবিতা সম্পর্কে কিছু অনুভূতি শেয়ার করতে হবে।
  • কারো লেখা কিংবা কবিতা কপি করা যাবে না।
  • অংশগ্রহনের সময় সীমা ১৭ ফেব্রুয়ারী, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-12 এবং #poetry এই দুটি ট্যাগ ব্যবহার করবেন।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহন বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকুন।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করে, আংশগ্রহন নিশ্চিত করবেন।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking
@winklesAdmin India RegionAll administrative works in India region


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯ টায় । আমাদের কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে

break.png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

"আমার অংশগ্রহণের পোস্ট লিংক"

https://steemit.com/hive-129948/@rafi4444/uu9wc-or-or-or-or

ধন্যবাদ অংশগ্রহন করার জন্য।

আমার অংশগ্রহণঃ https://steemit.com/hive-129948/@ripon40/5rgfvb-or-or-or-or

আমার অংশগ্রহণ : https://steemit.com/hive-129948/@emon42/or-or-shy-fox

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

💖💖

ধন্যবাদ ভাই আপনার প্রেমের কবিতা নিয়ে অংশগ্রহন করার জন্য।

ভাইয়া এটা খুব কঠিন প্রতিযোগিতা আমার কাছে। আমার তো প্রেমের কবিতা মাথায় আছে না।তবে খুব সুন্দর প্রতিযোগিতা।যাক এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর প্রেমের কবিতা পড়তে পারবো।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

তবে আপনার নিকট হতে ভালোবাসার সুন্দর একটি কবিতা চাই আমরা, বৌদি আপনি অনেক সুন্দর কবিতা লিখেন। তাই আপনার অংশগ্রহণ থাকতে হবে না হলে প্রতিযোগিতা পূর্ণতা পাবে না কিন্তু। ধন্যবাদ ভালো থাকবেন।

ভাইয়া আমি চেষ্টা অংশগ্রহণ করার।

বৌদি আমি অপেক্ষায় রইলাম আপনার লেখা প্রেমের কবিতা পড়ার।কারণ আপনার প্রতিটি কবিতায় আপনার ভেতরে কতটা সৌন্দর্য আছে তা প্রকাশ পায়।আমি পড়ি আর অবাক হই। এবার কিন্তু উজাড় করা ভালোবাসাময় কবিতা উপহার দিতে হবে!

  ·  3 years ago (edited)

এমনিতেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখি।তবে এত সুন্দর একটি প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করবো সত্যিই দারুন একটা ব্যাপার।ধন্যবাদ ভাই এতসুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার।

আমার অংশগ্রহণের পোস্ট লিংক
https://steemit.com/hive-129948/@blacks/7wwiwf

ধন্যবাদ দাদা অংশগ্রহণ করার মাধ্যমে আপনার চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য।

আমার অংশগ্রহণঃ- প্রেমের কবিতা

https://steemit.com/hive-129948/@jibon47/or-or-or-or-or

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য ভাই।

এবারের প্রতিযোগিতা অনেক ভালো হয়েছে। সুন্দর সুন্দর প্রেমের কবিতা পড়তে পারবো। সবার জন্য শুভ কামনা রইলো

আশা করছি সুন্দর প্রেমের কবিতা নিয়ে অংশগ্রহণ করবেন।

ভালোবাসার এই মাসে সকলে মন খুলে ছন্দের মাধ্যমে নিজের অনুভূতিগুলো প্রকাশকরা সুবর্ণ সুযোগ। তো দেরি না করে সফলে এই কনটেস্টে গ্রহণ করে ফেলুন। এবং সকলের সাথে তা ভাগ করে নিন। সকলের অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য।

জ্বী ভাই আমরাও অপেক্ষায় আছি আবেগ মেশানো ভালোবাসার কবিতা পড়ার জন্য অপনার পক্ষ হতে।

ওয়াও অনেক সুন্দর একটি প্রতিযোগিতা ।প্রেমের কবিতা লেখা নিয়ে প্রতিযোগিতা সত্যি অসাধারন।কিন্তু একটু চিন্তায়😇 পরে গেলাম- প্রেমের কবিতা লিখতে হলে তো প্রথমত কারো প্রেমে 😃 পড়তে হবে, তা না হলে তো কবিতা বের হবে না হৃদয়ের মাঝখান থেকে। ।ধন্যবাদ ভাইয়া আপনি একটি সুন্দর প্রতিযোগিতা সুযোগ করে দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

