টার্গেট ডিসেম্বর -২৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি || 250 STEEM Power Up

in hive-129948 •  3 years ago 

250 power up.jpg



শুভ সন্ধ্যা,

আমার বাংলা ব্লগ কর্তৃক চমৎকার একটি উদ্যোগ টার্গেট ডিসেম্বর, যেখানে অংশগ্রহনের ব্যাপারে আমরা সবাইকে দারুনভাবে উৎসাহিত করার চেষ্টা করছি। কারন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সক্ষমতা এবং দীর্ঘ মেয়াদে পরিকল্পনা ছাড়া শুধু ভালো কিছু অর্জন অসম্ভব না বরং নিজের কাংখিত লক্ষ্যে পৌছানোটাও অসম্ভব। কিন্তু যদি নিজের সক্ষমতা বৃদ্ধি করা যায় এবং যথেষ্ট পাওয়ার তৈরীর সাথে সাথে নিজের দক্ষতার উন্নয়ন ঘটানো যায়, তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে, নিজের লক্ষ্যে পৌছানো এবং ভালো কিছু অর্জন সম্ভব হয়ে উঠবে।

কিন্তু নিজের সক্ষমতা, ভালো একটি অবস্থান এবং দক্ষতা এগুলোর উন্নতি এবং সঠিক সমন্বয় যদি করা না যায়, যতই চেষ্টা করা হোক এবং পরিকল্পনা নেয়া হোক, লক্ষ্যে পৌছানো কোনদিনও সম্ভব হবে না। এই জন্য আমার বাংলা ব্লগের সদস্যদের মাঝে উৎসাহ এবং তার সাথে অনুপ্রেরণা দেয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা সঠিক মানসিকতার সাথে সাথে নিজের সক্ষমতা বৃদ্ধিতে সঠিক সিদ্ধান্ত গ্রহন করতে পারে।

সেই ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো পাওয়ার বৃদ্ধি করা এবং বিনিয়োগ নিশ্চিতের মাধ্যমে সঠিকভাবে লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখা। ইতিপূর্বে আমি কয়েকবার পাওয়ার বৃদ্ধি করেছি এবং আজও তার পুনরাবৃত্তি করবো। আজ আমি ২৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি, এখন আমার মোট হয়েছে ৭০১৭ স্টিম। চলুন আজকের পাওয়ার আপের ধাপগুলো একটু দেখি-


01.png
পাওয়ার বৃদ্ধির পূর্বে আমার পাওয়ার ছিলো ৬৭৬৭ স্টিম পাওয়ার এবং হাতে ব্যালেন্স ছিলো ৪৮৫ স্টিম।


02.png
প্রথম এ্যাকশন পাওয়ার বৃদ্ধির


03.png
২৫০ স্টিম পাওয়ার বৃদ্ধির পরিমান নির্ধারণ এবং তার বাস্তবায়ন


05.png
সফলভাবে ২৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি হয়েছে


04.2.png
পাওয়ার বৃদ্ধির পরে আমার মোট পাওয়ার দাঁড়ায় ৭০১৭ স্টিম পাওয়ার


সুতরাং যারা আমাদের সাথে দীর্ঘ মেয়াদে সঠিক মানসিকতা নিয়ে কাজ করতে আগ্রহি এবং নিজের অবস্থান পরিবর্তন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাদের আবারও আহবান জানাচ্ছি “টার্গেট ডিসেম্বর” এই উদ্যোগের সাথে নিজেকে সংযুক্ত করুন এবং যতটুকু সম্ভব নিয়মিত পাওয়ার বৃদ্ধি করুন। মনে রাখবেন আপনার পাওয়ার মানেই আপনার সক্ষমতা এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার সুযোগ তৈরী করা।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাওয়ার আপ করা আপনার অ্যাকাউন্ট বাড়ানোর একটি নিখুঁত উপায়, ধীরে ধীরে এটি একটি পাহাড় হয়ে যায় এবং পাওয়ার আপ সম্পর্কে আপনার ব্যাখ্যা খুব ভাল, শুনতে খুব সহজ,

ধন্যবাদ

#welovepowerups

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য, হ্যা এটা আপনি সত্য বলেছেন।

আপনাকে স্বাগতম

দাদা যেভাবে এগিয়ে যাচ্ছেন। অনেক ভালো লাগলো পাওয়ার বৃদ্বি করা মানে কমুনিটিতে স্থায়িত্ব অনেক বেশি বেড়ে যাওয়া। ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনাকেও মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

অসাধারণ ভাইয়া। খুবই ভালো লাগছে যে আপনাদের সাথে তালমিলিয়ে আমরাও আমাদের পাওয়ারটা বৃদ্ধির কাজ করতে পাচ্ছি। আর আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই সব সময় আমাদের পাশে থাকার জন্য। শুভ কামনা ভাইয়া।

চেষ্টা করবো সব সময় আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার।

🥰🥰

আপনার পাওয়ার আপ বিষয়, খুবই সুন্দর উপস্থাপন কার হয়েছে ভাই।

ধন্যবাদ ভাই, চেস্টা করেছি মাত্র।

ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর ভাবে আপনি পাওয়ার আপ প্রক্রিয়াগুলো তুলে ধরেছেন।

সুন্দর অগ্রগতি।ভাইয়া,আপনার পাওয়ার বৃদ্ধি দেখে আমরাও আমাদের স্বল্প পাওয়ার বৃদ্ধি করতে অনুপ্রাণিত হই।ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া আপনি সুন্দরভাবে পাওয়ার আপ করা বিষয়টি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, শুভকামনা রইল আপনার জন্য।

ভাই আসসালামু আলাইকুম আমি এই প্রথমবার একটি পোষ্ট পড়লাম সেটিও আপনার সত্যি বলতে আপনার সম্পূর্ণ পোস্টটা পড়ে আমি অনেক অনুপ্রেরণা পেলাম আমার মনে হল এমন পোস্ট পেলে সত্যিই নিজের মধ্যে কনফিডেন্স তৈরি হবে কিভাবে কাজ করা যায় ইনশাল্লাহ আপনাদের সাথে থাকলে আশা করি অনেক ভাল করতে পারব দোয়া করবেন