আবেগের কবিতা || হৃদয় হারাচ্ছে বিমল চঞ্চলতা || Original Poetry by @hafizullah

in hive-129948 •  11 hours ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। চাপ কিছুটা কমলে ব্যবস্থা যথারীতি আমার ঘিরে ধরছে। হয়তো এটাই বাস্তবতা, সময়ের সাথে সাথে আমাদের ব্যস্ততা এবং মানসিক অস্থিরতা বাড়তে থাকবে। আমরা একটা আশা নিয়ে এগিয়ে যাই, হয়তো এবার একটু স্বস্তি ফিরে পাবো, হয়তো এবার একটু ব্যস্ততা কমে আসবে, এই আশাগুলোই আমাদের জীবনকে গতিশীল রাখে । জীবন গতিশীল হয় ঠিকই কিন্তু কিছু নির্মম সত্যকে খুব কাছ হতে দেখার সুযোগ তৈরী করে দেয়।

কারণ গতিশীল সময়ে আমরা প্রতিনিয়ত নির্মম কিছুর স্বাক্ষী হই। কথায় বলে সময় খারাপ না হলে হয়তো আমাদের জীবনটা মিথ্যার উপর গতিশীল থাকতো, কিছু বাস্তব সত্য আমরা কোনদিনও উপলব্ধি করতে পারতাম না। সময় যখন খারাপ হয় তখন চেনা মানুষগুলো অচেনা ব্যবহার আমাদের নতুনভাবে সব কিছু ভাবতে শেখায়। সময়ের সাথে হৃদয়ের অস্থিরতাগুলোকে আজ একটু ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। সময়ের সাথে সাথে হৃদয়ের আড়ালে বেড়ে উঠা অনুভূতিগুলোকে সামনে আনার চেষ্টা করেছি মাত্র। চলুন তাহলে আজকের কবিতাটি পড়ে দেখি-

rock-8196075_1280.jpg

সময় বড্ড বেশী অচেনা হয়ে যাচ্ছে
কথাগুলো বড্ড বেশী একলা রয়ে যাচ্ছে,
আলো-আঁধারে ঘেরা এই শহরের মাঝে
হৃদয়টা দিন দিন নিঃসঙ্গ হয়ে যাচ্ছে।

কাছাকাছি কত সহস্র মানুষের উপস্থিতি
তবুও কেউ কারোর কাছে নেই,
একই সীমানায় বসবাস করেও
অনুভূতি প্রকাশের সুযোগ নেই।

হৃদয়ের অনুভূতিতে ধুলো জমছে
নিস্তেজ হচ্ছে চঞ্চলতার আবেগ,
সম্পর্কগুলো নিরুত্তাপ ভালোবাসায়
একাকীত্বের সাথে প্রহর গুনছে।

জীবন বড্ড বেশী বিবর্ণ হয়ে যাচ্ছে
রংগুলো বড্ড বেশী ম্লান রয়ে যাচ্ছে,
স্বার্থের আবরণে ঢাকা এই শহরের মাঝে
মানবতা দিন দিন সংকোচিত হয়ে যাচ্ছে।

দিনের সাথে সচল রাতের প্রহর
স্বার্থের সাথে সম্পর্কের সঙ্কট,
হৃদয় হারাচ্ছে বিমল চঞ্চলতা
প্রাণ হারাচ্ছে নির্মল সজীবতা।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

সুসময়ে মানুষ আশেপাশে থাকে অনেক ভালো ব্যবহার করে। দুঃসময়ে কেউ পাশে থেকেও ফিরে তাকায় না। এটাই নিয়ম এটাই বাস্তব। কবিতায় এমন কিছু আবেগ অনুভূতি ফুটে উঠেছে যেটা একদম বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। দারুণ লিখেছেন ভাইয়া। আপনার কবিতাগুলো সব সময় পড়ে খুবই ভালো লাগে। আজকের কবিতাটি একদম বাস্তবমুখী একটি কবিতা।

আপনার কবিতায় যে বিরহের ঠিকানা আমি প্রতিবার পাই তা কিন্তু বেশ ছুঁয়ে যায় ভাই। এই কবিতাটিও খুব সযত্নে ও গুছিয়ে লিখে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রত্যেকটি লাইনে জীবনের কিছু সত্যি কথা বিরহের রূপে ফুটে উঠেছে। এই আক্ষেপটাই যেন কবিতাকে সুন্দর করে তোলে। সব মিলিয়ে সুন্দর একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করলেন।

অনেক ধন্যবাদ ভাই, আপনাদের মতো কবিরা যখন কোন প্রশংসা করেন তখন সত্যি মনে হয় কবি হয়ে যাচ্ছি। উৎসাহ পেলাম বেশ।

সময় খারাপ না হলে আসল ও আপন মানুষ চেনা ভীষণ মুশকিল।তাই আমার মনে হয় সময়টা কিছু সময়ের জন্য খারাপ হওয়া জরুরী।এতে করে কাছের মানুষ চিনতে পারা যায়।

প্রতিবারের মতো আজকের কবিতাটি ও দারুন ছিল।প্রতিটি লাইন অনেক বেশী ভালো লাগলো আমার।কবিতাটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক অভিনন্দন জানাই আপনাকে।