হ্যাংআউট-১১৫
আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের আগেই চলে আসেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ভালো লাগা এবং মন্দ লাগা অনুভূতি শেয়ার করেন। এরপর আশা প্রকাশ করেন সকলের সাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং কমিউনিটির অনেকগুলো বিষয় নিয়ে আপডেট শেয়ার করবেন। তারপর কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।
এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১১৫তম সাপ্তাহিক হ্যাংআউটে। এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার আমার অধীনে ছিলেন তাদের সকলের এ্যাকটিভিটিস যথেষ্ট ভালো ছিলো। শুধুমাত্র দুইজন ইউজার বাদে @santa14 এবং @jahidulislam01। অনেক দিন পর সুপার এ্যাকটিভ তালিকা তৈরীর সময় বেশ সময় ব্যয় করতে হয়েছে, সকলের সব কিছু বিবেচনায় নিয়ে তারপর তালিকা তৈরী করতে হয়েছে। যারা সুপার এ্যাকটিভ তালিকায় সুযোগ পেয়েছেন তাদের সবগুলো দিক ভালো ছিলো, আর যারা সুযোগ পান নাই তাদের কিছু কিছু দুর্বলতা ছিলো বলে পয়েন্টস তালিকায় নিচে নেমে গেছেন। একটা কথা কিন্তু আমরা বার বার বলি সেটা হলো, শুধুমাত্র পোষ্ট সংখ্যা কিংবা কোয়ালিটি দিয়ে সুপার এ্যাকটিভ তালিকা আসা যাবে না, বরং তার সাথে সাথে কমেন্ট ও ডিসকর্ড এনগেজমেন্ট ধরে রাখতে হবে।
এছাড়া দুইজন ইউজারের মাঝে একটু সমস্যা দেখেছি, @fatema001 বাক্য গঠনের ক্ষেত্রে আরো একটু সতর্ক হতে পারে কারন অনেক বাক্যই অস্পূর্ণ থেকে যায় আপনার, সুতরাং পোষ্ট সাবমিট করার পূর্বে পুনরায় সেটা একটু পড়ে দেখার অনুরোধ করছি। ঠিক একই ভাবে @biplob89 কে অনুরোধ করবো জেনারেল রাইটিং এর ক্ষেত্রে বানানগুলো পুনরায় একটু চেক করে নিবেন, কারন কিছু কিছু ভুল থেকেই যাচ্ছে আপনার পোষ্টে। ধন্যবাদ সবাইকে।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন। এই সপ্তাহে অধিকাংশ ইউজারের ডিসকর্ড এনগেজমেন্ট খুবই খারাপ ছিলো। বিশেষ করে @morioum ম্যাডাম এই সপ্তাহে কোন পোষ্ট করেন নাই, ডিসকর্ড এনগেজমেন্ট নেই, আর কমেন্টও নেই। পরবর্তী সপ্তাহে এ্যাকটিভিটিস বজায় রাখার পরামর্শ দেন। @sajjadsohan অধিকাংশ পোষ্টে অনেক কম লেখা থাকে, লেখা ঠিক করতে হবে এছাড়া ডিসকর্ড এনগেজমেন্ট অনেক খারাপ আছে। এ্যাকটিভিটিস উন্নত করার পরামর্শ দেন। @ripon40 এই সপ্তাহে সকল ধরনের এ্যাকটিভিটিস অনেক খারাপ আছে, বিশেষ করে ডিসকর্ড ও কমেন্ট এনগেজমেন্ট ঠিক রাখার পরামর্শ দেন। @naimuu ম্যাডাম এ্যাকটিভিটিস অনেক লো আছে, পোষ্ট কোয়ালিটি এবং বানান ভুল, ডিসকর্ড এনগেজমেন্ট ঠিক রাখার পরামর্শ দেন।
@tithyrani ম্যাডাম এ্যাকটিভিটিস আরো বৃদ্ধি করতে হবে বিশেষ করে ডিসকর্ড ও কমেন্ট এনগেজমেন্ট এর ক্ষেত্রে। @pujaghosh এবং @ronggin তাদের উদ্দেশ্যে কিছুই বলার নেই কারন আগের থেকে এই সপ্তাহে এ্যাকটিভিটিস আরো খারাপ ছিলো। তারা কোন কথাই শুনেন না। এছাড়াও বলেন, যারা নতুন ভেরিফাইড সদস্য হয়েছেন তাদের পুরনো ভেরিফাইড সদস্যরা একদমই ভোট দিচ্ছেন না, এটা মোটেও ঠিক না। তাদের যথাযথভাবে উৎসাহ দিতে হবে এবং কমেন্টের সাথে সাথে ভোটও দেয়ার আহবান জানান। সবশেষে বলেন, যাদের উদ্দেশ্যে এ্যাকটিভিটিস বৃদ্ধি করার পরামর্শ দেয়া হয়েছে সেটা আজকে হতেই বজায় রাখার অনুরোধ করেন।
এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি কথা বলেন, এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার তার অধীনে ছিলেন তাদের পোষ্ট কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক ছিলো। কিন্তু ২০জন ইউজারের মাঝে মাত্র ১১জনের এ্যাকটিভিটিস ঠিক ছিলো। বাদ বাকি যারা সুপার এ্যাকটিভ তালিকায় আসতে পারেন নাই তারা প্রায় সবাই সপ্তাহে দুটো কিংবা একটা পোষ্ট করে এ্যাকটিভ থাকার চেষ্টা করেছেন যেটা কিন্তু নিয়মের মাঝে একদমই পরে না। এই রকম পরের সপ্তাহেও চলে তাহলে কিন্তু তাদের এ্যাকটিভ তালিকা হতে বাদ দেয়া হবে। @sumon09 আপনার পোষ্টের মাঝে কিন্তু কোন ভেরিয়েশন নেই, সব কয়টা পোষ্টই একই ধরনের। পোষ্টের মাঝে ভেরিয়েশন আনার চেষ্টা করতে বলেন।
তাছাড়া যে সকল ইউজারের ডিসকর্ড এনগেজমেন্ট একেবারেই কম ছিলো @bristy1, @hiramoni, @tania69 আর @saymaakter আপু। এই সপ্তাহে কমেন্ট মনিটিরিং রিপোর্ট অনুযায়ী প্রত্যেকের মান ভালো ছিলো। কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য সপ্তাহ হতে অনেক কম এ্যাকটিভিটিস ছিলো। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যে জেনারেল পোষ্টগুলো এড়িয়ে গিয়ে রেসিপি বা ফটোগ্রাফির পোষ্টে বেশী কমেন্ট করা হচ্ছে। সেটা একদমই ঠিক হচ্ছে না।
এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন, @bdhero আপনাকে টায়ারে রাখতে পারিনি শুধুমাত্র আপনার ডিস্কোর্ড এংগেজমেন্ট একেবারেই জিরো ছিল সে কারণেই। @razuahmed, @engtariqul, @rahimakhatun, @shyamshundor আপনাদের পোস্ট কোয়ালিটি এবং পোস্ট কোয়ান্টিটি দুটোই ঠিক ছিলো।কিন্তু কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত নম্বর খুবই কম ছিলো।সে কারণেই আপনাদের টায়ারে রাখতে পারিনি। আমি আশা করবো আপনারা আপনাদের একটিভিটিজ বৃদ্ধি করবেন। আর যাদের বারবার করে হ্যাংআউটের নাম ধরে ধরে সমস্যাগুলো বলা হচ্ছে, আপনারা যদি দ্রুত আপনাদের সমস্যাগুলো সমাধান না করেন কিংবা আমাদেরকে আপনাদের সমস্যার কথা না জানান। তবে আপনাদের সাথে আপনাদের সমস্যাগুলো শেয়ার করা আমরা বন্ধ করে দেবো।কারণ,প্রতি হ্যাংগ আউটে একই নাম ধরে কথা বলার মানে সময় অপচয় করা।
আরেকটা ব্যাপার আমি সকলের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাই তা হলো এখন থেকে কোনো ফান্ড রাইজিং এর জন্য কোনোভাবেই সরাসরি ফাউন্ডার কিংবা কো-ফাউন্ডারের সাথে যোগাযোগ করা যাবে না। তার কারণ হলো ফান্ড রাইজিং এর জন্য এবিবি চ্যারিটি রয়েছে।আমি আশা করবো যে ফাউন্ডার এবং কো ফাউন্ডারকে অবশ্যই কেউ বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। কারণ প্রতিটি প্রতিষ্ঠান কিংবা সংস্থা তেই একটি চেইন অফ কমান্ড কিংবা কাজের একটি প্রসেসিং রয়েছে যেটা অনেকজন নষ্ট করে ফেলে।আর কে কোন উদ্দেশ্যে কোন কথা বলেন তা আমরা খুব ভালোভাবেই বুঝতে পার। আমরা মানুষ এবং মানুষের জীবনের সমস্যা থাকতেই পারে এবং এবিবি চ্যারিটি টাও কিন্তু শুধুমাত্র সেই জন্যই।
অর্থাৎ মানুষ মানুষের জন্য। কিন্তু আমরা যদি সব সময় আমাদের নিজের বুদ্ধিকে অপব্যবহার করে ফাউন্ডার কিংবা কো ফাউন্ডারকে বিব্রত করি সেটা অবশ্যই আমাদের কারো জন্যই মঙ্গলজনক হবে না। এবং আমরা যেহেতু কমিউনিটির দায়িত্ব রয়েছি। সেহেতু আমরা এই কাজটা কোনোভাবেই এপ্রুভ করবো না যে, কেউ ফাউন্ডার কিংবা ফাউন্ডারকে বিরক্ত করবেন। আমি আশা করবো, এরপর থেকে আর কোনো রকম ফান্ডের এর জন্য সরাসরি ফাউন্ডার কিংবা কো-ফাউন্ডারের সাথে যোগাযোগ করবেন না। কারণ ফাউন্ডার কর্তৃক ব্যক্তিগতভাবে আর কোনো ফান্ড ট্রান্সফার হবে না। অর্থাৎ ফাউন্ডার চাইলেই যে কাউকেই ব্যক্তিগত ভাবে সাহায্য করতে পারে এবং করেনও।
যার মূল্য আসলে আমরা রাখতে পারি না। তো কোনো কমিউনিটি মেম্বারের সাথে ফাউন্ডার সরাসরি কোনো ভাবেই ফান্ড ট্রান্সফার করবেন না। তাই এটাই ভালো হয় যে আপনার আপনাদের যে কোনো সমস্যার জন্য টিকিট ক্রিয়েট করবেন।
আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা হলে আমাকে অবশ্যই নির্দ্ধিধায় ডিএম করবেন।
কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই কথা বলেন, এই সপ্তাহে মোটামুটি সকলের এ্যাকটিভটিস ভালো ছিলো, সুপার এ্যাকটিভ লিস্ট হতে। এর আগে বলেছিলাম পোষ্টের মাঝে ফটোগ্রাফির ব্যাপারে, সাথে কিছু গাইডলাইন দেয়া হয়েছিলো কিন্তু কোন পরিবর্তন হয় নাই। সত্যি বলতে কোন পরিবর্তন না দেখলে সেটা আমাদের কাছেই হতাশা লাগে। যেমন @sajjadsohan যা কিছু লেখার সব একজায় লিখে দেন এবং ফটোগ্রাফিগুলো সব একত্রে দিয়ে দেন। এই বিষয়টি পরিবর্তন করতে বলেন কারণ পোষ্ট দেখতে খুবই খারাপ দেখায়। তারপর পাওয়ার আপ পোষ্ট করার বিষয়টি বলেন, নতুনরা হয়তো এই বিষয়টি সম্পর্কে ততোটা জানেন না তাই তাদেরকে পাওয়ার আপ পোষ্ট করার ব্যাপারে গাইড করেন, সপ্তাহে সর্বোচ্চ একটা পাওয়ার আপ পোষ্ট করা যাবে। পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে, কারো সমস্যা থাকলে সেটা জানাতে অনুরোধ করেন।
এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, প্রথমেই স্টিমিটের সমস্যা নিয়ে কথা বলেন, বিগত দুইদিন ধরে বেশ সমস্যা দেখা যাচ্ছে পোষ্ট করার সময়। একটা নতুন ধরনের এরর দেখাচ্ছে, মার্কডাউন কিংবা বডিটে লেখা বেশী থাকলে এই সমস্যাটা বার বার দেখায়। এই সমস্যা তিনি নিজেও ফেস করেছেন। তাই সবাইকে পরামর্শ দেন upvu.org সাইট ব্যবহার করার। এটাই বেষ্ট সমাধান তার দৃষ্টিতে। তবে লগইন করার সময় স্টিম কি চেইন ব্যবহার করতে অনুরোধ করেন। পিসি ব্যবহার করলে পোষ্টিং কি ব্যবহার করতে পারেন তবে কোনভাবেই এ্যাকটিভ কি ব্যবহার করা যাবে না। কিন্তু সবচেয়ে বড় কাজ হলো স্টিম কি চেইনে ঢুকে এপিআইটা পরিবর্তন করতে হবে। আরপিসি নোড নামে একটা অপশন আছে সেটা পরিবর্তন করার বিষয়ে বলেন, এটা পরিবর্তন করে যে কোন একটা দিতে পারেন এ বিষয়ে গাইড করেন। এপিআইডটস্টিমিট থাকলে কাজ করবে না। মেইন সমস্যা হলো এপিআইডটস্টিমিট নোডটি কাজ করছে না। তাই আপভু ব্যবহার করে দেখতে বলেন সবাইকে, সেটা তিনি নিজে ব্যবহার করে দেখেছেন কোন সমস্যা হচ্ছে না। তারপর নোড পরিবর্তন করার বিষয়ে একটা স্ক্রিনশট শেয়ার করেন সকলের বুঝার সুবিধার্থে। সেটা সংযুক্ত করা হলো।
কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, এই সপ্তাহে মোটামুটি ফেসবুকে এবং টুইটারে প্রমোশন ভালো ছিলো। ১৭৭ টি টুইট এবং ৩৫জন ইউজার এ্যাকটিভ ছিলেন টুইটারে। একটা কথা বলেন, বিগত সময়েও বলেছেন, টুইটার সম্পর্কে একটা টিউটোরিয়াল পোষ্ট করা হয়েছে, সবাইকে সেটা দেখতে বলেন। তাহলে যেখানে সঠিক গাইড লাইনটি পেয়ে যাবেন। যারা যথাযথভাবে টুইট করছেন তাদের ধন্যবাদ জানান। সবচেয়ে বড় কথা হলো, ফান্ড রাইজিং এর ক্ষেত্রে নির্দিষ্ট একটা গাইডলাইন আছে, সে বিষয়ে সবাইকে পুনরায় গাইড করেন এবং বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে @rupok ভাই বলেন। এই মুহূর্তে লেভেল ফোরে ৬ জন মেম্বার আছেন। তাদের ভেতর দুজন বাদে সবার অ্যাক্টিভিটিস মোটামুটি ভালোই। আর চারজনের ভেতর দুজনের একটিভিটিস তো খুবই ভালো। তারা পোস্টের সাথে সাথে রেগুলার কমেন্টও করছেন। যেটা সাধারণত লেভেলের ইউজারদের থেকে দেখা যায় না। তবে একটা কথা বলব উইংকলেস দাদা যেটা নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন। অনেকের পোস্টে দেখতে পাচ্ছি টেক্সটের পরিমাণ খুবই কমে গিয়েছে। এটা দু'একটা পোস্টে হতে পারে। কিন্তু আপনার প্রতিটা পোস্ট যদি এমন হয় তাহলে সেটা দেখতে খুবই খারাপ লাগে। তো আপনার চেষ্টা করুন টেক্সটের পরিমাণ বাড়াতে।
যারা লেভেল ফোর পর্যন্ত এসেছেন তারা লেভেল থ্রি কমপ্লিট করে এসেছেন। ধরেই নেয়া যায় আপনাদের মার্ক ডাউন সম্বন্ধে বেশ ভালো ধারণা আছে। তারপরেও যদি অনেকের পোস্ট দেখা যায় মার্ক ডাউনের ব্যবহারটা ঠিকভাবে করা হয়নি এই ব্যাপারটা তখন খুবই খারাপ লাগে। তো আপনার চেষ্টা করবেন মার্ক ডাউনের ব্যবহার ভালোভাবে করতে। তাতে আপনার পোস্টটা দেখতে আরো সুন্দর দেখাবে। কমেন্ট মনিটরিং এ সবার এক্টিভিটিস মোটামুটি ভালোই আছে। কিন্তু দুএক জন একজন হয়তো ব্যক্তিগত সমস্যার কারণে কমেন্ট কম করেছেন। তাছাড়া ওভারঅল কমেন্টের মান ভালো হয়েছে।
এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার। সোজা টেম্পোরারি ইনএকটিভ মেম্বারদের নিয়ে কিছু কথা বলবো। বারবার এতো বলা হচ্ছে, তবুও কথা গুলো কোনো কাজ দিচ্ছে না। আমি আপনাদের রীতিমতো অনুরোধ করছি তবুও আপনারা কোনো কথাই শুনছেন না। আপনারা যদি হ্যাং আউটে আমার কথা না শুনেও থাকেন তাহলে হাফিজ দার হ্যাং আউট নিয়ে পোস্টটি পড়লেই আপনারা কথা গুলো দেখতে পাবেন। আমি বিগত কয়েক সপ্তাহ ধরে পোস্ট করার বলেই চলেছি। দেখুন পোস্ট করা বা না করা সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এক্টিভ হওয়ার কথা আমাদের জানিয়ে আপনারা পোস্ট করছেন না। যেটা সত্যিই দুর্ভাগ্য জনক। টেম্পোরারি ইনএকটিভ লিস্টের অনেকে ৭/৮ দিন পোস্ট করছেন না তারপর হঠাৎ একটা পোস্ট করছেন, তারপর আবার ৭-৮ দিন কোনো পোস্ট নেই। এইভাবে আপনারা এক্টিভ লিস্টে আসতে পারবেন না।
এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামুআলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের কমেন্টস মোটামুটি সকলেরই বেশ ভালই ছিল দুই তিন জন ছাড়া যাঁদের প্রচুর ছোটখাটো বানান ভুল ছিল যা একবার রিভিশন দিলেই ঠিক করা সম্ভব ছিল। অল্প কিছু বানান ভুল হতেই পারে কিন্তু খুব বেশি ভুল হলে মার্কস অবশ্যই কম আসবে। অনেকেই আছেন পোস্টটি ভালোভাবে পড়ে সুন্দর একটি কমেন্টস করেন। এক্ষেত্রে বোঝা যায় তিনি পোস্টটি ভালোভাবে পরেছেন। আবার অনেকেই পোস্ট না পড়েই কমেন্টস করেন, তা কিন্তু কমেন্টস পড়েই বোঝা যায়।
তার প্রমান দেখুন সুবিধা বঞ্চিত ইউজারদের রিপোর্টের যে পোস্টটি করি এই পোস্টে কোন ইউজার পাওয়া গেলে বা না পাওয়া গেলেও অনেকেই কমেন্টসে একই কথা বলে “এ সপ্তাহে কোন সুবিধা বঞ্চিত ইউজার পাওয়া যায়নি দেখে ভালো লাগলো।” পোস্টটি ভালোভাবে পড়ে কমেন্টস করুন এক্ষেত্রে কমেন্টেসের সংখ্যা কম হোক তাতে প্রবলেম নেই, মার্কস আপনি ভালোই পাবেন। আর ছোটখাটো ভুলগুলো এড়াতে অবশ্যই একবার রিভিশন দিয়ে নিবেন। এটিই ছিল বলার অনেক ধন্যবাদ সকলকে।
তারপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশনাল কিছু কথা বলেন। শুরুতেই এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে থাকবেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে । তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, এটা বিশ্বব্যাপী ডেলিগেশন প্রজেক্ট, ডেলিগেশন করলে প্রতিদিন সাপোর্ট পাওয়া যাবে এবং প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়াডর্স পাবেন। তারপর সবাই সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান সবার কাছে। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে সাপোর্ট দেয়া হবে না সেটাও স্মরণ করিয়ে দেন।
এরপর কথা বলেন নিক্সি প্রজেক্ট নিয়ে, এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট। যাদের বাড়তি কিছু এসপি আইডল রয়েছে তারা এখানে ডেলিগেশন করতে পারেন , এরপর নিক্সি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রেগুলার পোষ্ট করতে না পারলেও রিওয়াডর্স পাওয়া যাবে এখান হতে । তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে, এরপর এখান হতে সুবিধা নিতে চাইলে কিভাবে নেয়া যাবে সেটা বিস্তারিত উপস্থাপন করেন। তারপর এবিবি পিন পোষ্ট নিয়ে কথা বলেন, পিন পোষ্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনেকেই কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানতে চান, তাদেরকে পিনড পোষ্টগুলো পড়ার অনুরোধ করেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট রয়েছে এখানে। এরপর কথা বলেন এবিবি ফিচারড পোষ্ট নিয়ে, আমরা আপনাদের পোষ্ট হাইলাইট করার চেষ্টা করছি এবং কোয়ালিটির সাথে সাথে আপনাদেরকেও হাইলাইট করার চেষ্টা করছি। সবাইকে পোষ্টের নিচে ফোটার ব্যবহার করার অনুরোধ করেন। যাদের পোষ্ট ফিচারড এ জায়গা পাচ্ছে তাদের বাড়তি সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
তারপর এবিবি স্টেজশো রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রবিবারের আড্ডায় পৃষ্ঠপোষকতা করার জন্য কমিউনিটির প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান। এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, এছাড়া নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন নেয়ার ব্যবস্থা রয়েছে এখানে সেটা উপস্থাপন। তাছাড়াও নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন দেয়া হয় এখান হতে, এনগেজমেন্ট এ সমস্যা হলে এবিবি ফান হতে ফ্রি ডেলিগেশন পাওয়ার সুযোগ তৈরী করে দিবে। তবে নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে হবে। তারপর সাইফক্স ইউক নিয়ে কথা বলেন । তারপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন। এরপর প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি শেয়ার করেন এবং সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান।
আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা যেহেতু বাহিরে ছিলেন তাই দাদার পক্ষ হতে কমিউনিটির এ্যাডমিন @swagata21 দিদি এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা ইউক এর নামগুলো ঘোষণা করেন তারা হলেন, @mostafezur001, @mohinahmed,
এবং @kibreay001 । এছাড়াও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @maksudakawsar।
এরপর শুভ ভাই আরিফ ভাইকে আমন্ত্রণ জানান কুইজ পর্ব শুরু করার জন্য, যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রূপক ভাই এবং এ্যাডমিন সুমন ভাই ও আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর শুরু ভাই ফিরে আসেন, কুইজ নিয়ে নিজের অনুভূতি শেয়ার এবং তারপর সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কিছু কথা বলেন, সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।
তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের আসর পরিচালনা করেন। একে একে @bristychaki গান, @tithyrani কবিতা আবৃত্তি, @hafizullah কবিতা আবৃত্তি, @joniprins কবিতা আবৃত্তি, @samhunnahar গান, @aongkon লালন গীতি, @mahbubul.lemon গান এবং @biplob89 কবিতা আবৃত্তি করেন।
এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করা হয়।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah
এ সপ্তাহে হ্যাংআউটে যুক্ত ছিলাম ঠিকই কিন্তু সঠিকভাবে কথাগুলো শুনতে পারিনি। কারণ আমি বিশেষ একটি কাজে বাইরে ছিলাম। আর বাইরে থাকার কারণে স্পষ্টভাবে সবগুলো কথা শুনতে পারিনি। তাই আজ যখন হ্যাংআউট রিপোর্ট পড়লাম তখন বিস্তারিত সবকিছুই জানতে পেরে খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর করে হ্যাংআউট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে ৪৩ তম প্রতিযোগিতার বিজয়ীদের নাম শোনার অপেক্ষায় ছিলাম। তবে এই সপ্তাহে জিলাপির পরিমাণ একটু কম ছিল কারণ তানজিরা আপু এবং দাদা সেদিনে ছিলেন না। তারপরেও মোটামুটি বেশ ভালই কেটেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরাবরের মতো হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগল। সত্যি এবারের হ্যাংআউট আমার কাছে আরে অনেক ভালো লেগেছে। আসলে এবার সুন্দর একটি প্রতিযোগিতা ছিল। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দরভাবে হ্যাংআউটের রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাংআউট প্রোগ্রামটি আমরা সবাই দারুণভাবে ইনজয় করি। hangout এর কোন কিছু মিস থাকলে আপনার রিপোর্টের মাধ্যমে খুব সুন্দর ভাবে তা দেখে নিতে পারি। আপনি যেমন অসাধারণ কবিতা লিখেন তেমনি আপনার কবিতা আবৃত্তি অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে সুন্দর রিপোর্টের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও হ্যাংআউট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আসলে প্রত্যেকদিন বৃহস্পতিবার মানে আমার বাংলা ব্লগ কমেন্টের সদস্যদের জন্য ঈদের দিনের মতো আনন্দ। হ্যাংআউটের প্রতিটা সময় বেশ ভালোভাবে উপভোগ করেছিলাম। দিদি যখন ব্লগার অফ দা উইক ঘোষণা করেছিল তখন সব থেকে বেশি ভালো লেগেছিল নিজের নামটা যখন শুনতে পেয়েছিলাম। আশা করি প্রতি সপ্তাহে নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দরভাবে সাপ্তাহিক হ্যাংআউটের রিপোর্ট শেয়ার করলেন ভাইয়া। যার যেখানে সমস্যা আছে আশা করি সবাই শুধরে নেবে। আস্তে আস্তে এই কমিউনিটির উপর ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে আর হ্যাংআউট খুবই ইনজয় করি। আর এবারের হ্যাংআউটে প্রথমবার আপনার কবিতা শুনতে পেয়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহের হ্যাংআউটটা আমার জন্য একটু স্পেশাল ছিল। কারণ এই সপ্তাহে আমি ব্লগার অব দ্য উইক নির্বাচিত হয়েছি। যখন আমার নামটি এনাউন্স করা হলো খুবই ভালো লাগছিল আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ হাফিজ ভাই, খুব সুন্দর করে হ্যাংআউটের ডিটেইলস শেয়ার করেছেন।আশা করি যাদের স্টিমিট এ সমস্যা হচ্ছে, আরিফ ভাই এর শেয়ার করা স্ক্রিনশট থেকে দেখে দেখে সেটিংস চেঞ্জ করে খুব সহজেই সমাধান পেয়ে যাবে। আর এবারের হ্যাং আউটেই প্রথম আপনার কবিতা শুনলাম, আমার খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতি সপ্তাহের মত এ সপ্তাহেও দেখছি আপনি হ্যাং আউট রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন বেশ সুন্দর এবং সাবলীল ভাষায়।সত্যি বলতে প্রতি সপ্তাহে এই একটি মাত্র রিপোর্ট পড়ার জন্য অধির আগ্রহে থাকি। ধন্যবাদ @rme দাদা কে আমাকে ব্লগার অব দ্যা ফাউন্ডার চয়েজ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে ১১৫ তম হ্যাংআউট প্রোগ্রাম শেষ হয়ে গেল। বরাবরের মতো এই সপ্তাহেও সম্পূর্ণ প্রোগ্রামটি দারুণ উপভোগ করেছি। বেশ তথ্যবহুল ব্যাপার জানতে পেরেছি। স্বাগতা দিদির মুখ থেকে যখন শুনলাম আমাকে এই সপ্তাহের বেস্ট ব্লগার নির্বাচিত করা হয়েছে তখন ভীষণ ভালো লেগেছিল। যাইহোক সম্পূর্ণ প্রোগ্রামটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ হাফিজ ভাই, খুব সুন্দর করে হ্যাংআউটের ডিটেইলস শেয়ার জন্য। আমি প্রতিনিয়ত আপনার হ্যাংআউটের ডিটেইলস পরি খুব ভাল লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে আমাদের কাছ থেকে আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউটের ১১৫ তম পর্ব অতিবাহিত হয়ে গেলো । আসলে হ্যাংআউট শোনার জন্য পুরো সপ্তাহ জুড়ে অধিক আগ্রহে অপেক্ষা করি। হ্যাংআউটের মাধ্যমে সকল এডমিন মডারেটর ভাই-বোনদের কথা শুনতে পেলে খুব ভালো লাগলো। শ্রদ্ধেয় দাদা ব্যস্ততার কারণে থাকতে পারে নি যা আমাদের মাঝে খুবই শূন্যতা সৃষ্টি করেছে। প্রতিযোগিতা ফলাফলের সময় নিজের নাম যখন শুনেছি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান হয়েছি তখন খুবই ভালো লাগছে। হ্যাংআউটের প্রতিটি পর্যায় চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ সপ্তাহে হ্যাং আউট এ শুরু থেকেই থাকতে পেরেছিলাম। ভালোই লেগেছিলো। বেশি ভালো লেগেছিলো প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে। আর সাথে কুইজ তো আছেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃহস্পতিবার হ্যাংআউট মানে অনেক জমজমাট একটি দিন।পুরো হ্যাংআউট জুড়ে অনেক আনন্দ উপভোগ করি। আবার হ্যাংআউট এ পুরো সপ্তাহ জুড়ে কে কেমন কাজ করেছে, তার একটা আলোচনা সমালোচনা হয়ে থাকে, সেটিও অনেক ভালো লাগে।রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/hafizdhaka/status/1701458107401183591
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit