![weekly hangout cover 20.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmStumGt3NZMj8gEBP4JyjDg2ob3BTNtoxSr18d2wY626w/weekly%20hangout%20cover%2020.png)
ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ১২১৮ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২০৪।
আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।
হ্যাংআউট-২০
নির্দিষ্ট সময়ে হ্যাংআউট শুরু করেন কমিউনিটির এ্যাডমিন
@shuvo35 ভাই, তবে শুরুতেই দারুণ মিউজিক এর মাধ্যমে শুরু করার সুযোগ তৈরী করেন আরিফ ভাই। উপস্থিত সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউট শুরু করা হয়। দিন যত যাচ্ছে কমিউনিটির হ্যাংআউটের প্রতি উত্তেজনা ততোবেশী বৃদ্ধি পাচ্ছে, বৃহস্পতিবার আসলেই উত্তেজনাটা দারুণভাবে বেড়ে যায়। শুরুতেই শুভ ভাই কমিউনিটি নিয়ে নতুনদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করেন। তারপর ইলিশ কনটেষ্ট নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন, এভারের প্রতিযোগিতাটি বেশ জমজমাট এবং আনন্দময় ছিলো, অধিকাংশ এন্ট্রি ছিলো বেশ ইউনিক এবং স্বাদের। তারপর এবিবি-স্কুল নিয়ে কিছু কথা বলেন এবং গত কয়েক দিনের ক্লাসের ব্যাপারে কিছু অনুভূতি উপস্থাপন করেন।
এরপর আমি হাফিজউল্লাহ যথারীতি কিছু নীতি কথা প্রকাশ করার চেষ্টা করি নতুনদের উদ্দেশ্য করে। নতুনদের শেখার বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে কমিউনিটিতে কাজ শুরু করার আহবান জানাই। কারন যদি ভালো কোন স্বপ্ন কিংবা আগ্রহ নিয়ে নতুনরা এখানে এসে থাকেন, তাহলে প্রথম দিন হতেই তাদের কিছু শেখার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কারন শেখার কোন বিকল্প নেই, আপনি যা চান, যে অবস্থান পৌছাতে চান এবং যে বিষয়ে আপনি সফলতা অর্জন করতে চান? সে বিষয়গুলো যদি নিজের যথেষ্ট দক্ষতা দেখাতে না পারেন, তাহলে কোন স্বপ্নই পূর্ণতা পাবে না। আর কাংখিত দক্ষতা তখনই আসতে পারে বা আসবে, যখন আপনি সে বিষয়ে যথাযথ শিক্ষা অর্জন করতে সমর্থ হবেন।
![Untitled 20.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdMeJWpTuaba2EH2sFH3qo4Bq5Qo1Z3nC9q886koGQ6pL/Untitled%2020.png)
এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন
@winkles ভাই, শুরুতেই তার অধীনে থাকা ইউজাদের কাজের মান এবং কোয়ালিটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। কিন্তু একটা বিষয়ে তিনি অভিযোগ করেন নতুনদের নিয়ে, সেটা হলো বার বার বলা সত্বেও তারা কথা শুনছেন না। এনাউন্সমেন্ট করা কিংবা পিনড করা পোষ্টগুলো পড়ার ব্যাপারে তাদের মাঝে কোন আগ্রহ দেখা যাচ্ছে না। বিশেষ করে এবিবি-স্কুলে ক্লাশ করছেন কিন্তু সে ব্যাপারে এনাউন্স করা পোষ্টগুলোর প্রতি লক্ষ্য রাখছেন না, যার কারনে পোষ্ট করার পরও অনেকেই লেভেল-১ শেষ করতে পারছেন না। খুব শীঘ্রই লেভেল-২ এর ক্লাশ শুরু করা হবে, সেই ক্ষেত্রে লেভেল-১ শেষ করতে না পারলে লেভেল-২ এ উন্নীত হতে পারবে না কেউ। যারা এখনো লেভেল-১ এর পোষ্ট ঠিকঠাক করতে পারে নাই, তাদের দ্রুত সঠিকভাবে পোষ্ট করার আহবান জানান।
কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার
@rex-sumon সুমন ভাই এরপর কথা বলেন। শুরুতেই তার অধীনে থাকা ইউজারদের প্রশংসা করেন, তাদের ব্যাপারে কোন অভিযোগ নেই কারন সবাই বেশ ভালো কাজ করছেন। তবে গত সপ্তাহে বলা কপিরাইটের বিষয়টি আবার সামনে নিয়ে আসেন এবং সবাইকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স এর ফটোগ্রাফি ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করেন। এছাড়া অনেকেই ক্যানভা সফটওয়্যার ব্যবহার করে ফটো তৈরী করেন, সেটা করতেও তিনি নিষেধ করেন, কারণ এখানেও মৌলিকত্ব বলে কিছুই থাকে না। তাই ফ্রি সাইটগুলো হতে ফটো সংগ্রহ করার পরামর্শ দেন, অথবা যাদি কেউ পারেন তাহলে নিজেই যেন কিছু তৈরী করে নেন। এছাড়াও এ্যাবিউস নিয়ে কথা বলেন, কমিউনিটিতে অনেকেই অনেক ধরনের টেকনিক ব্যবহার করছেন। কেউ কেউ ইউটিউব হতে লেখা কপি করছেন সেটাও কিন্তু আমি ধরতে সক্ষম হয়েছি। সুতরাং এ্যাবিউস কিংবা ভিন্ন চিন্তা বাদ দিয়ে সেটা ভালো ক্ষেত্রে ব্যবহার করার আহবান জানান।
![Untitled 21.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQRp5RkAbWgXjU39CjEruaP6e3R75uKh9s5bwmERdoova/Untitled%2021.png)
এরপর কমিউনিটির এ্যাডমিন
@moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই তিনি এ্যাকটিভ লিষ্ট নিয়ে কথা বলেন। কারন অনেকেই এ বিষয়ে নিয়মিত প্রশ্ন করেন, কোয়ালিটি, এনগেজমেন্ট এবং ডিসকর্ডে যথাযথভাবে এ্যাকটিভ না থাকলে এখানে আসার কোন সুযোগ নেই। আর যারা নতুন তাদের সবাইকে এবিবি-স্কুলের লেভেলগুলো সম্পন্ন করার পরই কেবল এ্যাকটিভ তালিকায় আসার সুযোগ পাবেন। সুতরাং সবাইকে নিয়মিত এবিবি-স্কুলের ক্লাসে উপস্থিত থাকার এবং নিজেকে উন্নত করার সুযোগ নেয়ার আহবান জানান। এরপর আরিফ ভাই এই সপ্তাহে তার অধীনে আসা ইউজারগুলোর তথ্য উপস্থাপন করেন।
এরপর শুভ ভাই কথা বলেন এবং আরিফ ভাইকে সুন্দরভাবে তথ্যগুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানান। আমার বাংলা ব্লগের ইলিশ কনটেষ্টের বিজয়ীদের নাম ঘোষণা করেন, তবে নীচের দিক হতে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন। এই পর্বটি বেশ উত্তেজনাময় ছিলো, সবাই বেশ আনন্দ নিয়ে উপভোগ করেন। কারণ এবার বিজয়ী নির্বাচন করা বেশ কঠিন ছিলো, অনেক সুন্দর এবং ইউনিক রেসিপি ছিলো এবারের প্রতিযোগিতায়। তথাপিও দাদা তার ঘোষণা অনুযায়ী বিশেষ পুরস্কারসহ মোট এগার জনকে পুরস্কৃত করেন। যদিও বিজয়ীরা কনটেষ্টের প্রাইজ ঠিকই পাবেন।
![Untitled 23.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmc4r4KUaCudHLjtbebAK7gcTeYq8mZZfPBHMeQRKEq6we/Untitled%2023.png)
এরপর ‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন
@rme দাদা তার অনুভূতি প্রকাশ করেন। ইলিশ কনটেষ্টে অংশগ্রহণকারীদের বিষয়ে কথা বলেন এবং বিভিন্ন পোষ্ট নিয়ে দাদার মনোভাব জানান। অনেকেই বেশ ভালো এবং ইউনিক পোষ্ট করেছেন কিন্তু বিজয়ী হতে পারেন নাই, সেই কারণগুলো দাদা সুন্দরভাবে উপস্থাপন করেন। কারণ ইলিশ রেসিপিতে যদি ইলিশের সঠিক স্বাদটাই না থাকে, তবে সেটার আকর্ষণটা নষ্ট হয়ে যায়। যেহেতু দাদা নিজে বিজয়ীর তালিকায় আসা পোষ্টগুলো নির্বাচন করেছেন, সেহেতু তিনি স্বাদের বিষয়টিকে প্রাধান্য দেয়ার চেষ্টা করেছেন। এই জন্য অনেকেই শেষ পর্যন্ত বিজয়ী হতে পারেন নাই। যে সকল উপাদান ইলিশ মাছের সাথে যায় না, সেই রকম অনেক পোষ্ট ছিলো এবং পোষ্টগুলো যথেষ্ট ভালো ছিলো কিন্তু বিজয়ী হওয়ার উপর্যুক্ত ছিলো না।
বৌদির অংশগ্রহণ নিয়ে দাদা তার অনুভূতি প্রকাশ করেন। দারুণ এবং ইউনিক একটা রেসিপি ছিলো। যেটার প্রাথমিক প্রস্তুতিতে দুবার কষ্ট করেও বৌদি সফল হতে পারেন নাই। কিন্তু তৃতীয়বারের সময় বেশ কষ্ট এবং চার ঘন্টা সময় ব্যয় করে রেসিপিটি সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হন। কারণ মাছের বল তৈরী করা এবং সেগুলো ফ্রাই করা খুব সহজ বিষয় ছিলো না। কিন্তু সব ঠিকঠাক করার বিষয়টি বেশ দারুণ ছিলো, আর স্বাদটাও অসম্ভব ভালো ছিলো। এর সাথে দাদা বিশেষভাবে পুরস্কার পাওয়া পোষ্টগুলোর পুরস্কারের বিষয়টি উপস্থাপন করেন। তারপর সকলের উৎসাহ ও অনুরোধে বৌদি তার অনুভূতির কথা শেয়ার করেন।
![Untitled-24.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmeUPVsG2adxnE6ns737cfHkU4X376qhzc93845eTiEb76/Untitled-24.png)
এরপর শুভ ভাই কথা বলেন, দাদা এবং বৌদিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। কারণ তাদের দুইজনের আন্তরিকতা এবং সহযোগিতার কারনেই এই প্রতিযোগিতাটি এতোটা সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠেছিলো। তথাপিও সকলের অনুরোধে প্রতিযোগিতার সময় বৃদ্ধি করার বিষয়টি সামনে নিযে আসেন, যার কারনে অনেকেই অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। এরপর শুভ ভাই এবিবি-স্কুল নিয়ে কথা বলেন, সপ্তাহে তিনদিন লেভেল-১ এর ক্লাস নেয়া হচ্ছে এখন। শুক্রবার, বরিবার এবং মঙ্গলবার, তাই এই দিনগুলোতে সবাইকে ক্লাসে উপস্থিত থাকার অনুরোধ জানান। এছাড়া হিরোইজম এবং টিকেটিং এর বিষয়ে সবাইকে উৎসাহ দেয়ার চেষ্টা করেন।
কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার
@rex-sumon সুমন আবার ফিরে আসেন। এই পর্বে তিনি পাওয়ার আপ নিয়ে নতুন প্রতিযোগিতার বিষয়ে সবাইকে অবহিত করেন। কারন পাওয়ার আপ মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি করা এবং তার সাথে ভবিষ্যৎকে আরো উজ্জ্বল রাখার সুযোগ তৈরী করা। এই জন্য আমাদের এই নতুন উদ্যোগ পাওযার আপ নিয়ে। এ বিষয়ে যথা সময়ে বিস্তারিত তথ্যসহ পোষ্ট করা হবে। বিজয়ী নির্বাচনের কিছু আইডিয়া সকরের সাথে ভাগ করে নেন সুমন ভাই আর বিজয়ীদের বেশ ভালো প্রাইজ দেয়ার ঘোষণা দেন।
এরপর শুভ ভাই আমার বাংলা ব্লগের পরবর্তী প্রতিযোগিতার ঘোষণা দেন। নতুন কনটেষ্টটি হবে শীতের পিঠা নিয়ে। বিষয়টি এই রকম রাখা হয়েছে “তৈরি করুন আপনার পছন্দের শীতের পিঠা”। কারণ যেহেতু শীতকাল শুরু হয়ে গিয়েছে আর শীত মানেই পিঠার উৎসব। সেহেতু আমার বাংলা ব্লগবাসী সকলকে নিয়ে শীতের পিঠা উৎসব উপভোগ করতে চায়। এরপর পিঠা নিয়ে প্রতিযোগিতার পোষ্টটি সবাইকে রিস্টিম করার আহবান জানান।
![Untitled-25.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYqgTah1z3pmLFu3XHER99seQuqTA2x4TThLNoeAnwCGq/Untitled-25.png)
এরপর কমিউনিটির মডারেটরগন কথা বলেন, প্রথমে
@alsarzilsiam ভাই নতুন ইউজারদের নিয়মিত ক্লাস করার মাধ্যমে লেভেলিং আপ হওয়ার পরামর্শ দেন কারন এখন হতে ক্লাস এবং লেভেল আপ হওয়া ছাড়া এ্যাকটিভ তালিকায় আসা যাবে না। অন্য কোন কমিউনিটিতে এভাবে হাতে কলমে শেখানো হয় না, কিন্তু আমার বাংলা ব্লগ সবাইকে শেখানোর সর্বাত্মক শেখানোর চেষ্টা করছে। তাই ক্লাসের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার এবং কমিউনিটির সকল পিনড পোষ্ট নিয়মিত পড়ার আহবান জানান।
তারপর
@rupok ভাই কথা বলেন, কমিউনিটিতে যারা নতুন শুধুমাত্র তারাই নন বরং অনেক পুরোন ইউজারও অনেক কিছুই জানেন না, মাঝে মাঝে তাদের প্রশ্ন শুনে বিব্রতবোধ করেন। যদিও সে সকল বিষয়ে কমিউনিটিতে টিউটোরিয়াল পোষ্ট রয়েছে, সেখানে সকল কিছু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু কেউ সেগুলো ভালোভাবে পড়েন না। শেখার ক্ষেত্রে সবার মাঝে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। সবাইকে টিউটোরিয়ালগুলো ভালোভাবে পড়ার অনুরোধ জানান।
তারপর
@kingporos ভাই বলেন, শুরুতেই দিপাবলীর শুভেচ্ছা জানান সবাইকে। এবিবি-স্কুলে যারা নিয়মিত ক্লাস করছেন তাদের স্বাগতম জানান। নতুনদের অনুরোধ করেন কমিউনিটির টিউটোরিয়ালগুলো ভালো ভাবে পড়ার। এছাড়া স্টিমিট লগ-ইন করার পর শুরুতেই কিছু বিষয়ে গাইড লাইন দেয়া রযেছে সেগুলো পড়ার অনুরোধ করেন। তারপরও কেউ না বুঝলে টিকেট ওপেন করতে বলেন। এবিবি-স্কুলের লেভেলগুলো পার করতে পারলেই কোয়ালিটি ব্লগার হতে পারবেন, যা ভবিষ্যতেও কাজে আসবে। এখন কমিউনিটির অনেক ইউজারদের পোষ্ট বেশ ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হচ্ছে, এটা সকলের প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
![Untitled-26.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbFNqGw8yB8SR9VfXHBaFoGBN5x8Dn4SK5MJ6bt2NxG6k/Untitled-26.png)
এরপর শুভ ভাই কথা বলেন, সবাইকে এ্যাডমিন এবং মডারেটরদের কথাগুলোর ব্যাপারে যত্নশীল হওয়ার এবং মেনে চলার আহবান জানান। তারপর আমার পক্ষ হতে সেরা দুইজন ইউজারকে ১৫ স্টিম পুরস্কার দেয়া হয়, তারা হলেন
@tania69,
@ripon40। তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন শুভ ভাই। এবং শুভ ভাইয়ের পক্ষ হতে দুইজনকে পুরস্কৃত করেন। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ লিষ্ট প্রকাশ করেন, সকলের নাম উপস্থাপন করেন। তারপর শুভ এবং সুমন ভাই মিলে কুইজ প্রতিযোগিতার পর্ব পরিচালনা করেন।
তারপর শুরু করা হয় এন্টারটেইনমেন্ট পর্ব, শুরুতেই
@selinasathi1 কবিতা বাদ দিয়ে চমৎকার একটি গান গেয়ে শুনান, এরপর
@santa14 আপু এবং
@limon88 ভাই গান শুনান। তারপর শুরু করা হয় প্রশ্ন-উত্তর পর্ব, এই পর্বে সবাই যে কোন প্রশ্ন করার সুযোগ পান এবং সরাসরি উত্তর জানতে পারেন। তাই একে একে,
@saifulraju,
@sagor1233,
@nazmul-sakib,
@saymaakter,
@ayrinbd,
@mamun02,
@rita135,
@rahomotullah1998,
@robiull,
@sshifa,
@nusuranur,
@alamgirkabir,
@shohelrana @shohel44 @akash09,
@rahimakhatun এবং
@alamin-islam প্রশ্ন করেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউট সমাপ্ত করা হয়, কিন্তু তখনও কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন
@rme দাদা উপস্থিত ছিলেন এবং সকলের প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করছিলেন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@blacks ADMIN Executive Admin ♛
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨ 🍁
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
![bangla.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbBoALg2Emp6DPQEwWTFuwwPRyDErvpwZjGVEEEW5VKeo/bangla.png)
Support
@heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support
এই দিনটার জন্য সব সময় অপেক্ষা করি। কেমন জানি একটা আলাদা ভালো লাগা কাজ করে। এই সপ্তাহে কিন্তু ভাইয়া রেকর্ড হয়েছে লং টাইমের জন্য। এক কথায় অসাধারন। প্রতিবারের মতন একটি কথা বলতেই হবে আপনার এই পোস্ট টা সেরা একটা পোস্ট ভাইয়া। অনেক পরিশ্রম মিশে থাকে এই পোস্টে আপনার সেলুট আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই অনেক ভালো লাগে এই দিনটি। বৃহস্পতিবার মানেই মনের ভেতর টানটান উত্তেজনা কাজ করে।অনেক সুন্দরভাবে এটি পরিচালনা করেন শুভ ভাই।আর আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন নতুনদের নিয়ে। প্রতিনিয়ত আমরা অনেক কিছু শিখতে পারি এটার মাধ্যমে। খুবই ভালো লাগে এবং এটা যেন চলতে থাকে এভাবে আমরা আশা করবো। অনেক ভালো লাগার একটি হ্যাংআউট
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ মানেই ভিন্ন কিছুর স্বাদ। ধন্যবাদ আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ মানেই ভালোবাসা অবিরাম।
প্রতিবারের মতো সব সময় অপেক্ষা করতে থাকি বৃহস্পতিবারের জন্য। অনেক ভালো লাগে
হ্যাং আউটের সবার পরামর্শ গুলো শুনতে খুব ভালো লাগে।
আমার বাংলা ব্লগের জন্য অনেক শুভকামনা ও দুআ রইলো একদিন অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ সুন্দর মন্তব্য করেছেন তো!
ধন্যবাদ আপনাকে অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকালের হ্যাংআউট প্রতিবেদনটি খুব সুন্দর উপস্থাপন সহ বর্ণনা করেছেন। ওখানে যা আলোচিত হয়,তা পুংখানুপুংখিকভাবে বর্ণনা করেছেন।
অতি চমৎকার হয়েছে আপনার হ্যাংআউট প্রতিবেদনটি।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে ভাই, চেষ্টা করেছি বিষয়গুলো তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া,আপনার প্রতিভা সাধারণ হ্যাংআউটের প্রতিটি অংশ আপনি আপনার পোষ্টের মাধ্যমে প্রকাশ করেন একটি অংশ বাদ পড়ে না।আমরা প্রতিটা মানুষ আমার বাংলা ব্লগের যারা সদস্য সবাই এই দিনটির জন্য অপেক্ষা থাকি খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে দাদা এবং আপনাদের সবার কথা শুনতে। এদিনটি চলে গেলে খুবই মিস করি এ দিনটিকে। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রশংসার জন্য ধন্যবাদ আপু, চেষ্টা করেছি যতটা সম্ভব উপস্থাপন করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিবারের হ্যাংআউট খুবই সুন্দর ও অনন্দময় হয় ।এবারের টাও তেমনি হয়েছে ।আগের থেকে অনেক নতুন নতুন বিষয় শিখতে পেরেছি জানতে পেরছি ।ধন্যবাদ জানাই দাদা কে এতো সুন্দর একটি অনুষ্ঠান প্রতিসপ্তাহে উপহার দেওয়ার জন্য ।এবং শুভ ভাই পুরো অনুষ্ঠানটি খুব দক্ষতার সাথে সবার সমানে তুলে ধরেছেন এজন্য বিষেশ ধন্যবাদ জানাই ।এছাড়াও হাফিজ ভাই ও সব মডিটর ও খুব যন্তের সাথে সেই অনেক রাত পর্যন্ত সাথে থেকে সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করেছেন এজন্য ভাইদের ও ধন্যবাদ জানাই ।সব মিলিয়ে অনুষ্ঠানি খুবই গোছানো ও অসাধারন হয়েছে ।সবার জন্য শুভকামনা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে আমরা এক একটি করে 20 টি hangout পার করে ফেললাম।তবুও যতই দিন যাচ্ছে মনে হচ্ছে জানার কত কিছুই না বাকি!নতুন নতুন মানুষের আগমন ঘটছে।নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারছি।নতুন মানুষের চিন্তাধারা থেকে জন্মানো নানান প্রশ্নের উত্তর সম্পর্কে ধারণা লাভ করতে পারছি।এটি শেখার সঙ্গে সঙ্গে খুবই আনন্দের।নতুনদের ক্লাস নেওয়া এটি কমিউনিটির স্বচ্ছতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।এছাড়া hangout এ প্রতিযোগিতার পুরস্কারের ফলাফল ঘোষনা,কুইজ প্রতিযোগিতা ও সুপার একটিভ লিস্ট খুবই জমজমাট ভূমিকা পালন করে যা কমিউনিটির সকলের মন আকর্ষণীয় করে তোলে।
আমাদের সকলের শ্রদ্ধেয় ও প্রিয় @hafizullah ভাইয়ার কথা কি বলবো।অসাধারণ লেখনী দ্বারা বরাবরের মতোই খুবই পরিশ্রমের সহিত পুঙ্খানুপুঙ্খভাবে hangout রিপোর্ট প্রকাশ করেন, যা আমার কাছে খুবই ভালো লাগে।এইজন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি কেউ ব্যস্ততার কারণে হ্যাংআউটে জয়েন করতে নাও পারে তবে হাফিজুল্লাহ ভাইয়ের আজকের পোস্টটি পড়লে হ্যাং আউট এর পুরো বিষয়টি জেনে যাবে। ওই দিন কি হয়েছিল সব জানতে পারবেন। ধন্যবাদ হাফিজ ভাই এত সুন্দর করে হ্যাংআউটে রিপোর্টে প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা, কি যে ভালো লাগে নিজের নাম হ্যাংগ আউটে দেখতে। একেবারে মনটা ভরে যায়। বেশ একটা সেলিব্রেটি সেলিব্রেটি ভাব আসে কিন্তু। 😜
আসলে বৃহস্পতিবার আসলেই অনেক বেশি ভালো লাগে কারণ সবার একসাথে কথা হয়। কিন্তু কাল একটু বেশিই এক্সাইটেড ছিলাম আমি। জানেন ই তো কেনো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম হ্যাংআউটের দিন,ভাইয়াকে বলেছিলাম ভাইয়া এটা কিরকম সিস্টেম?এতে কি করা হবে?আমাদেরও কি কথা বলতে হবে?আচ্ছা,আমায় যদি কিছু জিজ্ঞাসা করে তো কি জিজ্ঞাসা করতে পারে?আরো অনেক কিছু এসেছিল মনের মাঝে।
অবশেষে যখন সেই মাহেন্দ্রক্ষণ এসেছিল বুকটা যেন থরথর করছিল।বিশ্বাস করুন,যখন সবার সাথে যুক্ত হয়েছিলাম আর সবার মাঝে নিজেকেও মিশিয়ে ফেলেছিলাম তখন অকথ্য একটা অভিজ্ঞতা পেয়েছিলাম।
তারপর থেকে প্রতিটা বৃহস্পতিবারের জন্য মুখিয়ে থাকতাম।দিন যাচ্ছে ইউজার বাড়ছে সাথে সাথে বাড়ছে কাজের প্রতি আগ্রহ।আর সবচেয়ে ভালো লাগে তখন যখন হ্যাংয়াউটে সবার কাজের এক্সপ্লেনেশন দেয়া হয়।সে সময়টায় অন্যের নাম ঘোষনা করা দেখে নিজের ভেতরও একটা উদ্দ্যম আসে যে, আমাকেও এমন অবস্থানে আসতে হবে।
আর গতকালের হ্যাংআউট সত্যি বলতে একটু বেশিই রোমাঞ্চকর ছিল।একদিকে ছিল প্রতিযোগিতার ফলাফল অন্যদিকে নতুন সব ইউজারদের হরেক রকম প্রশ্ন।সম্পূর্ন সময় ছিলাম তবে এখন জেনে গেলাম।কমিউনিটির সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই আর হাফিজুল্লাহ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তার এ ধরনের পরিশ্রমের জন্য এবং গতকাল পুরস্কারপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন। ❣️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি গ্রুপে নতুন মেম্বার। হ্যাং আউটে প্রথমবার জয়েন করেছি।গান শুনেছি,কুইজের প্রশ্ন শুনলাম
সবার আলোচনায় অনেক কিছু জেনেছি
ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছে ভালো লেগেছে হ্যাংআউটটি জেনে ভালো লাগলো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে হ্যাংআউটটি কমিউনিটির সকলদের জন্য বেশ গরুত্বপূর্ণ, কারন অনেক বিষয়ের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউট নাম্বার বিশ
করছি ফিসফিস
প্রতিটি বিষয় নিখুঁতভাবে
তুলে ধরেছেন ইস!!
অসাধারণ প্রতিবেদন
তৈরি করেছেন ভাই
বরাবরের মতোই এটার
নাই তুলনা নাই♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে এই হ্যাংআউট। সবার একসাথে হওয়া,অনেক কিছু শেখা-জানা এগুলো সবই সম্ভব হয়েছে হ্যাংআউট এর জন্য। অনেক ধন্যবাদ সম্মানিত দাদা,কমিউনিটির এডমিন ও মডারেটর ভাইদের। যাদের কারণে আমরা অসাধারণ এক হ্যাংআউটে যোগ দিতে পেরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে এই হ্যাংআউট। সবার একসাথে হওয়া,অনেক কিছু শেখা-জানা এগুলো সবই সম্ভব হয়েছে হ্যাংআউট এর জন্য। অনেক ধন্যবাদ সম্মানিত দাদা,কমিউনিটির এডমিন ও মডারেটর ভাইদের। যাদের কারণে আমরা অসাধারণ এক হ্যাংআউটে যোগ দিতে পেরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেউ যদি হ্যাঙ্গআউট মিসটেক করে তাহলে তার টেনশনের কোন কারণ নাই। আমাদের প্রিয় বস @hafizullah আছেন। যার কঠোর বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের সামনে পুনরায় হ্যাং আউট এর রিপোর্টগুলো উপস্থাপন করবে। যেখান থেকে বাদ পড়া বিষয়গুলো জানতে পারবেন খুব সহজেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউট মানেই নতুন বিষয় সম্পর্কে জানা এবং নতুন নতুন বিষয় সম্পর্কে শেখা।প্রতিনিয়ত হ্যাংআউট থেকে নতুন নতুন বিষয় শিখে চলেছি।
আপনার প্রতিবেদন সব সময়ই অসাধারণ হয়, যেটা বলে শেষ করা যাবে না। সব সময় আমাদেরকে এতো সুন্দর প্রতিবেদন উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরাবরের মতো এবারেও হ্যাংআউট রিপোর্ট-২০ এর উপর আপনি দারুন একটি প্রতিবেদন তৈরি করেছেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয়ে খুটিনাটি ভালো ভাবে উপস্থাপন করেছেন। সত্যি কথা বলতে বৃহস্পতিবার প্রতিটি মুহূর্তে অপেক্ষায় থাকি কখন সেই শুভক্ষণ আসবে।এই কমিটির সকল সম্মানিত এডমিন, মডারেটরদের গুরুত্বপূর্ণ পরামর্শ এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এই হ্যাংআউটের মাধ্যমে সহজেই পেয়ে যাই। খুবই তথ্যবহুল একটি প্রতিবেদন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগে প্রতি বৃহঃস্পতিবারের আয়োজন, এত মজা হয় যেন কোথাও ইনভাইটে এসে আড্ডাদিচ্ছি, আসলে এই অনুভূতি বোঝানোর মতো না। কথা বলার একটা অভ্যাস ও তৈরী হচ্ছে আমাদের। গান বলি সেইটা তো আর এক অনুভূতি। সব মিলিয়ে অসাধারণ। পুরো আয়োজন জুরে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু শিখি,জানি, ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরো সুন্দর একটি হ্যাংআউট এর পর্ব অতিবাহিত হয়ে গেল। আর হাফিজুল্লাহ ভাই প্রতিবারের মতোই সুন্দর করে হ্যাংআউট এর রিপোর্ট টি দারুন ভাবে তৈরি করেছেন। যারা জয়েন হতে পারে নি,তাদের জন্য দারুন উপকারী হবে পোস্ট টি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit