আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল || Witness Vote কিভাবে দিবেন?

in hive-129948 •  2 years ago 

Witness.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমি বেশ আনন্দের মাঝে আছি। না অন্য কিছু চিন্তা করার প্রয়োজন নেই, এই মুহুর্তে হৃদয়ের মাঝে দারুণ একটা উত্তেজনা কাজ করছে। আর সেটা হলো আমার বাংলা ব্লগের নতুন Witness নিয়ে। ইতিমধ্যে হ্যাংআউটের মাধ্যমে আপনারা সবাই সেটা জেনে গেছেন এবং অনেকেই তাদের ভালোবাসা প্রকাশ করেছেন Witness ভোট দিয়ে। সত্যি বলতে আমরা খুবই আনন্দিত, আপনাদের এই রকম তাৎক্ষনিক সাড়া পেয়ে।

আসলে আমার বাংলা ব্লগ শুধু একটা নাম না, আমার বাংলা ব্লগ শুধু একটা কমিউনিটি না। এটা হলো আমাদের হৃদয়ের সেতু বন্ধন, এটা হলো আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা শুরু হতেই চেষ্টা করেছি, বাঙালির প্রতিটি হৃদয়কে একটা নির্দিষ্ট প্লাটফর্মে নিয়ে আসার, না এখানে শুধু চাওয়া-পাওয়ার হিসেব তৈরী করার জন্য না, বরং প্রতিটি হৃদয়কে নিজ নিজ প্রতিভায় বিকশিত করতে। আমরা কতটা সফল কিংবা স্বার্থক হয়েছি, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারাই সেটা নিজের উপলব্ধির মাধ্যমে বলতে পারবেন। আমরা বললে হয়তো একটু বেশী মনে হবে, তাই এই বিষয়ে কিছু বলা হতে বিরত থাকলাম।

কপি.png

কিন্তু একটা বিষয় নিয়ে অবশ্যই বলবো, কারন শুরু হতেই আমরা সবাই চেয়েছিলাম আমার বাংলা ব্লগের একটা প্রতিনিধিত্ব, হ্যা স্টিমিট প্লাটফর্মে Witness এর ক্ষেত্রে পূর্ণতা দিতে। কারন আমার বাংলা ব্লগ যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যতে পুরো স্টিমিট প্লাটফর্ম যে আমার বাংলা ব্লগ নিয়ন্ত্রণ করবে না, সেটা কিন্তু উড়িয়ে দেয়া যায় না। দেখুন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা শুধুমাত্র শখের কারনে একটা প্লাটফর্মকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আর তিনি একটু সিরিয়াস হলে কি করতে পারেন, সেটা নিশ্চয় এতোদিনে আপনারা বুঝে গেছেন?

আমার বাংলা ব্লগের অন্যতম একটা স্বপ্ন ছিলো বাংলা Witness দাঁড় করানো। দেরীতে হলেও আমাদের সেই স্বপ্নটা আজ বাস্তব হয়েছে, আমরা দারুণ উত্তেজনা নিয়ে সেই স্বপ্নটার পূর্ণতা দেখতে পাচ্ছি। আমরা চাই আমার বাংলা ব্লগের মতো Bangla.Witness সাফল্যের চূড়ায় পৌছাক। তবে হ্যা, এই ক্ষেত্রে আমরা প্রতিটি বাঙালির হৃদয়ের ভালোবাসা চাই। যদিও আমাদের প্রতিষ্ঠাতা একাই এই কাজটা করতে সক্ষম কিন্তু আমরা চাই প্রতিটি বাঙালির সমর্থন থাকুক এখানে, আমরা সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। অনেকেই Bangla.Witness কে ভোট দিতে গিয়ে একটু গুলিয়ে ফেলছেন, ভোট দেয়ার পর আবার অনাকাংখিতভাবে ভোট উঠিয়ে নিচ্ছেন। আমরা বুঝতে পারছি সেটা হয়তো ভুলের কারনে হচ্ছে। তাই আজকের টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাদের সেটা আরো সহজ করে দিতে চাই। চলুন তাহলে দেখে নেই কিভাবে Bangla.Witness কে ভোট দিবেন।

এক.jpg

প্রথমে আপনাকে https://steemit.com/@hafizullah আপনার স্টিমিট আইডির পেইজটি ওপেন করতে হবে তারপর সেখান হতে একদম উপরের দিকে ডান পাশে তিনটি সোজা দাগ দেয়া আছে সেখানে ক্লিক করতে হবে। উপরের ছবিটি দেখুন।

দুই.jpg

তারপর সেখানে হতে মাঝামাঝি হতে Vote for Witnesses এ ক্লিক করতে হবে। উপরের ছবিটি দেখুন।

তিন.jpg

তারপর Witness Voting ইউন্ডোটি ওপেন হবে, এখানে সিরিয়ালি এক হতে একশ পর্যন্ত Wintess লিষ্ট রয়েছে। এখন আপনাকে আপনার এ্যাকটিভ কি দিয়ে লগ-ইন করতে হবে, এখান হতে কাউকে ভোট দেয়ার জন্য।

চার.jpg

তারপর মাঝ বরাবর Bangla.Witness টির অবস্থান দেখতে পাবেন, কারন আমি যখন টিউটোরিয়ালটি তৈরী করছিলাম তখন এর অবস্থান ছিলো ৫০তম। Bangla.Witness এর বাম পাশে এবং সিরিয়ালের ডান পাশে একটা Up-Arrow দেখতে পাবেন, সেখানে ক্লিক করার একটু পরই দেখবেন সেটা উজ্জ্বল হয়ে ভরে গিয়েছে। তাহলেই বুঝতে পারবেন আপনার ভোট সম্পন্ন হয়েছে। পরবর্তীতে সেখানে আর ক্লিক করতে হবে না। উপরের ছবিটি দেখুন, ভোট দেয়ার পর Up-Arrowটি উজ্জ্বল হয়ে গিয়েছে।

আশা করছি পুরো বিষয়টি আপনাদের নিকট ক্লিয়ার, তথাপিও কারো কোন প্রশ্ন কিংবা বুঝতে অসুবিধা হলে আমাদেরকে টিকেট ক্রিয়েট করে নক দিতে পারেন, আমরা তাৎক্ষনিক সমাধান দেয়ার চেষ্টা করবো।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has been featured in the latest edition of Steem News...

স্টেপগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। আপভোট করে এলাম আমাদের প্রিয় কমিউনিটি কে।খুব খুশি হয়েছিলাম ডিসকর্ডে নিউজটা শুনে। হয়তো মাত্র দেড় মাস আপনাদের সাথে আছি। কিন্তু আপনারা এবং এই কমিউনিটি অনেক আপন করে নিয়েছে আমায়।🙂

আমার বাংলা ব্লগ এ যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।Bangla.witness কে ভোট দিয়েছি

আপনাকে পাশে পেয়ে আমরাও সময়গুলো বেশ উপভোগ করছি। অনেক ধন্যবাদ আপনাকে।

যদিও আমার প্রথমবার একটু সমস্যা হয়েছিল পরে করে ফেলেছি ,তবে এই পোস্ট অন্য মেম্বারদের জন্য অনেক উপকারে আসবে আশাকরছি। আর প্রত্যাশা করছি আমাদের উইটনেস এগিয়ে যাক আরো দূরে। সবার স্বপ্ন পূরণ হোক।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত নিখুঁতভাবে প্রতিটি ধাপে ধাপে আমার বাংলা ব্লগে কিভাবে উইটনেস ভোট দেবো সেই বিষয়টি তুলে ধরার জন্য। বিশেষকরে যাদের সমস্যা হচ্ছে তারা এখন সহজেই উইটনেস ভোটটি দিতে পারবে। আমার বিশ্বাস।

প্রত্যেকটি স্টেপ গুলো চমৎকারভাবে দেখিয়েছেন বা বিশেষ করে এই কমিউনিটির বাংলা উইটনেস নাম দেখেই নিজের কাছে অনেক ভালো লাগছে। আশা করি ইউজারদের এইসব বুঝতে সুবিধা হবে।।

যদিও অনেক আগেই ভোট প্রদান সম্পন্ন হয়েছে তবে সবার সুবিধার্থে এই টিউটোরিয়াল পোস্ট বেশ কার্যকর হবে । আশাকরি সবাই আমাদের উইটনেস কে ভোট প্রদানে উৎসুক হবে । এগিয়ে যাক আমাদের উইটনেস । ধন্যবাদ সময় উপযোগী টিউটোরিয়াল পোষ্ট করার জন্য।

আমার বাংলা ব্লগ আমি তোমায় ভালোবাসি ৷আর থাকতে চাই তোমার সাথে ৷
ভাইয়া কালেকে শোনার পরেই দিয়ে দিয়েছি ৷তবুও ভালো করছেন যারা বিষয়টি অবগত আছে ৷তারা সবাই জানতে পারলো ৷
এগিয়ে যাক আমাদের কমিউনিটি ৷এই কামনা

আমার বাংলা ব্লগ তুমি
সবার ভালোবাসা,,
তোমায় নিয়ে পূর্ণ হল
আজকে একটি আশা।

উইটনেস প্রাপ্তি হল
পূর্ণ হল স্বপ্ন,,
আমার বাংলা ব্লগ বাসি
তাই তো চির ধন্য,,,
♥♥

দাদা অনেক সুন্দর ভাবে witness ভোট দেওয়ার টিউটোরিয়াল দিয়েছেন ৷ যদিও আমি কাল রাতে হ্যাংআউটের পরেই দিয়েছি ৷ যারা এখনো দেয়নি তারা আপনার এই টিউটোরিয়াল দেখে খুব সহজে দিতে পারবে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

আমার বাংলা ব্লগের একটি বড় সপ্ন পুরন হয়েছে শুনে আমারও খুব আনন্দ হচ্ছে যেহেতু আমি এই পরিবারেই সদস্য। আমরা চাই দাদা আমাদের প্রতি, আমার বাংলা ব্লগের প্রতি তার সুনজর আরও বাড়িয়ে দিক। ভাইয়া আপনার এই পোস্টের মাধ্যমে যে কেউ সহজেই বুঝতে পারবে কিভাবে উইটনেস ভোট দিতে হবে। অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। আমি আমার ভোট দিয়েছি। ধন্যবাদ ভাইয়া।

মাঝে মাঝে এইসব সামান্য জিনিসও এতো ঝামেলায় ফেলে দেয় কী বলব। আপনার টিউটোরিয়ালটা পেয়ে অনেকের ভালো হলো। ধন্যবাদ আপনাকে ভাই।।

ভাই আপনি ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগ শুধু একটি প্ল্যাটফরম না আমার বাংলা ব্লগ আমাদের প্রত্যেকের হৃদয়ের সেতুবন্ধন। আর এই সেতু বন্ধনে আমরা সারাজীবন আবদ্ধ থাকতে চাই। আসলে গতকাল হ্যাংআউটে শুনেছিলাম আর আজকে আপনি খুবই সুন্দরভাবে পোষ্টের মাধ্যমে ভোট দেওয়া দেখিয়ে দিলেন। গতকাল হ্যাংআউটে আনন্দময় মুহূর্ত যখন শুনেছি তখন খুবই ভালো লেগেছে। আর তখনই আমি ভোট দিয়েছি। সত্যিই আমরা আরো অনেক আশা নিয়ে আমার বাংলা ব্লকের সাথেই থাকব। যতদিন বেঁচে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

আমার টা হচ্ছে না। শুধু ঘুরছে....

জ্বী আপনার ভোট কাষ্ট হয়েছে।

এটা নিঃসন্দেহে আমাদের সবার খুশি খবর। গর্ব করে এখন বলতে পারবো আমাদেরও একটি প্রতিনিধিত্ব আছে 🌼 । আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যৎ এ আমার বাংলা ব্লগ রাজত্ব করবে স্টিমিট প্লাটফর্মে 💪। যায়হোক, আপনি স্টেপগুলো খুব সহজেই দেখিয়ে দিয়েছেন। খুব সহজেই যে কেউ স্টেপগুলো ফলো করে ভোট দিতে হবে।

জয় হোক আমার বাংলা ব্লগের ❤️

আমার বাংলা ব্লগের অন্যতম একটা স্বপ্ন ছিলো বাংলা Witness দাঁড় করানো। দেরীতে হলেও আমাদের সেই স্বপ্নটা আজ বাস্তব হয়েছে

কথায় আছে ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়।আর সেই হিসেবেই আমাদের এই স্বপ্নটা দেরিতে পূর্ণতা পেয়েছে এবং খুব ভালো অবস্থান তৈরি করেছে। ইনশাআল্লাহ আমরা আরও এগিয়ে যাব আমাদের কাজের মাধ্যমে। সব সময় চাই আমাদের প্রিয় দাদার এই স্বপ্নটা উচ্চ শিখরে পৌঁছে যাক।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমার বাংলা ব্লগ হলো আমাদের প্রাণের বন্ধন। আমাদের প্রিয় দাদা আমাদেরকে দারুন একটি প্ল্যাটফর্ম দান করেছেন। তিনি আসলে এমন একজন মানুষ যিনি সব সময় সবার সাথে খুব আন্তরিকতার সাথে মেশার চেষ্টা করেন। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনি অনেক কঠোর হতে পারেন এটা আমরা জানি। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে এই পোস্টটি শেয়ার করেছেন। এর মাধ্যমে সবাই উইটনেস ভোট দিতে পারবে।

Bangla.Witness এর ভোট দেয়ার পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ অতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন আপনি। রোমান্টিক ভাইয়া আপনার এ পোস্টটি পড়ে খুব সহজেই Bangla.Witness এর ভোট দিতে সক্ষম হয়েছি।

আশা করছি আমরা সফল হব খুব শীঘ্রই আমরা চলে আসব আর ও উপরের দিকে। আমিও সাপোর্ট করছি আমাদের উইটনেস কে, আশা করি খুব শীঘ্রই ভালো কিছু হবে।

যখন থেকে শুনেছিলাম আমাদের নিজস্ব উইটনেস কাজ করছে, সত্যিই ভীষণ আনন্দ লাগছিল। আমিও আমার উইটনেস ভোট প্রদান করেছি। ইনশাআল্লাহ আমরা এভাবেই এগিয়ে যাবো। আপনার আজকের টিউটোরিয়াল অনেকের উপকারে আসবে 🤗

হ্যাংআউটে এই বিষয় সম্পর্কে জানার পর সত্যি অনেক আনন্দিত হয়েছি। ধীরে ধীরে আমাদের কমিটি অনেক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। যেটা আমাদের জন্য অনেক খুশির সংবাদ। এই ধরনের উদ্যোগ সত্যিই আমাদের সফলতা এনে দেবে। এটা আমার জানা ছিল না আপনার পোস্ট পড়ে ভোট দেয়ার কাজ সম্পন্ন করেছি।

আমার ও প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছিল কিন্তু আপনার স্টেপগুলি দেখে ও টিউটোরিয়াল পড়ে ধারণা পেলাম।আমিও Witness ভোট দিতে পেরে অনেক খুশি, আমার বাংলা ব্লগ এভাবেই এগিয়ে যাক সফলভাবে।ধন্যবাদ ভাইয়া।

সত্যি কাজের টিউটোরিয়াল এটি ভাই। হ্যাং আউট এ আমাদের bangla.witness এর খবর শুনে সত্যি খুব ভালো লেগেছিলো সেদিন। আমি সাথে সাথেই ভোট করেছিলাম। যাদের সমস্যা হয়েছিলো আশা করি এই টিউটোরিয়াল দেখে সহজেই দিতে পারবে। দোয়া করি এগিয়ে যাক bangla.witness ।

Witness Vote কিভাবে দিবো এর টিউটোরিয়াল অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। স্টেপ গুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভাবে শিখে নিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এই পোস্টে। আশা করি এই পোস্টটি পড়ার পর উইটনেসে ভোট প্রদান করতে কারো সমস্যা হবে না। অনেক উপকারী একটি পোস্ট, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

জী ভাইয়া আমি সফল ভাবেই Bangla Witness Voting টি সম্পূর্ন করেছি। আমার বাংলা ব্লগ সফল হলেই আমারা সবাই সফল হবো। ধন্যবাদ ভাইয়া।

নতুন মেম্বারদের জন্য আপনার এই পোস্টটি খুবই প্রয়োজনীয়। কারণ অনেকেই দেখছি বুঝতে পারছে না কিভাবে উইটনেস ভোট দেয়া হবে। একদম সময়োপযোগী একটি পোস্ট করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

ইনশাআল্লাহ ভাইয়া আমি ভোট দিয়ে দিয়েছি।আমি আগে থেকেই ভোট দেওয়া শিখেছি।তবে এই টিউটোরিয়াল দেওয়াতে অনেক বেশি ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল।

New aim :)

ভাইয়া আমি "আমার বাংলা ব্লগ" এর মেম্বার না।তারপরেও আমি চাই যেন স্টিমিট প্লাটফর্মে বাংলা একদিন রাজত্ব করুক।তাই আমিও bangla.witness কে ভোট দিয়ে এলাম মাত্র।

হ্যাঁ ভাই আমিও আপনার সাথে একমত। যিনি শখের বসে আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠা করে এত দূরে নিয়ে এসেছেন তিনি একটু সিরিয়াস হলে আরো অনেক কিছু হতে পারে। আজ আমিও আমার বাংলা ব্লগের নতুন witness নিয়ে অনেক গর্বিত। কারণ আমি আমার বাংলা ব্লগের একজন সদস্য হিসাবে গর্ববোধ করতেই পারি। আর এই কথাটি নির্দ্বিধায় স্বীকার করতে পারি। আমরা যারা আমার বাংলা ব্লগে কাজ করতে এসেছি সকলেই নিজ নিজ প্রতিভা বিকশিত করতে পেরেছি। আমি আজ Bangla.Witness কে ভোট দিতে পেরে অনেক আনন্দিত।
ধন্যবাদ আপনাকে।

এটা সত্যিই আমাদের সকলের জন্য বড় একটা পাওয়া। আমার বাংলা ব্লগ এর একজন সদস্য হতে পেরেছি বলে আমি নিজেকে গর্বিত বলে মনে করি। আশা করি পরবর্তী সময়েও আপনাদের পথ চলার সঙ্গেই হব।

আর আমি ইতিমধ্যেই উইটনেস ভোট প্রদান করে দিয়েছি