আমার বাংলা ব্লগ || আমার স্বপ্ন- আমার বাড়ি

in hive-129948 •  6 months ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো এবং বেশ চাপের মাঝে আছি। চাপটা দারুণভাবে বেড়ে গিয়েছে ঈদকে সামনে রেখে, এরপর আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি, আমাদের জন্য দাদার পক্ষ হতে নতুন প্রতিযোগিতা, সুতরাং বুঝতেই পারছেন! যাইহোক, প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্তে বেশ ভেবে চিন্তে একটা আইডিয়া বের করেছি, তবে সেটা নিয়েও সন্দেহ ছিলো মনের ভেতর। কারন ইতিপূর্বে সেটা কি জিনিষ ধরেও দেখি নাই কিন্তু তবুও সাহস করলাম, কিছু হোক বা না হোক নতুন একটা অভিজ্ঞতা তো হবে। আর আমার বাংলা ব্লগ তো সৃজনশীলতা তৈরীতে সেরা ক্ষেত্র।

তারপর মিশনের প্রথম ধাপ অতিক্রম করলাম এক বস্তা ক্লে ক্রয় করে। কিন্তু বিপত্তি ঘটলো তার পরের দিন, মেয়ে সেগুলো বের করে ভূতুরে কি সব বানাইছে, দেখে যতটা না ভয় পেয়েছি তার চেয়ে স্পন্দন বেড়েছিলো সেগুলো নষ্ট করার কারনে, বুঝতেই পারছেন সাহসের বারোটা কিভাবে বাজলো? তারপর আবার আরো এক বস্তা কিনে আনলাম। এবার সময় করতে পারছি না, অফিস হতে ফিরতে ফিরতে দেরী হয়ে যাচ্ছিলো। এবার নিয়ত করে বসলাম যত রাতই হোক আজ শেষ করবো। কিন্তু সেদিন আবার ছিলো আমাদের মিটিং, তবুও মিটিং এর ফাঁকে ফাঁকে যতক্ষণ পর্যন্ত না শুভ ভাই নাম ধরে ডাকছেন ততক্ষণ সেদিকে মনযোগ দেয়ার চেষ্টা করেছি।

IMG20240605000004.jpg

কিন্তু সমস্যা হলো সেগুলোর সাথে আমি খুব একটা পেরে উঠতেছিলাম না, যাই করি ছেলে- মেয়ে দুইজনই হেসে উঠে। বলে গাছ হতে গাছের পাতা বড়, পাতার চেয়ে ফুল ছোট, ঘরের চেয়ে চাল ছোট, মানে দুই ভাই-বোন মিলে বেশ চাপের মধ্যে রেখেছিলো আমাকে, না পারছিলাম কিছু বলতে না পারছিলাম সেটাকে বাদ দিতে। আমিও কম কিসে? নাছোর বান্দা আজ শেষ করেই ছাড়বো। ক্লেগুলোকে বেশ আদর করে করে যতটা সম্ভব নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছি। যদিও শেষ পর্যন্ত ছেলে-মেয়ে দুইজনই বলেছিলো ভালো হয়েছে (আমি তো ঠিকই বুঝেছি আমাকে শান্তনা দেয়ার জন্য সেটা বলেছিলো হি হি হি)। চলুন তাহলে এবারের প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ দেখি-

IMG20240604215239.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • ক্লে
  • সিজার
  • স্কেল
  • শক্ত কাগজ
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • আঠা
  • চাঁদ

প্রস্তুতি পর্বঃ

IMG20240604215723.jpg

IMG20240604220031.jpgIMG20240604220134.jpg

প্রথমে শক্ত কাগজটির সাইজ অনুযায়ী সাদা কাগজটিতে পেন্সিল দিয়ে দাগ টেনেছি তারপর সিজার দিয়ে সেটাকে কেটে নিয়েছি। এরপর শক্ত কাগজটিতে আঠা লাগিয়ে সাদা কাগজটি সেটার উপর বসিয়ে দিয়েছি।