হা হা হা চিন্তার কোন কারন নেই ভালোবাসার মানুষকে নিয়ে লিখে ফেলুন দারুন একটা কবিতা।

ধন্যবাদ আপু।

আমার অংশগ্রহণঃ- ⬇️

https://steemit.com/hive-129948/@farhanshadik/2kshwy-or-or

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

আমার অংশগ্রহণ।
https://steemit.com/hive-129948/@alauddinpabel/3qksdb-or-or

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

আমার অংশগ্রহন :

https://steemit.com/hive-129948/@gorllara/or-or-or-or

ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাই অংশগ্রহণ করার জন্য।

সত্যি ভাইয়া আজকে কেন যেন ভয় লাগছে।এটা সত্য কথা ফেব্রুয়ারি মাস আমাদের একটি বিশেষ অনুভূতির মাস।। এ মাসেই আমাদের ভাষা দিবস। আবার এ মাসেই আমাদের ভালোবাসা দিবসে।সত্যিই এতগুলো ভালোবাসা দিবসে ভালোবাসার কবিতা উপস্থাপন করা একটু বড়ই কঠিন কাজ। তবুও চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ এতো চমৎকার একটি আয়োজন করার জন্য।♥♥

এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করায় আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন এবং মডারেটরদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি সবাই অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আসলে আমার বাংলা ব্লগ মানে নতুন কিছু আবির্ভাব হওয়া।

এত চমৎকার একটি প্রতিযোগিতার সুযোগ করে দেয়ার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ এবং সকল মডারেটরদের। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে।

আমার SP 15..আমি কি এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারবো?

দারুণ উদ্যোগ। এর আগে কোন প্রতিযোগিতায় অংশ নেয়া হয়নি এবার নিশ্চই অংশ গ্রহন করবো কারণ আমি কবিতা লিখতে, পড়তে ভালোবাসি।

সুন্দর একটি কনটেস্টের আয়োজন করেছেন ভাই।রোমান্টিক মাসের রোমান্টিক একটি কনটেস্ট।আমাদের সকলের উচিত আমরা যারা কবিতা লিখতে পারি তাদের এই কনটেস্ট এ পার্টিসিপেট করা।ধন্যবাদ আপনাকে।

অনেক বছর হলো কবিতা লেখা হয়না। এই কন্টেস্ট এর সুবাদে লেখা হবে আবার। জানিনা কেমন হবে । তবে চেস্টা করবো আমি। দেখি কি হয়। ধন্যবাদ সবাইকে।

ভাইয়া প্রথমে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি আমার নিজের জন্য প্রেমের কাহিনী লিখেছিলাম কিন্তু কখনও কবিতা লেখা হয়নি। তবে এবার আপনার এত সুন্দর প্রতিযোগিতার জন্য মনে হয় লিখতেই হবে। আমি তেমন কোনো কবিতা লিখতে পারি না তারজন্য জানি না ভালো হবে কি না।

সময়োপযোগী এমন একটি প্রতিযোগিতায় আনন্দের সাথে অংশগ্রহণ করার চেষ্টা করব, ইনশাল্লাহ।

আমার বাংলা ব্লগ মানেই হলো ইউনিক প্রতিযোগিতা ভালো বাসার মাস ফেব্রুয়ারি সকল অনুভুতি এই মাসেই বেশি প্রকাশিত হয়।

কবি না হয়েও মানুষ প্রিয় মানুষ কে নিয়ে কবিতা লিখে থাকে এই মাসেই।সবাই নিজের মতো চেষ্টা করবে অভিনন্দন রইলো সবার জন্য আর আপনার জন্য ভালোবাশা ভাইয়া😘

বাহ অনেক সুন্দর একটি কনটেস্ট। আশাকরছি অনেক সুন্দর সুন্দর কবিতা দেখব এবং পড়ব। আমি অংশগ্রহণ করার চেষ্টা করব। এবং পুরষ্কার টাও অনেক দেখছি।

এবার চলে এলো প্রেমের কবিতা,
এটি সুনে মনে ভেসে উঠে সেই তেমার ছবিটা।

ভালো কিছু প্রেমের কবিতা পড়তে পারবো এই ভেবে ভালো লাগছে।

কি যে লিখা যায় সেই চিন্তায় আছি।মাথায় তো কবিতার লাইন ই আসছেনা।কবিতা বেশ কঠিন কিন্তু লিখা।অনেকে ভাবে সহজেই লিখে ফেলা যাবে।

