আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন। যথারীতি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, নিজের শারীরিক অসুস্থতার বিষয়টিও উপস্থাপন করেন এবং তারপর উপস্থিতি সকলের অবস্থা জানতে চান। এরপর বিশেষ হ্যাংআউটের বিষয়গুলো সবাইকে অবহিত করেন। তারপর আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন নিয়ে কথা বলেন এবং কয়েন এর নানা বিষয়ের আপডেট সকলের সাথে শেয়ার করেন। সবাইকে কাংখিত পরামর্শ দেন, হোল্ড রাখতে বলেন, একেবারে সব শেষ করতে না করেন।তারপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য। এরপর আমার বাংলা ব্লগের এক্সিউটিভ এ্যাডমিন
@winkles ভাইয়ের অনুমতি নিয়ে হ্যাংআউট শুরু করেন।
আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার একমাত্র সন্তান, টিনটিন সোনামণির ৬ষ্ঠ জন্মদিন উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন, আমার বাংলা ব্লগের বিশেষ হ্যাংআউট। বিশেষ এই দিনটিকে আমরা আরো বেশী সুন্দরভাবে উপভোগ করতে চাই, সবাইকে নিয়ে বিশেষ কিছু সময় উদযাপন করতে চাই। শুভ ভাই টিনটিনকে নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন এবং তারপর যথারীতি কাউন্ট ডাউন এর টিউন প্লে করেন। তারপর জন্মদিনের বিশেষ সঙ্গীত প্লে করেন, সবাই বেশ উৎসাহ নিয়ে সেটা উপভোগ করেন। তারপর সবাইকে নিয়ে সেই কাংখিত মুহুর্তটি উপভোগ করেন। ভার্চুয়ালী কেক কাটার মাধ্যমে টিনটিন এর জন্মদিন উপভোগ করা হয়। ইউজাররাও বেশ আনন্দ নিয়ে নানা ধরনের কেক এর ছবি শেয়ার করেন।
এরপর শুভ ভাই সকল ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং টিনটিনকে ইউজারদের পক্ষ হতে শুভেচ্ছা জানানোর সুযোগ দেন। সবাই যার যার অবস্থান হতে নানা ধরনের ইমোজির সাথে টিনটিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অনেকেই নিজে ব্যানার তৈরী করে সেটা শেয়ার করেন। শুভেচ্ছা জানানোর মুহুর্তটি সত্যি দারুণ ছিলো। বেশ কিছু সময়ের জন্য পুরো জেনারেল চ্যাট চ্যানেল জন্মদিন ও কেকময় হয়ে উঠে।
এরপর কথা বলি আমি
@hafizullah, শুরুতেই আমাদের টিনটিন সোনামনির জন্মদিন উপলক্ষ্যে দুটো কথা বলতে চাই, যেহেতু টিনটিনের জন্মদিন উপলক্ষে আজকের এই বিশেষ হ্যাংআউট। আসলে জন্মদিন একজন মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের একটি দিন, আর শিশুদের ক্ষেত্রে সেটা আরো রঙিন কিছু। এই দিনটিতে প্রতিটি মানুষই তার কাছের এবং প্রিয় মানুষদের কাছ থেকে শুভেচ্ছা বাক্য প্রত্যাশা করে, একটু ভিন্নভাবে এবং আনন্দের সাথে সেটা উদযাপন করতে চায়।
হৃদয়ের ভালোবাসা মিশিয়ে,
অন্তরের গভীর থেকে দোয়া করছি তোমায়-
আগামীর প্রতিটি দিন হোক এমন সুন্দর-উজ্জ্বল ও রঙিন।
ভালোবাসা আর স্নেহের পরশে কাটুক প্রতিটি মুহূর্ত-প্রতিটি ক্ষন
শুভ জন্মদিন, টিনটিন।
এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স)
@rex-sumon সুমন ভাই, গত বছরের মতো এবারও আমরা টিনটিন এর জন্মদিন ভার্চুয়ালি পালন করতেছি আশা করি কোন একটা সময় আমরা সবাই একসাথে তার জন্মদিন উদাযাপন করতে পারবো। যাইহোক কমিউনিটির সকলকে ধন্যবাদ আজকের এই বিশেষ মুহুর্তে জয়েন হওয়ার জন্য। আপনাদের সাথেই পুরো সময়টা আনন্দ করতে চাই। টিনটিন এর শুভ দিনে টিনটিনকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি মানুষের মতো মানুষ হোক, জীবনে এমন কিছু করুন যেন ওর বাবা মায়ের মুখ আরো বেশী উজ্জ্বল হয়। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন টিনটিন সব সময় সুস্থ থাকে আর এই দিনটি ওর জীবনে বার বার ফিরে আসুক।
তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@nusuranur আপু, টিনটিনকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালোবাসা, মমতা, স্নেহতে বেড়ে উঠুক আমাদের ছোট্ট টিনটিন। মানুষের মতোন মানুষ হোক, কোনো অশুভ শক্তি যেনো তাকে ছুঁতে না পারে সে প্রার্থনা করি। দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে আমাদের সকলের স্নেহের সুপ্রতীম। দোয়া করি আরো অনেক বড় হোক, জীবনে অনেক উন্নতি করুক। HAPPY BIRTHDAY TO YOU TINTIN
তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম)
@moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই টিনটিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ভালো থাকুক, সুস্থ থাকুক, সব সময় এই প্রত্যাশা করি। বিগত কয়েক বছর যাবতই আমরা টিনটিন এর জন্মদিন পালন করতেছি। এই দিনটি সত্যি আমাদের জন্য একটা ভিন্ন অনুভূতির কারন টিনটিন আমাদের পরিবারের একদমই ছোট সদস্য। ভালো এবং হাসিখুশি থাকুক সব সময় সে এই প্রত্যাশা ব্যক্ত করছি আবারও।
কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, যেহেতু আমিও একজন বাবা সেহেতু আমিও কিছুটা বুঝতে পারি যে এই দিনটি একজন বাবার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না। সত্যি কথা বলতে গেলে কি টিনটিনের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। টিনটিন এর বাবা-মায়ের জন্যও শুভেচ্ছা রইল। টিনটিন এসেছে বলেই তারা এই অনুভূতিটি অনুভব করতে পারছে। শুভ জন্মদিন টিনটিন।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর
@alsarzilsiam ভাই বলেন, প্রথমেই টিনটিন এর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ জন্মদিন টিনটিন। টিনটিন এর জন্য আমরা দোয়া করবো সে যেনো তার জীবনে সাফল্য এবং শান্তিতে ভরে উঠে। সব সময় সুখে থাকে এটাই কামনা করছি। আমরা সবাই জানি টিনটিন একদিন তার বাবার মতো বড় কিছু করবে, নিজের জায়গা তৈরী করে নিবে। আবারো জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি শুভ জন্মদিন টিনটিন।
এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর
@rupok ভাই, টিনটিন এর জন্য অনেক অনেক দোয়া রইল। অনেক বড় মনের মানুষ হোক। ভালো একজন মানুষ হোক। তার জীবন যেন খুবই আনন্দে কাটে। সে যেন খুব ক্রিয়েটিভ কিছু করে, এই কামনা করছি টিনটিন এর জন্য। শুভ জন্মদিন টিনটিন। টিনটিনকে আসলে আমরা বেশ কয়েক বছর ধরেই দেখে আসছি এবং আমাদের খুব কাছের কেউ মনে হয়। কখনোই মনে হয়নি টিনটিন আমাদের বাহিরের কেউ। দেখতে দেখতে বেশ বড় হয়ে গেলো। আজকের এই আয়োজনে থাকতে পেরে নিজের কাছেই খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং টিনটিন এর জন্য দোয়া করবেন।
এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর
@kingporos ভাই। নমস্কার সবাইকে। বিশেষ দিনে বিশেষ মানুষের জন্মদিন। আজ আমাদের দাদার এবং আমাদের সকলের স্নেহের সুপ্রতীম বাবুর জন্মদিন। টিনটিন বাবুর ছয় বৎসর পা দিয়েছে আজ। শুরুতেই তাই টিনটিন বাবুকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশীর্বাদ করি টিনটিন বাবু অনেক অনেক বড় হোক। মানুষের মতো মানুষ হয়ে উঠুক। বাবা-মায়ের আদর্শে একজন আদর্শ মানুষ হয়ে উঠুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো টিনটিন বাবু সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। ধন্যবাদ।
এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর
@tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, প্রথমেই জানাই দাদা ও বৌদির ছোট্ট উজ্জ্বল নক্ষত্রকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। একটি মাত্রই চাওয়া বড় হয়ে মানুষের মত মানুষ যেন হতে পারো, আর তোমাকে ঘিরে বাবা-মায়ের যে স্বপ্নগুলো রয়েছে তা যেন পূর্ণ হয়। সব সময়ই বাবা-মায়ের চোখের মনি হয়ে থেকো। আর এই দিনটি যেন বার বার ফিরে আসুক।মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। শুভ জন্মদিন টিনটিন।
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং চলমান টুইটার প্রমোশন নিয়ে নিজের অনুভুতি শেয়ার করেন, বেশ ভালো এ্যাকটিভিটিস ছিলো এই সপ্তাহে। তারপর সবাইকে কাংখিত পরামর্শ দেন, পুশ নিয়ে পোষ্ট লেখার আইডিয়া দেন। এক সপ্তাহ অন্তর অন্তর টুইটার প্রমোশন $PUSS নিয়ে হবে, সেই বিষয়ে কথা বলেন। তারপর এই সপ্তাহের বেষ্ট ব্লগারদের নাম ঘোষণা করেন দাদার পক্ষ হতে। তবে এই সপ্তাহে মাত্র একজন বেষ্ট ব্লগার হয়েছেন তিনি হলেন
@monira999। এছাড়া ফাউন্ডার চয়েস নির্বাচিত হয়েছেন
@alif111, তাদের অভিনন্দন জানান শুভ ভাই। তারপর সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।
তারপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রূপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। তবে বিশেষ হ্যাংআউট উপলক্ষে কুইজের সংখ্যা ১০টি করা হয় এবং রিওয়ার্ডসের পরিমানও বৃদ্ধি করা হয়। পর পর দশটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা, এই বছর টিনটিন এর জন্মদিন একদমই ঘরোয়াভাবে করা হচ্ছে কারন কয়দিন আগে বাবা চলে গেলো। তাই এবার একদমই নরমালভাবে পালন করছি। তিনটি কেক আনা হয়েছিলো, একটা গতকাল রাতে কাটা হয়েছে, একটা আজকে কাটা হলো। আর স্কুল আজকে খারাপ আবহাওয়ার কারনে বন্ধ ছিলো না হলে স্কুলে একটা কাটার কথা ছিলো ওটা কালকে কাটা হবে। অল্প কিছু ঘনিষ্ঠ মানুষজনকে বলা হয়েছে, বাড়িতেই পালন করা হচ্ছে। কেক কাটা শেষ। শুভ ভাই প্রশ্ন করলে দাদা বলেন, টিনটিন ভালো আছে,ও এখন বেলুন নিয়ে খেলা করছে। টিনটিন এর চোখের সমস্যা মোটামুটি ঠিক হয়ে গেছে।
তারপর দাদা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানান টিনটিনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য, সবার কাছে আর্শিবাদ কামনা করেন যেন বড় হয়, বর্তমান যুগ সমাজে তো সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত রকম কিছু হয় কিন্তু মানুষ খুব কম হয়। ও যেন মানুষ হতে পারে সেই আর্শিবাদ করবেন সবাই। কারন আমি চাইনা আমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, এসব কিছু চাই না, সে যেন একজন ভালো মানুষ হয় এটাই চাওয়া। ৬ বছর আসলে দেখতে দেখতে কেটে গেলো। কথা প্রসঙ্গে দাদা বলেন ওর কাকা জুতো কিনে এনেছিলো সেটা খাটেনি, কাকা অবাক হয়ে গেছে, এতো তাড়াতাড়ি এতো বড় লম্বা হয়ে গেলো। এখন তো অনেক বড় হয়ে গেছে জুতো আন্দাজে কিনলে আর খাটবে না। এতো ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হয়ে অনুভূতি শেয়ার করার জন্য শুভ ভাই দাদাকে ধন্যবাদ জানান।
এরপর দাদা $PUSS এর Mining নিয়ে কথা বলেন, এটা সবাইকে যথাযথভাবে জানানো হয়েছে কিনা জানতে চান। এটা কিভাবে কাজ করে এবং কিভাবে মাইনিং করতে হয় SunBoost এ। তারপর মেইন বিষয়টি উপস্থাপন করেন দাদা, এটা হলো একটা পুল। আপনারা তো আগে ট্রন এর কোন পুলে বিনিয়োগ করেন নাই। এই রকম পুল যে কোন ব্লকচেইন বেজড প্রোগ্রামে আছে। ট্রন, ইথিরিয়াম, আরবিট্রামসহ এই রকম অনেকগুলো সিস্টেমে আছে। যখন আপনি পুলে ফান্ড লক করবেন, তখন পুলের মাইনিং রেট অনুযায়ী প্রতিদিন রিওয়ার্ডস পাবেন। ওখানে দেখুন APY আছে, APY হলো বাৎসরিক আপনাকে কত রিটার্ন দিবে। যদি ১০০% থাকে তাহলে একশত টাকায় আপনাকে ১০০টাকা রিওয়ার্ডস দিবে। আর যদি ৩০% থাকে তাহলে একশত টাকায় ৩০ টাকা রিওয়ার্ডস দিবে।
এখন ধরুণ আপনি $PUSS কিনলেন, ওয়ালেটে থাকলে পুশ বাড়বে না, ওটা হতে কোন ইনকামও হবে না যতক্ষণ পর্যন্ত না সেটা সেল দেয়া হবে, আবার আপনি যদি চান যে, আমি $PUSS কিনে হোল্ড করে রাখবো সেল করবো না এখান হতে ইনকাম করবো। যেমন স্টিমিট এ আমরা অনেকে স্টেক করি বা ভিবিন্ন জায়গায় ডেলিগেশন করি, সেখানে যা আর্ন হয় সেটাই আমরা মার্কেটে সেল করি। আপনি ধরুন ১০ হাজার $PUSS SunBoost এ মাইনিং খোলে রাখলেন। তাহলে ১০ হাজার পুশ প্লাস ১০ হাজার পুশের সমান ট্রন, দুটো মিলে হচ্ছে ১০০ ডলার। এই ১০০ ডলার এর বিপরীতে ১৩০ ডলার পাবেন বছরে (বর্তমান রেট ১৩০% আছে) তবে সেই টাকাটা দিবে প্রতিদিন। আপনি যদি আজকে রাত সাড়ে নয়টায় $PUSS আর ট্রন এ্যাড করেন ১০০ ডলার এর সমান, পরের দিন ৯.৩২ এ রিওয়ার্ডসটা ওখানে জমা হবে, সেখানে একটা ক্লেইম বাটন থাকবে সেখানে ক্লিক করলে আপনার একাউন্টে বাড়তি $PUSS যোগ হয়ে যাবে।
এখন APY ১৩০% আছে এটা যত বিনিয়োগ বাড়তে থাকবে ততো কমতে থাকবে। ১০০ ডলার এ ১৩০ ডলার পাচ্ছেন এখন, এটাকে ৩৬৫ দিয়ে ভাগ করুন, ১০০ ডলারে ৩৫ সেন্ট প্রতিদিন আপনি পাবেন। সেটাই আপনি চাইলে প্রতিদিন উত্তোলন করতে পারবেন যদি আপনার একাউন্টে যথেষ্ট পরিমান ব্যান্ডউইথ ও এনার্জি থাকে। আর যদি কম থাকে, তাহলে আপনি সপ্তাহে একদিন বা মাসেও একদিন ক্লেইম করতে পারেন। এটা হচ্ছে আপনি যদি লংটাইম হোল্ড করেন তাহলে একটা পেসিভ ইনকাম থাকবে। একটা পুশ ওয়ালেটে হোল্ড করে তো কোন ইনকাম হচ্ছে না, কিন্তু এখানে হোল্ড করে ইনকাম করা যাবে। যখন খুশি আবার তুলে নিতে পারবেন। স্টিমিটে একটা লকিং পিরিয়ড থাকে কিন্তু এখনে কোন লকিং পিরিয়ড নেই। এটা স্মার্টকন্ট্রাক্টের মাধ্যমে কাজ করে একদম ট্রাস্টলেস, অর্থাৎ কোন পক্ষকে ট্রাস্ট করার দরকার নেই।
Sunpump টীম এটা তৈরী করে দিয়েছে আমাদের। এখানে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন কি কি করতে হবে, সেটা আপনি না বুঝতে পারলে এ্যাডমিন মডারেটরদের জিজ্ঞেস করবেন, অথবা টিকেট কাটবেন। তারপর দাদা সবার উদ্দেশ্যে বলেন, আপনার একটা কাজ করতে পারেন Google এ crypto yield farming লিখে সার্চ করলে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেখান হতে খুব সহজেই ধারনা নিতে পারবেন। তারপর দাদা বলেন, যদি সব ঠিকঠাক থাকে এবং early investor যারা আছেন তারা যদি প্রজেক্টটা বাঁচিয়ে রাখতে চায়, তাহলে তো আর সমস্যা হবে না কোন। আমাদের টার্গেট আছে এটাকে জনপ্রিয় করার, জনপ্রিয়তা একটু অর্জন করেছে ইতিমধ্যে। কারন আজকে আমার অবস্থা খুবই খারাপ, গত দুইদিন ধরে ঘুমাতে পারি না, প্রতিটি মিনিটে কয়েকশ ডিএম। টপ লেভেলের যতগুলো এক্সচেঞ্জ আছে সবাই ডিএম করছে, আমাদের টীম একদম দিশেহারা।
আমার তো ঘুম নেই, কিচ্ছু নেই, প্রতি মুহুর্তে শুধু লিস্টিং আর লিস্টিং। আমাদের একটা সুবিধা হয়েছে, আমাদের কাউকে অনুরোধ করা লাগেনি লিস্টিং এর জন্য। প্রতিটি লিস্টিং এ বিশাল বিশাল ডিসকাউন্, পলোনিক্স টীমতো আমাদের ৯৫% ডিসকাউন্ট দিয়েছে। আমাদের স্টিমিটের ব্যাকআপটা খুব কাজে এসেছে, আমাদের পরিচিত বেড়েছে। এটাকে ধরে রাখলে পারলে আমার বড় কিছু করার ইচ্ছ আছে। যদিও শুরুতে ভিন্ন কিছু ছিলো, এখন আমাদের আশা আছে বাইন্যান্স এ লিস্টিং করার। কয়েন মার্কেট ক্যাপিটালে লিস্টিং হওয়ার সাথে সাথে তারা মনিটরিং করা শুরু করেছে। সে ক্ষেত্রে বাইন্যান্সে আমরা করবো, কারন সানপাম্পের টপ লেভেলের অনেকগুলো কয়েনই বাইন্যান্সে লিস্টিং নেই। বাইন্যান্সে আমি লিস্টিং করার জন্য একজনের সাথে কথা বলেছি, বলেছে কমিউনিটি গ্রো করলে ফ্রি কস্ট এ লিস্ট করে দিবে। বাইন্যান্সে লিস্ট হলে প্রতিদিন ৩০-৪০ মিলিয়ন ডলার অব্দি ট্রেড হতে পারে। কয়েক হাজার ইনফ্লুয়েন্সার এবং ৩০-৪০টা এক্সচেঞ্জ হতে যোগাযোগ করেছে। ডিল করে আমরা কুলিয়ে উঠতে পারছি না। সব কিছুতে প্রচুর টাকা চায়। বাইন্যান্স হলে দুনিয়ার এক নাম্বার এক্সচেঞ্জ সাইড।
তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে
@neelamsamanta গান,
@samhunnahar গান,
@kausikchak123 কবিতা আবৃত্তি,
@selinasathi1 কবিতা আবৃত্তি,
@bristychaki গান,
@bristy1 গান,
@aongkon গান,
@saymaakter কবিতা আবৃত্তি,
@mohamad786 গান,
@limon88 গান,
@hiramoni গান এবং সব শেষে
@shuvo35 ভাই গান পরিবেশন করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হ্যাংআউটে দারুন সময় কাটিয়েছি ভাইয়া। সময়টা সত্যিই অনেক আনন্দে কেটেছে। আমরা সবাই মন থেকে দোয়া করি টিনটিন যেন অনেক ভালো একজন মানুষ হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ সপ্তাহের হ্যাং আউটে অংশগ্রহণ করলেও ব্যস্ততার কারনে আমি কিন্তু অনেক কিছু মিস করে গেছি। যা আজকের পোস্টের মাধ্যমে জানতে পারলাম। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিস হয়ে গিয়েছিল। যাই হোক টিনটিন বাবুকে নিয়ে এ সপ্তাহের হ্যাং আউটি বেশ আনন্দ ঘন ছিল। ধন্যবাদ ভাইয়া পোস্টটি সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার কথাগুলো বিস্তারিত ভাবে তুলে ধরলেন দাদা৷ অনেক কথা অমিট করে গেছি। বাড়িতে ব্যস্ততাও ছিল তার মধ্যেই হ্যাং আউটে ছিলাম। আমি অপেক্ষায় ছিলাম আপনার পোস্টটির। কখন করবেন আর বিষয়টা ভালো করে বুঝব। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিনটিন আমাদের দাদার একমাত্র সন্তান। ওর জন্য সবসময় শুভকামনা থাকল। আর দাদার কথামতো আমিও দোয়া করি ও মানুষের মতো মানুষ হোক। হ্যাংআউট টা বেশ উপভোগ করেছিলাম। যদিও একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বিনোদন পর্বের মাঝপথে বেরিয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতদিনের বিশেষ হ্যাং আউট পুরোটা সময় দারুন উপভোগ করেছিলাম।আপনি পুরো অনুষ্ঠানটি সুন্দর করে সাজিয়ে প্রকাশ করেছেন ব্লগটির মাধ্যমে,ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেকটা হ্যাংআউট এর থেকে এই হ্যাংআউট অনেক বেশি স্পেশাল ছিল, যেহেতু টিনটিন বাবুর জন্মদিন ছিল এজন্য। পুরো মুহূর্তটা অনেক ভালোভাবে উপভোগ করেছি। যেটা সত্যি অনেক ভালো লেগেছে। হ্যাংআউটে যেমন ভালো সময় কাটিয়েছি, তেমনি এই পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে বিশেষ হ্যাং আউটের প্রোগ্রামটি অনেক সুন্দর ছিল।আমার কাছে অনেক ভালো লেগেছে সবাই মিলে দারুন মুহূর্ত উপভোগ করেছি।অনেক ধন্যবাদ ভাই হ্যাংআউটের রিপোর্টটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিনটিন বাবুর জন্মদিন হওয়ার কারণে এই হ্যাংআউট আরো বেশি সুন্দর হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। সবাই মিলে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে পেরেছি। এই মুহূর্তটা মনে পড়লে এখনো অনেক ভালো লাগছে। এই বিশেষ হ্যাংআউটে সবাই খুব ভালো সময় কাটিয়েছে। দোয়া করি টিনটিন বাবু যেন আরো অনেক বড় হতে পারে। অনেক ধন্যবাদ এত সুন্দর করে এটি সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবারের হ্যাংআউট সত্যি স্পেশাল ছিল। ভারচুয়াল ভাবে কেক কেটে সবাই অনেক আনন্দ পেয়েছি।তারপর পুস নিয়ে অনেক কিছু জানতে পারলাম। দোয়াকরি আমরা প্রতি বছর এভাবেই যেন জন্মদিন পালন করতে পারি। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট সুন্দর ভালো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে বিশেষ হ্যাংআউট টি দারুণ ছিলো। আমরা সবাই সুন্দর ভাবে পুরো হ্যাংআউট উপভোগ করছি।সবাই দোয়া করবো টিনটিন বাবু যেনো মানুষের মতো মানুষ হোন।ধন্যবাদ ভাই পোস্ট টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিনটিন এর জন্মদিন উপলক্ষে- বিশেষ হ্যাংআউট বিশেষ ভাবে পালন করার মদ্ধ দিয়েই দারুণ সময় কাটিয়েছি আমরা। বরাবরের ন্যায় এই রিপোর্টটিও দারুন হয়েছে। কেউ hangout উপস্থিত না থাকতে পারলে আপনার প্রতিবেদন পড়লে সব জানতে পারে। আপনার এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্যান্য সপ্তাহের হ্যাংআউটের তুলনায় স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের বিশেষ হ্যাংআউট খুবই আনন্দঘন এবং প্রতিটি মুহূর্ত অসাধারণ ছিলো। স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন। হ্যাংআউটের প্রতিটি মুহূর্ত বেশ সুন্দর ভাবে অতিবাহিত করেছি। শ্রদ্ধেয় দাদার কথা শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে হ্যাংআউটের রিপোর্টটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সবার আদরের টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট এককথায় দুর্দান্ত লেগেছে। বিশেষ করে কুইজ পর্ব এবং বিনোদন পর্বটা দারুণ লেগেছে। তাছাড়া শেষের দিকে গিভওয়ে সবার মাঝে বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে হ্যাংআউট আরো বেশি স্পেশাল ছিল। বিনোদন থেকে শুরু করে প্রতিটি সেগমেন্ট পরিপূর্ণ ছিল। টিনটিন বাবুর জন্মদিনের হ্যাংআউট কখনো ভোলার মত নয়। টিনটিন বাবুর জন্য শুভকামনা রইল, টিনটিন যেন ভালো মানুষ হিসেবে বড় হয়ে ওঠেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশেষ দিনে বিশেষ আয়োজন হলে আনন্দ অনেক বেড়ে যায়। টিনটিনের জন্মদিনে খুবই আনন্দ করেছি। টিনটিন এর জন্মদিন উপলক্ষে বিশেষ হ্যাংআউটে অনেক ভালো সময় কাটিয়েছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit