‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১২ (Weekly Hangout Report-12)

in hive-129948 •  3 years ago 

Hangout Report-12.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন জনপ্রিয় একটি কমিউনিটির নাম। খুব অল্প সময়ের মাঝে যার অবস্থান শীর্ষে উঠে এসেছে। শুধুমাত্র বাংলায় ব্লগিং নিশ্চিত করার জন্য এবং স্টিম ব্লকচেইনে বাংলা ভাষার অবস্থান সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে যার যাত্রা শুরু হয়। পুরো বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের একটি নির্দিষ্ট প্লাটফর্মে নিয়ে আসা এবং নিজ মাতৃভাষায় আবেগ ও অনুভূতি প্রকাশের সুযোগ সৃষ্টি করার জন্য উদ্যোগটি গ্রহন করা হয়। ইতিমধ্যে আমার বাংলা ব্লগ সকলের নিকট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কমিউনিটিতে এখন পর্যন্ত ৭৩০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৮১, যা ক্রমাগতভাবে প্রতি দিন বৃদ্ধি পাচ্ছে।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-১২

কমিউনিটির সকল সদস্যদের সময়ের পূর্বে উপস্থিত হওয়া এবং নির্ধারিত সময়ে হ্যাংআউট শুরু করাটা এখন আরো বেশী সহজ হয়ে উঠেছে আমাদের জন্য, এছাড়াও প্রতি সপ্তাহে উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা সত্যি আমাদের জন্য আনন্দদায়ক। এ সপ্তাহে যথাসময়ে কমিউনিটির এ্যাডমিন @shuvo35 ভাই কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদার অনুমতি নিয়ে শুরু করেন।

শুরুতেই শুভ ভাই সবাইকে একটু ভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করেন, কারন ইতিমধ্যে কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন ঘোষণা দিয়েছেন তার গল্পে যারা কাংখিত মন্তব্য করবেন তাদের তিনি বিশেষভাবে পুরস্কৃত করবেন। তাই শুভ ভাই বিষয়টিকে সকলের সম্মুখে নতুনভাবে উপস্থাপন করেন এবং সঠিকভাবে মন্তব্য করার বিষয়ে উৎসাহ দেন। এটা সত্যি দারুন একটা সুযোগ সকলের জন্য, গল্প পড়ার মাধ্যমে যেমন বিষয়টি উপভোগ করা যায়, ঠিক তেমনি পুরস্কার জেতার মাধ্যমে নিজেকে আরো বেশী অনুপ্রাণীত করা যায়। গল্পের বিষয়ে কথা বলার জন্য শুভ ভাই দাদাকে আহবান জানান।

এরপর কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা গল্পের বিষয়ে তার অনুভূতি এবং রহস্য উন্মোচন করেন। বিশেষ করে মাশরুম নিয়ে রহস্যময় গল্পটির বিষয়বস্তু অনেকেই বুঝতে পারেন নাই, যার কারনে কাংখিত মন্তব্য আসে নাই প্রত্যাশা অনুযায়ী। কিন্তু তথাপিও অনেকেই সুন্দর ও গুছালো মন্তব্য করেছেন এবং বিষয়বস্তুর খুব কাছাকাছি আসতে সক্ষম হয়েছেন। কিন্তু কমিউনিটির মডারেটর ও সুপার এ্যাকটিভ সদস্যদের বাদ দিয়ে বাকীদের মাঝ হতে দুইজনকে বিজয়ী ঘোষণা করেন দাদা এবং তাদের পুরস্কার এর বিষয়টিও সকলের সম্মুখে বলে দেন। এরপর তিনি মাশরুম রহস্য নিয়ে নিজের অনুভূতি ও গল্প লেখার আগ্রহটি সকলকে অবহিত করেন। মাশরুমের রহস্যটি সবাই ভালোভাবে বুঝতে সক্ষম হন।

Untitled-12 2.png

তারপর শুভ ভাই গল্পটির বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এবং পরবর্তী সেগমেন্ট এ্যাডমিন প্যানেল হতে একে একে সবাইকে কথা বলার সুযোগ দেন। প্রথমে আমি মোঃ হাফিজ উল্ল্যাহ নিজের অনুভূতি এবং কমিউনিটি সম্পর্কে কিছু কথা সকলের মাঝে উপস্থাপন করি, যদিও বিষয়গুলো পুরনো কিন্তু তথাপিও সকলকে অবগত করা এবং নিয়মের মধ্যে রাখার জন্য বার বার বলাটা জরুরী। সেই দৃষ্টিকোন হতে অনেকগুলো বিষয়ে সবাইকে সচেতন থাকার এবং কমিউনিটির অবস্থানের বিষয়ে পরিস্কার করার চেষ্টা করি। তার সাথে এ্যাকটিভ তালিকা হতে যারা আমার অধীনে ছিলেন, তাদের কার্যক্রমের একটি রিপোর্ট উপস্থাপন করি, যাদের অবস্থান ও এনগেজমেন্ট ভালো রয়েছে তাদের সবুজ তালিকাভুক্ত এবং যাদের অবস্থান ও এনগেজমেন্ট ভালো না তাদেরকে লাল তালিকাভুক্ত করা হয়। শীর্ষে অবস্থান করা দুইজনকে ৫স্টিম করে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারের এই বিষয়টি চলমান থাকবে এবং প্রতি সপ্তাহে সর্বোচ্চ তিনজনকে প্রদান করা হবে।

কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, তার অধীনে যে সকল এ্যাকটিভ সদস্য রয়েছেন তাদের ব্যাপারে নিজের অনুভূতি প্রকাশ করেন। কারন ইতিমধ্যে তিনি কয়েকবার সবাইকে সতর্ক করেছেন, সবাই যেন বানান ভুলের ব্যাপারে সতর্ক থাকেন। অনেকেই নিজের লেখাগুলোর সৌন্দর্য নষ্ট করছেন বানান ভুলের মাধ্যমে এবং মাঝে মাঝে লেখার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে বানানের কারনে। এ বিষয়ে তিনি একটি উদাহরণ উপস্থাপন করেন, যাতে বাকীরা সতর্ক হতে পারেন। সত্যি এটা খুবই দুঃখজনক যে কিছু কিছু ভুল অনেক অর্থকে পরিবর্তন করে দেয়। তাই সকলের উচিত বানানের ক্ষেত্রে আরো বেশী যত্নশীল হওয়া। তিনি সবাইকে অনুরোধ করেন, পোষ্ট প্রকাশের পূর্বে নিজের লেখাগুলো কয়েকবার পড়ার, যাতে ভুল হলেও সেটাকে সংশোধন করা যায়। এর মাঝে কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা কিছু কথা বলেন এবং তিনি নিজের লেখার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকেন যাতে ৯৯% শুদ্ধ বানান নিশ্চিত করতে পারেন, এটা সকলেরই করা উচিত। এরপর @winkles ভাই চলমান কনটেষ্টের সময়সীমা বৃদ্ধির বিষয়টি অবহিত করেন এবং সবাইকে আগ্রহ নিয়ে অংশগ্রহন করার আহবান জানান।

এরপর শুভ ভাই কথা বলেন এবং বানান এর বিষয়ে সবাইকে আরো বেশী যত্নশীল হওয়ার অনুরোধ করেন তার সাথে সাথে এনগেজমেন্ট বৃদ্ধির বিষয়টির প্রতিও লক্ষ্য রাখতে বলেন। মানুষ মাত্রই ভুল, আর বানানের ক্ষেত্রে ভুল হতেই পারে কিন্তু যদি আমরা আন্তরিক ও সচেতন থাকতে পারি তবে সেই ভুলগুলো সংশোধন করা সহজ হবে। সুতরাং যা লিখছেন, সেটা যদি ঠিক না থাকে এবং অর্থটি পরিবর্তন হয়ে যায়, তবে তা হবে আমাদের জন্য অনাকাংখিত। কনটেষ্টের বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেন এবং বলেন আমরা আপনাদের পুরস্কার দেয়ার জন্য বসে আছি এবং নতুন নতুন সুযোগ তৈরী করছি কিন্তু আপনারা যদি সে ব্যাপারে আগ্রহ না দেখান, তাহলে সেটা হবে আমাদের জন্য দুঃখজনক। সুতরাং কনটেষ্টে সবাইকে অংশগ্রহন করার আহবান জানান তিনি।

Untitled-12 3.png

তারপর কমিউনিটির এ্যাডমিন এবং মেন্টর @rex-sumon ভাই কথা বলেন, তার অধীনে যে সকল এ্যাকটিভ সদস্য রয়েছেন তাদের ব্যাপারে তথ্য শেয়ার করেন। বিশেষ করে কমেন্ট করার বিষয়টি নিয়ে তিনি কিছু কথা বলেন, অনেকেই আছেন যারা ভয়েস রেকর্ডের মাধ্যমে মন্তব্য করার চেষ্টা করেন কিন্তু পরবর্তীতে সে মন্তব্যটি আর পড়ে দেখেন না, যার কারনে অনাকাংখিত ভুলগুলো থেকেই যায়। সুতরাং এব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান। তারপর কমিউনিটির সদস্য এবং এ্যাকটিভ পোষ্ট নিয়ে কথা বলেন, বিগত এক সপ্তাহের তুলনামূলক একটি চিত্র তুলে ধরার মাধ্যমে কমিউনিটির গতিশীলতা তুলে ধরেন। অনেকই ভালো পোষ্ট করছেন কিন্তু কাংখিত মন্তব্য করছেন না, আবার অনেকেই প্রচুর কমেন্ট করছেন। তিনি বলেন আমাদের কোয়ানটিটি না বরং কোয়ালিটি প্রয়োজন, সুতরাং গঠনমূলক কিছু শেয়ার করার চেষ্টা করুন।

নতুন উদ্যোগ @heroism নিয়ে কথা বলেন এবং এই উদ্যোগটির ব্যাপারে সবাইকে কিছুটা ধারনা দেন। যদিও ইতিপূর্বে এই উদ্যোগকে কেন্দ্র করে একটি ডিসকর্ড সার্ভার চালু করা হয়েছে এবং অনেকেই যেখানে যুক্ত হয়েছেন। তথাপিও তিনি বাকীদের সার্ভারটির সাথে যুক্ত হওয়ার আহবান জানান। এ বিষয়ে কিছুক্ষন পর তিনি ঘোষণাটি সকলের সাথে শেয়ার করবেন বলে জানান। তারপর তিনি Plagiarism নিয়ে কথা বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে কিন্তু কেউ ছাড় পাবে না এই ক্ষেত্রে। তাই তিনি সবাইকে ভিন্ন কিছু করার মানসিকতা বাদ দিয়ে নিজের যোগ্যতা ও সৃজনশীলতার সঠিক ব্যবহারের দিকে মনোযোগ দেয়ার আহবান জানান।

কমিউনিটির এ্যাডমিন @moh.arif ভাই কথা বলেন এরপর, তার অধীনে যে সকল এ্যাকটিভ সদস্য রয়েছেন তাদের অবস্থান ব্যাখ্যা করেন । তিনি বলেন অনেকেই ভালো অবস্থানে রয়েছেন, কোয়ালিটি ধরে রেখে পোষ্ট করছেন এবং এনগেজমেন্ট বৃদ্ধি করছেন কিন্তু অনেকেই আবার নিয়মিত এনগেজমেন্ট ধরে রাখছেন না। যদিও আমাদের কমিউনিটিতে দিন দিন এ্যাকটিভ সদস্য এবং কোয়ালিটি পোষ্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আগের তুলনায় ডিএম এর পরিমানও অনেক হ্রাস পেয়েছে। আসলে সবাই বুঝে গেছেন, এই কমিউনিটিতে ডিএম করার মাধ্যমে কোন সাপোর্ট পাওয়া যাবে না বরং কোয়ালিটি কিছু করতে পারলেই কেবল সাপোর্ট নিশ্চিত করা যাবে। কারন ভালো কাজের প্রতি কমিউনিটির সাপোর্ট সব সময়ই রয়েছে, যার কারনে কমিউনিটি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং নিজের গতি ধরে রাখতে সক্ষম হয়েছে।

Untitled-12 4.png

এরপর শুভ ভাই আবার কথা বলেন এবং নিজের টীমের সদস্যদের ব্যাপারে তার অনুভূতি শেয়ার করেন। তার অধীনে যারা রয়েছেন সবাই ভালো কাজ করছেন। যদিও কয়েকজন পারিবারিক সমস্যার কারনে এনগেজমেন্ট ঠিক মতো ধরে রাখতে পারছেন না। অবশ্য এটা কোন সমস্যা বলে তিনি মনে করেন না, কারন তিনি আশা প্রকাশ করেন এটা দ্রুত ঠিক হয়ে যাবে। এছাড়াও তিনি নিজের টীমের সাথে এনগেজমেন্ট বৃদ্ধির পরামর্শ দেন, তাহলে সহজেই নিজেদের ভুলগুলো সংশোধন করার মাধ্যমে উন্নত অবস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও তিনি বলেন কমিউনিটিতে যাদের কন্ট্রিবিউশন জিরো থাকবে, তাদের প্রতিও কমিউনিটির সাপোর্ট জিরো থাকবে। সুতরাং যার যার অবস্থান হতে কন্ট্রিবিউশন করার আহবান জানান। এরপর শুভ ভাই কমিউনিটির নতুন মডারেটরদের কথা বলার সুযোগ দেন।

প্রথমে কথা বলেন কমিউনিটির মডারেটর @rupok ভাই, তিনি দুই ধরনের সদস্যদের বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করেন, এক ধরনের সদস্য রয়েছেন, যারা একেবারে নতুন এবং কমিউনিটিতে যুক্ত হয়েই সাপোর্ট এর জন্য অস্থির হয়ে যায়। কিন্তু তার জন্য নিজের অবস্থা উন্নত করা এবং ভালো কিছু উপস্থাপন করার জন্য কিছু শেখার চেষ্টা করেন না কিংবা সময় ব্যয় করতে চান না। তিনি তাদের আহবান জানান কমিউনিটির একটি টিউটোরিয়াল সংগ্রহশালা রয়েছে, যেখানে চমৎকার কিছু গাইড রয়েছে যা নতুনদের জন্য খুবই কার্যকর। একটু মনোযোগ দিয়ে সেগুলো পড়লে সহজেই অনেক বিষয়ে সঠিক ধারনা নিতে সক্ষম হবেন, মাত্র সাতদিনের মাঝেই নিজের অবস্থান উন্নত করতে পারবেন। হয়তো অনেকেই বিষয়টি জানেন না এবং চেষ্টাও করেন না, তাই তিনি সবাইকে টিউটোরিয়াল সংগ্রহশালাটি দেখার অনুরোধ করেন। এছাড়াও তিনি কমিউনিটির প্রতি কমিটমেন্ট থাকার আহবান জানান, কারন কিছু সদস্যদের প্রোফাইল তিনি চেক করেছেন, যাদের যথেষ্ট স্টিম পাওয়ার রয়েছে কিন্তু তবুও তারা কমিউনিটিকে ডেলিগেশন করেন না। এটা সত্যিও খুবই দুঃখজনক একটি বিষয়। এছাড়াও আরো একজন সদস্যের কথা তিনি বলেন, যার প্রোফাইল এ নূণ্যতম স্টিম পাওয়ার নেই, তবুও তিনি স্টিম সেল করছেন, যা কমিউনিটির জন্য অকাংখিত বিষয়। আমরা সকল দিকে এবং সব বিষয়ের প্রতি নজর রাখছি, কখন কি করছেন আপনারা, সকল খবরই আমাদের কাছে রয়েছে।

এ প্রসঙ্গে কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা বলেন, যারা পাওয়ার ডাউন দিবে আমরা তাদের সাপোর্ট করবো না। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, কিউরেশন করবেন না, কাউকে সাপোর্ট দিবেন না, বরং উল্টো পাওয়ার ডাউন করবেন, তাহলে স্টিম কিভাবে গ্রো করবে? যারা এই রকম কাজ করেন, তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের ব্যাপারে আমাদের অবস্থান হবে কঠোর। যারা পাওয়ার ডাউন দিবেন, যথাযথ কারন ছাড়া তাদের আমাদের দরকার নেই। কিন্তু তাদের আমরা ঠিক খুঁজে বের করবো, কমিউনিটির প্রতি তাদের কন্ট্রিবিউশন যেমন জিরো, তাদের অবস্থানও আমরা জিরো করে দিবো। সকলের প্রতি এটা ছিলো দাদার কঠোর বার্তা।

Untitled-12 5.png

তারপর কথা বলেন কমিউনিটির মডারেটর @alsarzilsiam ভাই, প্রথমে তিনি কমেন্ট করা নিয়ে সবাইকে সতর্ক করেন, কারন অনেকেই পুরো পোষ্ট পড়েন না এবং পোষ্ট রিলেটেড মন্তব্য করেন না। তাই সবাইকে পোষ্ট পড়ার অনুরোধ করেন এবং গঠনমূলক মন্তব্য শেয়ার করার আহবান জানান। আবার অনেকেই একই ধরনের কমেন্ট বার বার শেয়ার করেন, যা মোটেও ঠিক না। আমাদের সবাইকে এই অবস্থা হতে বের হয়ে আসতে হবে। অনেকেই পোষ্ট লেখার ক্ষেত্রে ধারাবাহিকতা ঠিক রাখেন না, শুরুটা একভাবে করেন আর শেষটা অন্যভাবে করেন। এছাড়াও কমিউনিটির সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আন্তরিক হওয়ার অনুরোধ করেন, কারো সাথে বেয়াদবি করা হলে আমরা সে ব্যাপারে কঠোর অবস্থান নিবো। কমিউনিটিতে কারো কোন সমস্যা হলে সাথে সাথে এ্যাডমিন কিংবা প্রতিষ্ঠাতাকে নক দিয়ে আমাদেরকে নক দিবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেয়ার। এরপর তিনি সবাইকে নিজের পাওয়ার বৃদ্ধির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন এবং তার সাথে সাথে @Heroism এর সাথে সবাইকে সংযুক্ত হওয়ার আহবান জানান।

কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা বলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সকলের জন্য যথারীতি ‘এসো নিজে করি’ DIY ইভেন্টর কথা স্মরণ করিয়ে দেন। এটা আমাদের চলমান ইভেন্ট, যারা অংশগ্রহন করবে এবং নিজেদের সৃজনশীলতা প্রকাশ করবে, তাদের লাজুক খ্যাঁক হতে কিউরেশন করা হবে। তিনি আরো বলেন প্রতিটি মানুষের মাঝেই কিছু সৃষ্টিশীল মানসিকতা কিংবা সৃজনশীল বিদ্যমান রয়েছে, সবারই চেষ্টা করা উচিত সেগুলোকে প্রকাশ করার। যারা সৃজনশীলতা প্রকাশের চেষ্টা করবেন, আমরা তাদের সাথে থাকবো সব সময়। তিনি কমিউনিটির বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, কারন আমার বাংলা ব্লগের ৯০% পোষ্টই এখন কোয়ালিটি সম্পন্ন, যেটা অন্য কমিউনিটিগুলোতে সর্বোচ্চ ২০% থাকে। এছাড়া তিনি স্থানীয় লোকসংস্কৃতির ঐতিহ্য নিয়ে চলমান কনটেষ্টের ব্যাপারে সকলের ধারনা পরিস্কার করার চেষ্টা করেন এবং সবাইকে অংশগ্রহন করার আহবান জানান।

এরপর শুভ ভাই এই সপ্তাহের জন্য, কমিউনিটির সুপার এ্যাকটিভ সদস্যদের তালিকা প্রকাশ করেন এবং তার সাথে সাথে এ্যাকটিভ সদস্যদের তালিকাও প্রকাশ করেন । এটা ছিলো সকলের জন্য সবচেয়ে বেশী আকর্ষনীয় বিষয়বস্তু। যদিও তিনি সবাইকে আশ্বস্ত করেন, এটা শুধুমাত্র এক সপ্তাহের জন্য, সুতরাং যারা এ তালিকা হতে বাহিরে আছেন, ভালো কিছু করার মাধ্যমে আগামী সপ্তাহে তারাও এই তালিকায় প্রবেশ করতে পারবেন।

Untitled-12 6.png

এ প্রসঙ্গে কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা একটি বিষয় যোগ করেন, সেটা হলো বিগত কয়েকদিন যাবত কমিউনিটির Post Promotion চ্যালেনটি বন্ধ রাখা হয়েছিলো। কারন চ্যানেলটি দাদা নিয়মিত ভিজিট করেন এবং সাপোর্ট দেয়ার চেষ্টা করেন, কিন্তু এখন হতে শুধুমাত্র তারাই এখানে পোষ্ট লিংক শেয়ার করতে পারবেন, যারা কমিউনিটির দুটি শর্ত মেনে চলবেন। আমরা সকলের প্রোফাইল চেক করবো এবং শুধু মাত্র যারা শর্ত মেনে কোয়ালিটি পোষ্ট শেয়ার করবেন, তাদের নতুন ব্যাজ দেয়ার মাধ্যমে এই চ্যালেন ব্যবহারের সুযোগ দেয়া হবে।

কমিউনিটির এ্যাডমিন এবং মেন্টর @rex-sumon ভাই @heroism প্রজেক্ট নিয়ে ফিরে আসেন এবং এ বিষয়ে ঘোষণাটি সকলের সাথে ভাগ করেন। সবাইকে ঘোষণাটি রিস্টিম করার অনুরোধ করেন যাতে এটা আরো বেশী দৃশ্যমান হতে পারে সকলের নিকট। কারন এই প্রজেক্টটি হবে পুরো বিশ্বব্যাপী। এরপর তিনি সকলের সাথে এই প্রজেক্টের বিস্তারিত তথ্য শেয়ার করেন এবং ডেলিগেশন এর পরিমান ও কিউরেশন রিওয়ার্ডস বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেন, যাতে সবাই সহজেই বিষয়টি বুঝতে সক্ষম হন। তিনি সতর্ক করেন, যাদের একাউন্টে যথেষ্ট পাওয়ার থাকবে কিন্তু এই প্রজেক্টে ডেলিগেশন করা হবে না, তাদের কমিউনিটি হতে কোন প্রকাশ সাপোর্ট দেয়া হবে না। এছাড়া এ বিষয়ে কারো কোন প্রশ্ন থাকলে ডিসকর্ড চ্যানেলে গিয়ে প্রশ্ন করার আহবান জানান।

এরপর প্রসঙ্গটি নিয়ে কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা কিছু কথা শেয়ার করেন, কমিউনিটিতে যদি আপনি একা থাকেন তাহলে আপনার শত্রু তৈরী হতে বেশী সময় লাগবে না, যেটা অন্য ব্লকচেইনগুলোতে হচ্ছে। কিন্তু স্টিম ব্লকচেইনে এইরকম হবে না এর কোন নিশ্চয়তা নেই। দেখুন আমার নিজের অনেক পাওয়ার রয়েছে, এখন আমি যদি কাউকে শুধু শুধু ডাউনভোট দেই তাহলে কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না। বিষয়টি এই রকম, কিন্তু আমরা যদি একতাবদ্ধ থাকি তবে কেউ আমাদের পিছনে লাগার সুযোগ পাবে না এবং আমাদের সাথে শত্রুতা করতে সাহস পাবে না। সুতরাং আমাদের এমন একটি কমিউনিটি থাকা প্রয়োজন, যেটা আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করবে। দেখুন ইতিমধ্যে অনেকগুলো ভালো কমিউনিটি আমাদের সাথে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে কিন্তু আমি চাই আমার বাংলা ব্লগের অবস্থান আগে নিশ্চিত ও নিরাপদ করতে। আর এই জন্যই নতুন প্রজেক্টটির উদ্যোগ নেয়া হয়েছে। আমরা যদি নতুন প্রজেক্টটিতে মিনিমাম দুইকোটি পাওয়ার সংগ্রহ করতে পারি, তাহলে বিশাল পাওয়ার থাকবে আমাদের হাতে এবং তখন কেউ সাহস পাবে না আমাদের সাথে কিছু করার। কারন তখন আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। সুতরাং নতুন এই প্রজেক্টটি আমাদের কমিউনিটিসহ সবাইকে সুরক্ষা দিবে। তবে যারা আমাদের শর্ত ও কমিউনিটির সকল নিয়ম মানবে শুধুমাত্র তাদেরকে নিয়ে আমরা কাজ করবো। ভবিষ্যতের চিন্তা করেই এই প্রজেক্টটি কমিউনিটি হতে আলাদা করা হয়েছে। সুতরাং সবাই সঠিকভাবে সহযোগিতা করলে প্রজেক্টটি সফলতা লাভ করবে।

Untitled-12.png

এরপর শুভ ভাই আমাদের সকলের প্রিয় কবি আপুকে একটি কবিতা আবৃত্তি করে শুনানোর জন্য আহবান করেন এবং @selinasathi1 আপু সবাইকে সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শুনান। তারপর তিনি @ayrinbd আপুকে একটি গান শুনানোর অনুরোধ করেন, তিনি তার মিষ্টি কণ্ঠে সুন্দর একটি গান গুনান, সবাই তা মুগ্ধ হয়ে শুনেন। কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা গত সপ্তাহে @simaroy কে দেয়া শাস্তির মেয়াদ শেষ হওয়ার ঘোষণা দেন এবং যথারীতি তার পোষ্ট কিউরেশন করার বিষয়ে অবহিত করেন। তার পাশাপাশি তিনি আমার বাংলা ব্লগে সবচেয়ে বয়স্ক দুইজন সদস্যের নাম প্রকাশ করেন এবং এই বয়সেও কিছু করার চেষ্টাকে সাধুবাদ জানান। তারা হলেন @mrnazrul এবং @doctorstrips, শুভ ভাই তাদের অনুভূতি প্রকাশ করার সুযোগ দেন হ্যাংআউটে।

এরপর শুভ ভাই উপস্থিত সকলকে প্রশ্ন করার সুযোগ দেন, কারো কোন প্রশ্ন থাকলে মাইকে বলার কিংবা জেনারেলে লিখে তা প্রকাশ করার আহবান জানান। তারপর যথারীতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে হ্যাংআউটের সমাপ্তি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।


Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@blacks ADMIN Executive Admin ♛
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

| Community Page | Discord Group |

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার বুদ্ধির তারিফ লিখে অথবা মুখে বলে শেষ করা যাবে না। আল্লাহ প্রদত্ত জ্ঞান না থাকলে আমি মনে করি কেউ এত সুন্দর করে হুবহু হাংআউট রিপোর্ট উপস্থাপন করা সম্ভব হতো না। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্য করার জন্য।

প্রথম দিকে হ্যাং আউট ভালো লাগতো না কিন্তু এখন খুবই ভালো লাগে। যেমন অনেক কিছু শিখা যায় তেমনি আনন্দের মধ্যদিয়ে সময় কেটে যায়। ধন্যবাদ ভাই।

গতকালের হ্যাংগ আউটের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম।কাল সব কনফিউশন দূর হয়ে গেলো শেষ পর্যন্ত। heroism খুবই ভালো একটি প্রজেক্ট। এই প্রজেক্ট সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের, আমরা ইনশাল্লাহ সম্মিলিত ভাবে এই দায়িত্ব পালন করবো।
সত্যিই এই দিনটা আসলেই অনেক বেশি ভালো কারণ সবাই একসাথে কত কথা বলি।অনেকে হয়তো বিশ্বাস করবেনা তবে সত্যি হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটিটা দিনদিন নিজের পরিবারের মতোন হয়ে যাচ্ছে।দিনের সব কিছুই আজকাল এই কমিউনিটির সকলের সাথে শেয়ার করা হয়। তাই জন্যই এতো অধীর আগ্রহে বসে থাকি হ্যাংগ আউটের দিনটির জন্য।বিশেষ করে দাদা এবং সব মড ভাইয়ারাও সবাই কথা বলে, সব মিলিয়ে প্রচন্ড ভালোলাগা কাজ করে।

আমরাও আশা করছি সকলের সম্মিলিত সহযোগিতা নিয়ে নতুন উদ্যোগটি আরো বেশী ফলপ্রসূ হবে। ধন্যবাদ আপনাকেও।

আমজর বাংলা ব্লগ কমিউনিটির সপ্তাহিক হ্যাংআউট আমার কাছে খুবই ভালো লাগে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এর জন্যে অপেক্ষা করে থাকি। হ্যাংআউট এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মোডারেটর অনেক সুন্দর ভাবে পরিচালনা করে থাকে যা আমার কাছে খুবই ভালো লাগে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি পুরো হ্যাংআউট টা আবার নতুন করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ভালোবাসা অবিরাম

আমরা চেষ্টা করছি হ্যাংআউটকে আরো বেশী কার্যকর ও আকর্ষণীয় করে তোলার। নতুনদের জন্য আরো বেশী পরামর্শ এবং অনুপ্রেরণা দেয়ার। ধন্যবাদ

পুরো হ্যাং আউট এর সময়টা যে কিভাবে পার হয়ে গেলো বুঝতেই পারলাম।এমন সুন্দর সুন্দর কথা শুনলে ইচ্ছা করেও যেন অমনোযোগী হওয়া যায় না।কমিউনিটি এডমিন প্যানেলের বক্তব্য গুলো এতোটাই সাঝানো গোছানো ছিল যে শুনতেই ইচ্ছে করছিল।সকলেই নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন।খুব ভালো লেগেছে আমার।কমিউনিটির কার্যক্রম এত ভালোভাবে অনুসন্ধান করেন যা এই হ্যাং আউট এর মাধ্যমেই তুলে ধরেছেন।সপ্তাহে কে এক্টিভ কে di- এক্টিভ এবিষয়ে আপনাদের ১০০% নজর রয়েছে।আপনারা সকলেই খুব দারুন দারুন কথা বলেছেন যেটা কমিউনিটি পরিচ্ছন্ন এবং পিউর হবে।আশা করছি যারা হ্যাং আউট এ অংশ গ্রহণ করেছিল সকলেই ভালো কিছু শিখতে পেরেছি।

অনেক অনেক শুভ কামনা রইলো কমিউনিটির সকল সদস্যদের উপর।শুভ কামনা আপনার জন্য💞💞

হ্যা, এটা সত্যি বলেছেন, আমাদের অনেক চেষ্টা ছিলো হ্যাংআউটটি এক ঘন্টার মধ্যে শেষ করার কিন্তু কখন যে দুই ঘন্টা সময় পার হয়ে গেলো টেরই পেলাম না। বেশ আনন্দময় সময় ছিলো এটি। ধন্যবাদ

💞💞

প্রতি বৃহস্পতিবার যেন আমাদের কমিউনিটির মিলনমেলা। এই সপ্তাহেও যথাসময়ে আমাদের হ‍্যাংআউট শুরু হয়। অন‍্যদিনের চেয়ে এই দিনের বিশেষ আকর্ষণ ছিল @herosim এর বিষয়ে বিস্তারিত আলোচনা। এবং যথারীতি rex-sumon ভাই এইটা পরিষ্কার করেন। এবং অন‍্য একটি বিশেষ আকর্ষণ ছিল দাদার মাশরুম গল্পের রহস্যভেদ। এরপর একটিভ লিস্ট ঘোষণা। এবং এন্টারটেইনমেন্ট হিসেবে ছিল সেলিনা সাথী আপুর কবিতা এবং আইরিন আপুর সংগীত।সবমিলিয়ে আমরা সময়টা খুব ভালোভাবে অতিবাহিত করি।

হ্যা, রহস্যভেদটি জরুরী ছিলো, কারন আমরা অনেকেই বিষয়টি যথাযথভাবে বুঝতে পারি নাই। আসলে এটা সত্যি আমাদের হ্যাংআউটটি বেশ আনন্দময় ও উপভোগ্য হয় প্রতিবারই। ধন্যবাদ

যথার্থ বলেছেন ভাই। ধন্যবাদ।।

আসলে আপনাকে ধন্যবাদ দিলেও অনেক ছোট দেখাবে। আমার মাথায় আসলেই কিছুতে আসেনা পুরো হাংআউট এর সমস্ত বিষয়বস্তুগুলো অক্ষরে অক্ষরে কিভাবে লেখা সম্ভব।??

বেশি কিছু বলতে চাই না, শুধু স্যালুট জানাই আপনার এই ব্রিলিয়ান্ট কে

আরো একটি হাংআউট সমাপ্ত হল সফলভাবে এবং সুন্দর একটি বিস্তারিত রিপোর্ট শেয়ার করেছেন। বরাবরের মতই আপনার অংশের কথা গুলো কমিয়ে দিয়েছেন। অন্য যেকোনো হ্যান্ডআউট এর চেয়ে এই হ্যাংআউট-টি অনেক তথ্যবহুল ছিল। অনেক তথ্য এসেছে এবং অনেকগুলো নির্দেশনা এসেছে। আশা করছি এগুলো সবাই অনুসরণ করতে পারবে কারণ সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিল। আমি অসুস্থ থাকার কারণে কিছুই লিখতে পারেনি, কেবল শুনে গিয়েছি সব। ধন্যবাদ ভাই বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। কারণ প্রত্যেকটি হাংআউট এর বিষয়বস্তু গুলো আপনি আপনার লেখনীতে এত সুন্দর ভাবে উপস্থাপন করেন সে বিষয়ে কেউ দ্বিমত হবে না। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটি সেটা হল প্রত্যেকটি বিষয় যখন আপনারা এডমিন ভাইয়ারা বল ছিলেন তার মধ্যে দাদা প্রত্যেকটি বিষয় ধরে ধরে কথা বলে বলে শিখিয়ে দিয়েছেন। যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সেটা একটা কমিউনিটির জন্য অনেক বড় পাওয়া।

কালকে অনেকেই হ্যাং-আউট করে অনেক কিছু ভুলে গিয়েছে। কিন্তু ভাইয়া ভুলে যায়নি, তিনি তার পোস্টের মাধ্যমে আবার গতকালকের হাংআউট সুন্দর ভাষায় উপস্থাপন করেছেন। আমার বা আপনাদের মনে হলো, গতকালের হ্যাং আউট টি আজকেও করে ফেললাম। শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাইয়া।

গতকালের হ্যাং আউটটি অনেক ফলপ্রসূ ছিল বিশেষ করে। আমাদের মতো যারা নতুন ব্লগার আছে। প্রতিনিয়ত শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। নিজেকে সমৃদ্ধ করছি।
অনেক কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কমিউনিটিকে সমৃদ্ধ করবে

শুনে খুশি হলাম হ্যাংআউট আপনাকে নতুনভাবে কিছু করার অনুপ্রেরণা দিয়েছে। ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া আপনাকেও

প্রতিবারের মতো আজকেও আপনি খুব সুন্দর ভাবে সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১২ তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আমি আপনাদের এখানে নতুন যুক্ত হয়েছি তাই কখোনো হ্যাংআউট করা হয়নি।আশা করি সামনের হ্যাংআউট এ থাকার চেষ্টা করব ইনশাল্লাহ।

অভিজ্ঞদের, অভিজ্ঞতা প্রকাশের ভাল একটা প্লাটফর্ম, "আমার বাংলা ব্লগ" কমিউনিটি। আপানার লেখায় এমন মৌ মৌ গন্ধ আমি সবসময় পেয়ে থাকি।
হ্যাংআউটের টেপ রেকর্ড এবার আপনি ভালই বাজিয়েছেন। আপনাকে সবসময় স্বাগতম।

কালকে অনেক বিষয় আলোচনা হয়েছে। যা অত্যান্ত গুরুত্বপূর্ণ ছিলো সবার জানা।আমার প্রচন্ড জ্বর থাকায় উপস্থিত থাকতে পারি নায়।তবে হাফিজুল্লা ভাইকে অনেক অনেক ধন্যবাদ গতকাল হ্যাং আউট এ না থেকেও বিষয়টা বুঝতে সক্ষম হলাম।তবে এইনা যে এরপর থেকে আমি হ্যাং আউট এ না থেকে শুধু পোস্ট পরে বুঝবো।ইনশাআল্লাহ উপস্থিত থাকবো,আসলেই বানান নিয়ে সবাই যে বিষয়টা বলেছেন আমার খুব ভাল লেগেছে সবাইকেই বানান এর প্রতি যত্ন নেওয়া উচিত। শুধু একটি খেয়াল রাখলেই কিন্তু এই বানান ভুল থেকে আমরা রক্ষা পেতে পারি।এর জন্য আমাদের শুধু একটু কেয়ারফুল ভাবে লিখতে হবে অথবা যারা ভইস দিয়ে লিখেন তাদের উচ্চারন গুলো সঠিক ভাবে করতে হবে তবেই বানান সঠিক হবে।

এই কমিউনিটি থেকে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং ভবিষ্যৎ আরো শিখবো ইনশাআল্লাহ। আমরা সবাই চায় আমদের কমিউনিটি বিশ্বের অন্যতম কমিউনিটি হিসেবে পরিচিতি পাক এবং আমরা এর সদস্য হিসাবে।আবারো ধন্যবাদ হাফিজুল্লা ভাইকে
।💖💖💖💖

প্রথমেই বলবো আমরা সবাই একটি নতুন জগতের মধ্যে কাজ করছি।সেই জগতের বিশেষ দিনটি হলো প্রতি সপ্তাহের বৃহস্পতিবার।আমি মনে করি সারা সপ্তাহের সব জমানো মনের কথা ও সকলের সুন্দর কণ্ঠে বলা উপদেশমূলক বক্তব্য আমাদের নতুন নতুন শিক্ষা দেয়।এই জগতে সবার সঙ্গে সবার দূর থেকে একটি আত্মার বন্ধন সৃষ্টি হয়েছে।আর এই বিশেষ দিনটি নতুনরূপে সাজিয়ে সপ্তাহব্যাপী প্রজ্জ্বলিত করে রাখেন সকলের প্রিয় ও শ্রদ্ধেয় @hafizullah ভাইয়া।এইজন্য ভাইয়াকে আমার মন থেকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।
দেখতে দেখতে চোখের নিমেষেই 12 টি হ্যাংআউট সম্পন্ন হয়েছে।তবে এই হ্যাংআউটে একটু ভিন্নতা লক্ষ্য করা গেছে।আর সেটি হলো, সকল মডারেটরগন এক এক করে নিজের সুন্দর মতামত ব্যক্ত করেন।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।সব মডারেটর ভাইয়ারা খুবই মূল্যবান মতামত ব্যক্ত করেন।এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল @heroism প্রজেক্ট,যেটি নিয়ে @rex-sumon দাদা সুন্দরভাবে আলোচনা করেন সহজ ভাষায়।এছাড়া @rmeদাদা আমাদের সকলের কমিউনিটির নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন।
এই প্রজেক্টটি আমাদের কমিউনিটির জন্য খুবই কল্যাণকর একটি উদ্যোগ।আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলি সম্মিলিত করে বৃহত্তম প্রচেষ্টা তৈরি করতে হবে।@heroism প্রজেক্টটি আমাদের কমিউনিটির জন্য একটি রক্ষাকবচ অর্থাৎ সুরক্ষা দ্বার হিসেবে কাজ করবে।যা ভেদ করে ঢোকার ক্ষমতা কারো নেই।
সবশেষে আমাদের সকলের শ্রদ্ধেয় rme দাদা ও হাফিজুল্লা ভাইয়াসহ সকল মডারেটর ভাইয়াদের জানাই আন্তরিকভাবে ধন্যবাদ।

আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকলের প্রিয় @hafizullah ভাইকে। আপনি প্রতিবারের মতো এবারও হ্যাংআউট ১২ নিয়ে খুব সুন্দর একটি প্রতিবেদন তৈরি করেছেন। আপনি আপনার প্রতিবেদনে হ্যাংআউট ১২ এর প্রতিটি বিষয় খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার রিপোর্টটি পড়ে মনে হচ্ছে যেন হ্যাংআউট ১২ এর পুনরাবৃত্তি। হ্যাংআউট ১২ ছিল গুরুত্বপূর্ণ বিভিন্ন পরামর্শ ও বিনোদনে ভরপুর। আমি এই হ্যাংআউট ১২ তে অংশগ্রহণ করে খুবই আনন্দিত। এই হ্যাংআউটে অংশগ্রহণের মাধ্যমে আমাদের সবার প্রিয় "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সম্মানিত এডমিন@rme দাদা ও অন্যান্য সম্মানিত এডমিন ও মডারেটরদের গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত সম্পর্কে জানতে পেরেছি। এই হ্যাংআউটে অংশগ্রহণ এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। বিশেষ করে@rex-sumon ভাইয়ের @heroismনিয়ে খুঁটিনাটি বিষয় ও আলোচনা আমার অনেক ভালো লেগেছে। তিনি খুব সুন্দর ভাবে পুরো বিষয়টিকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। হ্যাংআউট ১২ এর প্রতিটি মুহূর্ত ছিল খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে অনেক ভালো একটি সময় কাটিয়েছি।

ভাইয়া আমি অবাক হয়ে যাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি এত সুন্দর করে কিভাবে মনে রাখেন ।আর কি সুন্দর করে একদম সহজ ভাষায় লিখেন সবকিছু ।কিন্তু কষ্টের ব্যাপার হলো আমি যে গান গেয়েছিলাম সেটা উল্লেখ করেন নাই আমি কিন্তু এখন কান্না করব ভাইয়া

কথায় আছে, যতই পড়িবা ততই ভুলিবা ততই শিখিবা। জীবনে কিছু শেখার শেষ নাই।গতকালকের হ্যাংআউটটা আমার জন্য অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছে। সবগুলো হ্যাংআউট থেকেই আমরা সব সময় নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারি। সেরকম কালকের হ্যাংআউটেও সব নতুন বিষয়গুলো জানলাম। সকল মোডারেটর বৃন্দুরা তাদের সুন্দর মতোবাদগুলো জানালেন যেগুলো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।

এবারের হ্যাংআউটে নতুন সব বিষয় সম্পর্কে আমাদের জানানো হয়। বিশেষ করে হিরোইজ সম্পর্কে সম্পূর্ণ বিষয় জানানো হয়। আশা করি হিরোইজ আমাদের সামনের ভবিষ্যৎ কে সাফল্যের দিকে নিয়ে যাবে।সব মিলিয়ে এবারের হ্যাংআউটটা ছিল সেরা।

প্রতিবারের মতো এবারেও হ্যাংআউট রিপোট নিয়ে কিছু বলার থাকে না। কারণ হাফিজুল্লাহ ভাইয়া তার সুক্ষ জ্ঞান দ্বারা নিখুদ ভাবে হ্যাংআউট রিপোটটা তৈরি করে থাকেন। তাকে ধন্যবাদ দিলেও কম হবে। তবুও তাকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা রিপোট সব সময় আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। ভাইয়া আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা সব সময়ই।

অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার সুন্দর অনুভূতি ভাগ করে নেয়ার জন্য। আসলে শেখার কোন সময় বা বয়স নেই, প্রতিটি মুর্হুত আমাদের জন্য নতুন কিছু শেখার সুযোগ তৈরী করে।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা আপনার জন্য।

হ্যা, ভাই প্রতিটি হ্যাংআউটেই গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে, যার কারনে সবার উচিত হ্যাংআউটগুলো মিস না করা। ধন্যবাদ

আমি যদিও নতুন তবু এই ধরনের লেখা গুলো পরে কাজ করার স্পৃহা আরো বৃদ্ধি পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। সব সময় ভাল থাকবেন । আর চেষ্টা করছি কিভাবে ভাল কাজ করা যায়। আশা করি পাশে থাকবেন সবসময়। ।