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১২

আমার অংশগ্রহন


আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ১২.jpg


কবিতার নাম ~ টুম্পা আমার রানী~ প্রতিযোগিতা ১২ [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

আপনার প্রেমের কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

প্রেমের কবিতা নতুন প্রতিযোগিতা , আমার জন্য খুবই কঠিন।কারণ কখনো তো প্রেম করিনি তাই ভাবতে হবে লিখতে হলে।তবুও অবশ্যই চেষ্টা করতে পারি।ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

এবার অভিক্ষ কবিতা প্রেমিরা সব সামনে আসবে ।যার মনের যতো কথা ফুটে কবিতা আকারে বের হবে ।আসোলেই ভাল লাগবে পড়ে ।উহ ।সময়টা যা হবে ।

আমার অংশগ্রহণ 😘🥰🥰

IMG_20220213_185349.jpg

https://steemit.com/hive-129948/@ashik333/5ny46r-or-or

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

🥰🥰🥰

আমরা যারা সিঙেল তাদের জন্য কি কিছু হবেনা। 😇আজ ভালবাসার মাসে কোনো বিশেষ দিন নাই, বিশেষ অনুভুতি নাই বলে কি কবিতা লিখব না অবশ্যই লিখব কবিতা। সকল প্রিয় মানুষের নিয়ে লিখব। এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য ধন্যবাদ ।

প্রেমিক মন মনের অগোচরে প্রেমের কবিতা লিখে। প্রেমে পড়লে মানুষ কবিতা লিখতে ভালোবাসে। হয়তো সেটা ক্ষণিকের ভালোলাগাও হতে পারে। তবুও অনুভূতিগুলো ভালোবাসার। তবে যাই হোক ভালোবাসা দিবসকে সামনে রেখে খুবই চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রেমিক মন তার অব্যক্ত ভালোলাগার কথা গুলো কবিতায় প্রকাশ করবে। আশা করছি সকলে তাদের প্রিয় মানুষদের নিয়ে লেখা কবিতা গুলো সুন্দর ভাবে উপস্থাপন করবে।

প্রেমের কবিতা কন্টেস্ট আয়োজন করার জন্য এডমিন প্যানেলকে অনেক ধন্যবাদ। নিজে তো কবিতা লিখতে পারিনা, তাই এবার কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।

এটা বললে হবে না, আপনার ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে লিখে ফেলুন একটা কবিতা, ঠিক ঠিক হয়ে যাবে। ধন্যবাদ

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। আমি অবশ্যই চেষ্টা করব।

খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। ভালোবাসার এই মাসে আমরা সবাই সুন্দরভাবে ছন্দ কবিতার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করব। প্রতিযোগিতাটি আমার খুবই ভালো লেগেছে।

ভাইয়া অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। যাক এই সুযোগে আমরা অনেকগুলো প্রেমের কবিতা পড়তে পারবো। তবে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি চেষ্টা করে দেখব পারি কিনা যদি লিখতে পারি তাহলে অবশ্যই অংশগ্রহণ করব। প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@selinasathi1/12-love

ধন্যবাদ আপু অংশগ্রহণ করার জন্য।

♥♥

ভাইয়া অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়জন করেছেন ৷ যদিও আমি এখনো কবিতা লিখি নি ৷তবুও চেষ্টা করব প্রেমের কবিতা লিখার

ধন্যবাদ আপু।

ধন্যবাদ

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ

IMG20220211160508_01.jpg

প্রেমের কবিতা :- জীবন ঘুর্ণির এক ঝড়ে।

ধন্যবাদ ভাই অংশগ্রহণ করার জন্য ।

চলছে এখন ফেব্রুয়ারী মাস, আর ফেব্রুয়ারী মাস মানে ভিন্ন এক অনুভূতির মাস।

ফেব্রুয়ারি মাস মানেই অন্যরকম এক অনুভুতির মাস। এই মাসে প্রত্যেকটি মানুষের মাঝে ভিন্ন ভিন্ন অনুভূতি কাজ করে। হয়তো কারো ভালোবাসার অনুভূতি, না হয় কারো ভালোলাগার অনুভূতি। সব অনুভূতি গুলোকে যে যার মতো করে প্রকাশ করতে অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। প্রিয় মানুষের জন্য ভালোবাসার একটি মিষ্টি কবিতা লিখে সবাই তাদের মনের ভাব প্রকাশ করবে এই প্রতিযোগিতার মাধ্যমে। সবার মনের অগোচরে লুকানো প্রেমের কবিতা গুলো প্রকাশ পাবে এই প্রতিযোগিতায়। প্রিয় মানুষ কে উদ্দেশ্য করে লেখা মধুর মধুর কবিতা গুলো পড়ার জন্য অপেক্ষায় রইলাম । দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ধন্যবাদ জানাচ্ছি।

হ্যা, সেটাই আপনার অনুভূতিগুলো জানার অপেক্ষা থাকলাম। ধন্যবাদ

  ·  3 years ago (edited)

আমার অংশগ্রহন : প্রেমের কবিতা
https://steemit.com/hive-129948/@sonia39/72uo4b-shy-fox

ধন্যবাদ আপু

আমার অংশগ্রহণের লিংক।
https://steemit.com/hive-129948/@tanjima/or-or-or-or-10-beneficiary-to-shy-fox

ধন্যবাদ আপু।

আমার অংশগ্রহণ--
https://steemit.com/hive-129948/@green015/3le4ad-or-or

ধন্যবাদ আপু।

চলমান প্রেমের কবিতা প্রতিযোগীতায় আমার অংশগ্রহণ ❤️❤️
লিংক

ধন্যবাদ ভাই

খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন । এর মাধ্যমে আমাদের মেধা সৃজনশীলতা প্রকাশ পাবে। সেই সাথে লেখার দক্ষ হাত সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন একটি প্রতিযোগিতার আয়োজন করায় অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যেমে নতুন সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। ইনশাআল্লাহ চেষ্টা করবো কনটেস্টে অংশগ্রহণের। আর সবার জন্য শুভকামনা রইলো যারা যারা অংশগ্রহণ গ্রহণ করবে।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর অংশগ্রহণের জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে অংশগ্রহণ করার জন্য।

আপু আপনার সুন্দর কবিতা ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।

আমার অংশগ্রহণ লিংকঃ

https://steemit.com/hive-129948/@haideremtiaz/5fvlqw-or-or

অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য ভাই।

প্রেমের কবিতা প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ,
https://steemit.com/hive-129948/@alamin-islam/or-or-or-or-10-beneficiary-to-shy-fox-or-or

শুভ কামনা রইল আপনার ভাই, কবিতাটি শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে কবিতার মাধ্যমে অংশগ্রহন করার জন্য।

ভালবাসা অবিরাম শ্রদ্ধেয়। আপনাদের দেওয়া এমন সুযোগে অংশগ্রহন করতে পেরে অনেক ভালো লাগছে।আপনাদের সান্নিধ্যে থেকে আরো দূরের পথে যাত্রা হোক।

আমার অংশগ্রহণের পোস্ট লিংক

https://steemit.com/hive-129948/@nusuranur/7dcadk-or-or-or-or

শাড়ি পড়া কবিদের দেখতে ভালই লাগে না না কবিতা পড়তে ভালোই লাগে, হা হা হা। ধন্যবাদ

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-12 এ অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ।

হাফিজ ভাই, আপনার প্রতিযোগিতাতে অংশ গ্রহণ করবোনা এমন টা ভাবা যায় না । ভালো হোক বা মন্দ, অংশগ্রহণ করা টায় বড় কথা। আর সেখান থেকেই আমার ক্ষুদ্র প্রচেষ্টা।

https://steemit.com/hive-129948/@roy.sajib/or-or

খুশি হলাম ভাই আপনার কবিতা দেখে, অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

"আমার অংশগ্রহণের পোস্ট লিংক"
https://steemit.com/hive-129948/@kibreay001/4siabk

অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য, কবিতা ভাগ করে নেয়ার জন্য। ধন্যবাদ

ধন্যবাদ ভাই আপনার অংশগ্রহন নিশ্চিত করার জন্য, শুভ কামনা রইল।

ভাইয়া এমন একটা প্রতিযোগিতা দিলেন, আমি তো কবিতা লিখতে পারিনা। কিন্তু অসাধারণ হয়েছে প্রতিযোগিতাটি। দেখা যাবে কে কত সুন্দর ভাবে ভালোবাসার অনুভূতি শেয়ার করতে পারে। সবার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু