ভালোবাসা || অনুভূতির কবিতা

in hive-129948 •  4 years ago 

love-3581038_1280.jpg

ভালোবাসা আজ নানাভাবে প্রশ্ন বিদ্ধ, না কথাটা এভাবে বললে হয়তো কিছুটা ভুল হবে। কারন ভালোবাসা না বরং আমাদের সম্পর্কগুলো নানাভাবে প্রশ্নবিদ্ধ। সম্পর্ক এই জন্য বললাম যে, ভালোবাসা কখনো প্রশ্ন বিদ্ধ হয় কারন ভালোবাসা হতে হয় স্বার্থহীন ভাবে এবং অন্যের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল মানসিকতা নিয়ে। কিন্তু আমরা আমাদের প্রশ্নবিদ্ধ সম্পর্কগুলোকে আজ ভালোবাসার সাথে জুড়ে দিচ্ছি এবং ভালোবাসা নামক পবিত্র সম্পর্কটিকে কলংকিত করার প্রয়াস চালাচ্ছি।

আসলে ভালোবাসা একটি পবিত্র শব্দ, এটি ঠিক তার অবস্থানেই আছে। কিন্তু আমরা এবং আমাদের অবস্থান পাল্টে গেছে। যার কারনে আমরা অন্যের প্রতি সহানুভূতি কিংবা শ্রদ্ধা না বরং নিজের আবেগ এবং প্রাপ্তির বিষয়টিকে বেশী প্রধান্য দিচ্ছি। কারনে অকারনে ভালোবাসার মানুষটির প্রতি আস্থা হারাচ্ছি এবং সন্দেহের তীর দ্বারা ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করছি।

যাইহোক, সত্যিকারের ভালোবাসা যেমন ইতিহাসের পাতায় রয়েছে, ঠিক তেমনি যুগের পর যুগ নতুনভাবে ইতিহাসের পাতায় ঠিক ঠাঁই করে নিবে। হয়তো আমরা আমাদের প্রশ্নবিদ্ধ ভালোবাসার কারনে কখনো প্রকৃত ভালোবাসার স্বাদ পাবো না। আজ পুনরায় ভালোবাসা নিয়ে কিছু অনুভূতি শেয়ার করার চেষ্টা করেছি কবিতার মাধ্যমে।


|| ভালোবাসা ||

ভালোবাসা মানে কি
বলতে পারো তুমি?
ভালোবাসার অনুভূতি
ছুঁয়েছে হৃদয় তোমার কভু?

ইতিহাসে পড়েছি আমি
ভালোবাসা মানে হৃদয়ের বন্ধন,
একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধে
পাশে থাকার চিরদিনের সন্ধি।

কিন্তু কালের বিবর্তনে
পরিবর্তনের নিষ্ঠুর আঘাতে
স্বার্থ আর প্রাপ্তির হিসেবে
ভালোবাসার মানে পাল্টে গেছে।

অবিশ্বাসের তিক্ষ্ন আঘাতে
জর্জরিত আজ ভালোবাসার সন্ধি;
প্রতিনিয়ত প্রশ্ন বিদ্ধ ভালোবাসা
বিশ্বাসের বিষয়টি আজ বন্দি।

তাই বলে কি হারাবে ভালোবাসা
পারস্পরিক সম্পর্ক আর আস্থা?
যুগের পর যুগ, ইতিহাসের পাতায়
টিকে থাকবে সত্যিকারের ভালোবাসা।


Image by Susan Cipriano from Pixabay


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালোবাসা নামটি কেনো আজ এমন হয়েগেছে। খুব ভালো লেগেছে লিখা

সুন্দর লিখেছেন ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য

এক কথায় অসাধারণ একটি কবিতা

খুব সুন্দর একটা কবিতা।ধন্যবাদ দাদা।

steemit really income hoy

Yes, hoy tobe time diye hoy and quality thik rakhte hoy.

vai total koto earn korcen

প্রিয় @hafizullah ভাই।
কবিতাটি অসাধারণ ছিল।
ধন্যবাদ এরকম একটি কবিতা উপহার দেয়ার জন্য।


flying-dandelions-4716287_640.png



"সৃজনশীলতাই শক্তি"