IMG20240604220837.jpg

IMG20240604220847.jpgIMG20240604221132.jpgIMG20240604221421.jpg

এই কাজটা করতে আমার বেশ বেগ পেতে হয়েছিলো ক্লে গোল করার পর চ্যাপ্টা করবো কিভাবে সেটা বুঝতে ছিলাম না, শেষ-মেশ উপায় না পেয়ে জ্যামিতি বক্সের চাঁদ ব্যবহার করেছি। তারপর ঘরের জন্য বর্গাকার আকারে কেটে নিয়েছি।

IMG20240604221632.jpg

IMG20240604221648.jpgIMG20240604221830.jpgIMG20240604221938.jpgIMG20240604222150.jpg

এরপর সাদা এবঙ কালো মিক্স করে একটা হালকা কালো করার চেষ্টা করেছি, তারপর যথারীতি চাঁদের সহযোগিতায় চ্যাপ্টা করে সিজার দিয়ে কেটে নিয়েছি ত্রিভুজের মতো করে। এরপর সেটাকে বাড়ির ছাদ বানিয়েছি, এটা কয়েক বার করতে হয়েছিলো আমাকে, বড় সাইজ হয়ে যায় বলে।

IMG20240604222511.jpgIMG20240604222547.jpgIMG20240604223010.jpg

তারপর চিকন করে নিয়ে বাড়ির চারপাশে বডার দিয়েছি, যাতে কিছুটা সুন্দর লাগে দেখতে।

IMG20240604223107.jpgIMG20240604223227.jpg

এরপর পুনরায় একই কায়দায় কিছু অংশ চ্যাপ্টা করে, না অন্যভাবেও বলতে পারেন রুটির মতো বেলে নিয়ে বাড়ির দরজা তৈরী করেছি, হি হি হি।

IMG20240604225054.jpgIMG20240604225208.jpgIMG20240604225233.jpg

এটা ছিলো সবচেয়ে মজার এবং সহজ, গোল গোল করে ফুল তৈরী করা। এই কাজটা করতে বেশ মজা পেয়েছিলাম আমি। মোট ছয়টি ফুল তৈরী করেছিলাম এভাবে।

IMG20240604225740.jpgIMG20240604230158.jpgIMG20240604230406.jpg

তারপর বাড়ির জমিনে ঘাস তৈরীর জন্য সবুজ ক্লে নিয়ে একই কায়দায় চ্যাপ্টা করেছি এবং তারপর খোঁচা মেরে মেরে দাগ কেটেছি, যা দেখতে ঘাসের মতো হয়েছে।

IMG20240604230612.jpgIMG20240604230723.jpgIMG20240604231031.jpg

তারপর পুনরায় ক্লে চ্যাপ্টা করে গাছের কাণ্ড তৈরী করেছি, দুই পাশের জন্য দুইটি। এরপর সেগুলোকে বসিয়ে পুনরায় খুটিয়ে খুটিয়ে ভিন্ন আকৃতি দেয়ার চেষ্টা করেছি। যাতে গাছের কাণ্ড মতো মনে হয়।

IMG20240604231129.jpgIMG20240604231247.jpgIMG20240604231554.jpg

IMG20240604233340.jpg

তারপর আঠা দিয়ে প্রথমে ফুলগুলো তারপর গাছের পাতা বসিয়েছি, দুই পাশই একইভাবে সম্পন্ন করেছি।

IMG20240604233756.jpgIMG20240604233811.jpgIMG20240604234927.jpg

IMG20240604235054.jpg

তারপর নীল কালারের সাথে সাদা কালার মিক্স করে রংটা হালকা করার চেষ্টা করেছি, এরপর চ্যাপ্টা করে মেঘের শেপ এ কেটে নিয়েছি। এভাবে তিনটি তৈরী করে উপরের দিকে বসিয়ে দিয়েছি।

IMG20240604235250.jpgIMG20240604235324.jpgIMG20240605000018.jpg

IMG20240605000004.jpg

তারপর বাড়ির থিমের মুল লেখাটা নিচের দিকে লিখেছি এবং তারপর দুই পাশে বন্ধনী দিয়ে আটকে দিয়েছি।

IMG20240605000135.jpg

IMG20240605000424.jpg

দেখুন যে বিষয়টিতে আপনার দক্ষতা আছে সেটা হয়তো আপনি নিমিষেই তৈরী করে নিতে পারেন কিন্তু যেটায় দক্ষতা নেই সেটা করতে বেশ সময় ব্যয় করতে হবে। আমার ক্ষেত্রে ঠিক বিষয়টি হয়েছে, সামান্য এই বাড়িটি তৈরী করতে ‍পুরো তিন ঘন্টা সময় ব্যয় হয়েছে। কারন একই কাজ কয়েক বার করতে হয়েছিলো বলে।

IMG20240605000225.jpg

শেষ কথা, আমার বাংলা ব্লগ- আমার জন্য আমার বাড়ি এবং আমার স্বপ্ন। কারণ আমার বাংলা ব্লগের কল্যাণেই আমি নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েছি, নিজের বাড়িতে স্বাচ্ছন্দে বসবাস করতে পারছি। তাই আমার কাছে যেমন আমার বাংলা ব্লগ আমার বাড়ি, ঠিক তেমনি আমার বাড়িই আমার বাংলা ব্লগ।

প্রথম বার নতুন কিছু করার চেষ্টা করেছি, হয়তো অতো বেশী ভালো হয় নাই কিন্তু আরো কয়েক বার চেষ্টা করলে হয়তো আপনাদের মতো দক্ষ হয়ে উঠতে পারবো। এই ছিলো আমার আজকের আয়োজন, আমার বাংলা ব্লগ এর এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনার ক্রিয়েটিভ কাজ গুলো বরাবর খুব সুন্দর হয়।যেগুলো আপনার ব্যানার গুলোতে দেখি।অনেকটা সময় নিয়ে ডাই টি তৈরি করেছেন।শুভকামনা আপনার জন্য অনেক।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধুর পারি কই আর, যা একটু লেখালেখি করি তাও আপনাদের উৎসাহ পেয়ে। জীবনে ফাস্ট ক্লে দিয়ে কিছু করলাম। ধন্যবাদ

অনেক ভালো পারেন রেটিং করলে ১০০ তে ৯৯.৯৯ পার্সেন্ট ভাইয়া।🥰🥰

Upvoted! Thank you for supporting witness @jswit.

অসম্ভব সুন্দর লাগছে ভাইয়া আমার বাংলা ব্লগ আপনার স্বপ্নের বাড়িটা।কতো নিখুত ভাবে বানিয়েছেন অনেক যত্ন সহকারে আর যত্ন সহকারে হবেই বা না কেনো কাজটা যখন আমার বাংলা ব্লগের তখন তো নিজের সব টুকু উজার করে দিতে হবে।ধন্যবাদ ভাইয়া।

হুম, সেটা ঠিক বলেছেন। যেখানে স্বপ্ন-সেখানে বেঁচে থাকা, যেখানে বেঁচে থাকা-সেখানে স্বপ্ন।

অসাধারণ লাগছে ভাইয়া আপনার স্বপ্নের আপনার বাড়ি ডাই পোস্টটি।চেষ্টা করলে প্রত্যেকটি জিনিসের সফলতা আসে তাইতো আপনার ডাই পোস্টটি দেখতে এত সুন্দর লাগছে।দেখেই বোঝা যাচ্ছে অনেক যত্ন করে বাড়িটি তৈরি করেছেন। আসলে আমার বাংলা ব্লগের যে কাজগুলো আমরা করি সব যত্ন ও সাবধানে ধৈর্য ধরে করে থাকি। তবে কালার কম্বিনেশন টাও বেশ দারুন ছিল।আপনার জন্য শুভকামনা রইল ভাই।

এটা একদমই সত্যি চেষ্টা করলে সব কিছুতে সফলতা আছে, কিন্তু সময়ের অভাবে সেই চেষ্টাই করতে পারছি না আমি, হি হি হি। অনেক ধন্যবাদ আপনাকেও।

দারুণ বানিয়েছেন ভাই, শুভেচ্ছা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।

আপনার তৈরি জিনিসটা কিন্তু সত্যি দারুন হয়েছে ভাইয়া। বিশেষ করে কথাটা খুব সুন্দর একটা কথা বলেছেন। এখানে আমরা সবাই একটা পরিবারের মত। ক্লে তাহলে একে একে দুই বস্তা কিনেছেন 😆।
সবশেষে তৈরি করতে পেরেছেন দেখে খুবই ভালো লাগলো। নিচের দিকে সবুজ ঘাস এবং গাছের ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে। শুভকামনা রইল ভাইয়া।

অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্য আমাকে আরো একটু উৎসাহ যোগালো।

ভাই আপনার ছেলে-মেয়ে‌দেখছি ভালোই মজা নিয়েছে। তবে জীবনের প্রথমবার ক্লে দিয়ে ডাই তৈরি করেছেন অনেক ধৈর্য সহকারে এইটাই তো বড় ব্যাপার। আমার বাংলা ব্লগ আমার বাড়ি=আমার বাড়িই আমার বাংলা ব্লগ কথাটা কিন্তু দারুন আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বাংলা ব্লগের কল্যাণেই নিজে বাড়ি করার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। নিজের বাড়িতে ঘুমানোর মতো সুখ কোথাও নেই। প্রতিযোগিতায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

সেই লেভেলের মজা নিছেরে ভাই, মানে সুযোগ পেয়ে সেটাকে দারুণভাবে কাজে লাগাইছে হি হি হি।

নতুন কিছু ট্রায় করার আসলে মজাই অন্যরকম। তার উপর যদি কাজ টা করা শেষ হলে আউটকাম টা সুন্দর হয়, তবে তো আমার মন বাগবাকুম করে উঠে! আপনার ও তো করার কথা ভাই! বেশ সুন্দর হয়েছে আপনার ক্লে দিয়ে তৈরি করা প্রথম প্রজেক্ট টি। আমার বাংলা ব্লগ আসলে আমাদের জীবনের অনেক বড় একটা জায়গা জুড়ে রয়েছে। আমার বাংলা ব্লগ আমাদের আবেগ। সেই আবেগ এর জায়গা থেকেই নিজের এত বড় স্বপ্ন পূরণ করতে পারাটা কম কথা নয় ভাই। আপনার করা প্রজেক্ট টি আমার মন ছুঁয়ে গিয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

একদমই, দারুণ একটা উত্তেজনাও কাজ করে মনের ভিতর, আর সুন্দরভাবে শেষ করার পর হৃদয়টা দারুণ ঠান্ডা হয়ে যায়। অনেক ধন্যবাদ

ছোট ছোট ছেলে মেয়ের এই একটা সমস্যা। কেন তোদের হাসতে হবে কেন। হাফিজ ভাই চেষ্টা করছে করতে দিক হা হা। আপনার মেয়ে এক বস্তা ক্লে তাহলে এইভাবে নিজের কাজে লাগিয়ে দিল। যাইহোক তারপরও যে আপনি হাল ছাড়েননি। দাদার কথামতো কাজে লেগে গিয়েছেন একটা ডাই প্রজেক্ট তৈরি করতে হবে ব‍্যাপার টা কিন্তু ভালো ভাই। বেশ সুন্দর হয়েছে কিন্তু আপনার কাজটা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

হা হা হা, মজা দেখছি আপনিও কম নেন না, সুযোগের সৎ ব্যবহার সবাই করে। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

পোস্ট দেখে যত না মজা পেলাম তার চেয়ে বেশী মজা পেলাম আপনার পোস্ট পড়ে। তবে আমার কাছে তো আপনি এবার ফাস্ট। তিনজন মিলে একটি ডাই তৈরি কম কথা। খুব ‍সুন্দরই তো হয়েছে। কোন দিক থেকে কোন দিক যেন কম নয়। বেশ দারুন ছিল ভাইয়া। পুরস্কার পেলে কিন্তু ট্রিট চাই।

আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের বছর তাহলে মুলোর পায়েস খাওয়াবো, হি হি হি। অনেক ধন্যবাদ

আমি তো ঠিকই বুঝেছি আমাকে শান্তনা দেয়ার জন্য সেটা বলেছিলো হি হি হি।

না ভাই সান্ত্বনা দেয়নি,আসলেই খুব সুন্দর হয়েছে স্বপ্নের বাড়িটা। আপনি তো তাহলে দুই বস্তা ক্লে কিনেছেন মানে ২৪ টা। আসলে বাচ্চারা ক্লে পেলেই এটা সেটা করতে গিয়ে নষ্ট করে ফেলে। ক্লে দিয়ে ফুল তৈরি করতে কিন্তু আসলেই বেশ মজা লাগে। এতো ব্যস্ততার মাঝেও ক্লে দিয়ে এতো সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন,এটা দেখে আসলেই ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

হ্যা, আর এগুলো খুব হালকা বলে বাচ্চা ধরে বেশ মজা পায়, আমিও প্রথম বার হাতে নিয়ে বেশ অবাক হয়েছিলাম এতো হালকা দেখে। ধন্যবাদ

১ম তো মেয়ে কি বানিয়েছে ওগুলো দেখতে চাই। 🤓
দেখতে খুব কিউট হয়েছে।বিশেষ করে ফুলগুলো।

দারুন একটি প্রজেক্ট তৈরি করেছেন ভাই। সত্যি অসাধারণ হয়েছে, সেই সাথে আপনার কথাগুলো অনেক বেশি ভালো লাগলো।

সিম্পলের মধ্যে দারুন একটি প্রজেক্ট হয়েছে ভাইয়া। আসলে এমন একটি বাড়ি হলে আর কিছু লাগে না। চার পাশে গাছ থাকবে,প্রকৃতির মাঝে সময় কাটবে। সত্যিই ভাইয়া আমার স্বপ্ন, আমার এমন একটি বাড়ি হবে। ধন্যবাদ।

ভাই আপনার ঘর বানানো কাজটা আমি লাইভ দেখতে পারলে শান্তি পেতাম। 🤣🤣
বেচারা 😅😅

বাহ্ বাহ্,আপনার অনেক সাহস🤣🤣।বেশ সাহস করে সুন্দর বাড়ি বানিয়ে ফেলছেন।কালার কম্বিনেশন টা অনেক ভালো ছিলো। ধন্যবাদ

ভাইয়া আপনার ছেলে মেয়েরা মোটেও আপনাকে সান্ত্বনা দেয়নি। তারা তো ভালোই বলেছে। প্রথম প্রথম কোনো কাজ করলে এরকমটাই হয় ভাইয়া। গাছের চেয়ে পাতা বড় হয়ে যায়। তবে আপনি কিন্তু সবটা ভালোভাবেই ম্যানেজ করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে।

মনে হচ্ছে, তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের জন্য diy তৈরি করে আপনি দারুণ অভিজ্ঞতা অর্জন করেছেন।ক্লে দিয়ে অসাধারণ একটি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ভাইয়া।আসলে আপনি তো আকাশ,গাছপালা, ঘরবাড়ি সবই তুলে ধরেছেন।আপনার ছেলেমেয়েরা আপনাকে নিয়ে বেশ ঠাট্টা করেছে বুঝতে পারছি।একদম ইউনিক diy তৈরি করেছেন।প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে ভাইয়া।