জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার || Bengali Recipe by @hafizullah

in hive-129948 •  3 years ago 

Recipe Cover.png

হ্যালো বন্ধুরা,

আচার নামটা শুনলেই অনেকেই মুখে জল চলে আসে, আসলে এই জলটা সাভাবিক কারন আচার এমন একটা জিনিষ যার নাম শুনা মাত্রই ভিন্ন একটা অনুভূতি কাজ করা শুরু করে দেয়। এছাড়া এই রকম অনুভূতির আরো অনেক আচার আছে, তবে ‍তেঁতুল অন্যতম একটি। আমার এখনো মনে আছে খুব খেতাম স্কুল জীবনে তেঁতুলের আচার, সবাই ভয় দেখাইতো বেশী খেলে নাকি রক্ত পানি হয়ে যায়, আমি উত্তর দিতাম তাহলে আর কষ্ট করে পানি খাওয়া লাগবে না, হা হা হা হা।

তবে এটা কিন্তু সত্য, সবাই টক পছন্দ করেন না কিংবা টক খেতে পারেন না, আরে ভাই সবাইতো আমার মতো না। বলে রাখছি আমার দুই বোন ছিলো, তারা খুব টক খেতে পছন্দ করতো। যার কারনে বাড়ীতে নিয়মিত আচার তৈরী করা হতো, আর আমিও সেই সুযোগে আচার খেতাম, ভাগের অংশ ভুলেও ছাড়তাম না, হি হি হি হি। এটাও সত্য যে আচার কিংবা টক খাওয়ার অভ্যেসটা বোনদের দেখেই শিখেছি। তবে এখনো কিন্তু সেই অভ্যেসটা ধরে রেখেছি। যার কারনে আপনাদের ভাবিও নিয়মিত আচার তৈরী করেন। আজকের যে রেসিপিটি শেয়ার করবো এর পুরো কৃতিত্ব কিন্তু আপনাদের ভাবির, তবে আমারও আছে কিন্তু বলে দিলাম।

আজকের রেসিপিটি হলো জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরীর। এখানে একটু ভিন্নভাবে তৈরী করা হয়েছে এই আচারটি। আসলে আচারের নামটি এক হলেও বানানোর পদ্ধতিটি কিন্তু একটু ব্যতিক্রম। হয়তো অনেকেই এভাবে আচার তৈরী করেন আবার হয়তো অনেকের কাছে এই পদ্ধতিটি নতুন মনে হতে পারে। যাইহোক চলুন আগে রেসিপিটি দেখি-

জলাপাই (2).jpg

উপকরন সমূহঃ

  • জলপাই
  • চিনি
  • লবন
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • পাঁচফোড়ন
  • দারচিনি
  • এলাচ
  • ধনিয়া
  • তেজপাতা
  • শুকনা মরিচ
  • ভিনেগার
  • সরিষার তেল।

প্রস্তুত প্রণালীঃ

জলাপাই (3).jpg

জলাপাই (4).jpg

প্রথমে আমরা জলপাইগুলোকে পরিস্কার করে নেব তারপর একটি কড়াইতে নিয়ে সাথে একটু পানি, লবন এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে।

জলাপাই (5).jpg

জলাপাই (6).jpg

জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলো একটি প্লেটে নামিয়ে রাখবো এবং গরম থাকা অবস্থায় একটি চামচ দিয়ে জলপাইগুলো গালিয়ে নিবো।

জলাপাই (7).jpg

দেখুন কি রকমভাবে গালিয়ে নিয়েছি, দেখতে ঠিক ভর্তা মনে হচ্ছে। যেহেতু এগুলো একটু ভেজা রয়েছে, সেই জন্য এগুলোকে কিছু সময়ের জন্য রোদে শুকাতে দেয়া হবে এখন। আপনারা চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন।

জলাপাই (8).jpg

জলাপাই (9).jpg

এরপর একটি প্যান চুলায় দিবো, সেটা গরম হলে শুকনা মরিচ, পাঁচফোড়ন ও ধনিয়াগুলো ভেজে নামিয়ে রাখবো। তারপর এগুলো গুড়া করে নিবো।

জলাপাই (10).jpg

জলাপাই (11).jpg

আবার কড়াই চুলায় দিবো এবং সরিষার তেল দিয়ে গরম করবো সাথে হালকা কিছু পাঁচফোড়ন দিয়ে দিবো।

জলাপাই (12).jpg

জলাপাই (13).jpg

এরপর সেগুলোর মাঝে এলাচ, দারুচিনি, তেজপাতা দিবো, তারপর সেদ্ধ করে গলিয়ে রাখা জলপাইগুলো দিবো এবং অল্প পরিমানে মরিচ গুড়া ও লবন দিবো।

জলাপাই (14).jpg

জলাপাই (15).jpg

তারপর প্রয়োজন মতো চিনি দিবো এবং সেগুলোকে গলিয়ে নেব, প্রয়োজনে চুলার আচ একটু কমিয়ে নিতে পারেন।

জলাপাই (16).jpg

জলাপাই (18).jpg

এখন ভেজে ‍গুড়া করে রাখা পাঁচফোড়ন, ধনিয়া ও শুকনা মরিচ এগুলো উপর দিয়ে দিয়ে দিবো এবং মিক্স করার চেষ্টা করবো।

জলাপাই (21).jpg

আরো কিছুটা সময় জ্বাল দিবো, একটা মিষ্টি ঘ্রাণ বের হবে। দেখুন এখন দেখতে কেমন লাগছে, এখন আমরা নামিয়ে নেব।

জলাপাই (19).jpg

আর দেরি কেন? হয়ে গেছে আমাদের আজকের টক মিষ্টি ঝাল জলপাই আচার। কি মনে হচ্ছে স্বাদটা কেমন হবে? আমি বাপু খেয়ে নিচ্ছি সাথে উত্তরটিও দিয়ে দিচ্ছি, সত্যি দারুণ স্বাদের হয়েছে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

New Benner ABB-6©.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই, সত্যি বলছি, যখন আপনার ক্যাপশন পড়ছি আর আচারের দিকে তাকাইছি,,,! সাথে সাথে জিহবায় পানি এসে গেছে। অনেক দিন হলো আচার খাওয়া হয় না। লোভ সামলাতে পারলাম না।
কিন্তু কিছুই করার নাই। যাইহোক, খুবই প্রয়োজনীয় রেসিপি শেয়ার করছেন। যাদের টক খেতে ভালো লাগে তাদের জন্য খুবই উপকারি পোস্ট এমনকি আমার জন্যও।
ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

ভাইয়া, আচারের কালার আর আচারের কথা শুনেই জিভে জল চলে আসলো।খুবই সুন্দর হয়েছে ।যেকোনো আচার আমার কাছে খুবই প্রিয়।তবে ভাইয়া আমি খেয়াল করেছি, আপনার জলপাই একটু বেশিই পছন্দ।ধন্যবাদ আপনাকে।

আচার নামটা শুনলেই অনেকেই মুখে জল চলে আসে,

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আচার দেখলে জিভে জল চলে আসে। জলপাই আচার দেখে খেতে ইচ্ছে করছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে জলপাই আচার তৈরীর পদ্ধতি উপস্থাপন করেছেন। এই পদ্ধতি অবলম্বন করে যে কেউ মজাদার জলপাই আচার তৈরি করতে পারবে। লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য।

এটা সত্যি বেশ মজার আচার, ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ



জলপাই নাম শুনলেই জিভে জল চলে আসে। তারপর যদি আবার তা দিয়ে আচার বানানো হয় তাহলে তো আর কোন কথায় থাকে না। কি যে ভালো লাগলো এই রেসিপিটা তা বলে বোঝাতে পারবো না। খুব পছন্দের একটি আচার আমার। ❤️❤️

জলপাই এর আচার আমার অনেক প্রিয় আচার, টক মিষ্টি দুই পদেরই তৈরী করা হয়ে আমাদের বাড়ীতে। ধন্যবাদ

ভাইয়া আপনি জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করেছেন দেখে তো লোভ সামলাতে পারলাম না। আপনি ডিসকোর্ডে আচারের ছবি দিয়েছিলেন। তখন থেকেই অপেক্ষার ছিলাম কখন পোস্ট করবেন। পোস্ট থেকে আমিও শিখে নিলাম বাসায় তৈরি করবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

আপনার কিছু কিছু পোস্ট পড়লে পায়ের রক্ত মাথায় উঠে যায়।
😭😭জলপাইয়ের আচার আমার অনেক অনেক প্রিয়।আম্মু ব্যাস্ততা আর নুয়াইরার ঝামেলায় বানাতে পারেনি এইবার।দেখেই খেতে ইচ্ছে করছে আমার।এতো মজার মনে হচ্ছে দেখেই।

জলপাইয়ের আচার আমারও খুব পছন্দের।আচার দেখলেই জিভে জল চলে আসে।তবে ঝাল আচারের থেকে মিষ্টি আচার খেতে আমি বেশি পছন্দ করি।আপনাকে অনুকরণ করে বেশি টক খেয়ে যদি কারো রক্ত পানি হয়ে যায় সে দায় কিন্তু আপনাকে নিতে হবে।ভাবীকে অসংখ্য ধন্যবাদ।নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাদের জন্য।শুভ নববর্ষ।

জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। জলপাইয়ের নামটা শুনেই জিহ্বায় জল চলে আসলো। জলপাইয়ের আচার খেতে কী যে টেষ্ট বলে বোঝাতে পারবো না। দর্শকপ্রিয় একটি আচার শেয়ার করার জন‍্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

বাহ অসাধারণ হয়েছে আপনার রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। আর আপনার জলপাইয়ের আচার টি দেখে তো জিভে জল চলে আসলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে আপনার প্রতি শুভকামনা রইলো

আসলেই ভাই জিভে পানি চলে আসলো । একদম ঠিক বলেছেন , আচার দেখলে আমাদের মনে অন্য রকম একটা অনুভূতি চলে আসে । জলপাই আচার আমার ও খুবই পছন্দের । আপনার আচারের কালার দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে । ওহ আপনি তো বলেই দিয়েছেন অনেক স্বাদের হয়েছে । যাতে করে আমরা আর ভাগ না বসাই ,তাই তো ?

ধন্যবাদ আপনাকে ভাই। এত সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

একদম, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, বিশেষ করে জলপাই এর আচার দেখলে, হে হে হে

বাহ ভাই অনেক সুন্দর একটি টক-ঝাল জলপাইয়ের আচার রেসিপি তৈরি করেছেন অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে প্রতিটা স্টেপ উপস্থাপন করেছেন আমাদের মাঝে এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

জিভ এ জল এসে গেলো ভাই। এই আচার আমার খুব ভালো লাগে। জলপাই এর সিজন আসলেই আম্মু বানায় বাসাতে। আমাদের ফ্রিজ এ থাকে। ঠান্ডা খাইতে এক রকম মজা। আর গরম টাও খাইতে বেশ মজা লাগে। ধন্যবাদ ভাই।

ভাইয়া আমিও একদম এইভাবেই জলপাই এর আচার তৈরি করি,তবে আবার গোটা জলপাই এর আচারও তৈরি করা যায়। আচার আমার খুবই ভালো লাগে। ঘরে প্রস্তুত করা যেকোনো ধরনের আচার আমি খেয়েই থাকি।অনেক ভালো লাগলো আপনার আজকের এই রেসিপিটি। ভাবীকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়ার পছন্দের এই আচার তৈরি করে খাওয়ানোর জন্য।

দাদা আজ এমন একটা রেসিপি শেয়ার করেছেন যে এমন একজনকে পাওয়া যাবে না যার জিভ দিয়ে জল আসে নি,,,,, খাবারের সাথে এর চেয়ে মজার কিছু আর হতেই পারে না। অসম্ভব লোভনীয় দেখতে হয়েছে 👌👌👌। আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসছি । আমার জন্য এক কৌটো যেন রেডি থাকে 😊🤗

বোনদের থেকে পাওয়া অভ্যাস এখনো ধরে রেখেছেন। আমিও বাড়ির মহিলাদেরকে আচার খেতে দেখলে মাঝে মাঝে শামিল হয়ে যাই। বরাবরের মতই আপনার উপস্থাপনা এবং বর্ণনা অনেক চমৎকার লেগেছে আমার কাছে। ধন্যবাদ

আপনার পোস্টটি দেখে জিভে জল চলে আস্ল।আমি আচার খুব পছন্দ করি।বাহিরে থাকার কারণে আম্মুর হাতের আচার অনেক মিস করি।আপনার আচার দেখে আমার বাড়ির কথা মনে পরে গেল।ধন্যবাদ এই রকম পোস্ট করার জন্য।

আচার নামটা শুনলেই অনেকেই মুখে জল চলে আসে,

  • আসলেই ভাইয়া কথাটা একদম সত্য। আচার এর নাম শুনলেই জিভে দিয়ে আপনা আপনি জল চলে আসে। আসলে এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে। আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে। আপনার এই জলপাইয়ের আচার রেসিপি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আচার তৈরি করেছেন। আচার তৈরি করা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। যদি আপনারা আচারটা খেয়ে দেখতে পারতাম তাহলে স্বাদটা নিতে পারতাম। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

সত্যি ভাইয়া জিভে জল চলে এলো। ভাই আপনি শতভাগ সঠিক বলেছেন, আচার দেখলেই মনে আসে ভিন্ন রকম একটা অনুভূতি। আর আপনার তৈরি আচারের কালারটি দারুন লাগছে। অতি লোভনীয় জলপাই আচারের পোস্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

ভাই টক, ঝাল, মিষ্টি এই কথা গুলো শুনলেই কেমন জিভে জল চলে আসে৷ আর আপনার বানানো আচার দেখে তো আমি এখান থেকেই এর স্বাদ উপলব্ধি করতে পারছি। দারুণ হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর আচারের রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।