হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে মানসিকভাবে বেশ অস্থিরতার মাঝে আছি, কারন হলো আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন $PUSS। দেখুন গত হ্যাংআউটে দাদা একটা বিষয় স্পষ্ট করে বলে দিয়েছেন সেটা হলো এই প্রজেক্টটা সম্পূর্ণরূপে ফান কিংবা আনন্দের উদ্দেশ্য নিয়ে করা, কমিউনিটি হিসেবে আমরা এখন বেশ পুরনো এবং পুরো স্টিমিট ব্লকচেইনে দারুণ একটা অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছি। সেই হিসেবে আমাদের নিজস্ব একটা নেটিভ কয়েন থাকা প্রয়োজন, যার নানাবিধ ব্যবহার আমরা আমাদের কমিউনিটিতে করতে পারবো এবং সেই ক্ষেত্রে টোকেনটির গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে।
হ্যা, এরপরও যেহেতু এটা একটা টোকেন সেহেতু একাধিক CEX এ তালিকাভূক্ত করা প্রয়োজন কারন আজকাল বিনিয়োগকারীরা খুব একটা DEX এ আসেন, তাই আমরা যদি CEX তালিকাভুক্ত হতে পারি তাহলে কয়েনটির একটা ভালো ভেল্যু পাওয়া যাবে। আমরা সেখানে অল্প অল্প যেমন বাই-সেল করতে পারবো ঠিক তেমনি আমাদের নিজেদের পছন্দের ইউজারদের গিফট দিতে পারবো, আবার বিশেষ দিবসে তাদের নিকট হতে গিফটও নিতে পারবো, কোন কোন সৃজনশীলতামূলক ভালো কাজ দেখে সেখানে আমরা টিপসও দিতে পারবো। এছড়া আমাদের নিয়মিত যে সকল আয়োজন আছে যেমন হ্যাংআউট, কুইজ, গানের আসর, এবিবি ফান, এবিবি আড্ডা শো ইত্যাদি ক্ষেত্রে টোকেনের সুন্দর ব্যবহার করা যাবে।
যাইহোক, আজকে আমি $PUSS টোকেন নিয়ে ব্যানার তৈরীর কিছু অনুভূতি শেয়ার করবো, যদিও আমাদের কমিউনিটিতে এখন অনেকেই সুন্দর সুন্দর ব্যানার তৈরী করতে পারেন এবং তাদের দক্ষতাও বেশ দেখার মতো। সুতরাং $PUSS এর ক্ষেত্রে আমাদের মিডিয়া চ্যানেল বেশ সমৃদ্ধ বলা চলে, এখনো যথেষ্ট পরিমানে ব্যানার কিংবা লগো আছে সেখানে। সেদিন আমি একটা নতুন ব্যনার তৈরীর চেষ্টা করেছিলাম, বেশ সময় লেগেছিলো সেটা তৈরী করতে কারন আমি এগুলো তৈরীতে কোন এ্যাপ নয় বরং ফটোশপ ব্যবহার করি। প্রথমটা তৈরী করতে বেশ কষ্ট হয় কিন্তু তারপর সেটার অনুকরণে মুহুর্তের মাঝে একাধিক ব্যানার তৈরী করা সম্ভব হয়।
এটা তৈরী করেছিলাম সর্ব প্রথম, যার কারনে সবচেয়ে বেশী সময় ব্যয় করতে হয়েছিলো এটা তৈরীতে। কিন্তু এটা যখন তৈরী করা হয়ে গেছে তখন বাকিগুলো তৈরী করতে খুব একটা বেগ পেতে হয়নি।
তারপর তৈরী করেছি এটা, অর্থাৎ প্রথমটা তৈরীর পর যতটা সময় ব্যয় হয়েছিলো এবং সেটা দেখতে যতটা সুন্দর হয়েছিলো ২য় টি তৈরীতে তেমন একটা সময় লাগে নাই এবং সেটা দেখতে আরো বেশী ভালো হয়েছিলো।
এরপর তৈরী করেছিলাম এটা অর্থাৎ এটা ছিলো তৃতীয় ভার্সন একই ব্যানারের, আমার কাছে সবচেয়ে বেশী ভালো লেগেছিলো এই ব্যানারটা। থিম কিন্তু একটাই ছিলো কিন্তু তারপর সেখান হতে একাধিক ব্যানার তৈরীর চেষ্টা করেছি।
তারপর শেষ করার পূর্বে মনে হলো আরো একবার ট্রাই করি এবং দেখি কিছুটা ভিন্নতা আনা যায় কিনা, অর্থাৎ ৪র্থ ভার্সন ছিলো এটা কিন্তু এটা আমার কাছে অতোটা ভালো লাগেনি। আপনি যদি ফটোশপ কাজ পারেন তাহলে কিছু করার চেষ্টা করতে পারেন, তাতে দুটো লাভ হবে আপনার ফটোশট এর প্রাকটিসটা চলমান থাকবে এবং কমিউনিটি কিছু বাড়তি ব্যানার পাবে। তবে হ্যা, ফটোশপ নিয়ে কাজ করতে চাইলে প্রচুর সময় হাতে রাখতে হবে না হলে আপনার জন্য এ্যাপই বেষ্ট।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবগুলো ব্যানারই কমবেশি ভালোই হয়েছে৷ তবে আমার বেশি পছন্দ হয়েছে দ্বিতীয় ব্যানারটি। ফটোশপের কাজ অবশ্যই ভালো হয়৷ তবে বেশ সময় লাগে। এ অস্বীকার করার উপায় নেই৷ যদিও আমি মনে করি যেকোন নিখুঁত কাজ করতে সময় একটু বেশিই লাগে। হুড়োহুড়িতে যে খুব একটা সৌখিন কাজ হয় তা আমার বিশ্বাস নেই৷
মিডিয়া চ্যানেলে অনেক ব্যানার রয়েছে। আপনার বানানো ব্যানারগুলো আমার বেশ ভালোই লাগে৷ আমি ব্যবহারও করি৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যথার্থ বলেছেন আপনি, সময় নিয়ে যে কোন কিছু করলেই সেটা অধীক ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ব্যানার ডিজাইন আমার সব সময় ভালো লাগে ভাই। পুসের যে ব্যানার গুলি ডিজাইন করেছেন সেগুলি সবকটি ভীষণ পেশাদার হয়েছে। কর্পোরেট ব্যানার তো এমনই দেখতে হয়। ব্লগে আপনার ভূমিকা সবসময়ই আমাকে মুগ্ধ করে। আর আপনার পোস্টগুলি পড়লে অনেক কিছু শিখতেও পারি। তাই আপনার পোস্ট দেখলেই আমি পড়তে চলে আসি। তবে এবারে ব্যানারের প্রতিযোগিতায় বেশ কিছু ভালো ভালো ব্যানার দেখতে পাব বলে আশা রাখি। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যগুলো সব সময় দারুণ অনুপ্রেরণা যোগায়। যদিও এখনও অনেক শিখছি এবং শেখার চেষ্টা করছি। সত্যি আমিও বেশ আশাবাদী এবার অনেক সুন্দর সুন্দর ব্যানার দেখতে পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার ব্যানার গুলো সবসময় ইউনিক হয়।আর দেখতেও সুন্দর লাগে সবগুলোতে ভিন্নতা রয়েছে।ব্যানার তৈরির পিছনের অনুভূতি গুলো পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু, চেষ্টা করি সব সময় ভিন্নতা ধরে রাখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি $puss কয়েন নিয়ে অনেক সুন্দর অনুভূতি শেয়ার করলেন। আশাবাদী পুস কয়েন এর ভবিষ্যৎ খুব সুন্দর হবে। আমাদের কমিউনিটির নিজস্ব কয়েন আমাদের নেটিভ কয়েন আমরা সবাই চাই পুস কয়েনের দাম অনেক উচ্চ পর্যায়ে চলে যাক। আপনার তৈরি করা ব্যানার গুলো অনেক ভালো লেগেছে দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম, একটু উৎসাহ দিলাম আরকি যাতে আপনারাও সুন্দর সুন্দর অনুভূতি শেয়ার করতে পারেন, হি হি হি। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ব্যানার গুলো সব সময় অনেক সুন্দর হয়। পুসের ব্যানারের সবগুলো ডিজাইন অনেক সুন্দর হয়েছে ভাই।পুস কয়েন নিয়ে সুন্দর কিছু লেখা লেখেছেন যা পড়ে অনেক কিছু জানতে পারলাম।আপনার পোস্ট মানেই কিছু শিখতে পাওয়া। এটা আমাদের কমিউনিটির নিজস্ব কয়েন।পুস কয়েনের দাম আরও বারুক ভবিষ্যতে আরও সফলতার উচ্চ স্থানে যাক এই কামনাই করি।সত্যিই আপনার তৈরি ব্যানার গুলো অসাধারণ ছিল।ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুস কয়েন যাতে তাড়াতাড়ি সিইএক্স এ লিস্টেড হতে পারে,সেই কামনা করছি। যাইহোক ব্যানারগুলো কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে ভাই। প্রথম ব্যানারটা তৈরি করতে সময় বেশি লাগলেও, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তাছাড়া বাকি ব্যানারগুলোও চমৎকার হয়েছে। সবমিলিয়ে বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন কিছু ফান দিয়ে তৈরি হলেও শেষ পর্যন্ত কিন্তু সফলতার শীর্ষে পৌঁছে যায় ভাইয়া। আর দাদা যেহেতু এই বিষয়টার সাথে যুক্ত আছেন আশা করছি সব কিছুই ভালো হবে। $PUSS এর ব্যানার তৈরীর অভিজ্ঞতার কথা জেনে ভালো লাগলো ভাইয়া। ব্যানার গুলো খুবই সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit