হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আগের তুলনায় কিছুটা ভালো আছি। তবে চারপাশের ও কাছের অনেক মানুষই এই মুহুর্তে একই সমস্যায় আক্রান্ত হয়ে আছেন। সকলের জন্য দোয়া করছি, সবাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। অনাকাংখিতভাবে এবং পরিবেশগত কারনে এই সমস্যাটা হচ্ছে। যাইহোক, আজকে $PUSS নিয়ে কিছু লেখার আগ্রহ প্রকাশ করছি। এই মুহুর্তে $PUSS নিয়ে আমাদের মাঝে নতুনভাবে বেশ সুন্দর একটা আগ্রহ তৈরী হয়েছে, সেটা হলো $PUSS Burn Initiative। এটা নিঃসন্দেহে দারুণ একটা উদ্যোগ। তার আগে ভেতরের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
দাদা যখন $PUSS Lock এর বিষয়টি উপস্থাপন করলেন এবং এটা কেন প্রয়োজন সে বিষয়ে কথা বললেন, সাথে সাথে আমিও রেসপন্স করেছিলাম এবং বলেছিলাম সবগুলো $PUSS Lock করবো। সর্বমোট ৮৫ লক্ষ পুশ ছিলো আমার কাছে। যেহেতু টীমে রয়েছি সেহেতু সর্ব প্রথম আমাদের এই উদ্যোগে এগিয়ে আসা উচিত। $PUSS এর সুন্দর একটা ভবিষ্যতের জন্যই সেটা করা উচিত। তবে অনাকাংখিত একটা সমস্যায় বিগত কয়েক মাস যাবতই আমি আটকে আছি এবং বেশ কষ্টও করছি। তবে $PUSS এবং STEEM এর ভালোবাসায় সেটাও সুন্দরভাবে উতরে যাওয়ার চেষ্টা করছি। জানিনা এই সমস্যাটা কত দিন বা মাস ধরে থাকবে। তিন মাস পেন্ডিং ছিলো, সেখান হতে এক মাসের বেতন পেয়েছি মাত্র।
এদিকে এবিবি একজন এ্যাডমিন দারুণ একটা উদ্যোগের বিষয় আমাদের সাথে শেয়ার করলেন, আমার যত পুশ আছে তার প্রায় দ্বিগুন পুশ উনি Burn করবেন। বিষয়টি আমাকেও দারুণভাবে অনুপ্রাণিত করেছে। যেহেতু অনাকাংখিত সমস্যার জন্য সবগুলো পুশ Lock করতে পারি নাই এবং সামান্য কিছু পুশ হাতে রেখেছি, সেহেতু আমিও সিদ্ধান্ত নেই প্রতিমাসে কিছু $PUSS আমিও Burn করবো, নিজের অবস্থান হতে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য এবং পুশের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য। যদিও এর পুরো ক্রেডিট আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার। কারন একটু চিন্তা করে দেখুন, উনি যদি ব্যাকআপ না দিতেন তাহলে পুশ কোনদিনও এই পর্যন্ত আসতে পারতো না, শুরুতেই এটা মৃত প্রজেক্ট হয়ে যেতো।
কারন আমরা টীমে থেকেও শুরু হতেই অপ্রত্যাশিতভাবে বড় বড় এমাউন্ট এর সেল দিয়ে যাচ্ছি, সবচেয়ে কম মূল্যে মানে একদম নামমাত্র মূল্যে পুশ ক্রয় করার সুযোগ পেয়েছি আমরা। অথচ সেই আমরাই অতিরিক্ত লোভে কিংবা বেশী ইনকাম করার মানসিকতায় পুশ ডাম্প করে যাচ্ছি। প্রতিটি প্রজেক্টে যারা আর্লি বিনিয়োগকারী থাকেন তারা দীর্ঘ সময়ের জন্য সেই ফান্ডটা লক করে রাখেন, দাদা আমাদেরকেও শুরু হতে সেটা করতে বলেছেন। কিন্তু আমরা এবং আমার বাংলা ব্লগের ইউজারগণও সেটা শুনিনি, বরং প্রজেক্ট এর দারুণ ক্ষতি করে যাচ্ছি প্রাইস ডাম্প করার মাধ্যমে। এখনো আমরা যারা বেশ সংখ্যায় পুশ হোল্ড করছি, সে হোক এ্যাডমিন কিংবা সাধারণ সদস্য, সবাই যদি একটু দায়িত্বশীল ভূমিকা পালন করি, অতিরিক্ত লোভ না করে ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে পুশের একটা কাংখিত অবস্থান তৈরী করা কোন ব্যাপারই না। বিশেষ করে $PUSS Burn উদ্যোগের সাথে থেকে। চলুন তাহলে এই সপ্তাহের $PUSS Burn করার বিষয়টি একটু দেখি-
প্রথমে আপনার Tronlink Wallet লগইন করবেন।
তারপর $PUSS Burn Address টা কপি করে বসাবেন Receiving Account এর ঘরে।
এরপর Token এর ঘরে $PUSS সিলেক্ট করবেন। তারপর Amount এর ঘরে পুশ সংখ্যা বসাবেন।
তারপর খুশি মনে Sign করবেন। ব্যস হয়ে গেলো $PUSS Burn।
সবশেষে আমি https://tronscan.org/ তে গিয়ে চেক করলাম ট্রান্সফারটা যথাযথভাবে হয়েছে কিনা। সত্যি বলতে আপনার কাছে যতটা পুশ আছে, আপনি যদি চান তার একটা মিনিমাম এমাউন্ট প্রতিদিন না হোক প্রতি সপ্তাহে অথবা প্রতিমাসে একবার করে হলেও কিছু সংখ্যক $PUSS Burn করার মাধ্যমে, দাদার চমৎকার এই উদ্যোগের সাথে নিজেকে সংযুক্ত করার তাহলে সেটা সহজেই করতে পারবেন। মনে রাখবেন, আমাদের এই ভালোবাসা এবং পাশে থাকা, $PUSS এর ভবিষ্যতকে আরো বেশী উজ্জ্বল করবে এবং সেই উজ্জ্বল আলোয় আমরা নিজেদেরও রঙিন করার আরো সুযোগ বেশী পাবো নিঃসন্দেহে। বিষয়টি একটু ভেবে দেখবেন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা বিষয়টা আর একটু ভালোভাবে বুঝতে চাই। টিকিট কাটব?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী অবশ্যই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা সব সময় ভেবেচিন্তে ডিসিশন নেন। তাই দাদার প্রত্যেকটা ডিসিশন অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি যেহেতু এই টিমে রয়েছেন তাই আপনিও সেই অনুযায়ী কাজ করছেন ভাই। আশা করছি PUSS ভবিষ্যতে ভালো কিছুই দিবে। ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার আসলেই কোনো তুলনা হয় না। দাদা পুস টোকেন প্রজেক্টের জন্য প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন। যাইহোক আমাদের সবার উচিত পুস কয়েন বার্ন করা। আমিও যতটা সম্ভব পুস কয়েন বার্ন করবো ইনশাআল্লাহ। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
PUSS Burn করার উদ্যোগটি সত্যি অনেক ভালো ছিল। দাদা সব সময় ভেবেচিন্তে কোন সিদ্ধান্ত নেন। আশা করছি এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে ভালো কিছুই হবে। এই প্রজেক্ট এর জন্য সবাই সত্যিই অনেক পরিশ্রম করছে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit