‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৯ (Weekly Hangout Report-19)

in hive-129948 •  3 years ago 

weekly hangout cover design 19.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‍্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ১১৪৫ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২০০।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-১৯

প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও নির্দিষ্ট সময়ে হ্যাংআউট শুরু করেন কমিউনিটির এ্যাডমিন @shuvo35 ভাই। প্রথমেই দাদাকে ধন্যবাদ জানান চমৎকার এই উদ্যোগটির জন্য, তারপর উপস্থিত সবাইকে স্বাগতম জানিয়ে চলে যান মূল পর্বে। এরপর যথারীতি হ্যাংআউট নিয়ে নিজের অস্থিরতার কথা শেয়ার করেন, বৃহস্পতিবার আসলেই উত্তেজনা বেড়ে যায় দারুণভাবে হ্যাংআউট নিয়ে। দিন যত যাবে কমিউনিটির প্রতি আকর্ষণ এবং উত্তেজনা বাড়তে থাকবে, এটাই হলো ভালোবাসা।

এরপর আমি পূর্বের ন্যায় নতুনদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করি, কারন শুরুতেই নতুনদের অস্থিরতা মোটেও ভালো নয়। শুরুটা যত সুন্দর এবং ধৈর্য নিয়ে শুরু করা যায় ততোটা সুখকর হয় ফলাফলটা। তাই শুরুতেই অস্থিরতা প্রকাশ করা যাবে না, এই বিষয়ে তাদের সহজ কিছু টিপস দেই, নিজেকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য এবং সঠিকভাবে নিজের উপস্থিতি জানান দেয়ার জন্য। যে বিষয়টি তাঁরা বুঝতে চায় না, যদি কাজের মাঝে কোয়ালিটি থাকে, যদি কনটেন্ট এর মান ভালো হয় এবং এনগেজমেন্ট কাংখিত পর্যায়ে থাকে, যদি আমাদের ডিসকর্ডে ভালো উপস্থিতি থাকে, তাহলে অস্থির হতে হবে না, বরং আমরাই আপনাকে খুঁজে নেব। আমরাতো চাই আপনারা সবাই সাপোর্ট পান, কিন্তু সাপোর্ট মানের হওয়াটা তো আপনাদের উপর নির্ভর করে।

এরপর শুভ ভাই বিষয়টি আরো সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, আপনাকে আপনার অবস্থান হতে সেরাটা দিতে হবে, নিজের সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে, তবেই আপনি কাংখিত অবস্থানে আসতে পারবেন। আপনাদের কাংখিত মানের করার জন্যই আমরা এবিবি-স্কুলকে সামনে নিয়ে এসেছি, কারন অনেকেই অনেক বিষয়ে সঠিক তথ্য জানেন না, যার কারনে ভুল কিছু করে বসেন হুট করে। তাই বিষয়গুলোতে সঠিক ধারণা এবং অভিজ্ঞতা বৃদ্ধির জন্য এবিবি-স্কুল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা পুরাতন কিন্তু অনেক কিছুর ব্যাপারে স্বচ্ছ ধারণা নেই তারা অংশগ্রহণ করতে পারবেন।

Untitled 19.png

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই, শুরুতেই তার অধীনে থাকা ইউজাদের নিয়ে বলেন, সবাই ঠিক-ঠাক কাজ করছেন যার কারনে কোন অভিযোগ নেই এই সপ্তাহেও। তবে একটা বিষয় তিনি উল্লেখ করেন, সেটা হলো নতুনদের অনেকেই আবার ডিএম করা শুরু করেছেন, একটি বিষয়ে তাদের সব কৌতুহল। কেন এ্যাকটিভ তালিকায় নিজের নাম নেই? কেন সুপার এ্যাকটিভ তালিকায় আসতে পারছেন না? তাদের উদ্দেশ্য করে বলেন, যারা এখন এ্যাকটিভ কিংবা সুপার এ্যাকটিভ তালিকায় আছেন তারা কিন্তু হুট করেই তালিকায় আসেন নাই বরং নিজের কাজ এবং দক্ষতা দিয়েই এসেছেন। তাই তাদের কাজের প্রতি লক্ষ্য রাখতে হবে, নিজের কাজ এবং যোগ্যতা প্রমাণ করতে হবে তবেই নিজের জন্য সুযোগ তৈরী করা সম্ভব হবে। এছাড়াও নতুনদের কমিনিউনিটির Pinned পোষ্টগুলো ভালোভাবে পড়ার অনুরোধ করেন, তাহলে অনেক কিছুই সহজে জানতে পারবে। তাঁর অধীনে থাকা ইউজারদের প্রশ্ন করার সুযোগ দেন, যদি কারো কোন বিষয়ে প্রশ্ন থাকে তাহলে সরাসরি জিজ্ঞাসা করার আহবান জানান।

কমিউনিটির এ্যাডমিন @rex-sumon​ সুমন ভাই এরপর কথা বলেন। শুরুতেই ফটো কপিরাইট নিয়ে কথা বলেন, বিশেষ করে যারা ডাউনডোল করে ফটো শেয়ার করেন তাদের উদ্দেশ্যে বলেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স করা ফটো শেয়ার না করার অনুরোধ করেন। তিনি পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন। আপাদত ফ্রি ফটোর নির্দিষ্ট কিছু সাইট হতে ফটো সংগ্রহ করার কথা বলেন। এ বিষয়ে আমাদের কমিউনিটিতে কয়েকটি টিউটোরিয়াল রয়েছে, সেগুলো দেখার অনুরোধ করেন।

এরপর শুভ ভাই কথা বলেন, বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেন। সুমন ভাই বেশ পরিশ্রম করে কমিউনিটিকে সুন্দর এবং এ্যাবিউসমুক্ত রাখার চেষ্টা করছেন। সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদনে কারো নাম দেখলে খারাপ লাগে, কারন অনেকেই বেসিক বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করেন না। বিষয়গুলোর প্রতি যত্নশীল হতে হবে এবং পরিস্কার ধারণা নিতে হবে। কাজের ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আশা করছি এবিবি-স্কুলের মাধ্যমে সবাইকে আরো বেশী সচেতন করার সুযোগ পাবো।

Untitled 19 3.png

এরপর কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন, তিনিও ইউজারদের সাপোর্ট পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন। বিশেষ করে এ্যাকটিভ এবং সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে ইউজারদের প্রশ্নগুলো আমাদের আহত করছে, আমরা বিব্রতবোধ করছি। কারন আমরা সবাইকে তার যোগ্যতার মূল্যায়ন করার চেষ্টা করি। এ বিষয়য়ে শুরুতে তিনি একটি বাস্তব জীবনের উদারহণ শেয়ার করেন। তারপর সবার উদ্দেশ্যে বলেন আপনাদের যেটা দেয়া হচ্ছে সেটা সুযোগ কিন্তু অধিকার না। এ্যাকটিভ কিংবা সুপার এ্যাকটিভ তালিকা স্থায়ী কিছু না, এটা প্রতি সপ্তাহে পরিবর্তন। আপনি প্রতি সপ্তাহে এখানে থাকবেন এটা ভাবলে ভুল করবেন। তাই সুবিধা এবং অধিকার নিয়ে অহেতুক প্রশ্ন করবেন না। আমরাও কাজ করে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছি। চিরস্থায়ী কিছুই না এবং এটা প্রত্যাশা করাও ঠিক না। এরপর তার অধীনে থাকা সদস্যদের তথ্য উপস্থাপন করেন।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং তার ইউজারদের ব্যাপারেও তথ্য উপস্থাপন করেন। যারা একই বিষয় বার বার নিয়ে আসছেন, তারা বিষয়টি বুঝতে চাচ্ছেন না। শিশু সুলভ কিছু বার বার করছেন, এই বৃত্ত হতে বের হতে চাইছেন না। এটা দ্বারা কখনো ভালো কিছু করা সম্ভব না। ভিন্ন কিছু করুন এবং নিজেকে ভিন্ন কিছুর সাথে যুক্ত করার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে বৈচিত্র আনার চেষ্টা করুন, না হলে অন্যদের আকর্ষিত করতে পারবেন না।

এরপর কমিউনিটির মডারেটরগন কথা বলেন, প্রথমে @kingporos ভাই বলেন উনার খুব ভালো লাগছে চলমান কনটেষ্ট এর অংশগ্রহণ নিয়ে, নতুন কিছু পাওয়া যাচ্ছে এবং কোয়ালিটি বজায় রেখে রেসিপি শেয়ার করছে অনেকেই। কমিউনিটির অবস্থান উন্নত হচ্চে এটা বেশ ভালো বিষয় আমাদের জন্য। পূর্বের তুলনায় সবাই ব্লগ পড়ে কমেন্ট করছে এবং ভালো কমেন্ট করার চেষ্টা করছে, এটা নিঃসন্দেহে সেরা অর্জন আমাদের। এই অবস্থানটি ধরে রাখার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। তারপর @rupok ভাই কথা বলেন, আমাদের কমিউনিটিতে এ্যাকটিভ সদস্য ২০০+ কিন্তু আজ উপস্থিত ৮০+ যারা অনুপস্থিত তারাই অস্থির হয়ে যান কাজের ক্ষেত্রে এবং সাপোর্টের ক্ষেত্রে। কিন্তু ভালো কিছু করার চেষ্টা করে না, আমার বাংলা ব্লগ হতে সাপোর্ট পাওয়াটা খুব সহজ, একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন। @alsarzilsiam ভাই বলেন এরপর, একটু আগেই ডিএম পড়লেন তিনি, কতদিন কাজ করলে সাপোর্ট পাবো? এই রকম প্রশ্ন বার বার আসছে, নতুনরা অধৈর্য হয়ে যাচ্ছেন। নতুনদের উদ্দেশ্যে বলেন, যারা এ্যাকটিভ তালিকায় আছেন তাদের লক্ষ্য করুন, তাদের পোষ্ট পড়ুন, কোয়ালিটি বাড়ান, কাজ করার পাশাপাশি এনগেজমেন্ট বৃদ্ধি করুন। লক্ষ্য রাখুন পোষ্ট কোয়ালিটি কতটা উন্নত হচ্ছে। সকলের উপরই আমাদের নজর আছে, কে কেমন পোষ্ট করছেন? আমরা সবই চেক করি, তাই সতর্কতার সাথে কাজ করার আহবান জানান তিনি।

Untitled 19- 4.png

‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা কথা বলেন, শুরুতেই তিনি এবিবি-স্কুল প্রসঙ্গ তুলেন। আমার বাংলা ব্লগ এর বাহিরের অনেকেই প্রশ্ন করেছেন এবিবি-স্কুল কি? এই প্রজেক্ট কেন নেয়া হয়েছে? যেখানে নতুনদের নিয়ে কাজ করে এই রকম কমিউনিটি চালু রয়েছে। দাদা স্পষ্ট করে বলেন, স্টিম ব্লকচেইনে আমার বাংলা ব্লগ ছাড়া অন্য কিছুর ভালো অবস্থান নেই। সবাই সবাইকে নিয়ে হিংসে করে, অন্যদের ডাউন করার চেষ্টা করেন, কমিউনিটি নিয়ে নোংরা রাজনীতি করছে সবাই। স্টিমিটে সবাই সবাইকে নিয়ে চক্রান্ত করছে শুধুমাত্র স্টিম কিউরেটর এবং বুমিং সাপোর্ট পাওয়ার জন্য। কমিউনিটি প্রতিষ্ঠা করেছেন কিন্তু কোন ধরনের বিনিয়োগ করেন নাই, যার কারণে নোংরা কিছু করার চেষ্টা করছেন নিজের সাপোর্ট নিশ্চিত রাখার জন্য।

কমিউনিটির নামে নিজেদের সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করেন, কিন্তু সকলের পোষ্ট ঠিক ঠাক চেক করেন না এবং সাপোর্ট দেন না। সবাই খালি ইনকাম করতে চান, কোয়ালিটি এবং দক্ষতা বৃদ্ধির চেষ্টা করেন না, একই জিনিষ ও বিষয় বার বার শেয়ার করেন। ভিন্ন কিছু কিংবা ভিন্নতা একদমই আনার চেষ্টা করেন না। সুতরাং এগুলোকে ফালতু কমিউনিটি হিসেবে আখ্যায়িত করা যায়। আমরা ‘আমার বাংলা ব্লগ’ এর বাহিরের কাউকে নিয়ে চিন্তা করি না, তবে আমাদের কমিউনিটির কেউ বাহিরের কোথায় এ্যাবিউস করার চেষ্টা করলে তাকে প্রথমে সর্তক করা হবে এবং পরবর্তীতে কমিউনিটি হতে বের করে দেয়া হবে। এটা সত্য যে, অনেকেই না বুঝে এ্যাবিউস করেন, যারা বিষয়টি বুঝেন না তাদের ডাউনভোট দিলে কোন লাভ হবে না বরং তাদের বিষয়টি বুঝাতে হবে। এই জন্যই আমাদের এবিবি-স্কুলের প্রজেক্ট। অনেকেই ব্লকচেইন বিষয়য়ে অনেক কিছু জানেন না, অনেক কিছুই পড়েন নাই, নিয়ম সম্পর্কে সঠিক ধারণা নেই, তাই তাদের বিষয়গুলো সম্পর্কে জানানো এবং শেখানোর জন্য এবিবি-স্কুলের উদ্যোগটি নেয়া হয়েছে।

Untitled-19 5.png

আমরা শুরুতেই চিন্তা করেছিলাম শুধুমাত্র ৫টি লেভেল এ সীমাবদ্ধ থাকবো কিন্তু এখন দেখছি এর বাহিরেও অনেক কিছু জানার আছে। সে বিষয়গুলো নিয়েও আমরা চিন্তা করছি। স্কুল জীবনের প্রসঙ্গ টেনে দাদা বলেন, ভাসা ভাসা জ্ঞান থাকার চেয়ে না থাকাই ভালো। যেটা শেখা হবে সেটা ভালো ভাবেই শেখা উচিত। আমাদের কমিউনিটির অনেক ইউজার এখনো অনেক কিছুই জানেন না, আমি চেষ্টা করছি সবাইকে বিষয়গুলো জানার সুযোগ তৈরী করে দেয়ার। স্টিমিটে এখনো কিছুটা দুর্বলতা রয়েগেছে, কারন এটা এখনো বেটা ভার্সনে চলছে। যাইহোক স্টিমকে মানুষ করার চেষ্টা করছি আমরা, তবে এখনো নিজের ভদ্রতা ধরে রেখেছি কারো সাথে লাগতে যাই নাই কিন্তু মনে রাখতে হবে এটা আমার ভদ্রতা দুর্বলতা না। ভবিষ্যৎ কিছু পরিকল্পনার কথা শেয়ার করেন দাদা স্টিম.ব্লগ নিয়ে।

এবিবি-স্কুল এ নতুনরা যেমন শিখবেন ঠিক তেমনি যারা পুরাতন কিন্তু এখনো অনেক বিষয়ে ভাসা ভাসা জ্ঞান রয়েছে তাদেরও জয়েন করার আহবান জানানো হবে। আপনারাও যুক্ত হোন পরীক্ষা দিন এবং নিজের জানাটা যাচাই করে নিন। স্টিমিট এ কিছু ক্রটি রয়েছে ঠিক তেমনি বিনিয়োগকারীর ঘাটতিও রয়েছে, তার জন্য আমাদের কাজ করতে হবে। এখন মডারেটর এবং এ্যাডমিনদের শেখানোর চেষ্টা করছি, যদিও এখনো অনেক ঘাটতি রয়েছে। এবিবি-স্কুলকে এখন ফোকাস করা হবে। কিছু শেখার সুযোগ নিন-তাহলে যে কোন জায়গায় সেটা ব্যবহার করতে পারবেন। কারন স্টিমিটে কেউ কাউকে সাপোর্ট করে না, এখানে সাপোর্ট পাওয়াটা খুবই কষ্টকর। খুব কম লোকই আছেন যারা অন্যদের সাপোর্ট করেন। যাদের পাওয়ার আছে তারা নিজেরাই ফেইক আইডি খুলে নিজেদের সাপোর্ট নিজেরাই দিচ্ছেন। আসলে স্টিম এর গোড়ায় গলদ, যার কারনে এই অবস্থা।

বাহিরের অন্য কোন কমিউনিটিতে কেউ ভেরিফাইড থাকলে বা কোন অ্যাচিভমেন্ট থাকলে সেটা আমরা দেখবো না। আমার বাংলা ব্লগে যারাই আসবেন সবাই Newcomer হবেন। আমাদের এবিবি-স্কুলের কার্যক্রম আগামী এক তারিখ হতে শুরু করা হবে।

এরপর শুভ ভাই বিষয়টি নিয়ে কথা বলেন এবং নতুন ইউজারদের উদ্দেশ্যে আরো কিছু তথ্য শেয়ার করেন। হঠাৎ করে আমাদের কমিউনিটিতে নতুন ইউজারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সবাই যে রিয়েল সেটা কিভাবে বুঝবো? পেছন হতে একজন যে সবগুলো আইডি পরিচালনা করছে না সেটার প্রমান কি? আমরা জেনুইন মানুষগুলোকে সাপোর্ট দিতে চাই, যারা আসল এবং ভালো কিছু করতে ইচ্ছুক তাদের জন্যই এবিবি-স্কুল। এই প্রজেক্টটি আপনাদের জন্য, আপনাদের ভালো জন্য, আমার বাংলা ব্লগ সব সময়ই আপনাদের ভালোর চিন্তা করে।

Untitled-19 5.png

এরপর এরপর কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাই সুমন ভাইয়ের সহযোগিতায় কুইজ পর্ব শুরু করেন। বেশ জমজমাট ছিলো পর্বটি, আরিফ ভাইয়ের পক্ষ হতে কঠিন প্রশ্ন করা হয়, আমার পক্ষ হতে সহজ প্রশ্ন দেয়া হয় এবং সবশেষে সুমন ভাইয়ের পক্ষ হতে কঠিন এবং শিক্ষণীয় কিছু প্রশ্ন করা হয়। শেখার মাধ্যমে কিছু জেতা, কুইজ পর্বটি এখন বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। আমরা চিন্তা করতেছি পরবর্তীতে আরো বেশী প্রাইজ এবং প্রশ্ন রাখার।

এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন, একে একে সবার নাম উপস্থাপন করেন। তার সাথে আমার পক্ষ হতে @tania69 তানিয়াকে সেরা নতুন ইউজার হিসেবে দশ স্টিম পুরস্কার দেয়া হয়। আরিফ ভাইয়ের পক্ষ হতে @aryinbd সেরা ইউজার হিসেবে তিন স্টিম এবং Progressive ইউজার হিসেবে @rita135 কে দুই স্টিম পুরস্কার দেন। শুভ ভাইয়ের পক্ষ হতে Progressive ইউজার হিসেবে @raju47 কে তিন স্টিম পুরস্কার দেন।

পুরস্কার দেয়ার পর শুরু করা হয় আনন্দময় সেগমেন্ট গানের আয়োজন, প্রথমে @santa14 চমৎকার একটি গান শুনান, এরপর @raju47, @aryinbd এবং @limon88। তারপর শুরু করা হয় প্রশ্ন-উত্তর পর্ব, ইউজারদের যে কোন বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ দেয়া হয়। একে একে @bidyut01 @rahomotullah1998 @rita135 @saifulraju @santa14 @saymaakter @raju47 @nusuranur @md-razu এবং @sonia39 নানা বিষয় নিয়ে প্রশ্ন করেন।

এরপর শুভ ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাংআউটের সমাপ্তি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah


Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@blacks ADMIN Executive Admin ♛
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨ 🍁
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝

bangla.png


Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটির হ্যাংআউটে এ সপ্তাহের প্রথমবারের মতো আমি জয়েন হয়েছিলাম। আমি এই কমিউনিটিতে নতুন তাই আমার অনেক কিছু জানা ছিল না। কালকের হ্যাংআউটে জয়েন করে আমি অনেক কিছু জানতে এবং বুঝতে পেরেছি। কুইজ প্রতিযোগিতা আমার খুবই ভাল লেগেছিল। যদিও ঠিকভাবে উত্তর দিয়ে উঠতে পারিনি। আর কয়েকজন গান করেছিলেন, তাদের গান অসাধারণ হয়েছিল। অনেক নতুন ইউজার প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নের জন্য অনেক কিছু জানতে পেরেছি। আমার কিছু জানার থাকলেও জিজ্ঞেস করার সাহস ছিল না যেহেতু নতুন তাই। পরবর্তী হ্যাংআউটে কিছু জানার থাকলে জিজ্ঞেস করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল এডমিন এবং মডারেটরদের এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

আমি এই প্রথম হ্যাংআউট জয়েন করেছি। অনেক কিছু শিখেছি গতকাল । প্রতি সপ্তাহে হ্যাংআউট আমি আর কখনো মিস করবো না। অনেক মজা পেয়েছিলাম এখান থেকে। আমার বাংলা ব্লগ সকল মেম্বার এবং এডমিন মডারেটর সবাইকে ধন্যবাদ জানাই ।

আমি এই গ্রুপ এ একবারে নূতন ,তাই আমি তেমন কিছু জানি না.সবাই আমাকে সাহায্য করলে অনেক উপকৃত হইতাম। অগিম ধন্যবাদ।

গত কালের হ্যাংআউটটি এতো ভালো লেগেছে যে বলার বাহিরে ।এখানে ফাউন্ডার এডমিন সবার কথা শুনলাম।বিভিন্ন বিষয় খুব দক্ষতার সাথে বুজিয়েদিয়েছেন ।এরপর হাফিজ ভাই ও শুভ ভাই সহো সবাই খুবই সুন্দর ভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন বুজিয়েছেন।কুইজ পর্ব ছিলো এই অনুষ্ঠান এর বিষেশ আকর্ষন ।আর rme দাদা খুবই ব্যস্ত মানুষ তার পর ও সব সময় সাথে থেকে সার্বিক সহায়তা করেছেন ।তাই আমার পক্ষ থেকে সবার জন্য শুভ কামনা ।ধন্যবাদ ।

হ্যাং আউট মানেই অন্যরকম কিছুর হাতছানি। একটি শিক্ষনীয় পাঠশালা। এইদিনের জন্য অপেক্ষায় থাকি। খুব ভালো লাগে।

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৯ পুরো সময়টা ধরে আমি ছিলাম, হ্যাং আউট মানে আনন্দ উল্লাস, অনেক মজা হয়। সকলের সাথে এই সময়টা পার করতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে গানের পর্বগুলো এবং প্রশ্ন-উত্তর পর্ব গুলো খুবই আনন্দের মঅনেক মজা এখান থেকে আমরা কমিউনিটির সকল নিয়ম কানুন সম্পর্কে জানতে পারি মকমিউনিটি মডারেটর এবং এডমিনদের সাথে সরাসরি কথা বলতে পারা যায় খুবই সুন্দর একটি মাধ্যম। আমার অনেক ভালো লেগেছে।আপনি পুরো বিষয়টা সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

কালকে আমার বাংলা ব্লগে হ্যাংআউটে আমি প্রথম অংশগ্রহণ করেছিলাম। খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ ছিল।আমার খুবই উপকার হয়েছে সমস্ত কথা জানতে পেরে। সবশেষে ক্যুইজ কম্পিটিশন এ অংশগ্রহণ করতে পেরে ও খুব আনন্দ হয়েছে।
এভাবেই এগিয়ে যাক আমার বাংলা ব্লগ।

দেখতে দেখতে চলে গেলো আমার বাংলা ব্লগের ১৯ তম হ্যাংআউট। আমার বাংলা ব্লগের প্রতিটি হ্যাংআউট মানেই নতুন কিছু জানা ও শিখা। এবারের হ্যাংআউট ও বেশ কিছু দিক জানতে পেরেছি। বিশেষ করে আরিফ ভাইয়ের বন্ধুর টিউশনি গল্পের একটি উদাহরণ অসাধারণ লেগেছিল আমার কাছে। আর কুইজ কুইজ তো জমে গিয়েছিল একেবারে। যদিও আমি উত্তর দিতে পারিনি কোনোটার সঠিক। তবে দাদার কিছু কথাছিল তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এবি স্কুল সম্পর্কে আমাদের সুন্দর করে বুঝিয়েছেন। নিউকমার্স কমিউনিটিতে আগে আমরা ভেরিফাই ১ পোস্ট দিতে হতো। এখন আমার বাংলা ব্লগে কাজ করতে হলে অবশ্যই বাকি কিছু ভেরিফাই পোস্ট দিতে হবে এ ব্যাপারে সুন্দর করে দাদা বলেছেন।

আর হাফিজ ভাইয়া প্রতিবারের ন্যায় হ্যাংআউটের রিপোর্টটা সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। আপনার সু্স্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি।

অসাধারণ রিপোর্ট তৈরি করেছেন আপনি,,হুবহু কী ভাবে মনে থাকে আপনার ভাইয়া? অনেক সুন্দর রিপোর্ট তৈরি করেছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😊

সব মিলিয়ে বেশ ভালো ছিল। তবে ভাইয়া একটা প্রশ্নের উওর যে কেউ দিতে পারে নাই। আর ৩ স্টিম সবাই মিলে পেলাম এটা খুব মজার ছিল হাহাহহাহাহাহা। কিন্তু একটা সিংগারাও পাই নাই হাহহাহাহা। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রতি সপ্তাহের সব কিছু এই ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভাইয়া।

আলহামদুলিল্লাহ।
আসলে কি ভাই। আমি আপনাকে সবসময় নতুন করে আবিষ্কার করার চেষ্টা করি। আর ভাবি যে, কে এই হাফিজ ভাই? যার শাসন-সোহাগ সমানে সমানে চলে। আজকের উপস্থাপন, বরাবরের মতই ভাল ছিল। আপনাকে স্বাগতম।

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৯ পড়ে মনে হচ্ছে আপনি হুবহু হ্যাংআউট এর প্রতিটি বিষয়ে খুটিনাটি একদম ক্লিয়ার ভাবে তুলে ধরেছেন। আপনার পোষ্টটি পড়ে অবাক হয়ে গেলাম ভাইয়া। আপনি এত সুন্দর ভাবে কিভাবে প্রতিটি বিষয় মনে রেখেছেন সেটাই ভাবার বিষয়। আমার মনে হয় না আপনার লেখনীতে একটি কথাও বাদ পড়েছে। যে বিষয়গুলো হ্যাংআউটে আলোচনা হয়েছিল প্রতিটি বিষয় আপনি সুন্দরভাবে গুছিয়ে পুনরায় উপস্থাপন করেছেন। যারা এই হ্যাংআউটে অংশগ্রহণ করতে পারেনি তারা আপনার লেখনীর মাধ্যমে প্রতিটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। হ্যাংআউটের পুরো বিষয় এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

গতকালকের হ্যাংআউটে আমি প্রথমবার যোগ দিয়েছি, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সম্মানিত এডমিন আর দাদার সবগুলো কথা শুনেই অনেক কিছু শিখতে পেরেছি। আসলেই আমাদের একটা পর্যায়ে পৌছাতে হলে পরিশ্রম করতে হবে। অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরবর্তী হ্যাংআউটেও অংশগ্রহণ করব। ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করার জন্য।

এবারের হ্যাঙ্গআউটটিও আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল। আসলে হ্যাং আউট এর মাধ্যমে আমরা খুব সহজে আমাদের পারফরম্যান্স গুলা বুঝতে পারি এবং ভুল বা সঠিক দিক গুলো আমরা জানতে পারি। আর আমার সবচেয়ে কুইজ পর্বটি বেশি আকর্ষণীয় লেগেছে কারণ এই পর্বের মাধ্যমে আমরা অনেক না জানা প্রশ্নের উত্তর খুঁজে পাই যা আমাদেরকে আরো জ্ঞান বিকাশে এগিয়ে নিয়ে যাবে। সর্বোপরি আমি এটা বিশ্বাস করি নতুন যে আমার বাংলা ব্লগ স্কুল প্রোগ্রাম চালু করা হয়েছে সেটি যারা নতুন তাদের জন্য অনেক শুভ বার্তা আমি মনে করছি। কারণ তারা এর মাধ্যমে নিজেদেরকে স্টিমিট প্লাটফর্মে একজন যোগ্য হিসেবে গড়ে তুলবে। এজন্য আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি প্রোগ্রাম চালু করার জন্য। সবশেষে এই হ্যাঙ্গআউটটিকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি হাফিজুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ভাইয়া একদম হুবুহু কিভাবে পারেন লিখতে মেবি সব একদম মিলে গেছে।

আসলেই কালকের হ্যাং আউট টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো।কারণ গত কালের হ্যাং আউট দাদা আমাদের কে এব স্কুল সম্পর্কে অনেক টা ধারনা দিয়েছেন।যার ফলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি।সেখানে যারা উপস্থিত ছিলেন না আসলেই তারা খুবই বড় কিছু মিস করলেও আপনার জন্য মিস করে নাই।কারন হুবুহু আপনি আবার সব গুলো কথা উল্লেখ করেছেন। অত্যান্ত ভালো হয়েছে ভাইয়া আপনার প্রশংসা করে শেষ করা যাবে না।

এগিয়ে যাক আমার বাংলা ব্লগ, বাংলা ভাষার জয় হোক

আমাদের আশা এবং বিশ্বাস এবিবি-স্কুল আমার বাংলা ব্লগে শুধু নয় বরং পুরো স্টিমিট ব্লকচেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জী ভাই সেটাই মনে করি।😍

প্রথমেই ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই,, প্রতিবারের ন্যায় এবারও আমাদের মাঝে এতো সুন্দর করে হ্যাংআউট রিপোর্টটা উপহার দেওয়ার জন্য।

আসলে আমার বাংলা ব্লগ মানেই নতুনত্ব কিছু সৃষ্টি, নতুনত্ব কিছু গড়ে তুলে তা মানুষকে তাক লাগিয়ে দেওয়ার মতো। আমার প্রতিটা সপ্তাহের হ্যাংআউটেই সব সময় নতুন নতুন কতগুলো বিষয় উন্মোচন হয়। যা আমাদেরকে সব সময় অবাক করে দেয়।আমার বাংলা ব্লগ এর যাত্রা যে কতটা সুদূর প্রসারিত তা প্রতিটা হ্যাংআউটে বার বার ক্লিয়ার হওয়া যায়। আমি প্রতিটা হ্যাংআউট থেকে সব সময় নতুন কিছু জানতে, বুঝতে এবং শিখতে পারি।

এবারে দাদা আমাদেরকে এবিবি স্কুল সম্পর্কে খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। আশা করি এর সাহায্যে আমরা আমাদের স্টিমাইট যাত্রাকে আরও সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে পারব।

আর আপনার রিপোর্ট নিয়ে তো কোনো কথা বলার ভাষা থাকে না। কারণ আপনে একেবারে হুবু হুবু কপি করে লিখেন মনে হয়। কিছুই যেন বাদ দেন না আমি ভাবি এতো কিছু মাঝে মনে রাখেন কি করে।

আপনার জন্য সব সময় ভালোবাসা এবং শুভ কামনা রইল।

হ্যাংআউট এর জন্য সবার অপেক্ষা৷অনেক অজানা বিষয় জানা যায়,ভুল-ত্রুটি সামনে নিয়ে আসা যায়। যা আমাদের সবার জন্যই প্রয়োজন। অনেক ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ভাই।

অসাধারণ ছিলো হ্যাংআঊট সুমন ভাইয়ার কুইজ এ জিতছিলাম আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল

আরো প্রশ্নের উত্তর পারতাম কিন্তু নেট স্লো থাকার কারনে দেরী হয়ে গেছিলো।

জাইহোক অনেক সুন্দর একটা মুহুর্ত ছিলো।

গতকালে হ্যাং আউটে শেষ হওয়া পর্যন্ত ছিলাম।
অনেক ভালো লাগে হ্যাং আউটে সবাই সবার নিজের সমস্যা গুলো শেয়ার করতে পারে।
সকল এডমিন ও মডারেটর সকলে আমাদের খুব সুন্দর ভাবে সমাধান করে দেয়।
এরপর বার বার আমাদের জিগ্যেস করেন আমাদের কোনো সমস্যা আছে কি না।

আমার বাংলা ব্লগের জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো।

এই সপ্তাহের জন্য একটি খুবই আকর্ষণীয় ছিল। abb school এর কার্যক্রম শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি অনেক কিছুই শিখতে পারবো। এবং প্রতিবারের মতই হ্যাংআউট এর প্রতিটি পর্ব খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনি। আগামী সপ্তাহের জন্য অপেক্ষায় রইলাম।

সব মিলিয়ে অনেক সুন্দর একটি হ্যাংআউট ছিলো হ্যাংআউট মানে অন্য রকম আনন্দ। সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটি হ্যাংআউট ছিলো দাদা অনেক গোছানো ভাবে এবিবি-স্কুল নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন যা আমাদের বুঝতে অনেক সহজ হয়েছে। সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৯ অনেক সুন্দর ভাবে পোস্ট করেছেন পড়ে আবার ও সুন্দর ভাবে বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

শুনে ভালোই লাগলো যে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা ১১৪৫ এবং একটিভ সদস্যদের সংস্থা ২০০ এর উপরে। এভাবে এগুতো থাকবে আমার বাংলা ব্লগ কমিউনিটি।
ধন্যবাদ আপনাকে ভাই।

অসাধারণ ছিলো হ্যাংআউটটি।আমি পুরোপুরি হ্যাংআউট না থাকলেও শেষ দিকে অংশ গ্রহন করেছি।খুব ভালো লেগেছে শেষের দিকে। সামনে এগিয়ে যাক আমার বাংলা ব্লগ, বাংলা ভাষার জয় হোক এই কামনা করি।

অনেক সুন্দর ছিল হাংআউট এর রিপোর্ট। তবে আমার সবথেকে বেশি ভালো লেগেছে আরিফ ভাইয়ের ভোট নিয়ে কিছু তথ্য। ভাল কনটেন্ট সাথে এঙ্গেজমেন্ট এবং ডিস্ক অ্যাক্টিভিটি দ্বারা আমরা আমাদের ভাগ্য কি পরিবর্তন করতে পারি।
আর এটাই বাস্তব ধারণা

আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৯।বরাবরের মত প্রতিবেদনটি সফলতার সাথে সম্পন্ন করেছেন যা মুগ্ধতা ছুয়ে গেল♥♥

এ সপ্তাহের হ্যাংআউটে সত্যি জমজমাট হয়েছে। বিশেষ করে এবিবি স্কুল নিয়ে আলোচনা গুলো আমার অনেক ভালো লেগেছে। দাদা সহ সকল এডমিন এবং মডারেটরদের উপদেশমূলক কথাগুলো আমাদের অনেক সমস্যা সমাধানে সহায়ক হয়েছে।