DIY-এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী

in hive-129948 •  3 years ago 

1.jpg

শুভ সন্ধ্যা সবাইকে,

মানুষ সবই পারে, যদি সঠিকভাবে একটু চেষ্টা করে। হ্যা, এই কথাটা আমরা সবাই কম বেশী বলি কিন্তু মানি কি না? এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। হয়তো বলার জন্য অনেক সত্যি কথা আমরা ঠিকই বলি কিন্তু প্রকৃতপক্ষে সেগুলোকে কখনো মানার চেষ্টা করি না। তবে যদি বলা এবং করার মাঝে মিল থাকে, তাহলে সেখানে খুব সহজেই তৃতীয় আরো একটা বিষয়ের উপস্থিতি লক্ষ্য করা যায়, আর সেটা হলো সফলতার আনন্দ।

একটা বিষয়ের কমতি ছিলো আমার মাঝে এবং আমার উপস্থাপনায়। বেশ কয়দিন ধরে সেটার আলোচনা হচ্ছিল আমাদের বাড়ীতে। কারন ছেলে মোটামোটি অনেক কিছুই তৈরী করে এবং বাড়ীতে সব উপকরণই রয়েছে। কিন্তু আমার সময় এবং চেষ্টা কোনটারই ভালো সমন্বয় হচ্ছিল না। তবে গতকাল ছেলে এবং ভাগনীর উপস্থিতিতে তৈরী করে ফেললাম একটি ওয়ালমেট। যা আজ আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তবে একটা কথা অবশ্যই বলতে হবে, যারা এখন পর্যন্ত এই ইভেন্টে অংশগ্রহন করেছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারন বিষয়টি আমি যতটা সহজ ভেবেছিলাম, আসলে ততোটা সহজ না। এগুলো তৈরীতে বেশ সময় ব্যয় করতে হয় এবং অনেকটা কষ্টকরও। যারা নিয়মিত এই ইভেন্টে অংশগ্রহন করছেন, তাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।

IMG20210929134950.jpg

উপকরণ সমূহঃ

  • রঙিন কাগজ
  • পুতি
  • জল রং
  • আঠা
  • কাচি

প্রস্তুত প্রণালীঃ

IMG20210929135305.jpgIMG20210929135527.jpg

প্রথমে একটা শক্ত কাজগ এবং রঙিন কাগজ নিবো এবং দুটোকেই গোল করে কেটে নিবো।

IMG20210929135744.jpgIMG20210929135942.jpg

তারপর রঙিন কাজগটিকে মাঝ দিয়ে সুন্দর করে রাউন্ড আকারে কেচি দিয়ে কাটবো। মাঝখানের অংশটি ধরে সুন্দর করে গোল করবো, যাতে সুন্দর একটা ফুলের আকার ধারন করবে।

IMG20210929140500.jpgIMG20210929140616.jpgIMG20210929140839.jpg

এখন রঙিন কাগজ স্কয়ার করে নেব এবং আড়াআড়ি করে টুকরো করবো। তারপর উপর হতে ভাজঁ করে নিচের দিকে আসবো। দেখতে অনেকটা সিঁড়ির মতো তৈরী হবে।

IMG20210929140929.jpgIMG20210929140952.jpgIMG20210929141015.jpg

এখন মাঝ বরাবর ভাজ করে ফুলের পাতার ন্যায় তৈরী করবো এবং মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দেব। এই রকম ছয়টি পাতা তৈরী করবো।

IMG20210929142503.jpgIMG20210929142739.jpgIMG20210929142851.jpg

এখন সাদা কাগজ নিয়ে ছোট ছোট স্কয়ার টুকরা করবো এবং চার ভাজ দিয়ে উপরের অংশ রাউন্ড করে কাটবো, তাতে ফুলের পাপড়ির মতো তৈরী হবে।

IMG20210929142917.jpgIMG20210929143122.jpgIMG20210929143926.jpg

এগুলোর একপাশ আঠা দিয়ে লাগিয়ে দিবো, জল রং দিয়ে মাঝখানে সুন্দর করে দাগ টানবো এবং একটি পুতি বসিয়ে দিবো আঠা দিয়ে। এই রকম ছয়টি তৈরী করতে হবে।

IMG20210929144601.jpgIMG20210929144609.jpgIMG20210929150113.jpg

পূর্বে গোল করে কেটে রাখা শক্ত কাগজটিকে রঙিন কাগজ দ্বারা ঢেকে দিবো এবং মাঝ খানে ফুলের মতো তৈরী করা অংশটিকে আঠা দিয়ে বসাবো।

IMG20210929150149.jpgIMG20210929150200.jpgIMG20210929150535.jpg

এভাবে চারপাশে পাতাগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নেব।

IMG20210929150851.jpg1.jpg

এখন রং করে রাখা ফুল আকৃতির সাদা কাগজগুলোকে চারপাশ দিয়ে আঠা দিয়ে বসিয়ে দেব।

IMG20210929151110.jpgIMG20210929151150.jpgIMG20210929151218.jpg

এখন লম্বা এবং চিকন করে তিনটি কাগজের টুকরা কেটে নিবো। সাদা কাগজ দিয়ে আরো তিনটি ফুল এবং রঙিন কাগজ দিয়ে তিনটি পাতা তৈরী করবো।

IMG20210929151300.jpgIMG20210929163806.jpg

তারপর সেই লম্বা টুকরোগুলোকে ফুলের মাঝ বরাবর পিছন দিকে আঠা দিয়ে লাগিয়ে দেব।

IMG20210929151903.jpg

এখন দেখুন, ফুলের ন্যায় দেখতে ওয়ালমেটটি কি রকম তৈরী হয়েছে? ততো বেশী ভালো হয় নাই, কারন প্রথমবার চেষ্টা করলাম তো। এরপর আরো কিছুটা চেষ্টা করলে হয়তো আরো বেশী সুন্দর হবে। দেখা যাক পরের বার কতটা ভালো করতে পারি!

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়ালমেটটা সত্যি ভাইয়া খুব সুন্দর হয়েছে। কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করা আসলেই অনেক কঠিন। তারপরে বানানোর পর যখন দেখি তখন খুব ভালো লাগে। ওয়ালমেট বানানো অনেক কঠিন আপনার টা খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি ওয়ালমেট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

আরে বাহ ভাইয়া।
আপনার হাতের কাজ যে এতো ভালো তা তো ভাবতেই পারিনি!!
খুব বেশি সুন্দর হয়েছে ওয়ালমেটটি।
আপনার দেখি সব গুণ।

হুম, পাম্পটা একটু বেশী হয়ে গেলো না আপু, একদম ভালো হয় নাই। তবে পরের বার চেষ্টা করলে আরো ভালো হবে হয়তো। ধন্যবাদ

না না একদম না।সত্যি ভালো হইছে।

সত্যি ভাই আপনি প্রশংসার দাবিদার এত সুন্দর ভাবে তৈরি করেছেন। কাগজ দিয়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল এ।মন আরো পোষ্ট আমরা দেখতে চাই আপনার কাছ থেকে ভাইয়া

ধন্যবাদ ভাই, অতোটা ভালো পারি না, তবে চেষ্টা করেছি মাত্র।

ইনশাআল্লাহ সামনে আরও ভালো হবে যত চেষ্টা করবেন ততই ভালো হবে আশা করি

ভাই আপনি তো খুব সুন্দর কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। খুবই চমৎকার হয়েছে দেখতে। ধাপে ধাপে উপস্থাপনাটা খুব সুন্দর করে করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

অনেক ধন্যবাদ আপু, প্রসংশা করার জন্য, যদিও এটাই প্রথম ছিলো।

ভিন্নতা দেখলেই ভালো লাগে । সুন্দর বানিয়েছেন ভাই । আপনি যে অলরাউন্ডার তা প্রমাণিত । শুভেচ্ছা রইল আপনার জন্য।

না ভাই, আসলে তা না, একটু চেষ্টা করেছি মাত্র, যদিও অতোটা ভালো বানাতে পারি নাই। ধন্যবাদ

ভাইয়া অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানিয়েছেন। আমার কাছে দারুন লেগেছে। সত্যিই অনবদ্য। শুভেচ্ছা অবিরাম

শুনে খুশি হলাম, আপনার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ ভাই

ওয়াও কাগজের তৈরি ওয়ালমেট অসাধারণ হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া♥

ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন ভাই।খুব সুন্দর হয়েছে ভাই।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার ক্রাফট দক্ষতা সত্যিই প্রশংসার দাবিদার।অনেক ধন্যবাদ ভাই মূল্যবান পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

দারুন হয়েছে হাফিজ ভাই, এত সুন্দর প্রতিভা কোথায় এতদিন লুকিয়ে রেখেছিলেন? আপনি তো সর্বগুনে গুণান্বিত।

ভাই আপনার ওয়ালমেটটা তৈরি খুব সুন্দর হয়েছে। আমার কাছে খুব পছন্দ আপনার ওয়ালমেটটা।উপস্থাপনাটা ধাপে ধাপে খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া।

কে বলেছে ততো বেশি ভাল হয় নাই!? প্রথম চেষ্টাতেই আপনি তো ডাবল ছক্কা হাকিয়েছেন। আপনার ওয়ালমেটটি একদম পারফেক্ট হয়েছে।

ফুলের মতো দেখতে ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে। প্রথম বার হিসেবে খুবই দারুন ভাবে বানিয়েছেন।আপনার জন্য অনেক শুভকামনা।

ওয়াও ভাইয়া আপনিও এত সুন্দর ওয়ালমেট তৈরি করে ফেললেন। খুবই সুন্দর হয়েছে, এক কথায় অসাধারন লেগেছে আমার কাছে ।আপনার তৈরি ওয়ালমেট তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার এত সুন্দর ওয়ালমেট টি শেয়ার করার জন্য।

আপনি আর কি বাকি রাখবেন ভাইয়া।রেসিপি থেকে শুরু করে একদম সবকিছু। আপনি হলেন অলরাউন্ডার। অনেক সুন্দর হয়েছে আপনার বানানো রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টি। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করা আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনি একটি খুব ভাল DIY করেছেন এবং লোকেদের বোঝার জন্য খুব সহজ, আমি সত্যিই এটি পছন্দ করি।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ

ভাইয়া আমি বিশ্বাস করি এই কমিউনিটিকে যে ভালোবাসবে সে সব কিছু পারবে। রান্না করতে, লিখালিখি করতে, এবং বিভিন্ন স্কিল হয়ে যাবে তার। আপনাদের এমন পোস্ট থেকে আমি নিজেই অনেক অনুপ্রেরণা পাই। ইচ্ছে করে আমিও কিছু করতে পারবো বলতে😊।

ভাই তো এবার অসাধারণ। DIY দিয়ে অনেক চমৎকার ভাবে আপনার ওয়াল সাজাচ্ছেন যেটা অবশ্যই আপনার ঘরের সৌন্দর্য কে অনেক গুণ বাড়িয়ে দিবে।

তাহলে ঘর সাজানোর দায়িত্বটা হাফিজ ভাইয়ের উপরেই পড়েছে।😁😁🤭

অও ভাইয়া।অসাধারণ হয়েছে ওয়ালমেটটি।আপনি অনেক গুণসম্পন্ন দক্ষ মানুষ ভাইয়া।খুবই নিপুনতার সঙ্গে সম্পন্ন করেছেন হাতের কাজটি।দেখে খুবই ভালো লাগলো।অনুপ্রেরণা পেলাম আপনার কাছ থেকে।ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি পোস্টটি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং শেষটাও অনেক ভালোভাবে সমাপ্ত করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ।

এত সুন্দর একটি ডাই করেছেন আমিতো দেখে অবাক হয়ে গেলাম। আপনি রান্নার রেসিপির পাশাপাশি এত সুন্দর ডাই তৈরি করতে পারেন তা আমার জানা ছিল না। ভাইয়া আপনার মধ্যে আরো কি কি গুন লুকিয়ে রেখেছেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। মানুষের মধ্যে যে এত প্রতিভা থাকতে পারে তা আমার আগে জানা ছিল না। আপনার লেখা যেমন অসাধারণ তেমনি রেসিপি। আর আজকে তো অন্য কিছু। আপনার জন্য রইল শুভকামনা।

হাফিজ ভাই, আমিও একটা এমন ফুল বানিয়ে আমার আলমারিতে লাগিয়ে রেখেছি। 🤗🥰😊।
IMG20210822150152.jpg
দুই ভাইয়ের পছন্দ বেশ মিলে গেলো কিন্তু।

ভাই সত্যিই মিলে গেছে, আপনি তো উপরের অংশে লাগিয়েছেন, আর আমি এখনো এটা আলমারির ভিতরে রেখে দিয়েছি, হা হা হা। ভাইয়ের সাথে ভাইয়ের মিলতো থাকবেই।

ধাপ গুলো দেখেই বুঝা যাচ্ছে অনেক কষ্ট করে সময় নিয়ে ওয়ালম্যাট টি বানিয়েছেন ভাই। সত্যি অনেক সুন্দর হয়েছে।

ভাইয়া ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।

অনেক সুন্দর ওয়ালেট বানিয়েছেন ভাই এবং সঙ্গে ব্যাখ্যাগুলো অত্যন্ত সুন্দর। আমি জানতাম আপনি অনেক মোটিভেশনাল কথা বলেন কিন্তু আপনি এত সুন্দর কাজ করতে পারেন তা আগে কখনো দেখিনি ।আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক।

দাদা তো দেখছি সব কাজে বেশ পটু। সুন্দর ভাবে লিখতে পারেন, রান্নার টাও বেশ করেন, আবার হাতের কাজেও বেশ পারদর্শী। দারুন দারুন। এগিয়ে চলুক পথ চলা।

বাহ অনেক সুন্দর হয়েছে।ভাইয়া আপনি তো অনেক সুন্দর কাগজের ওয়ালম্যাট তৈরি করেছেন। ভাইয়া এত সুন্দর ওয়ালম্যাট পোস্ট করার জন্য ধন্যবাদ।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার কাগজের তৈরি ওয়ালমেট আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

রঙিন কাগজ দিয়ে আপনার কারুকার্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে তৈরি করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইলো ভাই। এভাবে আপনার বিভিন্ন উপস্থাপনা আমার কাছে পছন্দের একটি বিষয়। ধন্যবাদ ভাইয়া।