আবেগের কবিতা || অবিশ্বাসের যত যন্ত্রণা || Original Poetry by @hafizullah

in hive-129948 •  10 days ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি যেমন আছি ভালো আছি এবং শুকরিয়া আদায় করছি। কারন প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশে আমাদের অবস্থান পরিবর্তন হচ্ছে, কখনো সেটা সুখকর হচ্ছে আবার কখনো সেটা হতাশার কারণ হচ্ছে। তাই অবস্থার সাথে সাথে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে এবং সব কিছুর সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। যদিও সেটা খুব সহজ বিষয় না, কারন যাদের উপর বিশ্বাস কিংবা আস্থার পরিমান বেশী থাকে তারাই দ্রুততার সাথে নিজেদের পরিবর্তন করে নেয়।

আমরা যাদের উপর বেশী বিশ্বাস করি, তারাই কিন্তু আমাদের থেকে অনেক বেশি অবিশ্বাস করে। বিশ্বাস ভঙ্গ কারা করে? শত্রুরা নাকি বন্ধুরা? শত্রুরা তো সব সময়ই অবিশ্বাসী থাকেন কিন্তু যারা বন্ধুর আদলে বিশ্বাসী সেজে থাকে, মূলত তারাই বেশীর ভাগ ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গ করে থাকে। আর এই কারনেই আমাদের হৃদয়ের আঘাতটা একটু বেশী যন্ত্রণাকর হয়ে থাকে। যাইহোক, গতিশীল জীবনে সব কিছুই বাস্তবতার সাথে সংযুক্ত, তাই অধিকাংশ কিছুই আমাদের মন মতো ঘটে না। অবিশ্বাসের এই যন্ত্রণার অনুভূতিগুলোকেই আজকের কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চলুন তাহলে পড়ে দেখি-

man-1869135_1280.jpg

স্বার্থের চেয়েও বেশি
তোমায় ভালোবেসেছি আমি,
বিশ্বাসের চেয়েও বেশি
তোমায় ভরসা করেছি আমি।

তুমি ছিলে আমার
হৃদয়ের গভীরের স্পন্দন,
ভালোবাসার মমতায় সাজানো
হৃদয়ের অতি আপন।

বিশ্বাস আজ ভয়ংকর ফাঁদ
এক নির্মম অভিশাপ,
ভালোবাসার ছায়ায় প্রসারিত
হৃদয় ধ্বংসের হাতিয়ার।

তুমি ছিলে সেই অভিশাপ
আমার হৃদয়ের অন্ধকার,
স্পন্দনের আড়ালে গড়েছিলে
নিস্তেজতার এক নতুন আকার।

নীরবে নিভৃতে আমি
হৃদয়ের স্পন্দন হারিয়েছি,
বিশ্বাসের সাথে আমি
ভালোবাসার শত্রুতা করেছি।

সম্পর্কের চেয়ে এখন
নীরবতা আমার ভীষণ প্রিয়,
ভালোবাসার ব্যাকুলতার চেয়ে
অন্ধকারের শুন্যতা ভীষণ শ্রেয় ।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Upvoted! Thank you for supporting witness @jswit.

বিশ্বাসঘাতকতা শত্রুরা নয় বরং আমাদের আপন মানুষরাই করে থাকে। যাদেরকে অধিক পরিমাণে আমরা বিশ্বাস করি তারাই অধিক পরিমাণের কষ্ট দিয়ে তাদের স্বার্থ হাসিল করে চলে যায়। ঠিক তেমনি অনুভূতিগুলি কবিতার মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। কবিতার প্রতিটি লাইন দারুন হয়েছে ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

আমাদের যত সমস্যা তৈরী হয় তার বেশীর ভাগই আপন মানুষ দ্বারা তৈরীকৃত শত্রুদের দ্বারা নয়, এটাই আমাদের জন্য সবচেয়ে নির্মম বাস্তবতা।

আসলে আমাদের শত্রুরা বিশ্বাসঘাতকতা করলে এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় প্রিয় মানুষগুলো বিশ্বাসঘাতকতা করলে। আর এই অবিশ্বাসের যন্ত্রণাটা অনেক বেশি হয়ে থাকে। আপনি আজকে এই অনুভূতিটাকে তুলে ধরে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আমার কাছে আপনার লেখা কবিতাটা পড়তে খুবই ভালো লেগেছে।

ঠিক, কারন যে শত্রু সে তো কোনদিনও বিশ্বস্ত হয় না কিন্তু আপন মানুষগুলোকে আমরা সর্বদা ভরসা করে থাকি। অনেক ধন্যবাদ

ভালোবাসা যখন আঘাতের কারণ হয়ে ওঠে, তখন সেই ভালোবাসা ও বিশ্বাস এক নতুন ধ্বংসাত্মক রূপ নেয়। ভালোবাসার প্রতি যে অবিশ্বাসের জন্ম নেয়, তা সত্যিই দুঃখজনক। এবং সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার জন্য এক ধরনের নিঃশব্দ নিস্তেজতা গ্রহণ করা হয়। ভাইয়া আপনার এই কবিতায় সম্পর্কের জটিলতা, বিশ্বাস ভাঙা এবং একাকীত্বের অনুভূতি প্রাঞ্জল ভাবে তুলে ধরেছেন।যা আমাদের গভীর চিন্তা ও অনুভূতির দিকে নিয়ে যাচ্ছে।

একদমই ঠিক বলেছেন, এর সাথে সাথে আমাদের ঠেলে দেয় হতাশার অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

কবিতা পড়ে তো আমি মুগ্ধ হয়েই গেলাম। ভাবছি কেমন করে এমন দারুন কবিতা লিখে ফেলেন ভাইয়া। তযাই হোক কবিতার প্রতিটি লাইন ছিল আবেগে ভরপুর। আমার তো বেশ ভালোই লেগেছে। বিশেষ করে নিচের লাইন গুলো যেন মনের গেথেঁ গেছে।

নীরবে নিভৃতে আমি
হৃদয়ের স্পন্দন হারিয়েছি,
বিশ্বাসের সাথে আমি
ভালোবাসার শত্রুতা করেছি।

হা হা হা, মানুষ নিজের অজান্তে অনেক কিছুই করে ফেলে মাঝে মাঝে, আমিও তেমন মাঝে মাঝে তেমন কিছু কবিতা লিখে ফেলি। অনেক ধন্যবাদ আপনাকেও।

বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের লেখা কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। এই কবিতাটা লেখার টপিক খুবই ভালো ছিল।

অনেক ধন্যবাদ ভাই আপনাকেও সুন্দর মন্তব্য করার জন্য।

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা আমার অনেক ভালো লাগে। আজকের এই কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে।

ভাই কাছের মানুষগুলোই তো আমাদের বিশ্বাস ভঙ্গ করে থাকে সবসময়। এতে করে আমরা ভীষণ আঘাত পাই। যাইহোক অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতার প্রতিটি লাইন বেশ মনোযোগ সহকারে পড়লাম। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

স্বার্থের চেয়েও বেশি
তোমায় ভালোবেসেছি আমি,

প্রথম লাইনেই আমি কাত ভাই। সত্যি নিজের চেয়েও নিজের স্বার্থের চেয়েও তাকেই বেশি ভালোবেসেছিলাম। এখন মাঝে মাঝে নিজের অবস্থা দেখলে মনে হয় সত্যি সে আমার জীবনে এক অভিশাপ ছিল। নিজের অনেক খারাপ লাগা থেকে কথাগুলো বলছি।

চমৎকার ছিল আপনার কবিতা টা ভাই। দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।