আবেগের কবিতা || কবিতা ও আমি || Original Poetry by @hafizullah

in hive-129948 •  2 years ago 

woman-gffdbb9dd7_1920.jpg



হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। যদিও জীবনের প্রয়োজনে কিংবা বাস্তবতার আঘাতে জর্জরিত হয়ে আমরা ভালো থাকতে পারি না। কারন আমাদের চারপাশের বাস্তবতা আমাদের নানাভাবে শৃংখলে বন্দি করে রাখে, আমরা চাইলেও সেই বন্দিদশা হতে বের হয়ে আসতে পারি না, আমরা চাইলেও বাস্তবতাকে অস্বীকার করে নিজেকে ভিন্নভাবে প্রকাশ করতে পারি না। হয়তো এই ভাবে আরো হাজারও না পারার উদাহরণ দেয়া যাবে কারন এগুলো সবটাই নির্মম সত্য। আর এই কারনেই আমরা এগুলোকে উপেক্ষা করতে পারি না, বরং নিরব মনে মেনে নিয়ে হৃদয়ের আকাংখাগুলোকে ঢেকে রাখি।

এটা সত্য আমরা সব সময় নিজেদের সব আকাংখাগুলোকে সামনে আনতে পারি না, কিংবা সামনে থাকলেও সেটা প্রকাশ করতে পারি না। না এখানে শুধু দ্বিধাবোধ কাজ করে না বরং বাস্তবতার শৃংখল আমাদের দারুণভাবে আটকে রাখে, আমাদের সাধ সামনে আসলেও সাধ্য সেটা বাস্তব হতে দেয় না। এই কারনে আমরা কারো আড়ালে হয়তো যতটা উজ্জ্বল, সম্মুখে ঠিক ততোটাই অনুজ্জ্বল, কারন কল্পনায় হয়তো আমরা স্বাধীন কিংবা বাস্তবতায় পরাধীনতার শেকলে বন্দি। যার কারনে আমাদের হৃদয়ে যা থাকে মুখে তা প্রকাশ পায় না আর মুখে যা প্রকাশ পায় হৃদয়ে তা থাকে না, এই নির্মম সমীকরণ নিয়েই আমাদের এগিয়ে যেতে হয় এবং জীবনের গতিকে গতিশীল রাখার চেষ্টা করতে হয়, আশা করছি এখন পুরো বিষয়টি একদম পরিস্কার।

আরো একটু পরিস্কার হয়ে যাবে যদি পরের অংশটুকু অর্থাৎ আমার আজকের কবিতাটি পড়ে দেখেন। কারণ উপরের কথাগুলোকে আমি আমার কবিতার মাধ্যমে, কিছুটা ছন্দের আলোকে কিংবা রহস্যঘেরা অনুভূতিগুলোকে সামনে আনার চেষ্টা করেছি। হয়তো ভালো লাগতে পারে আপনাদের কাছে, হয়তো রহস্যভেদ করে কথার গভীরে চলে যেতে পারেন, না হয় ছন্দের মুগ্ধতায় দারুণ স্বাদ পেতে পারেন। চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-

music-sheet-g8c8afde0e_1920.jpg

কবিতা ছন্দের আড়ালে থাকা যন্ত্রনা
কবিতা হৃদয়ের গভীরে থাকা ছন্দমালা
আমি কবিতা লিখি, জীবনের মায়া হতে
আমি কবিতা লিখি, জীবনের কষ্ট হতে।

কেউ যেমন কবিতায় ছন্দ খুঁজে পায়
কেউ তেমনি কবিতায় যন্ত্রনার গন্ধ পায়
আমি কবিতা লিখি, জীবনকে গতিশীল রাখতে
আমি কবিতা লিখি, অনুভূতি আড়ালে ঢাকতে।

কেউ একজন আমায় বলেছিলো
কবিতাগুলো রোমান্টিক কিন্তু আমি না
অনুভূতিগুলো ছন্দময় আনন্দ জাগায়
আমি নিশ্চুপ ছিলাম, নিরবে আড়াল হলাম।

কারন জীবন যুদ্ধে আমি সংগ্রামী
গতিশীল জীবনের ময়দানে আমি বিদ্রোহী
হৃদয়ের আবেগে আমি হার মানি না
টিকে থাকার লড়াইয়ে আমি বশ মানি না।

হয়তো কবিতার ছন্দে তোমরা আবেগ খোঁজ
হয়তো অনুভূতির যাদুতে তোমরা চঞ্চলতা খোঁজ
কিন্তু আমি যন্ত্রনার আঘাতেও গতিশীল থাকি
সংগ্রামের আগুনে নিজেকে পুড়ে খাঁটি করি।

আমি কবিতা ভালোবাসি, ছন্দের মায়ায় না
আমি কবিতা ভালোবাসি, প্রেম প্রকাশে না
আমি ‍হৃদয়ের কথাগুলোকে সম্মুখে আনি
নিজেকে আড়ালে রেখে কবিতা লিখি।

কবিতায় হৃদয়ের ভালোবাসা থাকে,
লড়াইয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা থাকে
তাই কবিতা লিখি, আবেগ প্রকাশের সুযোগ নিয়ে
তাই কবিতা লিখি, অনুভূতিকে মুখোশে আটকে রাখতে।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কবিতা ছন্দের আড়ালে থাকা যন্ত্রনা
কবিতা হৃদয়ের গভীরে থাকা ছন্দমালা
আমি কবিতা লিখি, জীবনের মায়া হতে
আমি কবিতা লিখি, জীবনের কষ্ট হতে।

আমি কবিতার মাঝে নিজের
কষ্ট লুকিয়ে রাখি
আমি কবিতার মাঝে
খুঁজি এক বিন্দু সুখ
আমি যন্ত্রণাকে আড়াল করি
কবিতার লাইন গুলোর ভাঁজে
আমি কবিতার ছন্দে ভুলে যাই
কষ্টের যত অনুভূতি।

আসলে জীবনের কিছু কিছু অনুভূতি আছে যেগুলো হয়তো প্রকাশ করা হয় না। সবকিছুই হয়তো অব্যক্ত থেকে যায়। তবুও সব কিছু নিয়ে ভালো থাকার নাম জীবন। ভাইয়া আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে।

ভাইয়া ভাল থাকার চেষ্টা করে ভাল আছেন আশাকরি। আসলে আমরা বাস্তবতার কাছে সত্যিই খুব বন্দি।এই বন্দিদশা থেকে চাইলেও আমরা বের হতে পারিনা। এটা ঠিক কবিতা আমাদের লড়াই করার প্রেরনা যোগায়।আমাদের অনুভূতিকে প্রকাশ করার ভাষা দেয়।খুব সুন্দর কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, ভাল লাগলো। কিছুটা বিদ্রোহী মনোভাব ফুটে উঠেছে কবিতায়।সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

বাস্তবতা সত্যি মাঝে মাঝে আমাদের বন্দি করে দেয় এবং আমাদের তখন পরিস্থিতির কাছে আত্মসমপর্ণ করা ছাড়া উপায় থাকে না।

একজন কবি যখন কবিতা রচনা করেন তখন সেই কবিতার পেছনে বিশেষ কিছু বিষয় লুকিয়ে থাকে। আপনি আজকের কবিতা লেখার মধ্য দিয়ে তার কিছু বিষয় আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন, কেন কবিতার রচনা করে থাকেন। ঠিক আমার পেছনে বিশেষ কিছু বিষয় লুকিয়ে রয়েছে যার জন্য আমিও কবিতা লিখে থাকি। তাছাড়া বিশেষ কোনো বিষয়কে কেন্দ্র করে কবিতা রচনা হয়ে থাকে। যাহোক কবিতাটি লেখার মধ্য দিয়ে সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন।

প্রতিটি কবির সত্যিকারের অনুভূতি লুকিয়ে থাকে তার কবিতার ভেতরে, যদিও এটা সবাই বুঝতে পারে না।

কবিতা লেখার পেছনে যতটুকু অনুভূতি, যতটুকু আবেগ সেটা আজকে তুলে ধরেছেন। দারুন লিখেছেন ভাইয়া। আপনার লেখা প্রতিটি কবিতার মতো এটাও অনেক ভালো লেগেছে। এমন সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আসলে সব সময় সব অনুভূতি ঠিক মতো প্রকাশ করা যায় না আর এই ক্ষেত্রে কবিতা শ্রেষ্ঠ মাধ্যম।

বাস্তবতার কাছে আমরা বন্দি হয়ে থাকি।এই বন্দীদশা থেকে আমরা চাইলে বের হতে পারি। আবার কখনও বের হতে পারি। তবে কবিতা পড়ে যেন মনের ভিতর বিদ্রোহী অনুভব যাকে। আজকে আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার মধ্যে অনুভূতি গুলো ছিল অসাধারণ। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

একদমই ভাই, হয়তো কেউ সেটা বুঝতে পারে আর কেউ না বুঝে হতাশায় ডুবে যায়। ধন্যবাদ

প্রতিটা মানুষের মাঝেই লুকিয়ে থাকা আকাঙ্ক্ষার অপূর্ণতা রয়েছে। যেটা সমাজের বেড়াজালে কখনো প্রকাশ করতে পারে না। সেই চিন্তা ভাবনা অনুধাবন করে দারুন একটি কবিতা লিখেছেন ভাই। সত্যি মুগ্ধ হয়েছি প্রতিটা মানুষের মাঝেই কিছু না কিছু আকাঙ্ক্ষা থেকে যায়।

অপূর্ণতা আছে বলেই হয়তো জীবনের প্রতি আমাদের মায়াটা এখনো টিকে আছে, অপূর্ণতা না থাকলে হয়তো জীবনের মাঝে কোন স্বাদ খুঁজে পাওয়া যেতো না।

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রতিটা মানুষের মাঝেই লুকিয়ে থাকা আকাঙ্ক্ষার অপূর্ণতা রয়েছে। যেটা সমাজের বেড়াজালে কখনো প্রকাশ করতে পারে না। সেই চিন্তা ভাবনা অনুধাবন করে দারুন একটি কবিতা লিখেছেন ভাই। সত্যি মুগ্ধ হয়েছি প্রতিটা মানুষের মাঝেই কিছু না কিছু আকাঙ্ক্ষা থেকে যায়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

জীবনে অপূর্ণতা থাকাটা খুবই স্বাভাবিক দাদা। আজকে শেয়ার করা আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো দাদা। খুবই অসাধারণ একটা কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো আমি মাঝে মাঝে পড়ি, খুবই ভালো লাগে সেগুলো পড়ে। কবিতার কথাগুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করেন বারবার পড়তে ইচ্ছা করে কিছু কিছু লাইন । নিচের লাইনগুলো সেরকমই-

হয়তো কবিতার ছন্দে তোমরা আবেগ খোঁজ
হয়তো অনুভূতির যাদুতে তোমরা চঞ্চলতা খোঁজ
কিন্তু আমি যন্ত্রনার আঘাতেও গতিশীল থাকি
সংগ্রামের আগুনে নিজেকে পুড়ে খাঁটি করি।

অনেক সুন্দর