![hangout 23.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUF955BNcqCHP2HBTwUzfph8nWFDm2LC97N2qrrXPvYrP/hangout%2023.png)
ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ১৪৬৫ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২৩০।
আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।
হ্যাংআউট-২৩
কমিউনিটির এ্যাডমিন
@shuvo35 ভাই সঠিক সময়ে হ্যাংআউট শুরু করেন তবে শুরুতে আরিফ একটু বাড়তি বিনোদন দেয়ার চেষ্টা করেন মিউজিক বাজিয়ে। ভালো কিছুর প্রত্যাশা নিয়ে এবং চমৎকার কিছু সময় কাটানোর আশা নিয়ে হ্যাংআউট শুরু করেন। উপস্থিত সবাইকে স্বাগতম জানান এবং বলেন আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে এবং আপনারা আছেন বিধায় আমরা আছি কারন আপনাদের সবাইকে নিয়েই আমাদের কমিউনিটি।
এরপর শুরুতেই কমিউনিটি নিয়ে কিছু কথা বলেন, আমার বাংলা ব্লগ প্রফেশনাল জায়গা, নিজের যোগ্যাতা এবং সৃজনশীলতা প্রকাশের জায়গা তাই আমাদের সকলের উচিত আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করা। যতিও পুরাতন অনেক ইউজার মাঝে মাঝে নানা রকম অনাকাংখিত ভুল করে ফেলেন, যেটা মেনে নিতে আমাদের কষ্ট হয়। আমরা অনেক কিছুই ভাবতে বাধ্য হই, এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটি বিষয়। তাই অনাকাংখিত ভুলগুলোর ব্যাপারে আরো বেশী সতর্ক থাকার আহবান জানান।
কমিউনিটির রুলসগুলো স্পষ্ট, তথাপিও আমরা বার বার সেগুলোকে নিয়ে আলোচনা করছি যাতে সবাই সেগুলোর প্রতি আন্তরিক থাকে। কিন্তু তবুও কিছু ইউজার বার বার সেই বিষয়গুলোকে সম্মুখে নিয়ে আসার চেষ্টা করেন, এটাও দুঃখজনক। কমিউনিটিতে কাজ করতে হলে কমিউনিটির রুলসগুলো ব্যাপারে আন্তরিক হওয়া উচিত। আমার বাংলা ব্লগ সকলের জন্য উন্মুক্ত না বরং যারা শুধুমাত্র বাংলা লিখেন বা লিখতে পছন্দ করেন তাদের কিন্তু তার সাথে অবশ্যই নিয়মগুলোকে পূর্ণভাবে অনুসরণ করতে হবে এবং নানা ধরনের অ্যাবিউজিং থেকে দূরে থাকতে হবে। এ বিষয়ে শুরুতেই কমিউনিটির এ্যাকটিভ ইউজার
@rasel72 কে ডাকা হয় এবং ট্যাগ এর বিষয়ে তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়।
![Untitled 24.2.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmf5Qsbfo32SG7SUZpcXzJisBKWw1oE45TrCneZhjDRQhg/Untitled%2024.2.png)
কমিউনিটির এ্যাডমিন
@winkles ভাই কথা বলেন এরপর, তিনি শুরুতেই তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন বিশেষ করে ইন্ডিয়ান ইউজারদের এনগেজমেন্ট হ্রাস পাওয়ার বিষয়টি উপস্থাপন করেন, তাদের সকলকে এনগেজমেন্টের ব্যাপারে আরো বেশী সতর্ক হওয়ার পরামর্শ দেন। এছাড়া সকলের উদ্দেশ্যে বানান ভুলের বিষয়টি নিয়ে কথা বলেন, অনাকাংখিত মন্তব্য শেয়ার করার মাধ্যমে ছেলে ইউজারকে মেয়ে ইউজার বানিয়ে দিচ্ছেন, কি শেয়ার করা হলো সেটা ভালোভাবে না পড়েই অন্য কিছুর কথা মন্তব্যে বলে দিচ্ছেন, যা মেনে নেয়া একদমই কঠিন। সবাইকে গঠনমূলক কমেন্ট করার বিশয়ে আরো বেশী সতর্ক হওয়া জরুরী, কমেন্ট করার আগে ঠিকঠাকভাবে পোষ্ট পড়া উচিত।
এরপর আমি
@hafizullah কিছু কথা শেয়ার করি, কিছু বিষয় নিয়ে নিজের হতাশ হওয়ার অবস্থানটির ব্যাখ্যা করি, কারন কমিউনিটি হতে এতো এতো চেষ্টা এবং সাপোর্ট দেয়ার পরও কিছু ইউজার নানাভাবে নানা বিষয়ে স্প্যামিং করার চেষ্টা করছেন, নিজেদের দুষ্টু মনোভাব ফুটিয়ে তুলার চেষ্টা করছেন, নানাভাবে ফাঁকি দেয়ার মনোভাব নিয়ে চালাকি করছেন। মডারেটর এবং এ্যাডমিনদের পোষ্টে ভালো মন্তব্য শেয়ার করছেন কিন্তু ইউজারদের ক্ষেত্রে ঠিক উল্টোটা করছেন, অনেকটা দায়সারা মন্তব্য শেয়ার করছেন। আমরা যতটা চেষ্টা করছি আপনাদের দক্ষতা বৃদ্ধি করার, আপনারা ততোটাই চেষ্টা করছেন নিজেদের ভিন্ন মানসিকতাকে ফুটিয়ে তোলার, যা খুবই দুঃখজনক আমাদের জন্য। তবুও আমরা প্রত্যাশা করছি পাল্টে যাওয়ার স্রোতের সাথে সবাই সঙ্গি হবে এবং নতুনভাবে ভালো কিছু করার চেষ্টায় সংযুক্ত হবে।
তারপর আমার অধীনে থাকা সকল এ্যাকটিভ ইউজারদের সার্বিক কার্যক্রম ও এনগেজমেন্ট পর্যালোচনা করে
@razuan12 এবং
@naimuu কে বরাবরের মতো পাঁচ স্টিম করে পুরস্কৃত করা হয়।
![Untitled 24.3.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmXGjJ18dL48PtH5EHgpJhUgwrHUnfb2XK3EX8Yw3oBMtT/Untitled%2024.3.png)
কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার
@rex-sumon সুমন ভাই কথা বলেন তারপর, পুরো সপ্তাহের সকল ইউজারদের কাজের পর্যালোচনা করার চেষ্টা করি আমরা এবং মাঝে মাঝে কিছু বিষয়ে হতাশ হই, কারন কমেন্ট এর দিক হতে আমাদের একটা ভালো অবস্থান ছিলো, কিন্তু এখন কেন জানি কমেন্টগুলো কাংখিত মানের মনে হচ্ছে না। পোষ্টের ভিতর এক ধরনের বর্ণনা আর কমেন্ট হচ্ছে অন্য ধরনের। আমরা কিউরেশন করার পূর্বে প্রায় সকলের পোষ্ট দেখার চেষ্টা করি হয়তো সব সময় মন্তব্য শেয়ার করি না কিন্তু পোষ্ট এবং পোষ্টের ভিতর মন্তব্যগুলো ঠিকই দেখার চেষ্টা করি। অনাকাংখিত ভুলগুলো দেখে বুঝতে পারি না, ব্যর্থতা কাদের? আপনাদের নাকি আমাদের?
পুরনো ইউজারদের বার বার সতর্ক করা হচ্ছে নিজের অবস্থান ধরে রাখার জন্য আরো বেশী এ্যাকটিভ হতে হবে। কারন এবিবি-স্কুলের ক্লাসগুলোতে যদি আপনারা জয়েন না করেন, তাহলে আপনাদের দুর্বলতাগুলো ঠিক রয়ে যাবে এগুলো দূর করতে পারবেন না। আমরা কিন্তু ঠিকই চেষ্টা করছি আপনারা যদি আগ্রহী না হোন তাহলে কিছুই হবে না। আমাদের মতো এবিবি-স্কুলের প্রজেক্ট অন্য কোথায় নেই কিন্তু তবুও আপনাদের মাঝে ভালো আগ্রহ দেখছি না, আপনাদের চিন্তা-ভাবনাগুলো পরিবর্তন করুন এবং কিছু শেখার চেষ্টা করুন।
এরপর কথা বলেন কমিউনিটির চলমান কনটেষ্ট পাওয়ার আপ নিয়ে, গত সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় ভালো অংশগ্রহণ ছিলো, আগের সপ্তাহের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মোট ২৬ জনের অংশগ্রহণ ছিলো কিন্তু নিয়ম অনুসরণ না করার কারনে দুই জনকে বাদ দেয়া হয়েছে, পুরো সপ্তাহে মোট পাওয়ার আপ হয়েছে ৪০০৮ স্টিম। এরপর পাওয়ার আপ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
![Untitled 24.4.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUiWDzzfP43aRTv2fHNDm4MWBx3bSPqL7nS4488y3goex/Untitled%2024.4.png)
এরপর শুভ ভাই কথা বলেন, তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। শুভ ভাইয়ের অধীনে যারা আছেন সবাই খুব ভালো কাজ করছেন তারপরও কিছু কথা বলার চেষ্টা করেন যেন তারা আরো ভালো কিছু করতে পারেন। সবাইকে এনগেজমেন্ট এর জায়গাটা ধরে রাখার চেষ্টা করতে বলেন, প্রয়োজনে মডারেটরদের কাজগুলোকে অনুসরণ করতে বলেন। এরপর তারপর তার পক্ষ হতে দুইজনকে তিন স্টিম করে পুরস্কৃত করেন।
এরপর কমিউনিটির এ্যাডমিন
@moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই কমিউনিটির বিষয়ে কথা বলেন আমার বাংলা ব্লগে এখন এ্যাকিটভ ইউজারদের সংখ্যা ২২৪, হয়তো এটাই এখন সবচেয়ে বেশী। এটা হয়তো আরো বাড়তে থাকবে কারন সবাই বেশ দক্ষতার সাথে নিজেদের সৃজনশীলতা প্রকাশের চেষ্টা করছেন। গত সাতদিনে কমিউনিটিতে পোষ্ট করা হয়েছে ৭৩৮টি, গড়ে প্রতিটি ১০০’র উপরে পোষ্ট করা হচ্ছে, কমিউনিটি খুব ভালো গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করতে হবে। এরপর তিনি তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের গত সাতদিনের কাজের প্রতিবেদন উপস্থাপন করেন।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে
@rupok ভাই নতুন ইউজারদের নিয়ে বলেন, যাদের অনেক পুরাতন ইউজাররা রেফারেল করে থাকেন কিন্তু সমস্যা হলো নতুন ইউজারদের অধিকাংশই ইন্ট্রো পোষ্ট দিয়ে হারিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে পুরাতন ইউজারদের দায়িত্ব হলো তাদের সঠিকভাবে গাইড করা এবং নিয়মিত কাজ করার ব্যাপারে অনুপ্রাণিত করা। ভালো কিছু করতে হলে লেগে থাকতে হবে, হতাশ হওয়ার কিছুই নেই।
![Untitled 24.5 .png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmXAW23Rkc9PzZLcqdj2hm5juba6TUe6u9GfFoeh1CSgyP/Untitled%2024.5%20.png)
তারপর
@alsarzilsiam ভাই বলেন, তিনিও স্বীকার করেন পুরাতন ইউজারদের এনগেজমেন্ট অনেক কমে গেছে, আর নতুন ইউজারদের প্রায় ৬০% পরিচিতিমূলক পোষ্ট দিয়ে উধাও হয়ে যাচ্ছেন। এবিবি-স্কুলের ক্লাস এর ব্যাপারে যথাযথভাবে ঘোষণা দেয়া হচ্ছে কিন্তু নতুনদের অনেকেই তা চেক করছেন না, তাই ক্লাস মিস করছেন। এবিবি-স্কুলের ক্লাসগুলোতে পুরাতন ইউজারদের জয়েন করার পরামর্শ দেন।
এরপর
@kingporos ভাই বলেন, শুরুতেই তিনি এবিবি-স্কুলের লেভেল-৩ ক্লাস নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। নতুন ও পুরাতন অনেক ইউজার মার্কডাউন কি সেটা বুঝেন না, এ ব্যাপারে তাদের কোন ধারণা নেই, তাই সকলের উচিত লেভেল-৩ এর ক্লাসগুলোতে উপস্থিত থাকা। মার্কডাউনের বিষয়গুলো সম্পর্কে ধারণা নেয়া উচিত, তাহলে আগামী দিনগুলোতে আপনাদের জন্য হবে। কারণ নতুন ইউজাররা সব বিষয়ে ভালো ধারণা নিয়ে এগিয়ে আসছেন তাদের সাথে টক্কর দিয়ে ভালো কিছু করতে পারবেন না আপনারা। এছাড়াও বাকী সবগুলো লেভেল এর ক্লাসগুলোই গুরুত্বপূর্ন, সেগুলোকে উপস্থিত থেকে সঠিক ধারনা নিতে পারেন।
কমিউনিটির শিক্ষানবিশ মডারেটরগণ কথা বলেন এরপর, প্রথমে
@ayrinbd আপু নতুন সদস্যদের প্রশ্ন নিয়ে কথা বলেন, অনেকেই তাকে প্রশ্ন করছেন, ওয়ালেট নিয়ে তাদের কাজ কি এখন? তিনি তাদের লেভেল-২ এর ক্লাসগুলো ভালোভাবে করার পরামর্শ দেন, তাহলে সবগুলো বিষয় পরিস্কার হয়ে যাবে। অনেকেই ভোট নিয়ে প্রশ্ন করছেন, তাদেরকে আরো ভালো কাজ করার পরামর্শ দেন এবং নিজের সেরাটা দিয়ে সৃজনশীলতা প্রকাশ ঘটানোর চেষ্টা করতে বলেন। প্রয়োজনে অন্যরা কিভাবে পোষ্ট করছেন সেগুলোকে দেখতে বলেন।
![Untitled 24.6.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQjnNigpttcDksw9KsbK4V88iQWFqP9RDqYhWq1w73eJP/Untitled%2024.6.png)
এরপর
@nusuranur আপু বলেন, অনেক নতুন ইউজার তর্ক করার চেষ্টা করছেন তাদের ভুলগুলো ধরিয়ে দেয়ার পর যা তাকে বিব্রত করছে, আসলে আমরা চেষ্টা করছি ভুলগুলো শুদ্ধ করার, যেন সঠিকটা শিখতে সক্ষম হয়। ডিসকর্ডে দুপুরের দিকে অনেকেই নানা রকম অনাকাংখিত শব্দ ব্যবহার করেন, এটা মোটেও ঠিক না। এছাড়া এবিবি-স্কুলের ক্লাসগুলোতে সবাইকে নোটবুক নিয়ে জয়েন করার পরামর্শ দেন। কারন ক্লাস শেষে অনেকেই প্রশ্ন করেন যেগুলো নিয়ে ক্লাসে আলোচনা করা হয়। নতুনদের অনেকেই পোষ্ট করার পর ভোট পাওয়া নিয়ে অস্থির হয়ে যান, ২৪ ঘন্টা পার হওয়ার আগেই প্রশ্ন করা শুরু করে দেন, এটা একদমই ঠিক না। আমরাতো শুরুর দিকে ভোট পাওয়ার প্রত্যাশা বাদ দিয়েই ভালো কাজ করার চেষ্টা করেছি, নিজের একটা অবস্থান তৈরীর চেষ্টায় মনোযোগি দিয়েছিলাম, আপনাদেরও সেটা করা উচিত।
এরপর আরিফ ভাই ফিরে আসেন কুইজ পরিচালনা করার জন্য, তাকে সহযোগিতা করেন সুমন ভাই, মোট চারটি প্রশ্ন রাখা হয় যার পুরস্কার ছিলো ১০ স্টিম। এরপর শুভ ভাই এবিবি-স্কুল নিয়ে কথা বলেন, এবিবি স্কুলের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সবাইকে নতুনভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। হিরোইজম প্রজেক্ট নিয়ে কথা বলেন, সবাইকে নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য এই প্রজেক্টের সাথে সংযুক্ত হওয়ার আহবান জানান। মানুষ মানুষের জন্য এই উদ্দেশ্যকে সামনে রেখে এবিবি-চ্যারিটি ওপেন করা হয়েছে, সবাই যথাযতভাবে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করবে এই প্রজেক্টে সেই আশাবাদ ব্যক্ত করেন। এরপর প্রকাশ করেন সবচেয়ে কাংখিত জিনিষটি মানে সুপার এ্যাকটিভ তালিকা।
এরপর শুরু হয় এন্টারটেইন্টমেন্ট পর্ব, শুরুতেই চমৎকার কণ্ঠে কবিতা আবৃত্তি করেন আমাদের কবি আপু
@selinasathi1, তারপর গান শুনান
@santa14 আপু। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব, প্রশ্ন করার সুযোগ নেন
@saifulraju,
@raju47,
@rita135,
@mdsamad,
@mahmuddipu,
@alomgirkabir50 @rayhan111,
@mrnazrul,
@shuvo2030,
@shuvo2021 এবং
@razuahmed ।
এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাংআউটের সমাপ্তি ঘোষণা করেন শুভ ভাই।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Apprentice Mod♀ 🇧🇩
@tangera MOD Community Apprentice Mod♀
@brishti MOD Community Apprentice Mod♀ 🇧🇩
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
![bangla.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbBoALg2Emp6DPQEwWTFuwwPRyDErvpwZjGVEEEW5VKeo/bangla.png)
Support
@heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support
নেটওয়ার্কজনিত সমস্যার কারণে হ্যাংআউটে প্রথম দিকে জয়েন থাকতে পারেনি। এজন্য প্রথমদিকের কথাগুলোও শুনতে পারিনি। কিন্তু আমি জানতাম আপনার পোস্টটি পড়ার পর সবকিছু জানতে পারবো। এতো নিখুঁতভাবে লিখেন এক কথায় হুবহু কপি বলা যায়। আমার বাংলা ব্লগে এক্টিভ ইউজারদের সংখ্যা এখন দিনে দিনে বৃদ্ধি। ভবিষ্যৎ এ আরও বৃদ্ধি পাবে এই আশা ব্যক্ত করছি। কমিউনিটির সদস্যরা এখন পাওয়ার আপের ব্যাপারে যথেষ্ট সচেতন বলাই চলে। তবে এবারের হ্যাংআউটে দাদাকে পায়নি এজন্য আড্ডাটা তেমন জমেও উঠেনি। আপনাকে দিতে চাই প্রতিবারের মতো এবারের হ্যাংআউটের রিপোর্ট সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি জাস্ট এই রিপোর্ট টার অপেক্ষা করে যাচ্ছিলাম। আসলে কাল বাড়ির কিছু কাজে খুব ব্যস্ত হয়ে ছিলাম। শুধু পাঁচ মিনিটের জন্য উকি দিয়েছিলাম। ভাবছিলাম কত কি যে মিস করে যাচ্ছি। পরে মনে হল, হাফিজ দাদা আছে। চিন্তা নেই 🥰। শতভাগ না হলেও আশি ভাগ মজা তো পাবো। কি সুন্দর গুছিয়ে লিখেন গো দাদা। আপনার তুলনা নেই। আর আমার মনে হয় এই কাজ টা আপনি ছাড়া আর কেউ পারবেও না। অনেক ভালো লাগলো সব টা পড়ে। ভালো থাকবেন দাদা। সব সময় হাসি খুশি থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউটে ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেক কিছু জানা যায় হ্যাংআউটে উপস্থিত থাকলে আর বিনোদনতো আছেই।
গত সপ্তাহে তেমন পোস্ট করতে পারি নাই। এই সপ্তাহে ইনশাআল্লাহ রেগুলার পোস্ট করবো। সুপার এক্টিভ লিস্টে নিজেকে দেখতে চাই।
❤️🧡💛💚💙💜🤎
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি বরাবরের মতোই হাংআউট এর সম্পূর্ণ বিষয়গুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন। আমাদের মাঝে হ্যাঁ আপনারা সবাই খুবই পরিশ্রম করছেন আমাদের জন্য যাতে আমরা ভাল ব্লগার হতে পারি। এবং আমাদের বাংলা আমার বাংলা ব্লগে অনেক সুযোগ-সুবিধা ব্যবস্থা করে দিয়েছেন দাদা এবং আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের বাংলা ব্লগ এগিয়ে যাচ্ছে। খুটিনাটি বিষয় থেকে শুরু করে পুরো হাংআউট এর সম্পূর্ণ বিষয়ে আপনি তিল তিল করে উপস্থাপন করেন বিষয়টি খুবই আশ্চর্য জনক। আগের তুলনায় এখনো ব্যতিক্রম নয়। তবে আমার মতে আমরা আপনাদের মন মতো হতে পারছিনা এবং কি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারছিনা এবং আপনারা এ বিষয়ে হতাশ। তবুও ভাইয়া এটুকুই বলব দোয়া করবেন যাতে আগামীতে ভালো কিছু করতে পারি। 2 ঘন্টা হ্যাংআউট এর সবকিছু পুনরায় উপস্থাপন করার জন্য আপনার প্রতি ভালোবাসা অবিরাম ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে অনেক ভালো লাগছে। আপনি এত সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। হুবুহু কালকে যেগুলো কথা হলো সেম একদম ঐ কথাগুলি আমি দেখতে পাচ্ছি। সবথেকে ভালো লাগছে আপনার আন্ডারে থেকে আমি দুইবার সেরা ইউজার হতে পেরেছি। এটা খুবই আনন্দের বিষয়। আমি এটি ধরে রাখার চেষ্টা করব আর সত্যিই অনেক ভালো লাগার একটি মাধ্যম ডিসকোর্ড। বৃহস্পতিবার আসলেই মনের ভীতর উত্তেজনা কাজ করে আর আপনি প্রথমে এসে এত সুন্দর করে কথা বলেন নতুনদের জন্য গাইড দেন এবং প্রতিটা কথা আমাদের অনেক প্রয়োজনীয় এবং আমরা সঠিকভাবে কাজ করতে পারব তারপর সকল মডারেটর এডমিন তাদের বক্তব্য দিয়েছেন।নতুনদের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করছেন।এবং কনটেস্ট কুইজ হলো কুইজ সকলে আনসার দিল বিজয়ীদের পুরস্কার দেয়া হল তারপর সুপার একটিভ লিস্ট প্রকাশ করা হলো টানটান উত্তেজনা তারপর যাদের সমস্যা আছে তাদের সাথে কথা বলা হলো।সুন্দর একটি মুহূর্ত ছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি হ্যাংআঊটের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমার বাংলা ব্লগের সাপ্তাহিক হাংআউট হয় বৃহস্পতিবার, এই দিনটাতে খুবই এক্সাইটেড থাকি। কখন ঘড়ির কাঁটা নয়টা বাজবে, ঠিক নয় টার সময় আমাদের এডমিন শুভ ভাইয়া উপস্থাপনা শুরু করেন। । আস্তে আস্তে আমাদের উইক্লেস দাদা, হাফিজুল্লাহ ভাইয়া, আরিফ ভাইয়া,সুমন ভাইয়া , সিয়াম ভাইয়া, রুপক ভাই এবং মেয়ে ম্যাডাম নুসুরা আপু,আরিন আপু,কথা বললেন।
হ্যাংআউট সবচেয়ে ভালো লাগে কুইজের অনুষ্ঠান।
সব মিলিয়ে সুন্দর একটি হ্যাংআউট ছিল গতকাল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমিউনিটির সাপ্তাহিক হ্যাংআউটে যুক্ত হওয়া আসলেই খুবই ভালো একটা বিষয়। প্রতিবারের মতো এবারও বলব যারা এবারের কমিটির হ্যাংআউটে যুক্ত হন নি কতটা মিস করেছেন আপনারা হাফিজুল্লাহ ভাইয়ের এই পোষ্টটি পড়ে বুঝতে পারবেন। খুবই সুন্দরভাবে কমিউনিটি হ্যাংআউটের সমস্ত বিষয় গুলো এখানে তিনি তুলে ধরেছেন। এর জন্য ধন্যবাদ হাফিজুল্লাহ ভাই কে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-২৩ দেখে মনে হচ্ছে যেন সেই হ্যাংআউট এর পুনরাবৃত্তি হচ্ছে। আপনি অনেক দক্ষতার সাথে এই প্রতিবেদনটি তৈরি করেছেন ভাইয়া। প্রতি বৃহস্পতিবার অধির আগ্রহে বসে থাকি কখন সেই শুভক্ষণ আসবে। বৃহস্পতিবার মানে ভালো লাগার একটি দিন। আর সেই শুভক্ষণের অপেক্ষার প্রহর গুনি সবসময়। আপনার এই তথ্যবহুল প্রতিবেদনটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি প্রত্যেক বারের মত এবারও খুব সুন্দর করে রিপোর্ট তৈরি করেছেন। আর স্পেশালি আপনাকে ধন্যবাদ দিতে চাই, আমাকে পুরস্কারের যোগ্য মনে করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া 🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি প্রতিবার হ্যাংআউট এর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেন , আর আমার এটা ভাবতে অবাক লাগে , আপনি প্রতিটি জায়গার কথা বার্তা খুব নিখুঁত ভাবে তুলে ধরেছেন , যদি কোনো কারণে কেউ হ্যাংআউট এ জয়েন করতে না পারে তবে তার পক্ষে সব কিছু জানা সম্ভব এই পোস্টার মাধ্যমে , যেমন আমি কাল নেট সমস্যার কারণে অনেকের গুরুত্বপূর্ণ কথা গুলু শুনতে পাইনি , কিন্তু আপনার পোস্টার মাদ্ধমে সেটা জানতে পারলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো হ্যাংআউট ধরে সাথেই ছিলাম। হ্যাংআউটের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। এই হাংআউট এর জন্য পুরো একটা সপ্তাহ ধরে অপেক্ষা করি। কবে বৃহস্পতিবার আসবে,হ্যাংআউটে এডমিনদের সাথে সময় কাটাবো সত্যিই অনেক আনন্দের সাথে সময় কাটিয়েছে। তবে এবারের হ্যাংআউটা একটু খারাপ লেগেছে কারণ প্রতিবার দাদা উপস্থিত থেকেন। আমাদের সাথে কথা বলেন,অনেক ভালো লাগে কিন্তু এবার হ্যাংআউটে দাদা উপস্থিত ছিল না। তাই একটু কষ্ট পেয়েছি। তার পরেও খুবই সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে হ্যাংআউটটি উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।🌹💖🌹💖🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিম প্লাটফর্মে একমাএ স্বয়ংসম্পূর্ণ কমিউনিটি আমার বাংলা ব্লগ। যেখানে সব কিছুর ব্যবস্থা আছে। এরই মধ্যে উল্লেখযোগ্য হলো উইকলি হ্যাংআউট। ভাবা যায় আমরা নিয়মিত কোনো বাধা ছাড়া ২৩ টা হ্যাংআউট ভালোভাবে সম্পন্ন করেছি। তবে আমার বাংলা ব্লগের স্বর্ণযুগ এখনো আসেনি।
যাইহোক অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহের হ্যাংআউটও একইভাবে পরিচালনা করা হয়। তবে এবারের কনটেস্টের প্রশ্নগুলো কিছু টা সহজ ছিল।
এবং আমার কাছে একটা বিষয় খুবই খারাপ লেগেছে। এই প্রথম হ্যাংআউট যেটাতে আমাদের দাদা কীনা কোনো কথা বললেন না। হয়তো দাদার কোনো সমস্যা ছিল। তবে উনার কথা ছাড়া যেন হ্যাংআউট টা অসম্পূর্ণ রয়ে গেছে।
হাফিজ ভাইকে ধন্যবাদ এত সুন্দর ভাবে পুনরায় হ্যাংআউটের রির্পোট প্রকাশ করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতি সপ্তাহের মতো এই বারও আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম সাপ্তাহিক হ্যাংআউট এর জন্য। দিনটি একেবারেই অন্যরকম লাগে আমার কাছে। এবং খুব গুরুত্বপূর্ণ কারন এখানে সবার দোষ গুন নিয়ে আলোচনা করা হই। এই পর্বটি আমার খুব ভালো লাগে। কারন ভুল থেকেই শেখা যায়। কুইজ প্রতিযোগিতাটি এই অনুষ্ঠানের প্রতি আরও অনেক বেশি আগ্রহি করে তোলে। ধন্যবাদ ভাইয়া এই সপ্তাহের রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাং আউট-23 আগের তুলনায় এবার সব কিছুতে আগ্রগতি হয়েছে শুনে মনটা ভরে গেল।এভাবে আগে বাড়লে আমরা প্রথম স্থানে পৌছাবো ইংশাআল্লহ ।আর আমাদের উচিৎ abb-school এর প্রতিটি ক্লাসে অংশগ্রহন করা ।তাতে আমাদের পোষ্ট আরও কোয়ালিটিপূর্ন হবে ।আমি প্রায় ক্লাসেই থাকার চেষ্টা করি ।ধন্যবাদ ভাই, বিষয় গুলো সব বিস্তর ভাবে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া কোনো কিছুই বাদ পড়ে নাই। প্রতিবারের মতো এবারো খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখেছেন।
আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম খুব ভালো লেগেছে।
আপনি খুব হাসি খুশি একজন মানুষ দুআ করি ভাইয়া আল্লাহ আপনাকে সব সুস্থ রাখুক।
অনেক ভালোবাসি ও শ্রদ্ধা করি আমার বাংলা ব্লগের পরিবারের সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি আপনার কাজে অবাক হতে হতে আর যে কতো বেশি অবাক হতে হবে আমার জানা নেই!
সত্যিই আমার কাছে অসাধারণ লাগে এটাই যে আপনি প্রতিটা ব্যাপার এতো সুন্দর ভাবে এবং এতো সঠিক ভাবে কি করে লিখতে পারেন আমার তা মাথায় আসে না!সত্যিই একটা কথাই বলার থাকে, জাস্ট মাশাল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাংআউট এটার জন্য আমি খুবই অধীর আগ্রহে বসে থাকি বসে থাকি। কবে বৃহস্পতিবার আসবে আর সবার সঙ্গে অনেক রকম আড্ডা জানাশোনা সবকিছু জানতে এবং শিখতে পারবো। বিশেষ করে, হ্যাং আউট এর সময় আমাদের সম্মানিত এডমিন এবং মডারেটরদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখে থাকি এবং জেনে থাকি। এই জানা এবং শেখার মাধ্যমে আমরা কমিউনিটির অনেক বিষয় সম্পর্কে অবহিত হয়। যেটা আমার কাছে অনেক ভালো লাগে। ভাইয়া, আপনি খুবই সুন্দর ভাবে সাপ্তাহিক হাংআউট এর অনেকগুলো বিষয় আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যেটা সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি এত কিছু কিভাবে মনে রাখেন সেটা আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। যাইহোক, এত সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@winkles দাদার মতামতের সাথে আমি সম্পূর্ণ একমত। কেননা প্রকৃতপক্ষে কমেন্ট করে আমরা যে লিঙ্গ পরিবর্তন করতে করতে পারি আর এর মাধ্যমে বোঝা যায় আমরা বাঙালি কতটা ফাঁকিবাজ।
অবশ্যই আমাদের কমেন্টের সম্পর্কে যথার্থ জ্ঞান নিয়ে কমেন্ট করতে হবে এবং ব্লগ পড়ার পরেই।
এবং সুমন ভাইয়ের একটি কথা আমার খুবই ভালো লেগেছে আর সেটি হল টিকে থাকতে হলে আমাদের অবশ্যই শক্তিশালী হতে। কেননা বর্তমান যুগে টিকে থাকতে হলে শক্ত অবস্থান ছাড়া কখনই টিকে থাকা সম্ভব।
খারাপ লাগার বিষয়
গতকালকের হ্যাংআউট -২৩:এ
আমাদের প্রিয় ফাউন্ডার @rme দাদা কোনো মন্তব্য করেনি কিংবা কোনো বক্তব্য পেশ করে নি। বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে। একটা কথাই বলতে
প্রিয় দাদা যদি আমাদের কোন ব্যবহারে কষ্ট পেয়ে থাকে তাহলে আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষ থেকে সেটি সত্যিই আমরা লজ্জিত এবং তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইবার আমার ওয়াইফাই সমস্যা ছিল ভালোভাবে হ্যাংআউট শুনতে পাচ্ছিলাম না। কিন্তু চিন্তা করছিলাম আমার চিন্তার কোন কারণ নেই কারণ হাফিজ ভাই আছে ভাই তার রিপোর্ট যখন দিবেন তখন ওই রিপোর্ট পড়লে হ্যাংআউট সম্পর্কে সম্যক ধারণা আমি পাব ঠিক তাই যা ভেবেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ সপ্তাহের হ্যাংআউটে আমি উপস্থিত ছিলাম। শুরুতেই শুভ ভাইয়া তার মিষ্টি মিষ্টি কথা উপস্থাপন করেন। তারপর সকল মডারেটরদের উপদেশমূলক কথাগুলো শুনতে আমার অনেক ভালো লেগেছে। কিন্তু আমার একটু খারাপ লেগেছে আমাদের প্রিয় দাদার কোন কথা শুনতে না পেরে। আর আমার কাছে সবচাইতে ভালো লাগার দেখছিল আমাদের কমিউনিটি তে সর্বোচ্চ সংখ্যক সদস্য 230 জন উত্তীর্ণ হয়েছে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউট ছিলাম প্রথমবারের মতো। প্রথম জার্নি আমার জন্য অনেক ভালো হয়েছে, এই মিটিং এর মাধ্যমে অনেক কিছু বুঝতে এবং শিখতে পেরেছি। সত্যি আমি নতুন হিসেবে আনন্দিত এই কমিউনিটিকে পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরো একটি সুন্দর হ্যাংআউট অতিক্রম করে আসলাম আমরা। প্রতিবারের মতই এবারো রিপোর্ট টি যারা অনুপস্থিত ছিলেন তাদের জন্য অনেক দরকারি হবে। সুন্দরভাবে রিপোর্ট টি তৈরি করার জন্য ধন্যবাদ আপনাকে হাফিজ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি কিভাবে যুক্ত হতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit