আমার মনোনয়ন : The Steemit Awards 2023

in hive-129948 •  last year 

Cover.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। আমিও এখনো চেষ্টা করে যাচ্ছি প্রতিকূল পরিবেশে থেকে নিজেকে ভালো এবং সুস্থ্য রাখার, তবে কতটা সফল হবো তার কোন নিশ্চয়তা নেই। আসলে আমাদের প্রতিটি কাজের ফলাফলের ব্যাপারে কোন নিশ্চয়তা থাকে না কিন্তু তবুও আমরা ভালো ফলাফলের প্রত্যাশা নিয়ে চেষ্টা করে যাই এবং মাঝে মাঝে সফলতা হাসি হাসার সুযোগ পাই। এটাই বাস্তবতা, আর এই বাস্তবতাকে সম্মুখে রেখে আমাদের প্রতিটি ভালো কাজের পেছনে আরো বেশী সময় এবং অবদান নিশ্চিত করার চেষ্টা করতে হয় এবং হবে। দেখুন সবাই ভালো কাজ করবে না, ভালো কাজে উৎসাহ দিবে না এবং বিনিয়োগও করবে না। কিন্তু আপনি লেগে থাকলে ঠিক কিছু মানুষের সাক্ষাত পেয়ে যাবেন, যারা নিঃস্বার্থভাবে কাজ করবেন, অন্যদের উৎসাহ দিবেন এবং নিজের কষ্টার্জিত টাকা বিনিয়োগ করবেন।

one.png

Best Contributor to the Community

আমি আজকে এমন একজন নিঃস্বার্থ মানুষের নাম মনোনয়ন করবো, যার অবদান এবং প্রচেষ্টায় শুধু একটা কমিউনিটি নয় বরং অসংখ্য মানুষের স্বপ্ন সফল হয়েছে। এই বছর The Steemit Awards 2023 এ Best Contributor to the Community বিভাগে তাকে মনোনয়ন করবো। আর তিনি হলেন আমাদের সকলের প্রিয় @rme দাদা। কারন তার একক প্রচেষ্টা এবং অবদানের কারনে আজ আমার বাংলা ব্লগ পুরো প্লাটফর্মে সেরা কমিউনিটির স্থান দখল করে নিয়েছে। শুধু আমার বাংলা ব্লগ কেন? তিনি আরো অনেকগুলো কমিউনিটি প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র এই প্লাটফর্মকে ভালোবাসেন বলে। কমিউনিটি প্রতিষ্ঠার সাথে সাথে সেখানে ভালো বিনিয়োগ করেছেন।

অবদান তাকেই বলে যেখানে সঠিক প্রচেষ্টায় নিঃস্বার্থভাবে বিনিয়োগ করা হয় এবং পরিকল্পনাগুলোর বাস্তবায়নে ধারাবাহিক সময় দেয়া হয়। আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা সেই কাজটিই সঠিকভাবে করে যাচ্ছেন স্টিমিট প্লাটফর্মে একাধিক কমিউনিটি প্রতিষ্ঠা করার মাধ্যমে। দিনের অধিকাংশ সময় তিনি এখানে এবং এই প্লাটফর্মের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে। তার প্রচেষ্টার ফসল প্লাটফর্মের সেরা কমিউনিটি সমূহ এক নজর দেখে নিন- Steem Alliance, Beauty of Creativity, STEEM WATCHER, Tron Fan Club, Steem Dev এছাড়াও আরো অনেক কমিউনিটিতে কিউরেশন প্রজেক্ট এর মাধ্যমে সাপোর্ট নিশ্চিত করে যাচ্ছেন। যেহেতু অল্প কথায় পোষ্ট করতে বলা হয়েছে সেহেতু ‍বিস্তারিত ব্যাখ্যা করলাম না।

three.jpg

Best Community

সেরা কমিউনিটির কথা বলতে গেলে শুধু একটা কমিউনিটির নামই চোখের সম্মুখে ভেসে উঠে আর সেটা হলো আমার বাংলা ব্লগ (hive-129948)। নির্দিষ্ট ভাষাভাষী মানুষদের নিয়ে একটা কমিউনিটি কতটা দ্রুততার সাথে সেরা তালিকায় উঠে আসতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হলো আমার বাংলা ব্লগ কমিউনিটি। সাধারণ ইউজারদের অল্প সময়ের মাঝে দক্ষ করে তোলা এবং তাদের কোয়ালিটি ধরে রাখার জন্য নিয়মিত উৎসাহ দেয়া ভালো সাপোর্ট এর মাধ্যমে। সঠিক উৎসাহ এবং সাপোর্ট এর মাধ্যমে আমার বাংলা ব্লগের ইউজারদের ধারবাহিকভাবে অনুপ্রাণীত করে যাচ্ছেন এই প্লাটফর্মে নিজেদের সেরা অবদান নিশ্চিত করার জন্য।

আমার বাংলা ব্লগ শুধু প্রতিষ্ঠা করেন নাই বরং বিশাল অংকের বিনিয়োগ করেছেন। Shy-Fox এর মতো অনেকগুলো কিউরেশন প্রজেক্ট চালু করেছেন এবং গুনগত মান সম্পন্ন ইউজারদের সাপোর্ট নিশ্চিত করেছেন, তাদের কাজে আরো বেশী উৎসাহ দিয়েছেন। শুধু তাই নয় একাধিক প্রজেক্ট চালুর মাধ্যমে অতিরিক্ত সাপোর্ট এর নিশ্চয়তা দিয়েছেন। যেমন- এবিবি ফান, বেষ্ট ব্লগার, ফাউন্ডার চয়েস ইত্যাদি। এগুলোর মাধ্যমে প্রতি সপ্তাহে একাধিক ইউজারদের বাড়তি সাপোর্ট নিশ্চিত করেছেন।

গুনগত মান ধরে রাখার জন্য সঠিক বিষয়ে সঠিক শিক্ষার ব্যবস্থা করেছেন। এবিবি স্কুলের মাধ্যমে সবাইকে পুরো প্লাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা দেয়ার চেষ্টা করছেন। এখানে একাধিক লেভেল পাশ করে ইউজারদের এ্যাকটিভ তালিকায় আসতে হয়। শিক্ষার্থী থাকা অবস্থায়ও তাদের সাপোর্ট নিশ্চিত করেছেন। এছাড়াও সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশের মাধ্যমে সেরা ইউজারদের বাছাই করে অতিরিক্ত সাপোর্ট দেয়া হয়। প্রতি মাসে দুটো প্রতিযোগিতা পরিচালনার মাধ্যমে ইউজারদের ভেতরের সৃজনশীলতা প্রকাশের ব্যবস্থা করা হয়। ফিচারড আর্টিকেল প্রজেক্টের মাধ্যমে প্রতিদিন একজন ইউজারকে সেরা হিসেবে মনোনীত করা হয় এবং অতিরিক্ত সাপোর্ট দেয়া হয়। এই রকম অসংখ্য প্রচেষ্টার মাধ্যমে ইউজারদের ধারাবাহিক উৎসাহ দেয়া হচ্ছে আমার বাংলা্ ব্লগের মাধ্যমে।

অল্প কথায় এর চেয়ে ছোট আকারে পোষ্ট করা সত্যি অসম্ভব, যদিও এখানে অনেক কথাই বলতে পারি নাই যেহেতু ছোট করে লিখতে বলা হয়েছে। পুরো প্লাটফর্মের সকল বিষয় বিবেচনায় আনলে আমার বাংলা ব্লগের মতো সেরা কমিউনিটি আর একটাও নেই। যেখানে দাদা এক উজ্জ্বল এবং অনন্য, তার সাথে আমার বাংলা ব্লগ শ্রেষ্ঠ।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  last year (edited)

আসলে ভাই আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ মনে করি কারণ আমি আমার বাংলা ব্লগ কমিটির একজন ভেরিফাইড মেম্বার। নির্দিষ্ট ভাষাভাষী মানুষদেরকে নিয়ে আমাদের এই কমিউনিটি সেরাদের তালিকায় উঠে এসেছে অনেক আগেই জানতে পেরেছে বেশ ভালো লাগে যখন সেরা একটা কমিউনিটিতে কাজ করতে পারি। আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদার কল্যাণে আমরা এত সুন্দর একটা কমিউনিটি গড়ে তুলতে পেরে সেখানে সবাই পরিবারের মত কাজ করতে পারি এটাই সবথেকে বড় কথা। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার মতো একই অবস্থা আমাদের সকলের মাঝে বিড়াজ করছে, কারন হৃদয়ের সকল ভালোবাসা দাদার জন্য এবং আমার বাংলা ব্লগের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আসলেই গর্ববোধ করার মতই বিষয় কারণ আমি নিজেও আমার বাংলা ব্লক কমিউনিটির একজন ভেরিফাইড মেম্বার। হ্যাঁ এই কমিউনিটি এতদূর এগিয়ে যাওয়ার পিছনে দাদার অবদান তো বলে শেষ করা যাবে না। তাছাড়া নির্দিষ্ট ভাষাকে কেন্দ্র করে এরকম কমিউনিটি সেরা অবস্থানে পৌঁছে যাবে সেটা আসলেই আমাদের জন্য গর্বের।

Posted using SteemPro Mobile

সত্যি ভাই নিজেকে অনেক বেশী ভাগ্যবান মনে করি আমার বাংলা ব্লগের সাথে সংযুক্ত হতে পেরে, আর দাদার সান্নিধ্য মানে অনেক কিছু পাওয়া। ধন্যবাদ

আমার বাংলা ব্লগ কমিউনিটির আজকের এই সফলতা এবং অগ্রযাত্রার মূলে আমাদের প্রিয় দাদা ।যিনি মহৎ উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষাভাষী যারা এই প্লাটফর্মের সাথে যুক্ত ছিল তাদেরকে নিয়ে সেরা অবস্থানে নিয়ে গিয়েছেন। নিজের অর্থ সময় ব্যয় করে তিনি যে কাজটি করেছেন সত্যি ই অবিশ্বাস্য। প্রতিটা মানুষের ভেতর জড়তা থাকে সেই জড়তা দূর করে সবার ক্রিয়েটিভিটি প্রকাশের দারুন একটা মাধ্যম তৈরি করেছেন। আজকের এই সফলতার মনে রয়েছে আমাদের প্রিয় @rme দাদা।❤️❤️

দাদার একক প্রচেষ্টা এবং অবদানের কারনেই আজ আমার বাংলা ব্লগের এই অবস্থান, দাদা সত্যি অনন্য। সুতরাং দাদার এই অবদানের স্বীকৃতি আসা উচিত। ধন্যবাদ

গত বছরে দাদা এই বিশেষ সম্মানের পুরস্কারটি পেয়েছিলেন আশা করি দাদা এই বছরেও এই পুরস্কারটি পাবেন। স্টিমিট প্লাটফর্ম এর ভিতর দাদা একমাত্র নিঃস্বার্থ ব্যাক্তি যে, সবার জন্য স্টিমীট প্লাটফর্মে সবথেকে বেশি কন্ট্রিবিউট করেছে। আমাদের সবার সফলতার পেছনে দাদার ভূমিকা অনস্বীকার্য। আমাদের শ্রদ্ধেয় দাদাকে মনোনয়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

কারন দাদার মতো কেউ নেই এবং এভাবে নিঃস্বার্থভাবে কেউ কাজ করেন না। সুতরাং দাদাকে মূল্যায়ন করা মানেই বিজয়ী করা। ধন্যবাদ

অবশ্যই ভাই দাদার মতো নিঃস্বার্থ কেউই কাজ করে না স্টিমিট প্ল্যাটফর্মে। আমরা সবাই দাদাকে বিজয় হিসেবে দেখতে চাই।

Posted using SteemPro Mobile

আসলে ভাইয়া আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়ে আমার গর্ব হয়। সত্যি দাদার মতো মানুষের জন্য হযতো আমার বাংলা ব্লগ আজ অনেক দূর এগিয়ে গিয়েছে।সত্যি দাদা আমাদের অনেক দিক দিয়ে সাপোর্ট দিয়ে থাকেন।সবচেয়ে বড় কথা হলো দাদা আমাদের মাতৃভাষাকে ধরে রাখার সুযোগ করে দিয়েছেন।আপনি ঠিক বলেছেন আমরা যতই বলি দাদার অবদান বলে শেষ করা যাবে না।ধন্যবাদ ভাইয়া।

যথার্থ বলেছেন আপু, আমরা সবাই আমাদের কমিউনিটি নিয়ে যেমন গর্ব করি ঠিক তেমনি গর্ব করি দাদাকে নিয়ে।

দ্য স্টিমিট অ্যাওয়ার্ড ২০২৩ এ আপনি সেরা কমিউনিটি এবং সেরা কনট্রিবিউটর হিসেবে আমার বাংলা ব্লগ ও @rme দাদাকে নির্বাচন করেছেন..

একটি কথা ঠিক বলেছেন যে এই ইস্টিমেট প্ল্যাটফর্মে সবথেকে আমাদের প্রিয় দাদা এমন একজন মানুষ যিনি তার নিজের কঠোর পরিশ্রম এবং সকলকে ভালো রাখার জন্য এবং আনন্দ ভাগাভাগি করার জন্য এবং শুধুমাত্র বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য চমৎকার উদ্যোগ নিয়েছেন।

আমিও প্রায় ১৫ দিন পূর্বে এস্টিমেট অ্যাওয়ার্ড ২০২৩ ঘোষণা করার সময় সেরা কমিউনিটি হিসেবে আমার বাংলা ব্লগ এবং সে রকম কন্ট্রিবিউটর হিসেবে আমাদের প্রিয় দাদাকে সেরা হিসেবে ঘোষণা করেছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টিমিট অ্যাওয়ার্ড ২০২৩ এ দাদাকে মনোনীত ব্যক্তি হিসেবে ঘোষণা করায়।

আসলে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই, দাদার চেষ্টা এবং বিনিয়োগ পুরো প্লাটফর্মে গতিশীলতা ফিরিয়ে দিয়েছেন। একটা মানুষের একক প্রচেষ্টায় সফলতা কতটা দ্রুত আসতে পারে সেটা আমার বাংলা ব্লগ দেখলেই বুঝা যায়। ধন্যবাদ আপনাকে।

আমি ভাবছি দাদার কম্পিটেটর কে হবে?? স্টিমিটে না আসলে দাদা স্টিমিট প্লাটফর্ম টা এতো সুষ্ঠুভাবে কখনোই চলতো না। যেখানে প্রতিনিয়ত এবিউজিং আর স্প্যামিং হতো। সেখান থেকে পুরো স্টিমিট প্লাটফর্ম টাকে একদম পরিষ্কার রাখার জন্য এবিউজ ওয়াচার কাজ করে যাচ্ছে। যার জন্য স্টিমিট প্লাটফর্ম এ এখন ভালো কন্টেন্টগুলো রেওয়ার্ড পাচ্ছে! এর থেকে সাফল্যের আর কি হতে পারে। দাদা আগের বছর পেয়েছিল আশা করছি এ বছরও পাবে 🌼

আমাদের দাদার কোনো তুলনা হয় না,কারণ দাদার তুলনা দাদা নিজেই। গতবারের মতো এবারও দাদাকে সম্মাননা পুরষ্কার দেওয়া হবে, সেটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। কারণ পুরো স্টিমিট প্লাটফর্মে দাদার মতো নিঃস্বার্থভাবে কেউ কাজ করে না। আমাদের কমিউনিটির প্রতিটি মেম্বার গর্ব করে বলতে পারে, স্টিমিট প্লাটফর্মের সেরা কমিউনিটিতে কাজ করে। সবকিছু সম্ভব হয়েছে একমাত্র দাদার কল্যাণে। দাদার অবদানের কথা বলে শেষ করা যাবে না। যাইহোক মনোনয়ন দাখিল করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আমরা এমন একটি কমিউনিটি পেয়েছি যেখানে নিজের মনের কথা গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে সবার সামনে উপস্থাপন করতে পারি। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের মুখের ভাষা বাংলা সেই ভাষায় আমরা ব্লগিং করতে পারছি। এমন একটি সুযোগ করে দিয়েছেন আমাদের প্রিয় দাদা @rme দাদা। আজকে যদি দাদা না হত তাহলে আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটি পেতাম না। আপনি বিস্তারিত বর্ণনা করেছেন অনেক ভাল লাগলো। দাদার কোন তুলনা হয় না। আমরা সবাই চাই এবারেও আমার বাংলা ব্লগ কমিউনিটির নামটি সবার সামনে চলে আসুক। দাদার নামটি উঠে আসুক সবার সেরা হয়ে। শুভকামনা রইল।

আমার বাংলা ব্লগ আমার মনের ভালোবাসার একটি জায়গা।যেখানে মন খুলে নিজের অনেক অনুভূতি গুলো শেয়ার করা যায়। যেখানে এসে একটু পরিবারকে পেয়েছি।আর এর সবকিছুর মূলে রয়েছেন আমাদের @rme দাদা।তার অবদানের কথা বলে শেষ করা যাবে না।স্টিমিট সম্প্রদায়ে @rme দাদার নামটি যেনো জলজল করে থাকে সব সময়। আর এই আমার বাংলা ব্লগ যেনো সবার উপরেই স্থান পেয়ে থাকে। এটাই চাওয়া।ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যে কমিউনিটিতে কাজ করে অনেক গর্ব হয়।আর এই কমিউনিটি পেয়েছি আমাদের সকলের প্রিয় rme দাদার জন্য। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে এসে সব দিক থেকে দাদার কাছ থেকে আমরা অনেক সাপোর্ট পেয়েছি। বাংলা ভাষাকে আমাদের হৃদয়ে ধরে রাখার সুযোগ করে দিয়েছেন। যে ভাষার মাধ্যমে আমরা ইনকাম করে নিজেরা স্বাবলম্বী হচ্ছি। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আমি আপনার মতো সব ভালো বাসি

Posted using SteemPro Mobile